নুর অফিসিয়াল

নুর অফিসিয়াল বাহিরের সৌন্দর্য থেকে অন্তরের সৌন্দর্য থাকাটা বেশি গুরুত্বপূর্ণ💙
(1)

আমার জীবনে বড় একটি ভুল হচ্ছে সময় নষ্ট করা সুযোগের অপব্যবহার অন্যকে খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করা 🖤
19/07/2025

আমার জীবনে বড় একটি ভুল হচ্ছে সময় নষ্ট করা সুযোগের অপব্যবহার অন্যকে খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করা 🖤

সবকিছু ক্ষণস্থায়ী,আমি,আপনি! সেখানে বন্ধুত্ব,সম্পর্ক তো চিরস্থায়ী হওয়ার কথা নয়।পৃথিবীতে কিছুই ধরে রাখার মতো নয়,তাই যা যাব...
14/07/2025

সবকিছু ক্ষণস্থায়ী,আমি,আপনি! সেখানে বন্ধুত্ব,সম্পর্ক তো চিরস্থায়ী হওয়ার কথা নয়।
পৃথিবীতে কিছুই ধরে রাখার মতো নয়,তাই যা যাবার যেতে দিন।

মানুষ থেকে..মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকেই ,আমরা ভালোবাসার মানুষ বলি…!!
08/07/2025

মানুষ থেকে..
মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকেই ,
আমরা ভালোবাসার মানুষ বলি…!!

একটি জরুরী বিশেষ সংবাদঃএই লোকটি সৌদি আরবে পবিত্র হজ্ব পালনে আসা একজন বাংলাদেশী হাজী। সে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত কয়েকদিন...
02/07/2025

একটি জরুরী বিশেষ সংবাদঃ

এই লোকটি সৌদি আরবে পবিত্র হজ্ব পালনে আসা একজন বাংলাদেশী হাজী। সে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত কয়েকদিন ধরে সৌদি আরবের মক্কায় আজিজিয়া নূর হসপিটালে ৩২৩ নং বেড বা রোমে চিকিৎসাধীন রয়েছে।
তার সাথে কোন ডকুমেন্টস নেই এবং সে কোন কথা বলতে পারছে না।
তাঁর জরুরী চিকিৎসা সহ অপারেশন প্রয়োজন। এই লোকটিকে কেউ চিনে থাকলে নূর হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ রইল।
তার পরিবারকে খোঁজে পেতে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করার অনুরোধ রইল।

30/06/2025

উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়"প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব✅

সৌদি আরব ফিলিস্তিনকে নতুন ৩০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে। ফিলিস্তিনের প্রতি চলমান সহায়তার অংশ হিসেবে এবং ২০২৫ স...
27/06/2025

সৌদি আরব ফিলিস্তিনকে নতুন ৩০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে। ফিলিস্তিনের প্রতি চলমান সহায়তার অংশ হিসেবে এবং ২০২৫ সাল পর্যন্ত এই সহায়তা অব্যাহত রাখার লক্ষ্যে দুই পবিত্র মসজিদের খাদেম এবং ক্রাউন প্রিন্সের নির্দেশে এই অর্থ প্রদান করা হয়েছে।

এই সহায়তা ফিলিস্তিনের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরব দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের অবিচল সমর্থক এবং তাদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন আর্থিক প্যাকেজ ফিলিস্তিনের বিভিন্ন জরুরি প্রয়োজন মেটাতে এবং অবকাঠামোগত উন্নয়নে সহায়ক হবে।

জর্ডানে সৌদি দূতাবাসের মাধ্যমে ফিলিস্তিনের অর্থ মন্ত্রী ওমর আল-বিতারকে ২০২৫ সালের আর্থিক সহায়তার অংশ হিসেবে ৩০ মিলিয়ন ডলার হস্তান্তর করেছে সৌদি আরব ।

আমি অতি নগন্য ,অযোগ্য যেনেও যারা আজ অব্দি আমাকে পছন্দ করে ,আমার ভুল গুলোকে ক্ষমা করে তাদের প্রতি আমার কলিজা থেকে ভালোবাস...
26/06/2025

আমি অতি নগন্য ,অযোগ্য যেনেও যারা আজ অব্দি আমাকে পছন্দ করে ,আমার ভুল গুলোকে ক্ষমা করে তাদের প্রতি আমার কলিজা থেকে ভালোবাসা।

শুভ আরবি নববর্ষ  ১৪৪৭ হিজরি।সবাইকে আরবি নববর্ষের শুভেচ্ছা।
26/06/2025

শুভ আরবি নববর্ষ ১৪৪৭ হিজরি।
সবাইকে আরবি নববর্ষের শুভেচ্ছা।

26/06/2025

আমি আলগা পিরিত দেখতেও পারিনা দেখাতেও পারিনা এই জন্য কারো সাথে আমার জমে না!🙂

26/06/2025

পরিশ্রম না করলে
ভিক্ষা ও জুটে না,
তাহলে তুমি পরিশ্রম ছাড়া সফলতার কথা ভাবো কি করে...

25/06/2025

যে অন্য কারো খুশি,
ছিনিয়ে নেয়,তার সুখের মেয়াদ
বেশি দিন হয় না

24/06/2025

দিন যাচ্ছে আর একা হয়ে যাচ্ছি,
কারণ তাদের চরিত্রের সাথে আমার চরিত্র মিলে না,
আমার ভালো লাগে মানবিক কাজ করে,
আর তাদের ভালো লাগে মানুষকে চুনা লাগিয়ে খেতে ।

Address

Al Qunfudhah

Alerts

Be the first to know and let us send you an email when নুর অফিসিয়াল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নুর অফিসিয়াল:

Share

Category