04/11/2025
এটা একটি পরীক্ষামূলক (test) বার্তা, যা Civil Defense (দুর্যোগ প্রতিরক্ষা বিভাগ) থেকে পাঠানো হয়েছে। এর উদ্দেশ্য হলো “Early Warning Platform” বা জাতীয় সতর্কবার্তা ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে কিনা সেটা পরীক্ষা করা।
এই কারণে, যারা ওই এলাকায় ছিলেন বা যাদের ফোন নেটওয়ার্ক সেই অঞ্চলে সংযুক্ত ছিল — সবার ফোনেই একসাথে এই বার্তাটি এসেছে।
👉 সংক্ষেপে:
এটা বাস্তব জরুরি অবস্থা নয়।
শুধু পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নেই।
তাই চিন্তার কিছু নেই — এটা একেবারে স্বাভাবিক ব্যাপার।