
06/08/2025
যখন কোনো নারী মহাকাশে যায়,
তখন সে স্পেস স্যুটে নিজেকে পুরোপুরি ঢেকে রাখে যাতে শরীর সুরক্ষিত থাকে।
মহামারির সময় সেই নারীই ভাইরাস থেকে বাঁচতে পিপিই স্যুট পরে। এই সবই গ্রহণযোগ্য, কারণ উদ্দেশ্য হলো শারীরিক সুরক্ষা।
কিন্তু যখন সেই নারীই অশ্লীলতা, ফিতনা ও দৃষ্টির অপবিত্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য বোরকা পরেন, তখন আপত্তি করা হয়।
তাহলে কি সম্মান, লজ্জা ও আত্মার সুরক্ষা অপ্রয়োজনীয়? পর্দা শুধু একটি কাপড় নয়, এটি নারীর মর্যাদা, বিশ্বাস ও প্রজ্ঞার প্রতীক।
এটি সম্মানের ঢাল এবং শয়তানি চিন্তাধারা থেকে বাঁচার মাধ্যম।