Multiserve Gen. Services & Contracting Co.

Multiserve Gen. Services & Contracting Co. General Services Office, Manpower Supply, Overseas Recruiting, Construction, Visa Services

বিচারের অপেক্ষা না করে, সারাদেশের দুর্নীতিবাজ ও ধর্ষকদের বাড়ি ঘেরাও, বাড়ি পোড়ানো হোক নতুন প্রতিবাদ।
13/03/2025

বিচারের অপেক্ষা না করে, সারাদেশের দুর্নীতিবাজ ও ধর্ষকদের বাড়ি ঘেরাও, বাড়ি পোড়ানো হোক নতুন প্রতিবাদ।

10/03/2025
সকল প্রবাসীরা ডাচ বাংলার সাথে থাকুন৷
09/03/2025

সকল প্রবাসীরা ডাচ বাংলার সাথে থাকুন৷

09/03/2025

পবিত্র মসজিদে ঢুকেও শেষ রক্ষা হলনা।।

06/03/2025

কন্সট্রাকশন হেল্পার....!

07-03-2025

কাফালা -- ক্লিনার।। জেদ্দা
24/02/2025

কাফালা -- ক্লিনার।। জেদ্দা

NID তে কোন ধরনের বানান ভুল হলে সংশ্লিষ্ট চাকরিজীবীর জরিমানা ও দণ্ডাদেশের ব্যাবস্থা রাখা হোক।
19/02/2025

NID তে কোন ধরনের বানান ভুল হলে সংশ্লিষ্ট চাকরিজীবীর জরিমানা ও দণ্ডাদেশের ব্যাবস্থা রাখা হোক।

19/02/2025

বিদেশ যাত্রার আগে এই ১০টি স্কিল শিখে নিন – জীবন হবে সহজ ও স্বাচ্ছন্দ্যময়!
বিদেশে নতুন পরিবেশে মানিয়ে নিতে বেশ কিছু স্কিল জানা থাকলে জীবন অনেক সহজ হয়ে যায়। তাই বিদেশ যাওয়ার আগে যতগুলো পারেন, শিখে নিন:

✅ ১. গাড়ি চালানো: মোটরবাইক, সাইকেল, প্রাইভেট কার চালাতে পারলে চলাফেরা সহজ হবে।
✅ ২. রান্না শেখা: অন্তত ভাত ও ডিম ভাজি রান্না করতে পারলে নিজের খাবার নিজেই তৈরি করতে পারবেন।
✅ ৩. কম্পিউটার স্কিল: বিশেষ করে মাইক্রোসফট অফিস জানা থাকলে অফিসের কাজে দক্ষতা বাড়বে।
✅ ৪. কাপড় ধোয়া ও ওয়াশিং মেশিন ব্যবহার: বিদেশে নিজের কাপড় নিজেকেই ধুতে হতে পারে, তাই শিখে নিন।
✅ ৫. ঘর গুছানো: পরিচ্ছন্ন থাকার জন্য নিজের ঘর নিজেই গুছানোর অভ্যাস করুন।
✅ ৬. অপরিচিত মানুষকে সালাম দেয়া বা Hi/Hello বলা: নতুন দেশে নতুন মানুষের সাথে সহজেই মিশতে সাহায্য করবে।
✅ ৭. টাইম ম্যানেজমেন্ট: সময়মতো পৌঁছানো এবং কাজের সময় ঠিক রাখার অভ্যাস গড়ে তুলুন।
✅ ৮. ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় বজায় রাখা: বিদেশে গিয়ে যাতে চ্যালেঞ্জের মুখোমুখি না হতে হয়, সেজন্য আগেই ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করুন।
✅ ৯. নতুন ধরনের খাবারের সাথে মানিয়ে নেয়া: বিদেশে গিয়ে খাবার নিয়ে সমস্যা না হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হোন।
✅ ১০. বই পড়ার অভ্যাস: সময় কাটানোর পাশাপাশি জ্ঞান বাড়াতে বই পড়া খুবই উপকারী।

এই স্কিলগুলো যত দ্রুত সম্ভব শিখে নিন, বিদেশের জীবন হবে অনেক বেশি সহজ ও আরামদায়ক।

তোকবার প্রবাসীদের জন্য পাসপোর্ট মালুমাত, আকামা সমস্যার সমাধানসহ সকল প্রয়োজনীয় সেবা নিয়ে আছি আমরা।

📍 ঠিকানা: ১৬ নং তোকবা, আল খোবার - সৌদি আরব।

📞 যোগাযোগ: 0594310416 | 0550174774

Address

Street 16 No
Khobar

Opening Hours

Monday 9am - 1am
Tuesday 9am - 1am
Wednesday 9am - 1am
Thursday 9am - 1am
Friday 9am - 1am
Saturday 9am - 1am
Sunday 9am - 1am

Website

Alerts

Be the first to know and let us send you an email when Multiserve Gen. Services & Contracting Co. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Multiserve Gen. Services & Contracting Co.:

Share