MD : Abdus Salam

MD : Abdus Salam W***e there is poverty there is curse

27/02/2024
08/07/2023

সফল একজন মানুষকে দেখে বিয়ে করে ফেলা এবং তাকে সফল হতে সাহায্য করার জার্নি দুটোই আলাদা জিনিস।কারণ,চাইলেই আমরা প্রতিষ্ঠিত মানুষ পেতে পারি কিন্তু যখন আমরা শূন্য থাকবো,তখন আমাদের প্রতিষ্ঠিত হওয়ার যেই লড়াই টা সে লড়াইয়ে কাউকে পাওয়া টা খুবই কঠিন।খুব ভাগ্যবান মানুষরাই স্বপ্ন পূরণ হওয়ার যেই সংগ্রাম করে সেই সংগ্রামে নিজের ফ্যামিলি ছাড়াও বিশেষ একজনের সাপোর্ট পায় যাকে আমরা প্রিয়জন বলে ডেজিগনেশন(আখ্যা) দেই।

সফল হওয়ার আগে মূলত, ফ্যামিলি ছাড়া আর কাউকে পাশে পাওয়া যায়না।জীবন ঘুচানোর লড়াইয়ে কেউ আর্থিকভাবে সাপোর্ট নাই বা করুক,মানসিকভাবে সাপোর্ট দেওয়ার ও কাউকে পাশে পাওয়া যায়না।তখন সবাই তারা এতদিন যাদের প্রিয়জন ভেবে সযত্নে আগলে রেখেছিলো,তাদের সাহায্য বা সমর্থন কামনা করে,কিন্তু এই জার্নিটাতে কাউকে পাওয়া খুব টাফ্।স্কুল-কলেজ,ভার্সিটি লাইফেও এমন অনেক বন্ধু-বান্ধবই দেখতে পাবেন,যখন একটা রিলেশন করবেন তখনও অনেক ফ্রেন্ডরা সাপোর্ট করে,আবার বলবে দোস্ত ট্রিট দে।আপনি তাদের পিছনে অনেক টাকা খরচও করবেন কিন্তু যখন সত্যিই আপনার তাদের খুবই দরকার,তখন আর তাদের খুজেও পাবেন না।আপনার ফোনটাও রিসিভ করবে না।আপনাকে এড়িয়ে চলবে।কিন্তু যখন আপনি প্রতিষ্ঠিত হবেন,তখন আপনার তাদের কল দেওয়ার প্রয়োজন হবেনা,বরং তারাই তখন তাদের প্রয়োজনে আপনার খোঁজ নিবে।আপনাকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করবে।

এসব মানুষকে চিনে রাখুন,যারা আপনার বিপদে আপনার পাশে থাকবে না,কিন্তু আপনার সুদিনেও ঠিকই বসন্তের কোকিলের মতো আপনার চারপাশে ঘুরবে।যখন আপনার সুদিন আসবে,তখন এসব বে'ই'মান কে ইগনোর করে চলবেন।

08/07/2023

একটা বিষয় কি কখনো কেউ খেয়াল করেছেন? সম্পর্কে সৎ থাকতে চাওয়া মানুষ গুলোর জীবনে কখনোই সৎ মানুষ জুটেনা;

সম্পর্ক বিশ্বস্ততায় অটুট রাখতে যার বিন্দুমাত্র মি'থ্যে কথা বলে না তাদের জীবনে কখনোই সত্যবাদী মানুষ আসে না;

ভালোবেসে যারা নিজের সবটুকু সুখ প্রিয় মানুষটির জন্য বি'সর্জন দিতে পারে তাদের কপালে কখনোই মা'নসিক শান্তি দেওয়ার মানুষটি মিলে না;

ভালোবেসে যারা একজনকে ঘিরেই জীবনের সবটা সাজায়, দ্বিতীয় কারো কথা কল্পনাতেও ভাবতে পারে না, তাদের কপালে আর যাইহোক একজনে আ'সক্ত মানুষ পাওয়ার সৌভাগ্যটুকু হয় না;

আসলে জীবনের হিসাবটা বড্ড জ'টিল এখানে দুয়ে দুয়ে চার কিংবা তিনে তিনে ছয় হয় না বরং বলা যায় হিসাব গুলো বড্ড উল্টো, ভালো মানুষের কপালে খা'রাপ আর খা'রাপের কপালে ভালো মানুষই জুটে, তাই তো একজনের জন্য অন্যজন প্রায় সম্পর্কেই ভো'গে;

'জীবনের হিসেবটা বড্ড উল্টো"

08/07/2023

আমার কথাও আপনারে খুব ভাবিয়ে তুলবে। মনে পড়বে আমার অহেতুক করা পাগলামি। একটা সময় আপনিও আমারে খুব দেখতে চাইবেন। পাগলের মতো ছটফট করবেন। আকাশ পানে তাকিয়ে লক্ষ তারার ভীরে আমারে খুঁজতে থাকবেন। আমারে আপনি পাবেন না।

একটা সময় আপনি আমি বিহীন একটা অসুখে ভুগবেন। ভীষণ রকমের অসুখ। আমি ছাড়া আপনি অসুস্থতা কাটিয়ে উঠতে পারবেন না।

আমার শূন্যতাও একটা সময় আপনারে খুব করে পোড়াবে। আপনার বুকের মধ্যেখানে শুন্যতায় হাহাকার করে উঠবে।

আপনি বড্ড বেসামাল হয়ে পড়বেন। আমাকে ছাড়া আপনি নিজেকে সামাল দিতে পারবেন না।

একটা সময় আপনার বিবেক জাগ্রত হবে। আপনি নিজেই ভাববেন, হিসেব করবেন আমাকে কতটা অবহেলা করেছেন।

জানেন তো একটা সময় আপনি খুব কাঁদবেন আমার জন্য। খুব করে কাঁদবেন। আমারে ফিরে পেতে চাইবেন। বেলায় অবেলায় আপনার মন কাঁদবে। আপনি আমাকে ছাড়া স্থির হতে পারবেন না আমাকে ছাড়া শান্ত হতে পারবেন না।

একটা সময় আপনি নিজেই বলবেন কেন এত অবহেলা করলাম কেন ভালোবাসলাম না।

~ আনূ~

08/07/2023

প্রেম করার মানুষ তো অলিতে গলিতে পাবে, রাস্তার মোড়ে মোড়ে পাবে। কিন্তু এমন একটা মানুষ পাবে না যে মানুষটা তোমার ব্যাক্তিগত, যাকে কোন রকম সংকোচ ছাড়াই দাবি করা যাবে এইটা আমার মানুষ, আমার একান্ত ব্যাক্তিগত মানুষ।

সারাদিনের মন খারাপ, ভালো লাগা, ভালো থাকা, মানসিক সমস্যা, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা সব এক নিঃশ্বাসে কোনো সংকোচ ছাড়াই বলে একটা লম্বা শান্তির শ্বাস নেয়া যাবে।

যে মানুষটা পাশে থাকুক অথবা না থাকুক অন্তত ভরসা দিবে 'আমি আছি, হ্যাঁ আমি আছি' 'থাকবো'
'ভালোবাসা আর ভালো থাকার জন্য এমন একটা মানুষ সবার প্রয়োজন' । ভালোবাসার পাশাপাশি ভালো রাখার মতো একটা মানুষ থাকা প্রয়োজন...

- ANU❤️❤️

28/06/2023

ঈদে ফ্যামিলি প্রবলেম যাদের আছে তাদের জীবনে ঈদ হারিয়ে গেছে, 'শান্তি' হারিয়ে গেছে, একজন কে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, তাদের জীবনে ঈদ হারিয়ে গেছে। যাদের জীবনে বাবা নাই তাদের জীবন থেকে ঈদ হারিয়ে গেছে। বার বার কষ্ট পেয়ে কান্না করা মানুষ গুলোর ঈদ হারিয়ে গেছে। তবুও তারা ফিরে আসুক,তাদের মনে, তাদের জীবনে শান্তি আসুক। ঈদের আনন্দ উপভোগ করুক। 🖤

ঈদ মোবারক 🌙

19/05/2023

দুইজনের চাওয়া যদি ঠিক থাকে তাহলে পরিবার মানতে বাধ্য হবে।
হয়তো প্রথম দিকে সময়টা খারাপ জাবে, মানাতে কষ্ট হবে।
কিন্তু পরিবারের ভয়ে বা চাপে, যদি ভালোবাসার মানুষটার হাত ছেড়ে দাও, তাহলে তাকে আর কখনোই ফিরে পাবেনা, কিন্তু প্রিয় মানুষটাকে যদি আকড়ে ধরে থাকো, পরিবার ঠিকি একদিন মেনে নেবে।
নিজেকে সুখে রাখার জন্য হলেও এমন পরিস্থিতিতে নিজেকেই ভয়টা কে জয় করে নিজের জীবনের সিধান্ত টা নিতে হবে।
যে হারিয়েছে সেই বুঝে হারানোর বেদনা।

30/03/2023
১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।২.  মা বিনা বেতনে সং...
19/03/2023

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

17/03/2023

সময় আর বয়স কখনো কারো জন্য থেমে থাকে না। সময় আর বয়স এর সাথে সাথে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়। আপনার কাছে আজকে যে জিনিসটা অনেক মূল্যবান, যেটার জন্য আজকে আপনার অনেক শখ হচ্ছে, সেটা এটা আপনার লাগবেই। আজকে আপনার যে জায়গায় যেতে খুব ইচ্ছা করছে।

কয়েক বছর পর দেখবেন এই ইচ্ছে তো দূরে থাক কয়েক দিন পরেও আপনার ইচ্ছা টা একরকম থাকবে। কারণ সময় এর সাথে সাথে মানুষের শখ বদলায়, ইচ্ছে বদলায়, শখ একটা সময় মরে যায় | আর শখের মৃত্যু মানে একটা মানুষের মৃত্যু। সেই দিন আপনার আর কোনো পিছু টান থাকবেনা, কিন্তু সেদিন হয়তো আপনার সময় বা বয়স কোনোটা থাকবেনা।

কারণ আপনি অনেকটা বদলে যাবেন, সময় আপনাকে বদলে দিবে আর পরিস্থিতিও বদলে যাবে। আগের মতো সেই ইচ্ছাটাও আর থাকবেনা। দিনের পর দিন যাবে সব ইচ্ছে গুলো জীবন থেকে মরে যাবে। মানুষের অনুভূতিগুলোও সবসময় একরকম থাকেনা। 'একদিন যাবো। 'একদিন করবো' এই ভাবনাটা দেখবেন একদিন জীবনের শেষ প্রান্তে চলে আসবে। আর সেটা হয়তো কালকেই হতে পারে | আপনি তো নিজেও জানেন না আপনি ঠিক কতটা সময় বাঁচবেন, তাই না?

13/03/2023

যদি অন্যের ক্ষ'তি না করে। তুমি জীবনে-
এগিয়ে যেতে পারো তবেই তুমি প্রকৃত সফল ব্যাক্তি।

চলে যাওয়া সময় কখনো আর ফিরে আসেনা,
সময় অপচয় না করে, সৎ নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাও।

জীবনে চলার পথে শত বাঁ'ধা আসবে,কখনো থেমে থেকো না। জীবন মানেই যে এগিয়ে যাওয়া। কারো সঙ্গে বি'শ্বা'স'ঘা'ত'ক'তা না করে এগিয়ে যাও।

ভালো-ম'ন্দ নিয়েই মানুষের জীবন। খারাপ সময় আসলে হ'তা'শ না হয়ে ধৈর্য্য ধারন করো। কেননা ধৈর্য মানুষকে ঠ'কা'য় না। ধৈর্য মানুষকে শ্রেষ্ঠ উপহার দেয়।

অন্যের মনে আ'ঘা'ত দিয়ে জীবনে কোন কাজ করো না।
মনে রেখো অন্যের মতো তোমারও একটা মন আছে।

জীবনে অনেক হ্যাপি থাকো। তবে কারো দুঃখ সাধন করে নয়। মনে রেখো দুঃখ তোমার জীবনেও ফিরে আসতে পারে!

কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ ক...
10/03/2023

কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।

কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ করলো।নদীর ধারে গিয়ে হঠাৎ তার স্ত্রী পানিতে পড়ে ডুবে গেল। কাঠুরে কান্না শুরু করেছে।

তার কান্না শুনে আবারও জলপরী এলো তারপর জলপরী অতি রূপবতী রাজকন্যার মতো এক
মেয়েকে পানি থেকে তুলে বলল, "এই কি তোমার স্ত্রী?"

কাঠুরে বলল, "জ্বি এই আমার স্ত্রী।" জলপরী বলল, "ভালো করে দেখে তারপর বলো।"

কাঠুরে বলল, "আর দেখতে হবে না। এই আমার স্ত্রী।"

জলপরী বলল, " আগের বার তোমার সততা দেখে মুগ্ধ
হয়েছিলাম। এখন তুমি এটা কী করলে? রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকে ভুলে গেলে?"

তখন কাঠুরে বলল, "আমি বাধ্য হয়ে বলেছি এইটাই আমার স্ত্রী। যদি না বলতাম, আপনি এরচেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন।

আমি যদি বলতাম এই মেয়ে না। আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো তিনজনকেই আমাকে দিয়ে দিতেন।এই কারণে প্রথমবারই বলেছি এটা স্ত্রী।

আমি নিতান্তই গরিব মানুষ। তিন বউকে পালবো
কীভাবে?আর একটা বউকেই সামলাতে পারিনা, সেখানে তিনটা বউ হলে তো আমাকেই নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে হবে।

এবারও কাঠুরের সততা দেখে জলপরী মুগ্ধ হলো এবং পানি থেকে তুলে তিনটাকে তো দিলোই সাথে নিজেও তাকে বিবাহের প্রস্তাব দিলো! সৎ কাঠুরিয়া ৪ স্ত্রী নিয়ে ঘরে ফিরলো!

10/03/2023

Good night

04/03/2023

পুরুষ কখনো সফল হতে চায় মা-বাবার জন্য,
কখনো সফল হতে চায় প্রিয় মানুষকে পাওয়ার জন্য,
কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য।
যখন নিজের জন্য বাঁচতে চায়, তখন আর সময় থাকে না। সত্যি পুরুষ কখনো প্রিয়জন হয় না, হয় শুধু প্রয়োজন!
পুরুষ বাঁচে অন্যের জন্য……
এইটাই বাস্তবতা….॥

02/03/2023

ফ্রিল্যান্সিং - এ বিশ্ব Ranking এ দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ 🥰
বর্তমানে ৩০০ মিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশের ফ্রিল্যান্সারা❤️
সেটা বাংলাদেশের সরকার ২০২৫ এর মধ্যে ১০০০ মিলিয়ন ডলার হবে বলে মনে করেন।
তাই আজই বেকারত্ব জীবনকে বিদায় জানিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেন, "চাকরি নয় ফ্রিল্যান্সার হও"
আয় করুন ফিল্যান্সিং করে মাসে মাসে হাজার হাজার টাকা, ছাএ থেকে শিক্ষক সবাই ঝুঁকছে ফ্রিল্যান্সিং পেশায়❤️
এই মুক্তপেশাকে নিজের ক্যারিয়ার এন্ড স্কিল ডেভেলপের মধ্যে দিয়ে আপনি হতে পারেন একজন টপ ফ্রিল্যান্সার।
freelancing

26/02/2023

কিছু বিষয় আছে যেগুলো মেইনটেইন করে চললে জীবন অনেক সহজ হয়ে যায়। জীবনকে জটিলতায় পূর্ণ করে সমাধান খোঁজার চাইতে সহজ সরল জীবন ধারণ করাকে যারা বেটার অপশন হিসেবে বিবেচনা করেন এই কথা গুলো তাদের হয়তোবা কাজে লাগবে।

দুনিয়াতে সব কথা সবার জন্য নয়। সব ভালো এবং উত্তম পথ গুলো সবার অনুসরণ করার জন্য নয়, এটা চিরন্তন সত্য । আপনি যদি ১০০ জন মানুষকে ভালো কথা বলেন, ভালো রাস্তায় চলার উপদেশ দেন, এটা নিশ্চিত হাতে গোনা অল্প কিছু মানুষের এই নির্ভেজাল কথা গুলো পছন্দ হবে।

এই দুনিয়াতে বর্তমান সময়ে ভালো কথা এবং কাজের মূল্যায়ন খুব কম হয় বিধায় আমরা এসব জিনিস থেকে আগ্ৰহ হারিয়ে ফেলছি অটোমেটিক।

আমরা যদি অযথা মিথ্যা বলা থেকে বিরত থাকি এবং সব সময় সত্য কথা বলার অভ্যাস করি আমাদের জীবনের অনেক জটিলতা অটোমেটিক কমে যাবে। মিথ্যা আমাদের জীবনে হাজার সমস্যার সৃষ্টি করে প্রতিনিয়ত।

অন্যের জন্য হিংসা জিনিস টা মন থেকে যদি দূর করতে পারি। অন্যের সাফল্য বা প্রাপ্তিতে যদি মন থেকে খুশি হতে এবং দোয়া দিতে পারি, তাহলে আমাদের সবার জীবন শান্তিময় হয়ে উঠবে অটোমেটিক।

অন্যের বিষয়ে নাক গলানো এবং সমালোচনা করা থেকে যদি আমরা নিজেদের বিরত রাখতে সক্ষম হই। কারণ পরশ্রীকাতরতা ক্যান্সারের চাইতেও বড় মরণব্যাধীর ন্যায়। সমাজে এই ধরণের মানুষের অভাব নেই যার অংশ আপনি এবং আমি সবাই।

অন্যের বিপদে আমরা যদি নিসংকোচে এগিয়ে আসি। অন্যের জন্য সমস্যা তৈরী করা থেকে যদি বিরত থাকি। আমাদের কাজ কর্মে বা কথায় যেনো অন্য একজন মানুষের ভোগান্তি সৃষ্টি না হয় এটা যদি মাথায় রেখে চলতে পারি।

এমন ছোট ছোট বিষয় গুলো গুরুত্ব দিয়ে জীবনে চলতে পারলে আমাদের জীবনের বেশিরভাগ সমস্যার চিরস্থায়ী সমাধান সম্ভব হতো। কিন্তু আমাদের নিজেদের স্বেচ্ছাচারী আচরণ,কথায়,কাজে আমরা অন্যের এবং নিজেদের জীবন জটিলতায় পূর্ণ করে চলি প্রতি মুহূর্তে।

Address

Saudi Arobiya Hail
Hail
1442

Telephone

+966572584469

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD : Abdus Salam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD : Abdus Salam:

Share