Mr. Rifat নিজের যত্ন নিবেন 🖤✨

23/06/2025

প্রতিবেশি খেতে পায়না আর আপনি খাবার অপচয় করেন। এ হিসেব দিতে পারবেন তো মালিকের নিকট ?

চল্লিশ বছরের বেশি সময় ধরে টিনের কৌটায় টাকা জমিয়েছেন। জমানো টাকার পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা। জমি কিনেন নাই, ফ্ল্যাট বাড়ি বা...
19/06/2025

চল্লিশ বছরের বেশি সময় ধরে টিনের কৌটায় টাকা জমিয়েছেন। জমানো টাকার পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা। জমি কিনেন নাই, ফ্ল্যাট বাড়ি বানানোর পিছনে ছুটেন নাই। সঞ্চিত অর্থ পুরোটা তুলে দিয়েছেন শিশুদের চিকিৎসায়।

কোটিপতি নন। ছাপোষা জীবন। ওষুধ কোম্পানির সাধারণ চাকুরী করতেন। পরিবার নিয়ে নিত্যন্ত সাধামাটা সংসার। নিজের তিলে তিলে করে জমানো সবটুকু অর্থ তুলে দিয়েছেন তিনি ক্যা&%ন্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায়।

যার কিছুই নাই তিনি নিজের সর্বস্র দান করে দিয়েছেন শিশুদের চিকিৎসায়। যাদের অনেক অনেক অনেক আছে তারা পাচার করে গড়ে তোলে বেগম পাড়া, হয় ফরেন দেশের সেরা ধনী।

কাজী মোহাম্মদ আলী বলেন, ‘ আমি ৫০ ভাগ খুশি হয়েছি টাকাটা তুলে দিতে পেরে। শতভাগ শান্তি পাব যখন শুনব এই সহায়তায় ক্যা&%নসার আক্রান্ত কোনো শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।’

আমার ক্ষমতা থাকলে এই মানুষগুলোর গল্প আমাদের স্কুলের পাঠ্যবইয়ে মহৎ বাক্তিবর্গের জীবনী পাতায় তুলে ধরতাম।

মানুষটির নাম কাজী মোহাম্মদ আলী।

আমার চোখে কাজী মোহাম্মদ আলীর মতো সাধারণ নিভৃতচারী সাদা মনের মানুষগুলোই জাতীয় বীর।

-রাফিউজ্জামান সিফাত

এটা আমার বিয়ের জন্য দেওয়া গেট ছিলো। ৪ মাস আগে ঠিক হওয়া বিয়ে, বিয়ের মাত্র ৫ দিন  আগে আমি বিয়ে ভেঙ্গে দিছি। সিদ্ধান্ত...
18/06/2025

এটা আমার বিয়ের জন্য দেওয়া গেট ছিলো।
৪ মাস আগে ঠিক হওয়া বিয়ে, বিয়ের মাত্র ৫ দিন আগে আমি বিয়ে ভেঙ্গে দিছি। সিদ্ধান্ত বিয়ের আগে নিতে হয়, পরে নিতে গেলে ঝামেলার অভাব থাকে না। আবার সামাজিকভাবে হে&%নস্তা হতে হয় ডিভোর্সী ট্যাগ নিয়ে।

এনগেজমেন্ট হওয়ার কিছুদিন পর থেকে আমরা মোটামুটি ফ্রি হয়ে যাই বিভিন্ন বিষয়ে শেয়ার করি, এ ফ্রি হওয়ার খাতিরে সে এটা সেটা খাওয়ার জন্য, ভাড়ার জন্য, ফেক্সিলোডের জন্য আমার কাছে টাকা চাইতো এবং আমি বিকাশে তাকে টাকা দিতাম। সেটা আমার বাবাকে জানালে তিনি বলে ছেলের নতুন চাকরি (রসায়ন ইন্সট্রাক্টর) সেজন্য একটু সমস্যা হচ্ছে হয়তো। পরবর্তীতে আমি বিভিন্ন বিষয়ে খেয়াল করি তার বেশ লোভ। সে খুবই প্রসেসিভ মানুষ সে যেভাবে আমাকে চলতে বলে সেভাবেই চলতে হবে তার কথা থেকে একটু ১৯-২০ হলেই তার মুখের ব্যবহার খুবই খারাপ হয়ে যায়। এরপর সিগারেট খাওয়ার নিয়মিত (প্রতিদিন ৭-৮ টা) চলতই। যা আমার এক মেয়ে পছন্দ ছিল না। তার কাছ থেকে কিছু বই আনার সময় তার ব্যক্তিগত ডায়েরী ভুলে আমার কাছে চলে আসলে আমি জানতে পারি তার সে পূর্বে বহু মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। তার মামীর প্রতি তার বেশ আকর্ষণ রয়েছে, মজার ব্যাপার হলো ওই মামীর সাথে সে এক বাসাতেই থাকে। তাই সর্বশেষ সিদ্ধান্ত নিই এই সম্পর্কে থাকা সম্ভব নয়।
আমার পরিবার আলহামদুলিল্লাহ বেশ বিত্তবান ও রাজনৈতিকভাবে এলাকায় বেশ সুনামধন্য সেজন্য আমার বেশ প্রমাণ যুগিয়েই বিয়ে ভাঙতে হয়েছে কারণ এই বিয়ের দাওয়াত অলরেডি এলাকায় তিন চারশ মানুষকে দেওয়া হইছে। সর্বশেষ সব কিছু মিলিয়ে প্রায় প্রায় ২ লক্ষ টাকার মতো আমার বাবার ক্ষতি হলেও আমার জীবন বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। বিয়ে ঠিক হয়েছিলো গত বছর জানুয়ারি মাসে এবং আমি বিয়ে ভেঙেছি এপ্রিল মাসের ৯ তারিখ, বিয়ে হওয়ার কথা ছিলো ১৪ই এপ্রিল।

এই পেশাটাকেও দিলো শেষ করে। রাইড শেয়ারের 'যাত্রীরা হুশিয়ার!' কতটা ভয়ংকর ঘটনা!!!মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের ম...
01/06/2025

এই পেশাটাকেও দিলো শেষ করে।
রাইড শেয়ারের 'যাত্রীরা হুশিয়ার!' কতটা ভয়ংকর ঘটনা!!!

মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চালকের দেওয়া হেলমেট মাথায় পরার কিছুক্ষণের মধ্যেই নিজের চেতনা- চিন্তাশক্তির ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। শ্যামলির বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কারণে কোনো বাঁধা দেওয়া সম্ভব হয় না তাঁর পক্ষে।

কয়েক ঘন্টা চলার পর নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি কালভার্ট সংলগ্ন নির্জন স্থানে এসে বাইক থামে। ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকা বাঁধাদানের শক্তিহীন এক শহুরে নারীকে সেখানে প্রথমে ধ'র্ষ'ণ, নিজের মর্জিমতো দৃশ্য ও বক্তব্য সম্বলিত ভিডিও ধারণ, আর সবশেষে সঙ্গে থাকা যাবতীয় পয়সাকড়ি কেড়ে নিয়ে নির্জন প্রান্তরে তাকে ফেলে রেখে দ্রুত সটকে পড়েন চালক। ভেবেছিলেন, হয়তো বেঁচে গেছেন। অজুত জনতার ভীড়ে কোন রাইড শেয়ার চালক কোথাকার কোন নারীকে কোথায় নিয়ে কি করলো, কে মেলাবে তার হদিস!

কিন্তু আমাদের ভাবনাটা ভিন্ন ছিল। ফলাফল? ৯৯৯ এর কলের মাধ্যমে খবর পেয়ে প্রথমে নির্জন প্রান্তরে পড়ে থাকা সেই নারীকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করা। তারপর মামলার ৪৮ ঘন্টা না পেরোতেই সোনার চানকে খাঁচায় আটকানো, আলহামদুলিল্লাহ। কিভাবে কী হলো, সে গল্প অন্যদিন হবে। আজ সবার, বিশেষ করে মা-বোনদের, প্রতি এই নগন্য পুলিশের অনুরোধ- রাইড শেয়ারের যানবাহনে চড়ার সময় দয়া করে একটু চোখ-কান খোলা রাখুন। কে জানে জনাকীর্ণ রাজধানীর মোড়ে মোড়ে আরো কতো জঘন্য সাইকোপ্যাথিক অপরাধী ওঁৎ পেতে বসে আছে রাইড চালকের বেশে, হয়তো অনাগত কোনো শিকারের প্রত্যাশায়।

বিশেষ ধন্যবাদ
পুলিশ সুপার, নরসিংদী মো. আব্দুল হান্নান মহোদয়- আপনার সদয় দিকনির্দেশনাই আমাদেরকে সাফল্যের পথে নিয়ে গেছে।
ধন্যবাদ
উপপরিদর্শক (এসআই), পলাশ থানা শাহ কামাল- কাজের প্রতি আপনার অচিন্তনীয় নিবেদন অসম্ভবকেও সম্ভব করতে পারে।.........................................
মো. আনোয়ার হোসেন শামীম
বিসিএস (পুলিশ)
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী।

দেশের শীর্ষ স''ন্ত্রাসী জাকির খান বিশাল গাড়িবহর নিয়ে শো-ডাউন করতে করতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছেন আজ। তার আগে পি...
26/05/2025

দেশের শীর্ষ স''ন্ত্রাসী জাকির খান বিশাল গাড়িবহর নিয়ে শো-ডাউন করতে করতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছেন আজ। তার আগে পিছে ডানে বামে নিরাপত্তা বলয়ে ঘেরা।

আপনি এমন এক খা//নকির পোলার দেশে জন্মগ্রহণ করেছেন ব্রাদার, যেখানে দেশের শীর্ষ সন্ত্রাসী পায় সর্বোচ্চ প্রটোকল

আর আপনি ৩০ বছর পড়ালেখা কইরা এখন সকাল ৮ টা বাজে দৌড়ায়া তুরাগ বাসে উইঠা ঝুলতে ঝুলতে অফিসে যায়া কুত্তার মতো খাটেন এবং মাস শেষে হাতে পান ২০ হাজার ট্যাকা।
তারপর রাতে আবার তুরাগ বাসে ঝুলতে ঝুলতে আপনি বাসায় ঢুইকা একদিকে খান আপনার বউ'র পোন্দানি আর একদিক দিয়ে খান আপনার মা-বাপ এর শান্টিং

এরপর আপনি ছলছল দুই চোখ নিয়া চুপ কইরা আসমানের দিকে তাকায়া থাকেন আর মনে মনে বলেন,
'ইয়া খোদা, আ'ত্মহত্যা কেন তুমি মহাপাপ করলা?'

তারপর একদিন আপনি স্ট্রোক বা হার্ট অ্যাটাক কইরা চিৎপটাং হইয়া যান। মানুষ বলাবলি করে,
'ইশ, এতো অল্প বয়সেই পোলাডা হার্ট অ্যাটাক কইরা মইরা গেলো'

সবাই খোদার কাছে নালিশ দেয়, ভাগ্যের কাছে দুঃখপ্রকাশ করে

কিন্তু কোন শূ//য়ো//রের বাচ্চা ইই বলে না,
"এই দেশ, এই সমাজ, এই জাতি, এই সিস্টেম মিল্লা তরতাজা একটা পোলা রে মা//র্ডার কইরা ফালাইলো"

না আছে কোন মামলা, না আছে কোন বিচার, না আছে কোন আসামী....!!

কি বাস্তবধর্মী লেখা তবুও কিছু শিক্ষিত খান*র পোলা কইবো এরাই সেরা।

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর বাস্তব গল্প বলি, হাসপাতালে ডিউটি করছিলাম কাল রাতে। মুমূর্ষু অবস্থায় ছোট ভাই এর কোলে বড় ভাই হেলান দি...
20/04/2025

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর বাস্তব গল্প বলি,

হাসপাতালে ডিউটি করছিলাম কাল রাতে। মুমূর্ষু অবস্থায় ছোট ভাই এর কোলে বড় ভাই হেলান দিয়ে আছেন। Gasping Respiration হচ্ছে।(an abnormal breathing p! that can be a sign of a severe medical emergency)

সবাই বুঝে গেছে, সময় বেশি বাকি নাই।

ছোট ভাই, বড় ভাইকে বলছে, কালেমা পড়ো ভাই, কালেমা পড়ো।
মুমূর্ষ রোগী বলছে- আমাকে পানি দাও; আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে।
ছোট ভাই বার বার কালেমা পড়তে বলছে; বলছে - পড়ো ভাই, লা ইলাহা ইলাল্লাহ।

শেষ টায়, রোগী স্পষ্ট বাংলায় বললেন,
'আমার মুখে কালেমা আসছে না'

Imagine yourself in the position of the d^ying person and ....

-ডা: আবরার

২০২৮ সাল পর্যন্ত আ’লীগ থাকতো ক্ষমতায়। কোনো নির্বাচন, আন্দোলন তো দূরে মুখ খুললেই হতো জেল। লুতফুজ্জামান বাবর জেলেই পঁচতো, ...
19/04/2025

২০২৮ সাল পর্যন্ত আ’লীগ থাকতো ক্ষমতায়। কোনো নির্বাচন, আন্দোলন তো দূরে মুখ খুললেই হতো জেল।

লুতফুজ্জামান বাবর জেলেই পঁচতো, সালাহুদ্দীন আহমেদ শীলংয়েই থাকতেন। আয়নাঘরে বন্দি থাকতো কত কত বিএনপি, জামাত, হেফাজতকর্মী।

কথা বলতে না পারার গ্লানি নিয়ে বোবার মতো আমরাও কাটিয়ে দিতাম দিনের পর দিন। দ্রব্যমূল্য, সিন্ডিকেট, চাঁদা, দুর্নীতি আর কত সব বোঝা নিয়ে ঘরে বসে গাল চাপড়াতাম।

শিক্ষার্থীরা এবং জনগন আন্দোলন করে মিনি জাহান্নাম থেকে আমাদের উদ্ধার করলো, এখন তাদেরকে দ্রুত হঠাও। যে প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমে এলো কোটি কোটি মানুষ, তাদের আবদানের কোনো দাম নাই, তাদের রক্তের কোনো মূল্য নাই।

কিসের সংস্কার, কিসের বিচার, দাও নির্বাচন। আমাদের ক্ষমতা লাগবে। জানুয়ারি থেকে জুন মাত্র ৫ মাস, সেটাও দিচ্ছি না আমরা। অসন্তুষ্ট। ডিসেম্বরেই নির্বাচন লাগবে। বাহ..

দেশ ভালো চলছে, মানুষ সুখে আছে, রিজার্ভ বাড়ছে, দুর্নীতির অর্থ জব্দ হচ্ছে, হচ্ছে সংস্কার- এসব থোরাই কেয়ার। এ জন্যই আল্লাহপাক বলছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল-ইসরা (১৭)


আপনার কি এমন ফাইল লাগবে?
16/04/2025

আপনার কি এমন ফাইল লাগবে?

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Mr. Rifat publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Mr. Rifat:

Partager