Ibn E Khalifa

Ibn E Khalifa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ibn E Khalifa, Digital creator, Jeddah, Jeddah.

এই জাতিকে কেমনে দমাবেন!!পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির। স্পিড বোট লাগবে? কর্নফুল...
23/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে ১০ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?

এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি। Loud and clear??

Copied

ফেনী নোয়াখালী অভিমুখে সব নৌযান।

এটাই বাংলাদেশ।

আরেকটা নির্ঘুম রাত! একদিকে বৃষ্টি অন্যদিকে বন্যার পানি। হাজার হাজার মানুষের জীবন আর মৃত্যুর মাঝামাঝি। মৃত্যু হওয়ার পর কব...
22/08/2024

আরেকটা নির্ঘুম রাত! একদিকে বৃষ্টি অন্যদিকে বন্যার পানি। হাজার হাজার মানুষের জীবন আর মৃত্যুর
মাঝামাঝি। মৃত্যু হওয়ার পর কবর দেওয়ার জায়গাটাও পাচ্ছেনা! সব পানির নিচে,
হে দয়াময় আল্লাহ আপনি সহায় হোন মাবুদ।😭🤲

তোমার শহরে যেদিন,🍁        ১০০পথ হেটে ঘুড়তে যাবো।         গোধূলির প্রান্তে, ✨বেলা শেষের প্রহরে            হঠাৎ বৃষ্টিরা এ...
22/08/2024

তোমার শহরে যেদিন,🍁
১০০পথ হেটে
ঘুড়তে যাবো।
গোধূলির প্রান্তে,
✨বেলা শেষের প্রহরে
হঠাৎ বৃষ্টিরা এসে মেঠো পথে।
আমাকে ভিজিয়ে দিয়ে গেলো,
বৃষ্টি ভেজা মেঠো পথে হেটে☘
🌼 একগুচ্ছ কদম হাতে নিয়ে।
তোমার আঙ্গিনাতে এসে,
দাড়াবো প্রেমহীন কিছু নিয়ে।
তুমি আমার অপেক্ষায় দাড়িয়ে,
থাকবে বাড়িধায় এসে।
আমি বৃষ্টি ভেজা রাতে ভিজে,🌧
তোমার সাথে তোমার শহর টা ঘুড়বো।

22/08/2024

Miss you Abbu-----!😭😭
যদি আপনি থাকতেন মানুষের কাছ থেকে এত কথা শুনতে হতো নাহ--!!!
মানুষের সামনে ছোট হতে হতো নাহ--!!
বুক ফুলিয়ে বলতে পারতাম আমাকে সাহস দেওয়ার জন্য আমার আব্বু আছে--!😭
দুই চার লাইন স্টাটাস দিয়ে যদি মনের কথা প্রকাশ করা যেতো তাহলে মনের ব্যাথা কমে যেতো--!!😭😭
হারিয়ে ফেলা কোনো জিনিস যদি ফিরি পাওয়া যেতো তাহলে আমি আপনাকেই চাইতাম আব্বু---!!!
কেনো এত তাড়াতাড়ি আমাদেরকে রেখে চলে গেছেন---!!?
Really Miss you Abbu---!😭😭😭

একজন সত্যিকারের মানুষ লাখ লাখ মেয়েকে ভালোবাসে না, সে একটি মেয়েকে লাখো উপায়ে ভালোবাসে..!♥️✨🖇️
19/08/2024

একজন সত্যিকারের মানুষ লাখ লাখ মেয়েকে ভালোবাসে না, সে একটি মেয়েকে লাখো উপায়ে ভালোবাসে..!♥️✨🖇️

18/08/2024

বিশ্বাস হারাবেন না ,আল্লাহ চাইলে এক সেকেন্ডে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে 🌸

একটা শরীর। ১৮/২০ জন পুরুষ।১১৩ টা কামড়ের দাগ। ১৫০ গ্রাম বীর্য।জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখল...
15/08/2024

একটা শরীর।

১৮/২০ জন পুরুষ।

১১৩ টা কামড়ের দাগ।

১৫০ গ্রাম বীর্য।

জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে?

এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।

চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, ‘আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে।’

আহারে আহারে মানুষ 🙂

#মৌমিতাদেবনাথ

Address

Jeddah
Jeddah

Telephone

+966540844669

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibn E Khalifa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ibn E Khalifa:

Share