ফেরিওয়ালা

ফেরিওয়ালা প্রকৃতিকে ভালোবেসে দেখুন প্রতি মুহুর্ত শান্তি লাভ করা যায়�

10/06/2025

জীবনের এই ২৫ বছরে এসে উপলব্ধি করতে পেরেছি,জানতে পেরেছি আমি কতটা কষ্ট দিয়েছি আপন মানুষগুলোকে😔
দুঃখিত 😔

25/05/2025

অবহেলা নানাভাবে করা যায় তবে সর্বকালের সেরা অবহেলাটা আপন মানুষরা করতে পারে শুধু।তারা নতুন পন্থায় একদম ইউনিক স্টাইলে অবহেলা করে।

22/05/2025

আমার ক্ষত,আমার ব্যাথা শুধু আমিই পোহাই বেড়াই।মানুষজন শুধু দূর থেকে শুধু খোঁচা মেরে সে ক্ষতের রক্তঝরা দেখে।জানি না তারা এটা করে কি মজা পায়🙂

22/05/2025

★সময় ভালো কিংবা খারাপ, আপন মনে চলছি।
আমার যত স্বপ্ন মনে, নিবিড়িতে বুনছি।

★আজকে যারা সাথে আছে, কালকেই ছেড়ে যাবে
কয়জন মানুষ আপনরুপে ভবে তুমি পাবে?

★স্বার্থ নিয়ে আসে মানুষ, ফন্দি নানান আটে
ভঙ্গিমা আর ছলচাতুরিতে, বন্ধু আমার সাজে।

★বন্ধু ভেবে হয়ে বোকা বলেছি মনের কথা,
গোপন সব জেনে আমার,দিয়েছে প্রাণে ব্যথা।

★স্বার্থপরের দুনিয়া ভাই বুঝেছি আমি শেষে
সব হারিয়ে রাস্তাঘাটে ঘুরছি পাগলের বেশে


সমুদ্র আমাদেরকে শিক্ষা দেয় বিশালতার✍️শুভ সকাল🌄
21/05/2025

সমুদ্র আমাদেরকে শিক্ষা দেয় বিশালতার✍️
শুভ সকাল🌄


আজকে যাদেরকে আপনি সফল দেখছেন আর নিজেকে তাদের স্থানে ভাবছেন। বিশ্বাস করুন আপনি তার থেকে হাজারগুন বেশি পাবেন ধৈর্য ধরুন মহ...
20/05/2025

আজকে যাদেরকে আপনি সফল দেখছেন আর নিজেকে তাদের স্থানে ভাবছেন। বিশ্বাস করুন আপনি তার থেকে হাজারগুন বেশি পাবেন ধৈর্য ধরুন মহান আল্লাহর উপর বিশ্বাস করে পরিশ্রম করুন।সফলতা আপনাকে খুজে নিবে ইনশাআল্লাহ ✊

19/05/2025

আমার শেকড়

বাবা আমার ছায়ার মতো,
আগলে রাখে সারা দিন,
মা তো আমার শান্ত নদী,
ভালোবাসায় ভরপুর বিন।
বাবার শাসনে শিখেছি আমি,
ঠিক-ভুলের পাঠ
মায়ের কোলে পেয়েছি আমি,
শান্তির আকাশ।

তারা আমার প্রথম ভালোবাসা,
জীবনের আলো,
তাদের চোখেই দেখি আমি,
স্বপ্নের ভালো।
বাবা-মায়ের ভালোবাসা,
সারা জীবন সাথ,
তাদের স্নেহে কেটেছে আমার,
শৈশবের রাত।

চোখ দিয়ে তাকিয়ে থেকে শুধু মনের ভাব বুঝায় নায়✋
19/05/2025

চোখ দিয়ে তাকিয়ে থেকে শুধু মনের ভাব বুঝায় নায়✋

Address

Dammam

Telephone

+966577018234

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফেরিওয়ালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফেরিওয়ালা:

Share