15/08/2025
হাদীসটি পড়ুন ভালো লাগবে❤️🩹👈🏻👇🏻
তখন হযরত মুসা (আঃ) বৃদ্ধা কে বললেন তুমি কাঁদছ কেন?
তখন বৃদ্ধা উত্তর দিল!আমার বাচ্চাটি মারা গেছে এইজন্য কাঁদছি। তখন মুসা (আঃ) বললেন বাচ্চাটির বয়স কত? বৃদ্ধা উত্তর দিল ৩৫০( তিন শত পন্ধাশ) বছর।
মুসা (আঃ) বললেন তোমার এই বাচ্চাটির ৩৫০ বছর জীবিত ছিল,কিন্তু এমন একটি যামানা আসবে যেই যামানার নবীর উম্মত মাএ ৬০ থেকে ৭০ বছর বাঁচবে,
আর সেই নবী হলো হযরত মুহাম্মদ (সাঃ)। তখন বৃদ্ধা অবাক হয়ে বলল, তারা বালেগ হবে? মুসা (আঃ) উত্তরে বললেন হ্যা তারা বালেগ হবে।
বৃদ্ধা মহিলা পুনরায় প্রশ্ন করলে তার এই সামান্য সময়ে বিয়ে সাদি করতে পারবে? মুসা (আঃ) বললেন তারা এই সামন্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকেও সন্তান হবে।বৃদ্ধা মহিলা পুনরায় প্রশ্ন করল,তারা এই সামান্য সময়ে কীভাবে নেকি এবং সওয়াব অর্জন করবে?
তখন হযরত মুসা (আঃ) বললেন তার এই সামান্য সময়ে এত নেকি অর্জন করবে যে, তাদের নেকি যদি আমাদের নেকির উপর রাখা হয় তাহলে আমাদের নেকির কোন নিশানাও থাকবে না।শুধু তাদের নেকি দেখা যাবে।
কারন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা এমন একটি মাস দিবেন,যে মাসের নাম রমজান মাস, যে মাসে একদিন ইবাদাত করলে ৮৩ (তিরাশি) বছরের সওয়াব তার আমল নামায় লেখা হবে।
তাহলে তারা যদি এইরকম একটি মাস পায় তাহলে হিসাব করলে আমাদের কোন নেকি তাদের সমান হবে না।শুকরিয়া আদায় করেন আমার যে শেষ নবীর উম্মত হতে পেরেছি) আলহামদুলিল্লাহ (❤️🩹🥀☝️