NURI VLOGS

NURI VLOGS digital content creator guideline
(1)

মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দুয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভাল...
31/08/2025

মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দুয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালবাসে। -হযরত আলী (রাঃ)

যখন তুমি কোন রাস্তা দিয়ে যাও, তখন আল্লাহর নামে জিকির কর। কেননা... ঐ কঠিন হাশরের দিন সেই রাস্তাটি তোমার হয়ে তোমার জন্য না...
30/08/2025

যখন তুমি কোন রাস্তা দিয়ে যাও, তখন আল্লাহর নামে জিকির কর। কেননা... ঐ কঠিন হাশরের দিন সেই রাস্তাটি তোমার হয়ে তোমার জন্য নালিশ করবে। -হযরত মুহাম্মদ (সাঃ)

19/07/2025

আপনার হৃদয় কত করুণভাবে ব্যতীত হয়েছে তা কখনই এই পৃথিবী দেখবে না।
আপনার কষ্টের জন্য কখনো তা থেমে থাকবে না।

16/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

22/06/2025

বরকতময় ফজর আলহামদুলিল্লাহ

21/06/2025

নতুন উদ্যোক্তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে, যা অনুসরণ করলে তাদের উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা অনেক বাড়ে। নিচে ধাপে ধাপে সেগুলো তুলে ধরা হলো:

✅ ১. স্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নির্ধারণ

কী ব্যবসা করবেন, কেন করবেন—এই দুটি প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করুন।

স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন।

একটি সুস্পষ্ট বিজনেস প্ল্যান তৈরি করুন, যাতে লক্ষ্য, পণ্য/সেবা, বাজার বিশ্লেষণ, প্রতিযোগিতা, বিপণন কৌশল ও আর্থিক পরিকল্পনা থাকে।

✅ ২. বাজার গবেষণা (Market Research) করুন

আপনার পণ্য বা সেবার চাহিদা আছে কিনা, কে আপনার গ্রাহক—এসব জানতে বাজার বিশ্লেষণ জরুরি।

প্রতিযোগীদের মূল্য, মান, ও বিপণন কৌশল বোঝার চেষ্টা করুন।

✅ ৩. ছোট পরিসরে শুরু করুন (Start Small)

সবসময় ছোট আকারে শুরু করুন ও ধাপে ধাপে বড় করুন।

এতে ঝুঁকি কম থাকে এবং দ্রুত শেখার সুযোগ পাওয়া যায়।

✅ ৪. ডিজিটাল উপস্থিতি তৈরি করুন

ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ইত্যাদি মাধ্যমে অনলাইন পরিচিতি গড়ে তুলুন।

বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং অত্যন্ত কার্যকর।

✅ ৫. আর্থিক হিসাব-নিকাশ পরিষ্কার রাখুন

আয়, ব্যয়, লাভ ও ক্ষতির বিস্তারিত রেকর্ড রাখুন।

প্রয়োজন হলে একজন হিসাববিদ/অ্যাকাউন্টেন্টের সাহায্য নিন।

✅ ৬. নেটওয়ার্ক গড়ে তুলুন

অন্যান্য উদ্যোক্তা, বিনিয়োগকারী, ও পরামর্শদাতার সঙ্গে যোগাযোগ রাখুন।

সেমিনার, ওয়ার্কশপ, ও ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করুন।

✅ ৭. আইনি বিষয়গুলো নিশ্চিত করুন

ব্যবসার রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, ভ্যাট/ট্যাক্স ইত্যাদি আইনি বিষয়গুলো শুরুতেই সঠিকভাবে সম্পন্ন করুন।

✅ ৮. মানুষের সমস্যা সমাধানে কাজ করুন

আপনি যা দিচ্ছেন তা মানুষের কোন সমস্যার সমাধান করছে—এই দিকটি খুব গুরুত্বপূর্ণ।

ভালো পণ্য/সেবা মানেই খুশি গ্রাহক।

✅ ৯. ধৈর্য ও মানসিক দৃঢ়তা বজায় রাখুন

ব্যবসার শুরুতে লাভ কম হতে পারে বা সমস্যা আসতে পারে—তাই ধৈর্য ধরতে হবে।

ব্যর্থতা থেকে শেখা, এবং চেষ্টা চালিয়ে যাওয়া সফল উদ্যোক্তার চিহ্ন।

✅ ১০. নিরবচ্ছিন্ন শেখার মানসিকতা রাখুন

ব্যবসায়িক বই পড়ুন, সফল উদ্যোক্তাদের গল্প জানুন, কোর্স করুন।

সময়ের সঙ্গে পরিবর্তিত প্রযুক্তি ও বাজার সম্পর্কে সচেতন থাকুন।

যদি আপনি কোনো নির্দিষ্ট খাতে উদ্যোক্তা হতে চান (যেমন: কৃষি, প্রযুক্তি, ফ্যাশন ইত্যাদি), তবে আমি আরও খাতভিত্তিক পরামর্শ দিতে পারি। চাইলে জানান।

21/06/2025

রাসূল (সাঃ) এর বাণী হে আল্লাহ! আমি আশ্রয় চাচ্ছি কৃপণতা থেকে এবং আশ্রয় চাচ্ছি কাপুরুষতা থেকে। আর আশ্রয় চাচ্ছি বার্ধক্যের চরম পর্যায় থেকে। দুনিয়ার ফিতনা-ফাসাদ ও কবরের আজাব হতে । আমিন

18/06/2025

রোগী : ডাক্তার, আমি কানে কম শুনি।
ডাক্তার : আচ্ছা বসুন চেয়ারে। এবার আমার সঙ্গে বলুন, আমি যা বলছি।
রোগী : আচ্ছা ডাক্তার।
ডাক্তার : বলুন ছয়।
রোগী : নয়।
ডাক্তার : আপনি তো মশাই কানে বেশি শোনেন। কান দেখাতে এসেছেন কেন?

সাবধান, আল্লাহর নাফরমানী ও গুনাহ থেকে বেঁচে থাক। কেননা, নাফরমানী দ্বারা আল্লাহর ক্রোধ অবধারিত হয়ে যায়।
18/06/2025

সাবধান, আল্লাহর নাফরমানী ও গুনাহ থেকে বেঁচে থাক। কেননা, নাফরমানী দ্বারা আল্লাহর ক্রোধ অবধারিত হয়ে যায়।

Eid Mubarak
30/03/2025

Eid Mubarak

24/02/2025

আপনি যখন কোন সৃষ্টিকে ভয় করবেন তখন তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আপনি যখন আল্লাহকে ভয় করবেন তখন তাকে ভালোবাসবেন এবং তার সাথে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করবেন।

17/02/2025

জান্নাত যার স্বপ্ন, দুনিয়ায় না পাওয়ার কষ্ট এবং ভেঙ্গে যাওয়া স্বপ্ন তাকে কখনো ভেঙ্গে ফেলতে পারে না।

Address

Khamis Mushait
3080

Alerts

Be the first to know and let us send you an email when NURI VLOGS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NURI VLOGS:

Share