K.S.A

K.S.A Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from K.S.A, News & Media Website, jixan, Jizan.

আমরা সেই কণ্ঠ যারা উন্নয়নের পক্ষে, শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট, নিরাপদ ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখে।
এই পেইজে আপনি পাবেন আওয়ামী লীগের খবর, উন্নয়নমূলক তথ্য, সত্য উন্মোচন, ও জনগণের আওয়াজ।
#নৌকা_জয়ী_হবে 🇧🇩

সর্বোচ্চ শেয়ার করে দি সবাই এই বাচ্চাটা কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়...
21/07/2025

সর্বোচ্চ শেয়ার করে দি সবাই
এই বাচ্চাটা কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। কোন অভিভাবক পাওয়া যায়নি এখনো। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন.

০১৮১১৬৯৬০৩৩

ঐক্যবদ্ধ গোপালগঞ্জবাসী ইস্পাতের চেয়ে শক্তিশালী! জয় বাংলা।✊রাত ২ টায় গোপালগঞ্জ।
15/07/2025

ঐক্যবদ্ধ গোপালগঞ্জবাসী ইস্পাতের চেয়ে শক্তিশালী! জয় বাংলা।✊
রাত ২ টায় গোপালগঞ্জ।

14/07/2025

হৃদপিণ্ডে ধুকধুকানি থেমে গেলেই...
গল্প শেষ..!

14/07/2025
14/07/2025
12/07/2025

নাম: তনময় শিশির জেলা:লক্ষ্মীপুর,থানা:রায়পুর, পৌরসভা ১নং ওয়ার্ড।
গাড়ি সহ তাকে অপহরণ করা হয়েছে রিয়াদ ওলায়া থেকে,দেখুন অবস্থাটা একবার দেখুন গাড়ির যাত্রী সেজে অপহরণ দাবি করছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ।
এই ভিডিও টা তার পরিবারের লোক আমাদের কাছে পাঠিয়েছে,
অবিলম্বে বাংলাদেশ সরকার, বাংলাদেশ দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করতেছি,
#প্রবাসি

দেশের অনেক আত্নীয় স্বজন মনে করে প্রবাসে গাছে টাকা ধরে 🇸🇦💵🇧🇩
01/07/2025

দেশের অনেক আত্নীয় স্বজন মনে করে প্রবাসে গাছে টাকা ধরে 🇸🇦💵🇧🇩

"জীবনের প্রতিটি না বলা কষ্ট আজ এই নোটের নিচে চাপা পড়ে গেছে।"                 🇧🇩🇸🇦
29/06/2025

"জীবনের প্রতিটি না বলা কষ্ট আজ এই নোটের নিচে চাপা পড়ে গেছে।"
🇧🇩🇸🇦

28/06/2025

সবাই একটু এগিয়ে আসুন। স্বামী আওয়ামী লীগ করার অপরাধে স্ত্রীকে মেরে তুলে নিয়ে যাচ্ছে!!

স্থানঃ পটুয়াখালী জেলা, রাঙ্গাবালী উপজেলা, মৌডুবী ইউনিয়ন, ০৯ নং ওয়ার্ড।

28/06/2025

তাকে বিবস্ত্র করেছে যারা, শরীর ছিঁড়ে ফেলেছে যারা, তারা মুখোশধারী নরপিশাচ। আর যারা সেই ভিডিও শেয়ার করছে, তারাও ঠিক ততটাই ঘৃণ্য,ততটাই বর্বর, ততটাই অপরাধী। শুধু ছুরিটা চালায়নি, চালিয়েছে ক্যামেরা।

ছিঃ!!!! এর সুষ্ঠু বিচার হোক।

24/06/2025

কোম্পানির কথা উঠলেই অনেকে ভয় পায়। ওরে বাবা, কোম্পানি! মনে হয় শুধু কোট টাই পরে কথা বলতে হয়। আসলে কোম্পানি মানে কোট টাই না, কীভাবে আয় করবো আর কীভাবে দায় মেটাবো, এই চিন্তার একটা ফরম্যাট।

সৌদি আরবের কোম্পানি আইনে এই ফরম্যাটগুলো খুব গুছিয়ে রাখা আছে। যেন কেউ হাঁটতে শিখে দৌড় না দেয়।

চলুন একবার দেখে নিই কত রকম কোম্পানি হয় সৌদি আরবে:

১. Sole Proprietorship একক মালিকানার কোম্পানি। একজন মানুষ। তার একটা দোকান। সকালে খুলে, রাতে বন্ধ করে। লাভ হলে তার, লোকসান হলেও তার। এই কোম্পানির নাম কাগজে লেখা হয় একজন ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান। সরকার শুধু বলে ঠিক আছে ভাই, একা খেলো, কিন্তু লাইসেন্স নিও।

২. General Partnership অংশীদারি ব্যবসা। দুজন মানুষ একজন টাকা দেয়, আরেকজন মাথা খাটায়। লাভ হলে দুজনেই চা খায়, হালিম খায়, আর মনে মনে ভাবে, এটাই তো চাচ্ছিলাম।

৩. Limited Liability Company (LLC) সীমিত দায়বদ্ধতার কোম্পানি। এটা মাঝারি খেলার মাঠ। ধরুন ৫ জন মিলে কোম্পানি খোলে। কিন্তু কেউ কারো দেনা শোধ করবে না।"তোর শেয়ার তোর দায়, আমার শেয়ার আমার দায়।" এই কোম্পানি হলো সেই বন্ধু যে বলেছে, চল সবাই মিলি, কিন্তু ঝামেলা হলে আমি আমারটা সামলাবো, তুই তোরটা।

৪. Joint Stock Company (Public or Closed) শেয়ারভিত্তিক কোম্পানি। এখানে গল্প জমে। কোম্পানি হয় পাবলিক, কিংবা বন্ধ (Closed)।

Closed Joint Stock Company: মাত্র কয়েকজন শেয়ারহোল্ডার। বাইরের কেউ ঢুকতে পারে না। কিছুটা “আমাদের ছেলেরা” টাইপ ব্যাপার।

Public Joint Stock Company, এইটা নাটকের ক্লাইম্যাক্স। Aramco হলো এই ধরন। শেয়ার বাজারে নাম লিখায়। সারা দেশের মানুষ শেয়ার কিনে বলে “আমি ওর অংশীদার!”

তখন কোম্পানি বলে, “আমরা এখন আর শুধু একটা ব্যবসা না, আমরা দেশের প্রতিচ্ছবি।”

৫. Joint Venture – যৌথ উদ্যোগ। দুইটা কোম্পানি।
একটা সৌদির, একটা বাইরের। বলল “চল একসাথে কিছু করি।” একজন জায়গা দিলো, আরেকজন প্রযুক্তি।

এই ধরনের কোম্পানি হলো কোলাবোরেশনের রুমাল পেঁচানো চুক্তি, যেখানে লাভ হলে দুপক্ষ হাসে, আর লোকসান হলে চুক্তিপত্র খুঁজে দেখা হয় "কে বেশি দায়ী?"

৬. Foreign Company Branch – বিদেশি কোম্পানির শাখা, ধরুন, একটা মালয়েশিয়ান কোম্পানি চায় সৌদিতে ব্যবসা করতে। তারা মূল কোম্পানি রেখে, এখানে একটা Branch খুলে। নাম সেই, কাগজপত্র সেই, শুধু ঠিকানা বদলেছে।

এটা সেই আত্মীয়, যে বিদেশে থাকে কিন্তু ঈদের দিন বাসায় চলে আসে একটু থিতু হতে।

৭. Holding Company – মূল কোম্পানি যা অন্য কোম্পানির মালিক। এইটা সেই ধনী চাচা যে নিজে কিছু করে না, শুধু অন্যদের মালিক। "এই কোম্পানিটার ৬০% আমার, ওইটার ৪০% আমার, আমি শুধু লাভ দেখি।" একধরনের অভিভাবক কোম্পানি।

কোম্পানি গুলো মানুষদের মতো। কেউ একা থাকে, কেউ বন্ধুর সাথে, কেউ আবার পুরো জাতির সামনে দাঁড়িয়ে বলে, আমি তোমাদের কোম্পানি!

যদি ব্যবসার শুরুটা হয় সাহস দিয়ে, তাহলে কাঠামোটা ঠিক করা উচিত বোঝাপড়া দিয়ে। আর কোম্পানি বেছে নেওয়ার সময় মনে রাখতে হবে, সবাই আরামকো হতে পারে না, কিন্তু সবাই শুরু করতে পারে একটা লাইসেন্স দিয়ে।

31/05/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Jixan
Jizan

Telephone

+966570430721

Website

Alerts

Be the first to know and let us send you an email when K.S.A posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K.S.A:

Share