22/09/2025
আমিও ভি'সার ব্যবসা করি সেই অর্থে আমি দালা-ল। কিন্তু কখনো ডাইরেক্ট কোম্পানির কথা বলে বাইরের ভিসায় লোক আনি না। বলেই আনি সৌদি যাওয়ার পর কাফালা করিয়ে দিবো। প্রতিমাসে ১০০০ লোক কাফালা করানোর মতো সক্ষমতা আছে। অভিজ্ঞতার ফসল। খারাপ চোখে দেখেন আর ভালো চোখে দেখেন দালালিটা আমি শিখে গেছি। আমি যে কাজ করি সে কাজটা খুব ভালোভাবেই করি।
তারপরও যেকেউ অফিসে আসলে পাসপোর্ট জমা নিই না। আগে দেখি সৌদি আরবের প্রেক্ষাপটে সে কোন কাজের যোগ্য,তারপর সে অনুযায়ী তাকে সৌদি নিয়ে আসি। আলহামদুলিল্লাহ কিছু ঝামেলা ছাড়া বড় ধরনের কোন প্রবলেম হয় নাই।হবেও না ইনশাআল্লাহ। কারণ আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সাথে ছায়ার মতো থাকে।
কাজ না জানা লোক এখন পাসপোর্ট জমা নিই না।কাজ জানা লোককে প্রাধান্য দিই।সেই মর্মে কফিশপ ট্রেনিং সেন্টার খুলেছি। কাজ শিখিয়ে ভাষা শিখিয়ে সৌদি আরবে তাদেরকে বিভিন্ন কোম্পানিতে কাফালা করিয়ে দিই।এই ছেলেটা কিভাবে সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানির কফিশপের ভিসা পেতো।
সাইফুল রাজিব ভাইকে ধন্যবাদ,উনার কারনে নিয়মিত অফিসে বসা শুরু করলাম,
আল্লাহর রহমতে ১৮৯ টা কফিশপের পাসপোর্ট পেলাম গত ২৪ দিনে।বেশিরভাগই বিভিন্ন ট্রাভেলস এজেন্টরা এই পাসপোর্ট জমা দিয়েছে,ট্রেনিং চলছে ব্যাচ এর পর ব্যাচ।
কিছুদিন আগে ফেসবুক ভরে গেছে ইলিয়াছ পালিয়ে গেছে,হাজার হাজার মানুষের টাকা নিয়ে গেছে।
কই আমি তো বহাল তবিয়তেই রেগুলার অফিস করছি,ভালো আছি।কোন আইনি জটিলতায় পড়ি নাই। ক্ষমতার দাপট নয়, সততা-ই আমাকে আল্লাহর রহমতে সহিহ সালামতে রেখেছেন।
সৌদি আরবে চলে যাচ্ছি,
নিউ ইনিংস শুরু করবো। পরোপকারী আগের ইলিয়াছকে আপনারা ফিরে পাবেন। মানবতার কল্যাণের শ্লোগান দিয়ে আমি আপনাদের ইমোশনের অপব্যবহার করি না। সামনে এক পিছনে আরেক, এই মুখোশ পরি না।
ওপেনলি দালালি করি,প্রকাশ্যে করি।
আমি এই কাজের জন্য লজ্জিত না। আমিও দালালের মাধ্যমে সৌদি এসেছিলাম,আপনিও দালালের মাধ্যমে সৌদি এসেছেন।দালাল যদি কথা কাজে মিল রেখে আপনার সাথে কাজ করে তবে ক্ষতি কিসের?
আবারো বলছি আমি দালাল,
কারো ক্ষতি যদি কইরা থাকি আমার কাছে আসেন অথবা আমার বি- রুদ্ধে একশন নেন। প্লিজ মিথ্যা অপবাদ দিয়েন না।
আমার নতুন পেজ প্লিজ ফলো করুন 🙏
https://www.facebook.com/share/1Ja9LgKpSV/?mibextid=wwXIfr