Mehedi Hasan

Mehedi Hasan শূন্য মানব

18/03/2025

❤️❤️❤️

এই জাতিকে কেমনে দমাবেন!!পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির। স্পিড বোট লাগবে? কর্নফুল...
22/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি।
ইনশাআল্লাহ

এখন এই রায় মেনে নিয়ে ঘরে ফিরে গেলেযারা শহিদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে।এই জানোয়ারদের কথা ভুইলা যাইয়েন না,...
21/07/2024

এখন এই রায় মেনে নিয়ে ঘরে ফিরে গেলে
যারা শহিদ হয়েছে তাদের রক্তের সাথে
বেইমানি করা হবে।
এই জানোয়ারদের কথা ভুইলা যাইয়েন না,
একদম গায়েব করে ফেলবে কয়েকদিন পর।

19/07/2024

হাই আফসোস!
সেনা,নৌ, বিমান এত বাহিনী, এদের ভিতর কি একজনও মতিউর রহমান নাই, যার কাছে চাকরি থেকে দেশপ্রেম বেশি। যে চেইন অফ কমান্ড ভে'ঙে সামনে এসে দাঁড়াবে দেশের জন্য।

এবারের রক্তগুলো আলেমদের নয়। জেনারেল শিক্ষার্থীদের। তের সালের রক্ত ছিল আলেমদের। ধর্মীয় শিক্ষার্থীদের।এবার উভয় রক্ত মিল...
16/07/2024

এবারের রক্তগুলো আলেমদের নয়। জেনারেল শিক্ষার্থীদের। তের সালের রক্ত ছিল আলেমদের। ধর্মীয় শিক্ষার্থীদের।

এবার উভয় রক্ত মিলিত হোক। টগবগিয়ে জ্বলে উঠুক। ভয়ংকর সাইক্লোন তৈরি করুক। শক্ত শিকড়গুলো টিকে থাকুক। পরগাছা গুলো উড়ে যাক। ভেসে যাক।

Address

Jeddah

Telephone

+966569646223

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi Hasan:

Share