দাগনভূঁইয়া উপজেলা যুবদল

  • Home
  • দাগনভূঁইয়া উপজেলা যুবদল

দাগনভূঁইয়া উপজেলা যুবদল স্বৈরাচার আর রাজাকার
মিলেমিশে একাকার।

ষড়যন্ত্র হয়নি শেষ
সজাগ থাকো বাংলাদেশ।

দিল্লি গেছে স্বৈরাচার,
পিন্ডি যাবে রাজাকার।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

14/07/2025

যে জিয়া জনতার,
তাকে রুখে সাধ্য কার 🇧🇩💯🌾

সাপের লেজে পা দিয়েন না,
ছোবল থেকে রক্ষা পাবেন না.! ☠️

#বিএনপি #ছাত্রদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপ্রচার এবং মিটফোর্ড পাশবিক ...
14/07/2025

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপ্রচার এবং মিটফোর্ড পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপি’র বিক্ষোভ মিছিল।

14/07/2025

ত্যাগিদের গর্জন

দলের হবে অর্জন।

নির্বাচনে পিআর পদ্ধতি▪️ নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরে স্বতন্ত্র কেউ প্রার্থী হতে পারবেন না। কারণ এ পদ্ধতিতে ব্যক্তিকে নয়,...
04/07/2025

নির্বাচনে পিআর পদ্ধতি
▪️ নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরে স্বতন্ত্র কেউ প্রার্থী হতে পারবেন না। কারণ এ পদ্ধতিতে ব্যক্তিকে নয়, ভোট দিতে হবে দলকে
▪️সংখ্যানুপাতিক নির্বাচনীব্যবস্থায় আরো স্বৈরাচারী হবেন দল ও দলপ্রধান। কারণ তখন সংসদ সদস্য হতে সম্ভাব্য প্রার্থীরা আর জনগণের কাছে যাবেন না; যাবেন দলের নেতার কাছে। আগে থেকেই টাকা নিয়ে হাজির হবেন।
▪️৩০০ আসনের মধ্যে এককভাবে সরকার গঠন করতে একটি দলকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে, যা হবে কঠিন। সরকার পরিচালনার ক্ষেত্রে দেখা দেবে আরেক সমস্যা। যদি কোনো সরকারের ৫০ শতাংশের বেশি আসন না থাকে তাহলে দেখা যাবে, সরকার বাজেটসহ বিভিন্ন আইন পাস করতে পারছে না। আইন পাসের জন্য অন্য দলের শরণাপন্ন হতে হবে। সেসব দল সুযোগ নিয়ে বিভিন্ন সুবিধা আদায় করে নেবে। উন্মোচিত হবে নতুন দুর্নীতির ক্ষেত্র। ছোট দলগুলো কারণে-অকারণে সরকারকে ফেলে দিতে চাইবে এবং কোনো সরকারই সঠিকভাবে কাজ করতে পারবে না।
▪️ জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ৩০০ সংসদ সদস্য নির্বাচনের যে বিধান রয়েছে, সেটির মাধ্যমে প্রতিটি আসনে মনোনয়নের জন্য স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা হয় এবং এর মাধ্যমে স্থানীয় নেতৃত্ব তৈরি হয়। কিছু নেতা তৈরি হয়। জনগণের ভোট পেতে হলে তাঁদের স্থানীয় জনগণের সঙ্গে মিশতে হয়। কথা বলতে হয়। সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতি চালু হলে জনগণের কোনো সংসদ সদস্য থাকবে না। থাকবে দলীয় প্রধানের আনুগত্য, পোষা সংসদ সদস্য, যাঁদের আনুগত্য থাকবে কেবল দলীয় প্রধানের কাছে। সংসদ হবে দলীয় ক্লাব।
▪️সংসদীয় আসনের ভাগ পাওয়ার মানদণ্ড যদি ন্যূনতম ৫ শতাংশ হয়, তাহলে আমাদের দেশের ছোট ছোট দলগুলোর, যাদের প্রায় সবারই ভোটপ্রাপ্তির হার ৫ শতাংশের কম, তারা কোনো আসন পাবে না।
▪️ছোটদের আধিপত্য প্রতিষ্ঠা’র নেতিবাচক উদাহরণ ইসরায়েলের পিআর পদ্ধতি। ‘এ প্রসঙ্গে গাজায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের উদাহরণ টানা যেতে পারে। অনেক বিশ্লেষকের মতে, গাজায় যুদ্ধ এত প্রলম্বিত হওয়ার একটি বড় কারণ হলো আনুপাতিক প্রতিনিধিত্বের কারণে বেনিয়ামিন নেতানিয়াহু কিছু অতি ক্ষুদ্র উগ্র ধর্মান্ধ দলের কাছে জিম্মি হয়ে পড়েছিলেন।
▪️স্বৈরাচারের পুনর্বাসনের আশঙ্কা
Note : বর্তমান আসনভিত্তিক ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ এফপিটিপি এবং সংখ্যানুপাতিক পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই রয়েছে। দুটি পদ্ধতিই বলতে গেলে ‘মিক্সড ব্লেসিং’ বা মিশ্র আশীর্বাদ। এ বিবেচনায় অনেক দেশেই এখন মিশ্র পদ্ধতি ব্যবহার করে থাকে। মিশ্র পদ্ধতিতে সংসদের একাংশ এফপিটিপি পদ্ধতিতে, আরেকাংশ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকে। সংখ্যানুপাতিক পদ্ধতিও বহু রকমের হয়ে থাকে। এ ছাড়া সংসদের দুই কক্ষে দুই ধরনের পদ্ধতিও থাকতে পারে।

04/07/2025

জুলাই - আগষ্টের গনঅভ্যুথান সার্বজনীন......

04/07/2025

বিপ্লবীরা কখনো লোভী হয় না..আর

লোভীরা কখনো বিপ্লবী হয় না...!

বাংলাদেশর বর্তমান প্রেক্ষাপটে একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট সুযোগ ছিলো বারবার এই দেশের প্রধান...
26/06/2025

বাংলাদেশর বর্তমান প্রেক্ষাপটে একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট সুযোগ ছিলো বারবার এই দেশের প্রধানমন্ত্রী হবার।

সেখানে তারেক রহমানের দল সিদ্ধান্ত নিয়েছে;

একজন ব্যক্তি দশ বছরের বেশি বা দুই মেয়াদের বেশী প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

দলের সর্বোচ্চ নেতা তারেক রহমান গণতন্ত্রের ভবিষ্যৎ নিশ্চিত করতে স্বেচ্ছায় এই ক্ষমতা বিসর্জনের পথে হেঁটেছেন। তার এই ত্যাগ বাংলাদেশের ইতিহাসে গৌরবের সাথেই স্মরণীয় হয়ে থাকবে।

💛

26/06/2025
26/06/2025
বিএনপি যদি ভারতের দালাল হয়, রাজাকারের দল ইতিহাসের পাতায় কি করেছে?
26/06/2025

বিএনপি যদি ভারতের দালাল হয়, রাজাকারের দল
ইতিহাসের পাতায় কি করেছে?

19/07/2024

আপনারা দেশ স্বাধীন করেন, আমরা প্রবাসীরা প্রয়োজনে আরও ৫০ বছর বিদেশের ঘানি টেনে দেশ পুনঃনির্মাণ করবো ইনশাআল্লাহ।




✅ ✅
✅ ✅
✅ ✅ ✅
✅ ✅ ✅ ✅
✅ ✅ ✅
✅ ✅




Please save our brothers and sisters

18/07/2024

ইনশাআল্লাহ জয় হবেই

Address


Alerts

Be the first to know and let us send you an email when দাগনভূঁইয়া উপজেলা যুবদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দাগনভূঁইয়া উপজেলা যুবদল:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share