05/09/2025
সবকিছু প্রস্তুত… আলো ঝলমলে গ্যালারি, হাতে পতাকা, চোখে জল আর কণ্ঠে একটাই নাম মেসি।🥹
হয়তো এটাই শেষবার, আর্জেন্টিনার মাটিতে নিজের মানুষদের সামনে নামবেন তিনি।এক প্রজন্মের শৈশব, স্বপ্ন, হাসি-কান্না, জয়-পরাজয় সবকিছুর নাম লিওনেল মেসি।
আজকের রাতটা শুধু একটি ম্যাচ নয়, আজকের রাতটা ইতিহাস, বিদায় আর আবেগের এক অদ্ভুত মিশ্রণ।সময় এগিয়ে যাবে, খেলোয়াড় বদলাবে, কিন্তু এই নাম, এই মানুষটা অমর হয়ে থাকবে কোটি মানুষের হৃদয়ে।
লিওনেল মেসি আর্জেন্টিনার চিরন্তন গল্প। 💙🤍🫶🥹🇦🇷💔
Messi