Engr Sobuj Khan

Engr Sobuj Khan ইনসাআল্লাহ একদিন সফল হয়ে সবাইকে দেখিয়ে দিব,যারা আমাকে অবহেলা করেছেন!!! আল্লাহ কারীম!! ❣️
(1)

২০ নিরীহ শিক্ষার্থীকে বীরের মত উদ্ধার করা সেই মহান শিক্ষিকা বেঁচে  নেই। শিক্ষার্থীদের জন্য মায়ের মত আত্মত্যাগ  চিরকাল স্...
21/07/2025

২০ নিরীহ শিক্ষার্থীকে বীরের মত উদ্ধার করা সেই মহান শিক্ষিকা বেঁচে নেই। শিক্ষার্থীদের জন্য মায়ের মত আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

৮টা পদ্মাসেতু বানানো সম্ভব এই ১২টা  বিমানের দাম দিয়ে।এই দামের কারণ এটার ক্ষমতা।এই বিমান অত্যন্ত উচু দিয়ে নিরাপদে যেকোনো ...
29/06/2025

৮টা পদ্মাসেতু বানানো সম্ভব এই ১২টা বিমানের দাম দিয়ে।

এই দামের কারণ এটার ক্ষমতা।

এই বিমান অত্যন্ত উচু দিয়ে নিরাপদে যেকোনো দেশ ধ্বংস করে দিতে পারে।

এই বিমান তার পেঠে ২৮ হাজার কেজি বা ৭০০ মন বা ২৮টা প্রাইভেট কার বহন করতে পারে।

এই বিমান তৈরিতে অত্যন্ত বিরল পদার্থ ব্যাবহার হয়েছে যার কিছু অংশ পৃথিবীর বাইরের।

চিন্তা করা যায় কত ভয়ানক!

মানুষের চিন্তা কত উর্ধ্বে উঠে যায় যখন সে চেষ্টা করতে থাকে!

হায় আল্লাহ! বাংলাদেশ কবে এই বিমান বানিয়ে ফেলতে পারবে?

゚viralfbreelsfypシ゚viral .com

27/06/2025
ইরানের হৃদয়ে পৌঁছে যাওয়া নারী গুপ্তচরস্ত্রীদের জিভে স্বামীদের মৃত্যুর ফাঁদ!ক্যাথরিন পেরেজ শকদাম—একজন ফরাসি তরুণী। ইসলা...
17/06/2025

ইরানের হৃদয়ে পৌঁছে যাওয়া নারী গুপ্তচর
স্ত্রীদের জিভে স্বামীদের মৃত্যুর ফাঁদ!

ক্যাথরিন পেরেজ শকদাম—একজন ফরাসি তরুণী। ইসলাম গ্রহণ করেছিলেন এবং নিজেকে শিয়াপন্থী বলে ঘোষণা করেছিলেন। তিনি ইরানি বিপ্লবের প্রশংসা করেন, “বিলায়তে ফকিহ” এর সমর্থনে লেখালিখি করেন। এমনকি তাঁর প্রবন্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর ওয়েবসাইটেও প্রকাশিত হয়।

কিন্তু এই মুখোশের আড়ালে ছিল মোসাদের নজরদারি।

ক্যাথরিন ছিলেন না কোনো সাধারণ গুপ্তচর। তিনি ইরানে প্রবেশ করেছিলেন লেখিকা, সাংবাদিক ও চিন্তাবিদ হিসেবে। রাজনীতিবিদদের ঘনিষ্ঠ হন, রেভল্যুশনারি গার্ডের সঙ্গে বসেন, এমনকি প্রেসিডেন্ট ইবরাহিম রইসির সঙ্গেও সাক্ষাৎ করেন। “গবেষণার" অজুহাতে তিনি সংবেদনশীল অনেক এলাকাও পরিদর্শন করেন।

কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল নারী মহলে তার প্রবেশ।

তিনি উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তাদের বিশ্বাস অর্জন করেন, যেন তিনিও তাদেরই একজন। আর তারাই খোলামেলা বলতেন— স্বামীদের কাজ, থাকার স্থান, ভ্রমণের সময়সূচি, দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে। প্রতিটি কথা রেকর্ড হতো, প্রতিটি তথ্য পাঠানো হতো বাইরে।

এই তথ্যগুলোর ভিত্তিতেই নির্ধারণ করা হতো লক্ষ্যবস্তু।
তারপর একে একে সংঘটিত হতো হত্যাকাণ্ড। নারীদের মুখে বলা নিষ্পাপ কথাগুলোই হয়ে উঠেছিল তাদের স্বামীদের মৃত্যুর কারণ।

যখন তার প্রতি সন্দেহ দেখা দেয়, তিনি ইরান ছেড়ে চলে যান— ঠিক সময়ে, দরজা বন্ধ হওয়ার আগেই। কিন্তু ততক্ষণে তিনি তার কাজ শেষ করে ফেলেছেন। ইরানের ওপর ভয়ানক আঘাত হেনেছেন, যার রেশ এখনও রয়ে গেছে।

এই সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করেই ইসরায়েল এখনো পরিচালনা করছে একের পর এক নিখুঁত অভিযান।
যার মূল উৎস— ক্যাথরিনের হাত ধরে ঘর থেকেই পাওয়া গোপন তথ্য।

এটা কেবল একটি গুপ্তচর কাহিনি নয়। এটা একটি রাষ্ট্র-স্তরের নিরাপত্তা বিপর্যয়। আজকের এই ছায়াযুদ্ধে— গুলির আওয়াজ শোনা যায় না। বরং হত্যা ঘটে— একটি নারীমহলের শান্ত আলাপচারিতায়।

ইরান এই ঘটনার অভিঘাত কাটিয়ে উঠুক। মুসলিম রাষ্ট্রগুলো লুকিয়ে থাকা “ক্যাথরিন” থেকে নিরাপদ হোক।
সংগৃহিত :

বুধবার রাতে বাংলাদেশ থেকে তিন টন আমের একটি চালান হুনান প্রদেশের চাংশায় পৌঁছেছে, যা বাংলাদেশ থেকে চীনের প্রথম আম আমদানির...
31/05/2025

বুধবার রাতে বাংলাদেশ থেকে তিন টন আমের একটি চালান হুনান প্রদেশের চাংশায় পৌঁছেছে, যা বাংলাদেশ থেকে চীনের প্রথম আম আমদানির ঘটনা। এর মাধ্যমে দুই দেশে মধ্যে আম ব্যবসার নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র : Xi's Moments

29/05/2025

শুরু হচ্ছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় “ঝুমুল”(পরিমার্জিত আপডেট)

এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে।
এবং এই বৃষ্টি বলয়ে দেশের ১০০ শতাংশ এলাকা কমবেশি আক্রান্ত হতে পারে।

এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয় ও প্রথম মৌসূমী বৃষ্টি বলয়, যা আগামী ২৮ শে মে দেশের উপকূলীয় এলাকা হয়ে শুরু হয়ে আগামী ০৫ জুন সিলেট হয়ে দেশ ত্যাগ করতে পারে।

সর্বাধিক সক্রিয়ঃ সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ
অধিক সক্রিয় : রাজশাহী ও খুলনা বিভাগ।

নাম : শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল
টাইপ : পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়।
কাভারেজ : দেশের প্রায় ১০০ শতাংশ এলাকা।
ধরন : মৌসূমী বৃষ্টি বলয়
সময়কাল : ২৮ শে মে হতে ৫ই জুন পর্যন্ত।
সর্বাধিক সক্রিয়ঃ ২৯-৩০ মে ২০২৫ ও ১-২ জুন
[ ২রা জুনের পর খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাত অনেক কমে আসতে পারে ]

ভারী থেকে অতি ভারী বর্ষণঃ বৃষ্টি বলায় ঝুমুল চলাকালীন সময়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগের বেশ কিছু এলাকায়। এবং ভারী বৃষ্টি তুলনামূলক কম থাকতে পারে দেশের পশ্চিমাঞ্চলে বা খুলনা ও রাজশাহী বিভাগের পশ্চিমে জেলা সমূহে।

বৃষ্টি বলে ঝুমুল চলাকালীন কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে?

আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় ঝুমুল চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৯ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকা ১৮০-২২০ মিলিমিটার, গড়ে ৬দিন
খুলনা ১০০-১৫০ মিলিমিটার গড়ে ৪ দিন
বরিশাল ১৮০-২৫০ মিলিমিটার গড়ে ৫ দিন
সিলেট ৩০০-৪০০ মিলিমিটার গড়ে ৭ দিন
ময়মনসিংহ ২৫০-৩০০ মিলিমিটার গড়ে ৫ দিন
রাজশাহী ৭০-১২০ মিলিমিটার গড়ে ৩ দিন
রংপুর ১৫০-২৫০ মিলিমিটার গড়ে ৫ দিন
চট্টগ্রাম ২৫০-৩৫০ মিলিমিটার গড়ে ৬ দিন।

27/05/2025

আলহামদুলিল্লাহ! সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল ২৮শে মে— জিলহজের প্রথম দিন। ৫ই জুন, বৃহস্পতিবার— পবিত্র হজ তথা আরাফাত দিবস এবং ৬ই জুন, জুমাবার— ঈদুল আযহা।

আল্লাহ তাআলা সকল হাজিকে হজ্জে মাবরুর নসিব করুন।

Reverse Brain এর অন্যতম নমূনা হতে যাচ্ছে ডা.তাসনিম জারা।এনসিপির প্রতিনিধি হিসেবে গত দুদিন ধরে চট্টগ্রামের দ্বারে দ্বারে ...
27/05/2025

Reverse Brain এর অন্যতম নমূনা হতে যাচ্ছে ডা.তাসনিম জারা।

এনসিপির প্রতিনিধি হিসেবে গত দুদিন ধরে চট্টগ্রামের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। মানুষের কথা শুনছে।

সে হয়তো অভ্যস্থ নাহ এসব বিষয়ে। এসি ভিতের বেশিরভাগ সময় যার কাটতো। নেমেছে মানুষকে উপকার করার জন্য

চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট এবং সততাও যদি ধরে রাখতে পারে হয়তো তিনি হবেন অনেকের আইডল।

রাজনীতির মারপ্যাঁচ হয়তো কম বুঝেন বা অনেক খারাপ মন্তব্যের শিকারও হতে হচ্ছে তাকে তথাকথিত কিছু উগ্রপন্থি দ্বারা।

এই বঙ্গদেশের স্বার্থের রাজনীতি, দূর্নীতির রাজনীতি যাতে ডাঃ তাসনিম জারাদের ছুঁতে না পারে এই আশায় প্রতিটা মানুষ ব্যক্ত করে

এনসিপি কতোটুকু তাকে স্পেস দিচ্ছে বা এনসিপি কতটুকু জনগণের জন্য কাজ করবে তা সময় বলবে তবে খুব করে চাইবো যাতে তাসনিম জারা যাতে সৎ এবং যোগ্য একজন রাজনৈতিক জীব হিসেবে উঠে আসে।

👉এই নাহিদ, আসিফরা সেদিন আপোষ করে আন্দোলন বন্ধ করে দিলে ফখরুল সাহেবরা কেয়ামত পর্যন্ত নির্বাচনের মুখ দেখতো না । তাদের নেত্...
25/05/2025

👉এই নাহিদ, আসিফরা সেদিন আপোষ করে আন্দোলন বন্ধ করে দিলে ফখরুল সাহেবরা কেয়ামত পর্যন্ত নির্বাচনের মুখ দেখতো না । তাদের নেত্রী ও নেতাকর্মীদের জেলের ভেতরেই পঁচে মরতে হতো। নাহিদ, আসিফরা জীবনের মায়া ত্যাগ করে কোনো আপোষ করেনি বলেই বাংলার মানুষ এক ভয়ংকর জালিমের হাত থেকে মুক্তি পেয়েছে ।আর ফখরুল সাহেবরা নির্বাচনের স্বপ্ন দেখছে । নাহিদ, আসিফরা জীবন মরণের একদম কাছাকাছি ছিল।সুতরাং তাদের কথা বলার অধিকার আছে।

সত্য কথা শুনতে তিতা হলেও সত‍্য....

নেন,বন্দরের আত্মকাহিনী!!!আজকে ড. ইউনূস স্যার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করছে। তিনি বলেন, "মাঝেমাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে...
22/05/2025

নেন,বন্দরের আত্মকাহিনী!!!
আজকে ড. ইউনূস স্যার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করছে।
তিনি বলেন, "মাঝেমাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ভারতে স্বাস্থ্যসেবার জন্য যান না?
যখন বন্ধ করে দিয়েছে তখন দলে দলে হাহাকার করেছেন যে কেন বন্ধ করে দিল। কারণ হচ্ছে, আমাদের এখানে ভালো স্বাস্থ্যসেবা নাই। খবরের কাগজে আমরা দেখি নেতারা সিঙ্গাপুর, ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে। অথচ বন্দরে কেউ আসতে পারবে না!

কিন্তু আমাদের অর্থনীতির হৃদপিন্ড এই বন্দরের চিকিৎসা দরকার! বাইরের ডাক্তার আনতে হবে তো, উপায় নাই আমাদের। পৃথিবীর সেরা চিকিৎসক আমাদের দরকার যেন এই অর্থনীতির হৃদপিন্ডকে তারা বিরাট আকারে বানিয়ে দিতে পারে কোনো সমস্যা যেন আমাদের না হয়।

তারপর বললেন, ‘আমাদের সামনে চ্যালেঞ্জ হলো আরও ১০ রকম জাতি আমাদের চেয়েও খারাপ অবস্থা থেকে আমাদের ডিঙ্গিয়ে শত শত মাইল আগে চলে গেছে। আমরা কেন হতভাগা জাতি হলাম?’

‘যাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তারা পৃথিবীর সেরা। তারা দুনিয়াতে শত শত পোর্ট পরিচালনা করে। যেকোনো বন্দরে যান, তাদের মার্কা দেখবেন। তারা যখন বন্দরের দায়িত্ব নেবে তারা আমাদের মতো করে বানাবে না। কারণ তাদেরকে রোজগার করে টাকাটা ওঠাতে হবে। সেজন্য তারা সেরা প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে।

তারা আগে যত বন্দর-টার্মিনাল বানিয়েছে সে অভিজ্ঞতা তারা এখানে কাজে লাগাবে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আমাদের বন্দর আমাদের মতো করে আমরা চালাব। এতে করে আমাদের টাকা লাগল না, তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো এবং প্রযুক্তির উচ্চতম জায়গা থেকে শুরু করলাম,’

আরও বলেন, ‘অনেকে বলল, “আমাদের চাকরি চলে যাবে!” কিন্তু ওরা যে আসছে ওরা কি নিজেদের দেশ থেকে লোক নিয়ে আসবে? ওরা তো আমাদের এখান থেকেই লোক নিয়ে যায় ওদের কাজের জন্য। এই বন্দর চালাতে হলে আমাদের লোকই তো চালাবে এটার তো কোনো গত্যন্তর নাই। কারণ আমাদের লোককে শিখিয়ে দিলে খুব সহজেই তারা শিখে যায়। তাদের লাভ, খরচ কম। ইউরোপ থেকে শ্রমিক এনে আমাদের এখানে চালাতে হলে ওদের ব্যবসা লাটে উঠবে। এখানকার মানুষ দিয়েই চালাতে হবে যদি চালাতে হয়।’

‘আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি ৩১ সালের মধ্যে আমরা বন্দরের কাজ শিখে ফেলি এর পরবর্তী ৫ বছরে অর্থাৎ ৩৬ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর এই কোম্পানিগুলো চালায় তাদের বহু বন্দর এই বাংলাদেশিরাই পরিচালনা করবে। আপনারা যে বন্দরেই পা দেবেন, দেখবেন বাংলাদেশিরা আছে।

চাকরি কমবে না চাকরি বাড়বে। তাদের নিজেদের প্রয়োজনেই আমাদের নেবে। দরখাস্ত নিয়ে আমাদের যেতে হবে না, তারা আমাদের সাধবে যে ‘তুমি এখানে কাজ করেছো। তোমাকে অমুক জায়গায় পাঠাতে চাই। পরিবারসহ তুমি চলো সেখানে কাজ করো’। আগে আমরা যেকোনো জাহাজে চড়লে দেখতাম জাহাজের নাবিক চট্টগ্রামের, সিলেটের। এরপর থেকে আমরা যে বন্দরে যাব দেখব চট্টগ্রাম, সিলেট, বরিশাল- বাংলাদেশের লোক,’।

অর্থাৎ বাঙালিদের দিলে ১০০ কোটির ৯০ কোটি খেয়ে দিবে। ৫০ কোটি রাজনৈতিক নেতারা আর ৪০ কোটি বন্দরের কর্মকর্তারা
১০ কোটির কাজ হবে!!!

Address

Jeddah

Telephone

+8801690041842

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr Sobuj Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr Sobuj Khan:

Share