04/12/2025
ক্যান্সারে আক্রান্ত এক মহিলা টাকার ব্যাগ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে এসেছিলেন, ডাক্তারের কাছে তাকে বাঁচানোর জন্য ভিক্ষা চাইছিলেন। ডাক্তার তাকে বলেছিলেন যে ক্যান্সার তার শেষ পর্যায়ে পৌঁছেছে এবং কিছুই করা সম্ভব নয়।
হতাশায় তিনি করিডোরে টাকা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন,
“টাকা দিয়ে কি স্বাস্থ্য কেনা যায়? সময় কেনা যায়? জীবন কেনা যায়?”
এই দৃশ্য আমাদের ভাবতে বাধ্য করে—
জীবনের শেষে এসে নয়, আজই বুঝতে হবে কোনটা সত্যিকারের মূল্যবান।
টাকার পেছনে ছুটতে ছুটতে যেন আমরা
স্বাস্থ্য, সম্পর্ক, সময়, শান্তি আর মানবিকতার মতো অমূল্য জিনিসগুলোকে না হারাই।
জীবন খুব ছোট…
তাই যতদিন সময় আছে—
নিজেকে ভালো রাখুন, মানুষকে ভালোবাসুন, আর প্রতিটি মুহূর্তকে অর্থবহ করুন।✅