অনুভূতি-Story

অনুভূতি-Story 🖤🫶🖤

15/08/2025

হাদীসটি পড়ুন ভালো লাগবে❤️‍🩹👈🏻👇🏻

তখন হযরত মুসা (আঃ) বৃদ্ধা কে বললেন তুমি কাঁদছ কেন?
তখন বৃদ্ধা উত্তর দিল!আমার বাচ্চাটি মারা গেছে এইজন্য কাঁদছি। তখন মুসা (আঃ) বললেন বাচ্চাটির বয়স কত? বৃদ্ধা উত্তর দিল ৩৫০( তিন শত পন্ধাশ) বছর।
মুসা (আঃ) বললেন তোমার এই বাচ্চাটির ৩৫০ বছর জীবিত ছিল,কিন্তু এমন একটি যামানা আসবে যেই যামানার নবীর উম্মত মাএ ৬০ থেকে ৭০ বছর বাঁচবে,
আর সেই নবী হলো হযরত মুহাম্মদ (সাঃ)। তখন বৃদ্ধা অবাক হয়ে বলল, তারা বালেগ হবে? মুসা (আঃ) উত্তরে বললেন হ্যা তারা বালেগ হবে।
বৃদ্ধা মহিলা পুনরায় প্রশ্ন করলে তার এই সামান্য সময়ে বিয়ে সাদি করতে পারবে? মুসা (আঃ) বললেন তারা এই সামন্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকেও সন্তান হবে।বৃদ্ধা মহিলা পুনরায় প্রশ্ন করল,তারা এই সামান্য সময়ে কীভাবে নেকি এবং সওয়াব অর্জন করবে?
তখন হযরত মুসা (আঃ) বললেন তার এই সামান্য সময়ে এত নেকি অর্জন করবে যে, তাদের নেকি যদি আমাদের নেকির উপর রাখা হয় তাহলে আমাদের নেকির কোন নিশানাও থাকবে না।শুধু তাদের নেকি দেখা যাবে।
কারন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা এমন একটি মাস দিবেন,যে মাসের নাম রমজান মাস, যে মাসে একদিন ইবাদাত করলে ৮৩ (তিরাশি) বছরের সওয়াব তার আমল নামায় লেখা হবে।
তাহলে তারা যদি এইরকম একটি মাস পায় তাহলে হিসাব করলে আমাদের কোন নেকি তাদের সমান হবে না।শুকরিয়া আদায় করেন আমার যে শেষ নবীর উম্মত হতে পেরেছি) আলহামদুলিল্লাহ (❤️‍🩹🥀☝️

09/08/2025

"জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, যত কষ্টই হোক তোমার চোখে জল আনা যাবে না!! নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে.. নারীরা রাগে কাঁদে, অভিমানে কাঁদে, কষ্টেও কাঁদে... কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না... নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোন ছলনা নেই!! তবুও যদি কোন পুরুষ কাঁদে তবে বুঝতে হবে যে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদছে..
পুরুষ কান্নার অভিনয় করতে পারে না, পুরুষ কান্নার দৃশ্য ভয়াবহ.. পুরুষের কান্নার কারণ তীব্রতর হয়!!
তবুও পুরুষেরা কাঁদে.. পুরুষ কাঁদে চারদেয়ালের আড়ালে..
পুরুষ কাঁদে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে... পুরুষেরা কাঁধে সংসারের চাহিদা না মেটাতে পেরে.. পুরুষেরা কাঁদে বাবা-মায়ের চাহিদা পূরণ করতে না পেরে... পুরুষেরা কাঁদে প্রেমিকা হারালে!!
পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারোর মন রক্ষার জন্য...
পরিবার, বাবা মা, ছেলে মেয়ে, কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয়, যা অনেক প্রেমিকা কিংবা পরিবার জানিনা!! ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারিনি... এটা নয় কোন পুরুষের অভিশাপ, এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস!! নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে.. আর সেই নারীর জন্যই যদি কোন পুরুষের কাঁদতে হয় তাহলে সেটা সেই নারীর জন্যই অমঙ্গল.. পুরুষের চোখের জল বিফলে যায় না, প্রকৃতিই তার প্রতিবাদ একদিন দিয়ে দেই!! তবুও পুরুষেরা বীর... দিনশেষে একটা পরিবার বাবা-মা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি... পুরুষ কে কাঁদিয়ে যে নারী বড় হতে চেয়েছে তার সারা জীবন ভাবতে ভাবতে গেছে... কারণ একটা নারীর জীবনে স্রষ্টার পরে একজন পুরুষের স্থান।।

08/08/2025

মাম্মা হ >
আমরা প্রবাসী,আমাদের হাতে ফুল নয়,
পরিশ্রম মানায় 😰💔✈️

04/08/2025

একা থাকার মাঝে একরকম প্রশান্তি আছে, যেখানে নেই কোনো প্রতীক্ষা, নেই কোনো প্রশ্ন।

নিজেকে ভালোবাসতে শিখেছি এতদিনে, একা থাকি কিন্তু নিঃসঙ্গ নই।
এখন আর কেউ এসে না থাকলে অভিমান জাগে না, কারণ আমি নিজেই আমার সবচেয়ে কাছের মানুষ!

04/08/2025

আজ বাবা আছেন বলেই প্রবাসের এই দূরত্বও কিছুটা সহজ মনে হয়।
জানি, দিনের শেষে যখনই ফোনে তোমার কন্ঠ শুনি, তখন ক্লান্তি, একাকিত্ব—সবকিছু একটুখানিও হালকা হয়ে যায়।
বাবা, তুমি পাশে না থেকেও সবসময় আমার শক্তির উৎস হয়ে আছো।
তোমার কষ্টের পরিশ্রম, ত্যাগ, আর নিঃস্বার্থ ভালোবাসা আজও আমাকে সাহস জোগায়—অচেনা দেশে টিকে থাকার, স্বপ্নের পথে হাঁটার।
তোমার মুখে একটুকু "ভালো আছিস তো?"—এই কথাটুকু শুনলেই মনে হয়, হ্যাঁ, আমি সব পারব।
আজ খুব মনে পড়ছে—
তোমার সাথে সন্ধ্যার হাঁটাগুলো,
তোমার নিঃশব্দ ভালোবাসা,
আর সেই গভীর দৃষ্টিটা, যেখানে সবসময় আশ্রয় ছিল।
বাবা, তোমাকে অনেক, অনেক মিস করি 😢
তোমার জন্য এই দূর থেকে প্রতিদিন দোয়া করি।
আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক, আর অনেকদিন আমাদের মাঝে রাখুক।❤️😊

24/07/2025
17/06/2025

অভাব মারাত্মক রকমের অসুন্দর। পুরুষ হয়ে টিকে থাকা
মোটেই কোন সহজ বিষয় নয়।
একটা ছেলে যখন বেকার থাকে, টাকা নেই, সম্পদ নেই, তখন সে শুধু অর্থনৈতিক সংকটে ভোগে না। সে ধীরে ধীরে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায়। তার প্রতি কারও সম্মান থাকে না, পরিবারের লোকেরা তার উপস্থিতি মেনে নেয় অভ্যাসবশত, আর বাইরের দুনিয়া তাকে নিয়ে হাসাহাসি করে।
তার দিনগুলো কাটে অপমান আর অপারগতায়। সকালে ঘুম থেকে উঠে মনে হয়, আরেকটা দিন গেল, কিন্তু কিছুই বদলালো না। তারপর কাজ খুঁজতে বের হয়, আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে। কিন্তু দরজার পর দরজা বন্ধ হয়, কেউ বিশ্বাস করতে চায় না যে সে পারবে। "তোমার অভিজ্ঞতা নেই," "আমাদের লোক লাগবে না," "তুমি কেমন যেন!" এই কথাগুলো প্রতিদিন তার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়।
বাড়িতে ফিরে দেখে, মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে, বাবা হয়তো মুখ ঘুরিয়ে নেন, ছোট ভাইবোনের চোখেও এক ধরনের প্রশ্ন "তুমি আসলে কী করছো?"
যাকে সে ভালোবাসে, সেও ধীরে ধীরে দূরে সরে যায়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তো কিছু দিতে হয়, কিছু প্রমাণ করতে হয়! সমাজ শোনায়, "প্রেম শুধু টাকা চেনে, দায়িত্ব চেনে, বেকারের কোনো অনুভূতি থাকতে নেই!"
বন্ধুরা মজা করে, আত্মীয়রা খোঁটা দেয়, প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করে। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। একসময় কোনো স্বপ্নই আর সে দেখে না, কারণ সে জানে, "স্বপ্ন শুধু টাকাওয়ালা মানুষের জন্য!"
অভাবের এই যু'দ্ধে সবাই বেঁচে থাকতে পারে না। কেউ কেউ টিকে থাকে, কিন্তু ক’জন? বেশিরভাগই একসময় সমাজের চোখে চিরতরে হেরে যায়। কারও পক্ষে ফিরে আসা হয় না, কেউ বি'ষ খেয়ে ফেলে, কেউ অন্ধকারে হারিয়ে যায়, আর কেউ মেনে নেয়—"আমার জন্মটাই ভুল ছিল!"
এই সমাজ শুধুই সাফল্যের গল্প ভালোবাসে, কিন্তু সেই হাজারো হারিয়ে যাওয়া জীবনগুলোর কথা কেউ কখনো বলে না।

17/06/2025

আমি অতিরিক্ত কেউ নই। এমন না যে আমাকে ছাড়া কারো জীবন থমকে যাবে। আমি কারো প্রথম পছন্দ নই, আমাকে ছাড়া কারো কিছু থেমে থাকে না। আমি আলাদা কিছু নই। আমার অভাবে আকাশ মেঘে ঢাকা পড়ে না। আমি সহজেই ভুলে যাওয়া মানুষ, আমি এমন যার জন্য কারো হৃদয় ভারী হয় না। জানি, একদিন সবাই দূরে সরে যাবে। আমার অস্তিত্ব কারো স্মৃতিতে ম্লান হবে। তবু নিজের মতো থাকি, কারো কাছে না থেকেও নিজের কাছে থাকি।

04/06/2025

কেনো জানি মনে হইতেছে যে একটা নিখোঁজ সংবাদ দেই..!
যে আমি আমারে খুইজা পাইতেছি না। এই দূর প্রবাসে আসার পর থাইকা কেনো জানি নিজের মধ্যে নিজেরে খুঁইজা পাইতেছি না, কেনো জানি মনে হইতেছে যে নিজেরে হারাই ফেলছি, প্রবাস জীবন টা কেমন যেনো একটা রোবোটিকস জীবন, একটা যান্ত্রিক জীবন, রাত থাকতে কাজে যাই আবার রাতে ফিরি বাসায়, খাই ঘুমাই, কখন যে সময় চলে যায় বুঝতে পারি না। আবার সকালে উঠা ডিউটিতে আসি, আমার ডিউটি শেষ কইরা রাত্রে যা-ই খাই ঘুমাই, এই প্রবাস জীবন এর ব্যাস্তার মাঝে নিজেরে খুইজা পাইলাম না। নিজেরে নিয়া একটু ভাবার সময় টুকুনও জাই না। পরিবারের চিন্তা, পরিবারের সবাইকে কি করে হাসি খুশী রাখবো সেই ভাবনায় মাথা ঠিক থাকে না। সারা মাস কাজের পরে বেতন পেয়ে আগে পরিবারের কাছে পাঠাতে হবে পরিবারকে সুখী করতে হব। এই টেনশন টা সব প্রবাসীর মাথায় গেঁথে গেছে। ভাই অনেক প্রবাসী আছে তার এক মাস চলতে যে পরিমান টাকা লাগবে খরচ তারচেয়ে অনেক কম রাখে যাতে তার পরিবার একটু ভালো থাকে।
অনেক সময় দেখা যায় তার পরেও পরিবারের মানুষের কাছ থেকে শুনতে হয় সে নাকি ঠিক মতো টাকা দেয় না।
একটা প্রবাসী বছরের পর বছর প্রবাসের মাটিতে কেনো পড়ে থাকে, যাতে করে তার পরিবার, বউ, বাচ্চা, ভালো থাকে এ জন্য। আমি সকল প্রবাসীর পরিবারকে বলি প্রবাসীর মাথা টেনশন দিয়েন না, তাদের মাথায় এমনি অনেক টেনশন থাকে।।
প্রবাস থেকে বলছি...!

MD Shalim

04/06/2025

আহা জীবন
ক্যারিয়ার, প্রিয় মানুষ, পরিবার, মানসিক অশান্তি এদের জন্য মানিয়ে নিতে নিতে দেখবেন আপনার সেই শখের বয়সটা শেষ। শেষ কবে মন খুলে হেসেছেন ভুলে যাবেন। ভুলে যাবেন আপনার একটা শখ ছিলো জীবন ছিলো আর এভাবেই
আমরা ব্যর্থতায়ও ভালো থাকি।

03/06/2025

যেদিন আমি টের পাইলাম - আমার বুকে সমুদ্র সমান আফসোস,
যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে-ধীরে তলিয়ে যাবো, নিঃশেষ হয়ে যাবো,
ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম।

আমি ভেবে নিলাম যা কিছু আমার হয় নাই -তা কখনোই আমার হওয়ার ছিল না।
যা কিছু আমি পাই নাই -তা পাইলে বরং আরো কষ্ট হইতো। এটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়।
কিন্তু,যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয় - সেই মিথ্যারে আমি চোখ বুজে ভালোবাসি।🖤

MD Shalim 🖍️

Address

লক্ষ্মীপুর
Jeddah
1900

Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতি-Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুভূতি-Story:

Share