RANA

RANA অন্যায়ের বিরুদ্ধে খবরের অন্তরালের থাকা মানুষ আমি Hi my dear friends. My name is Mohammad Ullah RANA. My Channel name is RANA. I am a video creator.

I like to video about travel in different places...
welcome to my page RANA.

 #একটা_ছোট_ভুল       #একটা_পরিবার_শেষরাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্...
28/07/2025

#একটা_ছোট_ভুল #একটা_পরিবার_শেষ
রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন। সবার মতো তারাও ক্লান্ত, একটু বিশ্রামের অপেক্ষায়।
ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল,
— “একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো? কেমন যেন গ্যাসের মতো…”
স্বামী মাথা নাড়িয়ে বললেন, “হ্যাঁ, আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা।”
সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে, অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো…
এক মুহূর্তেই সব শেষ।
একটা বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ২০০ মিটার দূরের বাসিন্দারাও জানালার কাঁচ কেঁপে উঠতে দেখেছে।
ঘরের দেয়াল ভেঙে পড়ল।
পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই।
স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারালেন। স্ত্রী কিছুদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন…

এই দুর্ঘটনার কারণ?
রান্নাঘরে জমে থাকা গ্যাস, আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা – যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকী (spark), আর সেটিই হয়ে উঠেছিল মৃত্যু-ফাঁদ।

গ্যাসের গন্ধ পেলে?
1. কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না।
কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
2. সব জানালা-দরজা খুলে দিন। যেন গ্যাস বের হয়ে যায়।
3. পারলে মেইন সুইচ অফ করে দিন।
4. সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।

27/07/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এই ছবির মানুষটিকে চিনতে পারছেন? উনি জুনায়েদ আহমেদ পলক। একসময় কত প্রভাব, কত প্রতিপত্তি! ভিআইপি প্রটোকল, অর্থ, ক্ষমতা—সবকি...
25/07/2025

এই ছবির মানুষটিকে চিনতে পারছেন? উনি জুনায়েদ আহমেদ পলক। একসময় কত প্রভাব, কত প্রতিপত্তি! ভিআইপি প্রটোকল, অর্থ, ক্ষমতা—সবকিছুই ছিল হাতে। মনে হতো যেন সবই নিয়ন্ত্রণে, জীবন যেন রাজকীয় কোনো গল্প।

কিন্তু আজ? পাশে কেউ নেই। একা, নিঃসঙ্গ।

জীবন—এটা একটাই। আপনি যা করেন, তারই ফল একদিন ফিরে আসে। কৃতকর্মের দায় থেকে কেউ পালাতে পারে না।

আজ আপনি কাঁদছেন, অথচ মানুষ হাসছে,এটাই বাস্তবতা।

এটা অন্য একটা স্কুলের ছবি,,মাইলস্টোন স্কুলে নি*হ*ত এবং আহত সকলের জন্য দো'আ করা হয়। তারাও কাঁদছে কারণ এই কষ্ট তাদের পরিবা...
23/07/2025

এটা অন্য একটা স্কুলের ছবি,,মাইলস্টোন স্কুলে নি*হ*ত এবং আহত সকলের জন্য দো'আ করা হয়। তারাও কাঁদছে কারণ এই কষ্ট তাদের পরিবারের একার না,,সবাই পাচ্ছে। তাদের বয়স ই বা আর কতো? 'হারানো'র কষ্ট অলরেডি তারা পেয়ে গেলো! এতো অল্প বয়সেই বন্ধু হারানো,পরিচিত মানুষ কে চোখের সামনেই কষ্ট পেতে দেখা!এই বাচ্চারা এই 'ট্রমা' সহজে কাটিয়ে উঠতে পারবে কি-না জানিনা! কি বিষাদময় একটা ছবি....💔🤲

21/07/2025

ধৈর্য্য মানুষকে ঠকায় না,বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় !!

19/07/2025

মনে রাখবেন আপনার কর্ম এবং ব্যবহারই পরিষ্কারভাবে বলে দিবে যে, আপনি কি মানুষ নাকি অমানুষ।

18/07/2025

মনে রাখবেন আপনার রিযিক যেখানে আছে সেখানে আপনাকে যেতেই হবে। সেখানে যাওয়ার জন্য আল্লাহ কোন মাধ্যম তৈরি করে দিবেন কিংবা কারো মাধ্যমে আপনার কাছে রিযিক পৌঁছে দিবেন।

17/07/2025

মনে রাখবেন আজ আপনার সময়টা খারাপ। জীবনটা না। ধৈর্য্য ধরুন, অপেক্ষা করুন, সঠিক সময়ে আল্লাহ সবকিছুই গুছিয়ে দিবেন।

14/07/2025

নেতার পিছনে ঘুরে সাময়িক সুবিধা , ক্ষমতার উত্তেজনা পেলেও অর্থ আর শান্তি আসবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা পোস্ট দিয়ে দু-চারটা হাহা রিঅ্যাক্ট আসবে, লাভ রিঅ্যাক্ট আসবে প্লেটে ভাত আসবে না!! কর্ম দক্ষতা আর ভাষা জ্ঞান অর্জন করুন।ছড়াই ছিটাই যান। নিজের এবং নিজের পরিবারের হাল ধরেন।

11/07/2025

মনে রাখবেন নিজের চিন্তাধারা এবং কর্মকান্ডের মধ্যেই জড়িয়ে থাকে নিজেকে সুখী ও অসুখী করার বিষয়টি।

ছাত্র অংকে ফেল করছে এই কারণে ছাত্রের মা টিচারকে স্পেশাল নাস্তা দিছে .🥺
09/07/2025

ছাত্র অংকে ফেল করছে
এই কারণে ছাত্রের মা টিচারকে স্পেশাল নাস্তা দিছে .🥺

09/07/2025

এড়িয়ে চলা স্মার্ট বন্ধুর চেয়ে,খোঁজ নেওয়া কামলা বন্ধুই ভালো.!🤍

Address

Al Taquwq

2141

Telephone

+966500856769

Website

https://about.me/mohammad.ullah, https://amaderlaksam.com/author/M

Alerts

Be the first to know and let us send you an email when RANA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RANA:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share