AL Mamun P2

AL Mamun P2 এই সুন্দর পৃথিবীতে সুন্দর ভাবে বেছে থ?

কোন জিনিস লালন পালন করে যদি লস ই হয় তাহলে তাকে তালাক দেওয়াই ভাল,,,
15/09/2024

কোন জিনিস লালন পালন করে যদি লস ই হয় তাহলে তাকে তালাক দেওয়াই ভাল,,,

14/09/2024
13/09/2024

”শেখ হাসিনা বাংলাদেশের কাছাকাছি আছে। দেশে ঢুকবে যেকোন সময়!”

দেশের ঢুকার হলে সে কোনদিন দেশ থেকে বাইর হইতোই না ।

আত্ন-সম্মানবোধ থাকলে মৃত্যুকে বেছে নিত কিন্তু এভাবে নির্লজ্জের মত পুরো দল আর নেতা-কর্মীদেরকে জ্বলন্ত আগুনের মুখে মরতে ছেড়ে দিয়ে শুধু নিজের বোনকে নিয়ে পালাতো না।

এরা আজীবন রিস্ক এড়ায় চলছে ।

যদি আপনি হাসিনার জীবনের দিকে তাকান তাহলে দেখবেন.........

- ৮০ এর দশকে এরশাদ বিরোধী আন্দোলন বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত এক সাথে আন্দোলন করতেছিল ।

সবাই সিদ্ধান্ত নেয় এরশাদের আন্ডারে কোন ইলেকশনে কেউ যাবে না ।

কিন্তু শুধুমাত্র খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এই সিদ্ধান্তে অটল থাকে ।

৮৬-৮৭ এর এই ইলেকশনে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং জামায়াত অংশ নেয়। শেখ হাসিনা এরশাদের আমলে বিরোধী দলীয় নেত্রী হোন । ফলে এরশাদ আরো ৩ বছরের জন্য টিকে যায় । এই ইলেকশনে অংশ নিতে হাসিনা এরশাদের কাছে থেকে সে সময় ৫ কোটি টাকা নিয়েছিলো গুঞ্জন আছে।

২০০৭-এ ১/১১ ফখরুদ্দিন-মইনুদ্দিন সরকার মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের উদ্যোগ নেয়।

খালেদা-হাসিনাকে জেলে দেয়।

হাসিনা সমঝোতা করে কোন ঝুঁকি না নিয়ে নীরবে মাইনাস টু মেনে নিয়ে জেল থেকে বের হয়ে আমেরিকা চলে যায়।

আবারো বাঁধ সাধে খালেদা জিয়া ।

তিনি দেশের বাইরে যেতে অস্বীকৃতি জানান এবং জেলেই রয়ে যান।

অবস্থা বেগতিক দেখে মইনুদ্দিন-ফখরুদ্দিন এই প্ল্যান থেকে সরে আসে।

মাইনাস টু বাতিল হয় ।

অবস্থা সুবিধার দেখে হাসিনা আবার দেশে ফেরত আসে। রাজনীতি শুরু করে। আওয়ামী লীগ নির্লজ্জের মত হাসিনার এই দেশে ফেরত আসাকে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে।

এভাবে শেখ হাসিনার রাজনৈতিক ইতিহাস ঘাঁটলে দেখবেন সে কখনো জেনে বুঝে রিস্ক নেয় নাই।

যখনই বিপদ দেখছে, তাঁর দল এবং নেতাকর্মীকে মাইর খাওয়ার জন্য ছেড়ে দিয়ে পালায় গেছে। এইটা আওয়ামী লীগের ঐতিহ্য। তারা দেশের বাইরে থেকে প্রচুর মুক্তিযুদ্ধ করতে পছন্দ করে।

আর ২০২৪-এ হাসিনা দেশের যে অবস্থা করে গেছে তাতে করে সে সকল দরজা বন্ধ করে গেছে।

পুরো একটা জেনারেশন তাঁর উপর ক্ষিপ্ত। এই জেনারেশন জীবনে কোনদিন ভোট দিতে পারেনি। এই জেনারেশনের সহপাঠীদেরকে সে নির্মমভাবে গুলি করে মেরেছে। আমাদের জীবদ্দশায় হাসিনার ফেরা সম্ভব না ।

হ্যাঁ, সে এবং তাঁর ইন্ডিয়া এই দেশে যত রকম অশান্তি করা যায়, করতে থাকবে ।

বিএনপি-জামায়াতের ভেতরে ঢুকে, ছাত্রদের ভেতরে ঢুকে যত জায়গায় যত অশান্তি করা যায় করবে।

সরকারকে অজনপ্রিয় করতে এবং দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করতে যত রকম ঝামেলা করা যায় করবে।

তারা আনসার হয়ে, হিন্দু হয়ে, শ্রমিক হয়ে ফেরা চেষ্টা করেছে। আরও এরকম যতভাবে ফেরা যায় ফেরার চেষ্টা করবে।

কিন্তু আওয়ামী লীগ হয়ে আর ফিরতে পারবে না।

এই রাস্তা হাসিনা জুলাই-আগস্টে চিরতরে বন্ধ করে দিয়ে গেছে।

-Shahriar Ahmed Sadib

ছবির মানুষটা ইঞ্জিনিয়ার নাসরুল্লাহ ভাই।এই অকুতোভয় যোদ্ধার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। চাকরি করেন একটা বেসরকারি প্রতিষ...
12/09/2024

ছবির মানুষটা ইঞ্জিনিয়ার নাসরুল্লাহ ভাই।
এই অকুতোভয় যোদ্ধার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। চাকরি করেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে। ফ্যামিলি নিয়ে থাকেন ঢাকার বাড্ডাতে।

৫ই আগস্ট সকালে— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন বাড্ডা থেকে। সেখানেই প্রচন্ডরকমে আহত হন। কয়েকশো রাবার বুলেট বিঁধে তার গোটা শরীরে। এরপর চিকিৎসা নেন ইবনে সিনা এবং পঙ্গু হাসপাতালে। শরীর থেকে কিছু বুলেট তোলা সম্ভব হলেও, পায়ে এখনো আটকে আছে দুই শতাধিক বুলেট।

সর্বশেষ ডাক্তার জানিয়েছে— শরীর থেকে আর কোনো বুলেট তোলা সম্ভব না। এরজন্য প্রয়োজন হবে উন্নত চিকিৎসা— যেটা বিদেশে অথবা বাংলাদেশের কেবলমাত্র এভারকেয়ার ছাড়া অসম্ভব। নয়তো যতোদিন বাঁচবেন, শরীরের সাথে বইতে হবে দুইশো এর বেশি বুলেট!

নাসরুল্লাহ ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমার শরীরে কাঁপুনি উঠে গেছে। সারাক্ষণ চিৎকার করে ওঠেন অসহ্য যন্ত্রণায়। কেঁদে কেঁদে বললেন— ‘আমার মন চায় নিজের পা নিজে ছুরি দিয়ে কাইটা ফালায়ে দেই! আমি আর পারতেছি না ভাই!’ আরো যেসব যন্ত্রণার কথা বললেন— তা আমি সইতে পারি নাই। কিন্তু সবচেয়ে আফসোসের ব্যাপার হলো— এখন পর্যন্ত এই লোকটার কেউ খোঁজ নেয়নি! নিজের টাকা যা ছিল— তা দিয়ে চিকিৎসা চালিয়েছেন, এখন আর কোনো উপায় নাই। এমন বহু নাসরুল্লাহ পড়ে আছে চিকিৎসাহীন। আপনাদের আর তাদের দরকার নাই তো। স্বাধীনতা উপভোগে ব্যস্ত থাকেন।

😒 ? ? ?
10/09/2024

😒 ? ? ?

স্বর্ণা দাস নামের একটা মেয়েকে বিএসএফ গুলি করে মেরে ফেলেছে।এই মেয়েটার বয়স কত ছিলো জানেন? ১৪ বছর।মেয়েটার একটা ছবি পত্র...
09/09/2024

স্বর্ণা দাস নামের একটা মেয়েকে বিএসএফ গুলি করে মেরে ফেলেছে।

এই মেয়েটার বয়স কত ছিলো জানেন? ১৪ বছর।

মেয়েটার একটা ছবি পত্রিকাতে এসেছে। বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া। স্বর্ণার স্কুলের টিচার জানিয়েছেন, স্বর্ণা খুব ভালো ছাত্রী ছিলো। খেলাধুলা আর ছবি আঁকাতেও সে খুব ভালো ছিলো।

জাতীয় সঙ্গীত নিয়ে কিছু বললে আপনার মন খারাপ হয়। কারণ এই গানের "মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি" লাইনটা আপনার প্রিয়।
আপনার দেশের ১৪ বছরের একটা বাচ্চা মেয়েকে বিএসএফ গুলি করে মেরে ফেলেছে। লাশ নিয়ে গেছে। এরচেয়ে মলিন বদন একটা দেশের জন্য আর কিছু হতে পারে?

কিন্তু আপনার আমার চোখে অশ্রুটা কই?

নাকি আমাদের অশ্রু এতোটাই দামী যে গ্রামের এক সাধারণ কিশোরী, স্বর্ণা দাসের জন্য ঐটা খরচ করা যায় না?

-Sadiqur Rahman Khan

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই সুযোগ স...
08/09/2024

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই সুযোগ সুবিধাগুলো সকল যাত্রীদের জন্য প্রযোজ্য। আপনি জানলে হয়তো কোনো না কোনো সময় আপনার অথবা আপনার আত্মীয় স্বজনদের কাজে লাগতে পারে।

১. বিভিন্ন পয়েন্টে টেলিফোন রাখা আছে। আপনি চাইলে যেকোনো নম্বরে কথা বলতে পারবেন। এজন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না।

২. সার্বক্ষণিক ফ্রি ওয়াই ফাই সুবিধা।

৩. যাত্রীদের সার্ভিস দেয়ার জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা। আপনার কোনো কিছু জানার থাকলে হেল্প ডেস্কের যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে সঠিক পরামর্শ দিবে।

৪. লাগেজ ভাঙলে কমপ্লেইনের ব্যবস্থা আছে। দ্রুত সময়ের মধ্যে আপনার সমস্যা সমাধান করা হবে।

৫. লাগেজ চুরির ঘটনা এখন নাই বললেই চলে। তবে কোনো লাগেজ হারিয়ে গেলে/খুঁজে না পেলে Lost and Found নামক একটা অফিস আছে ওখানে কমপ্লেইন করলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হয়ে থেকে।

৬. দেশের সব সিম অপারেটরদের কাস্টমার সার্ভিস সুবিধা (২৪ ঘণ্টা)। আপনি চাইলে সিম কিনতে/রিপ্লেস করতে পারবেন।

৭. কারেন্সি চেঞ্জ করার জন্য দেশের প্রায় সব ব্যাংকের বুথ ২৪ ঘণ্টা খোলা থাকে। অতিরিক্ত টাকা ছাড়াই বর্তমান বাজার মূল্যে কারেন্সি চেঞ্জ করতে পারবেন।

এরপরও আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে আপনার আশে পাশে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো সদস্যকে জিজ্ঞাসা করলে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে।
কনটেন্ট : সংগৃহীত

#এয়ারপোর্ট #বাংলাদেশ #বাংলাদেশএয়ারপোর্ট #প্রবাসি #প্রবাসীসেবা #রেমিট্যান্স #রেমিট্যান্সযোদ্ধা

ছাত্রদের মতো ট্র্যাফিক পুলিশকেও কিছু দিলে তারা যে এতোটা খুশি হবে তা বুঝতে পারিনি। ভ্যাঁপসা গরমে উনি তার কাজ করে যাচ্ছেন।...
07/09/2024

ছাত্রদের মতো ট্র্যাফিক পুলিশকেও কিছু দিলে তারা যে এতোটা খুশি হবে তা বুঝতে পারিনি।
ভ্যাঁপসা গরমে উনি তার কাজ করে যাচ্ছেন। যাওয়া সময় মনে হলো ছাত্ররা কাজ করাতে তাদের কত কিছু দিলাম। এদেরকে কি আমরা কখন কিছু দেই? তাদের সেলারি খুবি অল্প যা দিয়ে সংসার চালানো কঠিন। দুপুরে খাওয়াটাও ঠিক মতো হয় না। অন্তত একটু পানি কিনেই দেই!! আবারো মনে হয় পুর্বের কিছু অভিজ্ঞতা তাদের সাথে। এরাই তো সেই ঘুসখোর দের লোক!! থাক ... চলে যাই।
পরে আবার কি মনে করে পেছন ফিরলাম। ঠান্ডা পানি ও জুস কিনে তার কাছে গিয়ে সালাম দিলাম এবং হাদিয়া দিলাম। সে যে এতোটা খুশি হবে সেটা কল্পনাও করতে পারিনি। এক হাসিতে তার চেহারার সকল কাঠিন্য হাওয়াতে বিলীন হয়ে গেলো। সুবহানআল্লাহ।
ছাত্রদের জন্যে যেহেতু করতে পেরেছেন। তাদের জন্যেও সম্ভব হলে কিছু করবেন। হতে পারে আপনাদের ভালোবাসাই তাদের মনকে অল্প অল্প করে পরিবর্তন করে দিবে। ইন-শা-আল্লাহ
- আবিদ এইচ রাহাত

05/09/2024

স্বৈরাচার হাসিনা বলেছিল আমিরাতে জেলে যাওয়া প্রবাসীদের মুক্তির কোনো উপায় নাই।
কিন্তু ইউনূস সাহেব একি চমক দেখালেন!

"বলছি ফেনী জেলার কালিদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লাশ উদ্ধারের কথা। ২৫ তারিখ  সকাল ৯টার সময় বরাবরের মত ত্রান বিতরণ ও উদ্ধার ...
04/09/2024

"বলছি ফেনী জেলার কালিদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লাশ উদ্ধারের কথা। ২৫ তারিখ সকাল ৯টার সময় বরাবরের মত ত্রান বিতরণ ও উদ্ধার অভিযানে সিলোনিয়া বাজার অবস্থান করে স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এমন সময় কালিদহ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মাইজবাড়িয়া স্কুলের পাশে একটা লাশের তথ্য দেন। সে সূত্রধরে ফায়ার সার্ভিস এর দুই সদস্য, মেম্বার এবং স্বেচ্ছাসেবক দুজন রবার বোট নিয়ে ৩ থেকে ৬ ফিট পানির মধ্যে বের হয়।

স্রোতের প্রতিকূলে সাঁতরে পার হওয়ার নব অভিজ্ঞতায় যখন লাশের কাছাকাছি পৌছাতে কিছুটা গন্ধ অনুভব করা যায়। দরজা খুলতেই চোখে পড়ে চৌকির উপর পড়ে থাকা প্রানহীন দেহ, একটু ভয় লাগছিলো তবু লাশ নিয়ে যেতে হবে।

কাঁথা ও প্লাস্টিকের পাটি মুড়িয়ে রাবার বোটে তুলে রাস্তায় গিয়ে আত্মীয় ও স্থানীয়দের খোজা হয়। স্থানীয়রা কেউ বৃদ্ধার সঠিক নাম বলতে পারে না। তাদের অভিযোগ "সন্তানেরা দরজায় তালা মেরে শহরে চলে যান। মারা যাওয়ার পর মেয়ের জামাই তালা ভেঙ্গে মেঝে থেকে লাশ খাটের উপরে তুলে রেখে সেও চলে যায়।"

খবর দেওয়া হল মেয়ে এবং মেয়ের জামাইকে। প্রায় ১০ মিনিটের অপেক্ষার পর শুধু মেয়ের জামাই একা এসে লাশ শনাক্ত করে কিন্তু সে উদ্ধারকারী টিমের সাথে মেইন রোডে আসতে রাজি হয়নি।

পরবর্তীতে ফায়ার সার্ভিস, আর্মি এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় রাস্তার ডিভাইডারে সেই মাকে দাফন করা হয়..।

ওখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ আর করুণ ছিল যে কেউ ছবি বা ভিডিও করার কথা চিন্তাই করেনি।

- Noakhali Tv

Address

Jeddah

Alerts

Be the first to know and let us send you an email when AL Mamun P2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share