
23/06/2025
আমি যদি মেঘ হতাম!
যদি উড়তে পারতাম,মেঘেরা যেভাবে উড়ে!
তোমায় নিয়ে উড়ে যেতাম,
মেঘেদের দেশের স্বর্গীয় এক নীড়ে।
গোধূলি লগনে,যতনে যতনে,
মেঘেরা যেভাবে আকাশ রাঙায়;
তেমনি আমার হাতের ছোঁয়ায়,
আল্পনা এঁকে দিতাম তোমার কোমল কায়ায়। 🥀💚💥