Mohammad Raju Ahmed.27

Mohammad Raju Ahmed.27 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammad Raju Ahmed.27, Jeddah.

19/02/2025
ট্রান্সকম গ্রুপের ভাড়াটে দালাল প্রথমালো বরাবরের মতই গার্বেজ আর্টিকেল নিয়ে হাজির হয়েছে। লেখা পড়ে বুঝলাম তারা ট্রিগার্ড হয়...
05/02/2025

ট্রান্সকম গ্রুপের ভাড়াটে দালাল প্রথমালো বরাবরের মতই গার্বেজ আর্টিকেল নিয়ে হাজির হয়েছে। লেখা পড়ে বুঝলাম তারা ট্রিগার্ড হয়েছে বাল্যবিবাহের আলোচনা আসছে বলে।

প্রথমে বলছে অবুঝ মেয়ে, না বুঝে করে ফেলেছে, তাই বলে বিয়ের কথা ভাবতে হবে? এ বয়সে ভুলচুক একটু তো হবেই৷ (কন্ডোম তো আছেই, পিলও আছে,আছে এবর্সনও - ভুল শুধরে নেয়া যাবে।)

সমালোচকরা অনেকে বলছে আগের জামানা ভালো ছিলো। লেখক তখন উদাহরণ নিয়ে আসছেন, আগের জামানাতেও এগুলো ছিলো৷ এগুলো নরমাল বিষয়। এরা চায় পশ্চিমা অপসংস্কৃতিকে আমাদের সমাজে নরমালাইজ করতে।

বড় লেখা, কয়েকটা স্ক্রিনশট দিলাম আপনাদের খেদমতে।

ছবিটা অনেক কিছু তুলে ধরে..! নৌকায় থাকে শৈশবের সৃতি 🙂বাসে থাকে জীবনের গতি 😄ট্রেনে থাকে পরিবার ছাড়ার প্রস্তুতি 😥প্লেনে থাক...
24/01/2025

ছবিটা অনেক কিছু তুলে ধরে..! নৌকায় থাকে শৈশবের সৃতি 🙂
বাসে থাকে জীবনের গতি 😄
ট্রেনে থাকে পরিবার ছাড়ার প্রস্তুতি 😥
প্লেনে থাকে নিজের মাতৃভুমি ছাড়ার নিয়তি 😅🥹

রাষ্ট্রের কাছে রেমিট্যান্সের মূল্য আছে কিন্তু রেমিট্যান্স পাঠানো সেই ত্যাগী মানুষটার নয়।প্রমান বর্তমান এয়ারপোর্টের পরিস্...
20/01/2025

রাষ্ট্রের কাছে রেমিট্যান্সের মূল্য আছে কিন্তু রেমিট্যান্স পাঠানো সেই ত্যাগী মানুষটার নয়।
প্রমান বর্তমান এয়ারপোর্টের পরিস্থিতি ও বিমান টিকেট দামের লাগামহীন অবস্থা।
প্রবাসীদের সঠিক মর্যাদা না দিলে ধীরে ধীরে রেমিট্যান্স প্রবাহ কমে যাবে,প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে অনাগ্রহী হবে,যেমন পূর্বের সরকারের সময় প্রবাসীরা করেছিল
তাই রাষ্ট্রপ্রধানের উচিত এখনি প্রবাসীদের সমস্যাগুলোর সমাধানের ব্যবস্থা করা,অযোগ্য ও দুর্নী*তিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া।

17/01/2025

সৌদি আরব জেদ্দা

12/01/2025
11/01/2025

হে আল্লাহ, দুর্বলদের প্রতি রহম করুন।

10/01/2025

গাজা জ্বালানোর জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, আজ তারা (লস এঞ্জেলেস) নিজেই জ্বলছে কোন খরচ ছাড়াই। আলহামদুলিল্লাহ 🤍

পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক।হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!
08/01/2025

পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক।

হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!

08/01/2025

জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো আপনার দ্বারা কখনো কারো ক্ষতি না হওয়া।❤️

07/01/2025

সূরা ফাতেহা

Address

Jeddah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Raju Ahmed.27 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share