Razib Ahmed Vlogs

Razib Ahmed Vlogs প্রবাস জীবনের প্রতিদিনের বাস্তবতা, অনুভূতি আর গল্প নিয়ে আমার এই যাত্রা। একাকীত্ব, সংগ্রাম আর ছোট ছোট সুখের মুহূর্ত এই পেইজে সবকিছুর ছাপ রয়েছে।
(1)

16/08/2025

পৃথিবীতে মানুষ কাঁদতে কাঁদতে জন্মায়। অভিযোগ করচে করতে বাঁচে। আফসোস করতে করতে মৃত্যু বরণ করে।

শুভ রাত্রি 😴

আপনি যত বড় ক্ষমতাশালী, ধনী বা প্রভাবশালী মানুষই হোন না কেন—কবরে গেলে সব সমান হয়ে যায়। সেই অন্ধকার কবরে  নেই কোনো পদবি, ন...
16/08/2025

আপনি যত বড় ক্ষমতাশালী, ধনী বা প্রভাবশালী মানুষই হোন না কেন—
কবরে গেলে সব সমান হয়ে যায়। সেই অন্ধকার কবরে নেই কোনো পদবি, নেই কোনো সম্মান-অপমান, নেই ধনসম্পদের অহংকার, সেখানে শুধু নেক আমলই হবে আসল পরিচয়।

#ভাবনারপথে

লাইফ!জীবনের কতগুলো অধ্যায় আছে, তা আমরা কেউই জানি না।বইয়ের মতো নির্দিষ্ট সিলেবাস এখানে নেই যেখানে সিলেবাস শেষ করলেই পাশ ক...
16/08/2025

লাইফ!
জীবনের কতগুলো অধ্যায় আছে, তা আমরা কেউই জানি না।
বইয়ের মতো নির্দিষ্ট সিলেবাস এখানে নেই যেখানে সিলেবাস শেষ করলেই পাশ করা যায়।

জীবন কিন্তু বই নয়, তাই এতে নেই কোনো নির্দিষ্ট নিয়ম!
হঠাৎ করেই আসে অপ্রত্যাশিত অধ্যায়, কখনো নিয়ে যায় বিদায়ের পথে,
আবার কখনো করায় ফেল।

আমি চাই, সেই অপ্রত্যাশিত অধ্যায় আসার আগেই—
সবকিছু একে একে বন্ধ করে দিতে… 🍂

#অনুপ্রেরণা

☀️ আজকের সৌদি আবহাওয়াতাপমাত্রা ছুঁয়েছে ৪৪° সেলসিয়াস।রোদ একদম আগুনের মতো ঝলমল করছে, আকাশে নেই কোনো মেঘের ছোঁয়া।এমন গরমে শ...
16/08/2025

☀️ আজকের সৌদি আবহাওয়া
তাপমাত্রা ছুঁয়েছে ৪৪° সেলসিয়াস।
রোদ একদম আগুনের মতো ঝলমল করছে, আকাশে নেই কোনো মেঘের ছোঁয়া।

এমন গরমে শরীরকে সুস্থ রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
💧 বেশি বেশি পানি পান করুন,
👕 হালকা ও আরামদায়ক পোশাক পরুন,
🌴 আর চেষ্টা করুন দুপুরের প্রচণ্ড রোদ এড়িয়ে চলতে।

গরম যেমন কষ্টদায়ক, তেমনি এটি আমাদেরকে ধৈর্য আর সহনশীলতার শিক্ষা দেয়।
নিজেকে ও আশেপাশের মানুষকে সুরক্ষিত রাখুন। 🌸

শুভ সকাল সবাইকে! ☀️জীবনের প্রতিটি নতুন সকাল যেন হয় আশার আলোয় ভরা।কঠিন সময় আসবেই, তবে মন খারাপ করে নয়—সাহস নিয়ে শুরু...
16/08/2025

শুভ সকাল সবাইকে! ☀️
জীবনের প্রতিটি নতুন সকাল যেন হয় আশার আলোয় ভরা।কঠিন সময় আসবেই, তবে মন খারাপ করে নয়—সাহস নিয়ে শুরু করো প্রতিদিন।

#অনুপ্রেরণা #শুভসকাল

গন্তব্য ঠিক কোথায়, তা অজানা—অস্তিত্বহীন।তবু পথ চলা থেমে থাকে না। পেছনে রেখে আসা স্মৃতি, ফেলে আসা কিছু স্বপ্ন আর অগণিত অ...
15/08/2025

গন্তব্য ঠিক কোথায়, তা অজানা—অস্তিত্বহীন।
তবু পথ চলা থেমে থাকে না। পেছনে রেখে আসা স্মৃতি, ফেলে আসা কিছু স্বপ্ন আর অগণিত অনুতাপ—সব মিশে গেছে বাতাসে।
সামনে যা আছে, তা শুধু এক বিস্তীর্ণ শূন্যতা, যেখানে কোনো দিশা নেই, নেই কোনো আহ্বান, তবু এক অদৃশ্য টান টেনে নিয়ে যায় অজানার দিকে।

সম্ভবত এই পথের শেষ প্রান্তে কিছুই নেই, হয়তো আছে শুধু একা দাঁড়িয়ে থাকা একটি গাছ— যার পাতারা বহু আগেই ঝরে গেছে,
যেমন ঝরে গেছে আমার হৃদয়ের অনেক রঙ।
কিন্তু আমি তবুও হাঁটি, কারণ থেমে যাওয়া মানেই শেষ, আর আমি এখনো শেষের জন্য প্রস্তুত নই।

#অনুপ্রেরণা

রাসূল (ﷺ) বলেছেন-‎বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ  তখন তাকে ক্ষমা করে দেন।‎( সহিহ বুখারী:২৬৬১)
15/08/2025

রাসূল (ﷺ) বলেছেন-
‎বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ তখন তাকে ক্ষমা করে দেন।

‎( সহিহ বুখারী:২৬৬১)

শুভ সকাল☕️জীবনের পথে নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা কখনো সহজ হয় না।কখনো নিজেকেই দোষ দিতে হয়, কখনো নিজের ইচ্ছায় হারিয়ে যেত...
14/08/2025

শুভ সকাল☕️

জীবনের পথে নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা কখনো সহজ হয় না।

কখনো নিজেকেই দোষ দিতে হয়, কখনো নিজের ইচ্ছায় হারিয়ে যেতে হয়, আবার কখনো ভয় আর স্বার্থের খুঁটির কাছে নিজেকে দূরে সরিয়ে রাখতে হয়। তবু এগুলোই আমাদের আত্মাকে গড়ে তোলে, আমাদের সম্পর্কগুলোকে সাজায়।

#শুভসকাল

আল-খোবার ( Sandy beach ) এর রাতের দৃশ্য। শুভ রাত্রি 😴
13/08/2025

আল-খোবার ( Sandy beach ) এর রাতের দৃশ্য।
শুভ রাত্রি 😴

শুভ সকাল।☕️নতুন সূর্যের আলো যেনো আপনার জীবনের প্রতিটি কোণ আলোকিত করে দেয়। আজকের দিনটি হোক আপনার স্বপ্নের দিকে এক ধাপ এগি...
13/08/2025

শুভ সকাল।☕️

নতুন সূর্যের আলো যেনো আপনার জীবনের প্রতিটি কোণ আলোকিত করে দেয়। আজকের দিনটি হোক আপনার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার দিন। কারণ, প্রতিটি ভোরই নতুন গল্প লেখার সুযোগ। 📖✨

#শুভসকাল

জীবন কি অদ্ভুত তাই না, ফ্যামিলি, নিজের ভবিষ্যৎ, নিজের স্বপ্ন, একটা সুন্দর দিনের অপেক্ষা, এইসব ভাবতে ভাবতেই শত শত নির্ঘুম...
12/08/2025

জীবন কি অদ্ভুত তাই না, ফ্যামিলি, নিজের ভবিষ্যৎ, নিজের স্বপ্ন, একটা সুন্দর দিনের অপেক্ষা, এইসব ভাবতে ভাবতেই শত শত নির্ঘুম রাত পেরিয়ে যায় কিন্তু একটা সুন্দর সকাল আর আসে না হয়তো জীবন এরকমই😔🖤

শুভ সকাল ☕️

#শুভসকাল

সৌদি আরবের আল খোবার আজ যেন আগুনের চুল্লি! 🔥এমন গরম আগে কখনো চোখে পড়েনি—প্রচণ্ড তাপের সাথে অতিরিক্ত হিউমিডিটি মিলিয়ে যেন ...
11/08/2025

সৌদি আরবের আল খোবার আজ যেন আগুনের চুল্লি! 🔥
এমন গরম আগে কখনো চোখে পড়েনি—প্রচণ্ড তাপের সাথে অতিরিক্ত হিউমিডিটি মিলিয়ে যেন শ্বাস নিতেই কষ্ট হচ্ছে।
ঘাম ঝরছে নদীর মতো, আর বাইরে দাঁড়ানো মানেই মনে হচ্ছে পুরো শরীর গলে যাবে।

☀️ সবাইকে পরামর্শ—অত্যন্ত জরুরি না হলে বাইরে বের হবেন না, বেশি করে পানি পান করুন, আর শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করুন।

Address

Khobar

Telephone

+966504965953

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razib Ahmed Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Razib Ahmed Vlogs:

Share