অনুভূতি-Story

  • Home
  • অনুভূতি-Story

অনুভূতি-Story 🖤🫶🖤

17/06/2025

অভাব মারাত্মক রকমের অসুন্দর। পুরুষ হয়ে টিকে থাকা
মোটেই কোন সহজ বিষয় নয়।
একটা ছেলে যখন বেকার থাকে, টাকা নেই, সম্পদ নেই, তখন সে শুধু অর্থনৈতিক সংকটে ভোগে না। সে ধীরে ধীরে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায়। তার প্রতি কারও সম্মান থাকে না, পরিবারের লোকেরা তার উপস্থিতি মেনে নেয় অভ্যাসবশত, আর বাইরের দুনিয়া তাকে নিয়ে হাসাহাসি করে।
তার দিনগুলো কাটে অপমান আর অপারগতায়। সকালে ঘুম থেকে উঠে মনে হয়, আরেকটা দিন গেল, কিন্তু কিছুই বদলালো না। তারপর কাজ খুঁজতে বের হয়, আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে। কিন্তু দরজার পর দরজা বন্ধ হয়, কেউ বিশ্বাস করতে চায় না যে সে পারবে। "তোমার অভিজ্ঞতা নেই," "আমাদের লোক লাগবে না," "তুমি কেমন যেন!" এই কথাগুলো প্রতিদিন তার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়।
বাড়িতে ফিরে দেখে, মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে, বাবা হয়তো মুখ ঘুরিয়ে নেন, ছোট ভাইবোনের চোখেও এক ধরনের প্রশ্ন "তুমি আসলে কী করছো?"
যাকে সে ভালোবাসে, সেও ধীরে ধীরে দূরে সরে যায়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তো কিছু দিতে হয়, কিছু প্রমাণ করতে হয়! সমাজ শোনায়, "প্রেম শুধু টাকা চেনে, দায়িত্ব চেনে, বেকারের কোনো অনুভূতি থাকতে নেই!"
বন্ধুরা মজা করে, আত্মীয়রা খোঁটা দেয়, প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করে। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। একসময় কোনো স্বপ্নই আর সে দেখে না, কারণ সে জানে, "স্বপ্ন শুধু টাকাওয়ালা মানুষের জন্য!"
অভাবের এই যু'দ্ধে সবাই বেঁচে থাকতে পারে না। কেউ কেউ টিকে থাকে, কিন্তু ক’জন? বেশিরভাগই একসময় সমাজের চোখে চিরতরে হেরে যায়। কারও পক্ষে ফিরে আসা হয় না, কেউ বি'ষ খেয়ে ফেলে, কেউ অন্ধকারে হারিয়ে যায়, আর কেউ মেনে নেয়—"আমার জন্মটাই ভুল ছিল!"
এই সমাজ শুধুই সাফল্যের গল্প ভালোবাসে, কিন্তু সেই হাজারো হারিয়ে যাওয়া জীবনগুলোর কথা কেউ কখনো বলে না।

17/06/2025

আমি অতিরিক্ত কেউ নই। এমন না যে আমাকে ছাড়া কারো জীবন থমকে যাবে। আমি কারো প্রথম পছন্দ নই, আমাকে ছাড়া কারো কিছু থেমে থাকে না। আমি আলাদা কিছু নই। আমার অভাবে আকাশ মেঘে ঢাকা পড়ে না। আমি সহজেই ভুলে যাওয়া মানুষ, আমি এমন যার জন্য কারো হৃদয় ভারী হয় না। জানি, একদিন সবাই দূরে সরে যাবে। আমার অস্তিত্ব কারো স্মৃতিতে ম্লান হবে। তবু নিজের মতো থাকি, কারো কাছে না থেকেও নিজের কাছে থাকি।

04/06/2025

কেনো জানি মনে হইতেছে যে একটা নিখোঁজ সংবাদ দেই..!
যে আমি আমারে খুইজা পাইতেছি না। এই দূর প্রবাসে আসার পর থাইকা কেনো জানি নিজের মধ্যে নিজেরে খুঁইজা পাইতেছি না, কেনো জানি মনে হইতেছে যে নিজেরে হারাই ফেলছি, প্রবাস জীবন টা কেমন যেনো একটা রোবোটিকস জীবন, একটা যান্ত্রিক জীবন, রাত থাকতে কাজে যাই আবার রাতে ফিরি বাসায়, খাই ঘুমাই, কখন যে সময় চলে যায় বুঝতে পারি না। আবার সকালে উঠা ডিউটিতে আসি, আমার ডিউটি শেষ কইরা রাত্রে যা-ই খাই ঘুমাই, এই প্রবাস জীবন এর ব্যাস্তার মাঝে নিজেরে খুইজা পাইলাম না। নিজেরে নিয়া একটু ভাবার সময় টুকুনও জাই না। পরিবারের চিন্তা, পরিবারের সবাইকে কি করে হাসি খুশী রাখবো সেই ভাবনায় মাথা ঠিক থাকে না। সারা মাস কাজের পরে বেতন পেয়ে আগে পরিবারের কাছে পাঠাতে হবে পরিবারকে সুখী করতে হব। এই টেনশন টা সব প্রবাসীর মাথায় গেঁথে গেছে। ভাই অনেক প্রবাসী আছে তার এক মাস চলতে যে পরিমান টাকা লাগবে খরচ তারচেয়ে অনেক কম রাখে যাতে তার পরিবার একটু ভালো থাকে।
অনেক সময় দেখা যায় তার পরেও পরিবারের মানুষের কাছ থেকে শুনতে হয় সে নাকি ঠিক মতো টাকা দেয় না।
একটা প্রবাসী বছরের পর বছর প্রবাসের মাটিতে কেনো পড়ে থাকে, যাতে করে তার পরিবার, বউ, বাচ্চা, ভালো থাকে এ জন্য। আমি সকল প্রবাসীর পরিবারকে বলি প্রবাসীর মাথা টেনশন দিয়েন না, তাদের মাথায় এমনি অনেক টেনশন থাকে।।
প্রবাস থেকে বলছি...!

MD Shalim

04/06/2025

আহা জীবন
ক্যারিয়ার, প্রিয় মানুষ, পরিবার, মানসিক অশান্তি এদের জন্য মানিয়ে নিতে নিতে দেখবেন আপনার সেই শখের বয়সটা শেষ। শেষ কবে মন খুলে হেসেছেন ভুলে যাবেন। ভুলে যাবেন আপনার একটা শখ ছিলো জীবন ছিলো আর এভাবেই
আমরা ব্যর্থতায়ও ভালো থাকি।

03/06/2025

যেদিন আমি টের পাইলাম - আমার বুকে সমুদ্র সমান আফসোস,
যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে-ধীরে তলিয়ে যাবো, নিঃশেষ হয়ে যাবো,
ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম।

আমি ভেবে নিলাম যা কিছু আমার হয় নাই -তা কখনোই আমার হওয়ার ছিল না।
যা কিছু আমি পাই নাই -তা পাইলে বরং আরো কষ্ট হইতো। এটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়।
কিন্তু,যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয় - সেই মিথ্যারে আমি চোখ বুজে ভালোবাসি।🖤

MD Shalim 🖍️

03/06/2025

সব কিছুই কেটে যাচ্ছে তার নিজস্ব গতিতে, কিচ্ছু থেমে নেই, জীবনটা দিব্যি চলে যাচ্ছে।
কিন্তু যখন জীবন নিয়ে একটু ভাবতে যাই ঠিক তখনই মস্তিষ্ক টা থমকে যায়।

আকাশ সমান শূন্যতা অনুভূত হয়। মনে হয় কি যেন নেই কি যেন হারিয়ে ফেলেছি জীবন থেকে।
যাদেরকে নিয়ে একসাথে চলার স্বপ্ন দেখেছিলাম তাদেরকে এরকম অপ্রস্তুতভাবে হারানোর বীভৎস অনুভূতি, মানসিকভাবে একদম শেষ করে দেয়, তারপর থেকে আর ভালো থাকা হয় না!💔

MD Shalim 🖍️

03/06/2025

জিবন থেমে থাকেনি "আমিও না। যেভাবে চেয়েছিলাম " সেভাবে চলেনি কিছুই "তবু সময়ের স্রোতে ভেসে চলেছি চবিরাম।স্বপ্ন ছিল অনেক কিন্তু পূরন হবার আগেই হারিয়ে গেছে পথে। আর বড় হওয়ার স্বপ্ন? তা তো সময়ের আগেই বাস্তব হয়ে গেলো,
একগাদা দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে।
শান্তি চেয়ে ছিলাম ,

খুব সামান্যই, কিন্তু জীবন দিয়েছে তার দ্বিগুণ অস্থিরতা।
এভাবে সব কিছু হারিয়ে ফেলার নামই যদি বেঁচে থাকা হয় ,
তাহলে বলতে হয় - আমি এখনো বেঁচে আছি,
শুধু নিজের মতো করে নয়।🥹❤️‍🩹

MD Shalim

03/06/2025

জীবনের শুধু বয়স বাড়ছে অথচ জীবন এক জায়গায় এসে সেই কবে থেকেই থেমে আছে। এক বড় গহীন শুন্যতায় এসে জীবন ক্রমশ ঝুলছে, জীবনের মুক্তি নেই, মুক্তি পেলেও কোন গন্তব্য নেই; গন্তব্য মিললেও পৌঁছানোর শক্তি নেই; শক্তিটুকু থাকলেও যেন ততটা সময়ের জন্য আয়ু জীবনের জন্য বরাদ্দ নেই।

হাঁপিয়ে উঠা জীবনটা যেন এক সঙ্গীহীন পাখির মতো যার কাছে অসীম আকাশের দৈর্ঘ্যও মনে হয় বড্ড সংকীর্ণ।

লেখক~ | MD Shalim

কখনো কখনো জীবন থমকে যায়, কিন্তু চলতে তো হবেই। দায়িত্বের পাহাড়, সম্পর্কের টানাপোড়েন, মানুষের শেষ না হওয়া প্রত্যাশা-সব মিল...
03/06/2025

কখনো কখনো জীবন থমকে যায়, কিন্তু চলতে তো হবেই। দায়িত্বের পাহাড়, সম্পর্কের টানাপোড়েন, মানুষের শেষ না হওয়া প্রত্যাশা-সব মিলিয়ে যেন দম বন্ধ হয়ে আসে।
নিজেকে হারিয়ে ফেলি নিজের ভেতরেই, অথচ কেউ তা টেরও পায় না,,!
চারপাশের কোলাহলে আমি নিঃশব্দ অথচ মনে হয় কাদে পুরো পৃথিবীর ভার নিয়ে দাঁড়িয়ে আছি,,!
কখনো কারো কাছে বলতে চাই,, কিন্তু শব্দগুলো গলার কাছেই আটকে থাকে!
বুকের ভিতর জমে থাকা ক্লান্তি কেউ দেখে না, শুধু অনুভব করি আমি একা,!
কিছু মানুষ পাশে থাকে, কিন্তু সত্যিকারের বোঝার মত কেউ
থাকে না,,!

লেখক `~অনুভূতি-Story

16/04/2025

-যে আমাকে বুঝতে পারেনি,
তার অধিকার আছে‌ আমাকে খারাপ ভাবার-!!😤

16/04/2025



-শুধু সময় বদলাবে,আজ তোমার, কাল আমার হবে!🗿

Address


Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতি-Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুভূতি-Story:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share