31/12/2024
হযরত জাবের ইবনে আ’ব্দুল্লহ রদিয়াল্লহু আ’নহুমা (جابر بْن عبْد الله رضى الله عنْهما) বলেন, আমি রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি যে, সমস্ত যিকিরের মধ্যে সর্বোত্তম যিকির হইল ‘লা-ইলাহা ইল্লাল্লহ’ এবং সব দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হইল ‘আলহা’মদুলিল্লাহ’। (তিরমিযী)