Elias

Elias সৌদি আরবের ভিসার জন্য কল করুন
☎️ঢাকা অফিস
📞 01820-220099 সাজ্জাদ 📞 01823-220077 নিশাত
☎️ ইলিয়াছ : 018 0614 9242
(7)

23/09/2025
23/09/2025

বোবার কোন শ'ত্রু নাই।বিভিন্ন খবর দিই,আপনারা অনেকেই উপকৃত হোন। আপনাকে জানানোর কারণে আমি কি দুই পয়সা পাই? শুধু আপনাদের জন্য কথা বলার কারণে পে'জটা নষ্ট করার হুমকি পাচ্ছি! আসলেই কষ্ট লাগে!

ফাইনাল এক্সিটের ঠে'লা সামলান❗নতুন পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না 🥹
23/09/2025

ফাইনাল এক্সিটের ঠে'লা সামলান❗
নতুন পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না 🥹

ভুলের জন্য ক্ষমা চাই।ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে ভালো কিছু করতে চাই। কারো সাথে আমার পারসোনাল কোন দ্বন্দ্ব নাই।। চলার পথ...
23/09/2025

ভুলের জন্য ক্ষমা চাই।ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে ভালো কিছু করতে চাই। কারো সাথে আমার পারসোনাল কোন দ্বন্দ্ব নাই।। চলার পথে অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী 🙏

22/09/2025

পাসপোর্ট ছাড়া কিভাবে আকামা বানাবেন?😱

22/09/2025

আমিও ভি'সার ব্যবসা করি সেই অর্থে আমি দালা-ল। কিন্তু কখনো ডাইরেক্ট কোম্পানির কথা বলে বাইরের ভিসায় লোক আনি না। বলেই আনি সৌদি যাওয়ার পর কাফালা করিয়ে দিবো। প্রতিমাসে ১০০০ লোক কাফালা করানোর মতো সক্ষমতা আছে। অভিজ্ঞতার ফসল। খারাপ চোখে দেখেন আর ভালো চোখে দেখেন দালালিটা আমি শিখে গেছি। আমি যে কাজ করি সে কাজটা খুব ভালোভাবেই করি।

তারপরও যেকেউ অফিসে আসলে পাসপোর্ট জমা নিই না। আগে দেখি সৌদি আরবের প্রেক্ষাপটে সে কোন কাজের যোগ্য,তারপর সে অনুযায়ী তাকে সৌদি নিয়ে আসি। আলহামদুলিল্লাহ কিছু ঝামেলা ছাড়া বড় ধরনের কোন প্রবলেম হয় নাই।হবেও না ইনশাআল্লাহ। কারণ আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সাথে ছায়ার মতো থাকে।

কাজ না জানা লোক এখন পাসপোর্ট জমা নিই না।কাজ জানা লোককে প্রাধান্য দিই।সেই মর্মে কফিশপ ট্রেনিং সেন্টার খুলেছি। কাজ শিখিয়ে ভাষা শিখিয়ে সৌদি আরবে তাদেরকে বিভিন্ন কোম্পানিতে কাফালা করিয়ে দিই।এই ছেলেটা কিভাবে সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানির কফিশপের ভিসা পেতো।

সাইফুল রাজিব ভাইকে ধন্যবাদ,উনার কারনে নিয়মিত অফিসে বসা শুরু করলাম,
আল্লাহর রহমতে ১৮৯ টা কফিশপের পাসপোর্ট পেলাম গত ২৪ দিনে।বেশিরভাগই বিভিন্ন ট্রাভেলস এজেন্টরা এই পাসপোর্ট জমা দিয়েছে,ট্রেনিং চলছে ব্যাচ এর পর ব্যাচ।

কিছুদিন আগে ফেসবুক ভরে গেছে ইলিয়াছ পালিয়ে গেছে,হাজার হাজার মানুষের টাকা নিয়ে গেছে।
কই আমি তো বহাল তবিয়তেই রেগুলার অফিস করছি,ভালো আছি।কোন আইনি জটিলতায় পড়ি নাই। ক্ষমতার দাপট নয়, সততা-ই আমাকে আল্লাহর রহমতে সহিহ সালামতে রেখেছেন।
সৌদি আরবে চলে যাচ্ছি,
নিউ ইনিংস শুরু করবো। পরোপকারী আগের ইলিয়াছকে আপনারা ফিরে পাবেন। মানবতার কল্যাণের শ্লোগান দিয়ে আমি আপনাদের ইমোশনের অপব্যবহার করি না। সামনে এক পিছনে আরেক, এই মুখোশ পরি না।

ওপেনলি দালালি করি,প্রকাশ্যে করি।
আমি এই কাজের জন্য লজ্জিত না। আমিও দালালের মাধ্যমে সৌদি এসেছিলাম,আপনিও দালালের মাধ্যমে সৌদি এসেছেন।দালাল যদি কথা কাজে মিল রেখে আপনার সাথে কাজ করে তবে ক্ষতি কিসের?

আবারো বলছি আমি দালাল,
কারো ক্ষতি যদি কইরা থাকি আমার কাছে আসেন অথবা আমার বি- রুদ্ধে একশন নেন। প্লিজ মিথ্যা অপবাদ দিয়েন না।

আমার নতুন পেজ প্লিজ ফলো করুন 🙏
https://www.facebook.com/share/1Ja9LgKpSV/?mibextid=wwXIfr

21/09/2025

ব্রেকিং নিউজ
মকতব আমেল সরাসরি ফ্রিতে এক্সিটের আবেদন গ্রহণ করার কার্যক্রম চালু করেছে

কইয়া দিমু?

21/09/2025

নতুন পেজ শুধুই প্রবাসীদের কথা বলবে | প্রবাসীদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে | নো কাফালা নো ভিসা অনলি ফলো https://www.facebook.com/share/1F4DgeaBzn/?mibextid=wwXIfr

21/09/2025

ফেসবুকের এই পে'জটা আমার বড় দুর্বলতা! যা হওয়ার হবে। পে'জ হারানোর ভয় আর করলাম না। খোদার কসম আপনাদের জন্য দিল থেকে মেহনত করবো। এই পে'জ না থাকলে নতুন পেজের সাথে যুক্ত থাইকেন।

21/09/2025

নিজের পাসপোর্ট নিজেই ফ্রিতে মালুমাত করতে পারবেন বা মাত্র ৬৯ রিয়ালে।
সৌদি আরব কা'পাইয়া দিমু?
ভিডিও আপকামিং 🔥

21/09/2025

১ মিনিটে নিজে নিজে আকামার খরচ কতো বের করুন ✅

Address

Al Tourath
Jeddah
14813

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elias posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share