RANA অন্যায়ের বিরুদ্ধে খবরের অন্তরালের থাকা মানুষ আমি Hi my dear friends. My name is Mohammad Ullah RANA. My Channel name is RANA. I am a video creator.

I like to video about travel in different places...
welcome to my page RANA.

ক্যান্সারে আক্রান্ত এক মহিলা টাকার ব্যাগ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে এসেছিলেন, ডাক্তারের কাছে তাকে বাঁচানোর জন্য ভিক্ষা...
04/12/2025

ক্যান্সারে আক্রান্ত এক মহিলা টাকার ব্যাগ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে এসেছিলেন, ডাক্তারের কাছে তাকে বাঁচানোর জন্য ভিক্ষা চাইছিলেন। ডাক্তার তাকে বলেছিলেন যে ক্যান্সার তার শেষ পর্যায়ে পৌঁছেছে এবং কিছুই করা সম্ভব নয়।

হতাশায় তিনি করিডোরে টাকা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন,
“টাকা দিয়ে কি স্বাস্থ্য কেনা যায়? সময় কেনা যায়? জীবন কেনা যায়?”

এই দৃশ্য আমাদের ভাবতে বাধ্য করে—
জীবনের শেষে এসে নয়, আজই বুঝতে হবে কোনটা সত্যিকারের মূল্যবান।
টাকার পেছনে ছুটতে ছুটতে যেন আমরা
স্বাস্থ্য, সম্পর্ক, সময়, শান্তি আর মানবিকতার মতো অমূল্য জিনিসগুলোকে না হারাই।

জীবন খুব ছোট…
তাই যতদিন সময় আছে—
নিজেকে ভালো রাখুন, মানুষকে ভালোবাসুন, আর প্রতিটি মুহূর্তকে অর্থবহ করুন।✅

10/11/2025
আপনাদের মনে আছে কিনা জানিনা, গতবছর এই বিয়ারিং প্যাডে ত্রুটির কারণে মেট্রোরেল প্রায় ১১ ঘন্টা অফ ছিলো। গঠিত হয়েছিলো তদন্ত ...
26/10/2025

আপনাদের মনে আছে কিনা জানিনা, গতবছর এই বিয়ারিং প্যাডে ত্রুটির কারণে মেট্রোরেল প্রায় ১১ ঘন্টা অফ ছিলো। গঠিত হয়েছিলো তদন্ত কমিটিও 😅

তদন্ত কমিটির রিপোর্টের ফলাফল- আজকের এই মৃত্যুর ঘটনা, যেখানে থাকতে পারতাম আমি কিংবা আপনিও! এটি কি কোনো দুর্ঘটনা? অবশ্যই না। এটি দায়িত্বে অবহেলা, দুর্নীতি, এবং মানুষের জীবন নিয়ে নিছক ছেলেখেলার এক দৃষ্টান্ত।

23/10/2025

লার্জ ফার্মেসিতেও যদি নকল ওষুধ বিক্রি করে তাহলে আর ঔষধের উপর ভরসা করে লাভ নেই নকল ওষুধ বিক্রি করায় ৫ লক্ষ টাকা জরিমানা লার্জ ফার্মেসিকে

মা 🤲♥️
16/10/2025

মা 🤲♥️

16/10/2025

আজ যারা GPA-5 পেয়েছেন..টেনেটুনে পাশ করেছেন..ফেল করেছেন সবাইকে অভিনন্দন..আশানুরূপ রেজাল্ট না হলে ফোনটা আস্তে করে সুইচ অফ করে একটা ঘুম দেন..কা-ন্না পেলে মিনিট দশেক ইচ্ছামতো কাঁ-দে-ন এরপর চোখ মুখ ধুয়ে খেতে যান..আশেপাশের কু-ট-নি আন্টির কথা গায়ে মাখানোর দরকার নাই..জীবন আপনার..লাভক্ষতি যা হওয়ার আপনারই..

মোটকথা মন খারাপ হবে হোক..মন খারাপকে জিদে পরিনত করে জীবনের নেক্সট টার্গেটগুলো ফুলফিল করেন..আশা হারানো যাবে না..হতাশ হওয়া যাবে না..

আমি নিজে HSC তে পাইছিলাম ৪.৮৩..ওইদিন তবু এ+ না পাওয়ায় খারাপ লাগছিলো..এখন মনে হয় It's just a number..

জীবন পুরোটাই বাকি এখনো..আগামীর জীবন সুন্দর হোক আপনাদের 🙂

12/10/2025

একদিন শুনি ইউনূস সরকার আউট। আরেকদিন শুনি সেনা প্রধান আউট। আবার শুনি রাষ্ট্রপতি আউট। এদিকে শুনি আপা আইতেছে। মানে কোনো আরাম পাওয়া যাইতেছে না।

কিছু প্রবাসী আছেন — দেশে তিনতলা বিল্ডিং, গেটের পাশে ঝকঝকে গাড়ি 🚗কিন্তু বিদেশে এসে দেখুন! এক ছোট্ট রুমে ৪টা বেড! একটার সঙ...
09/10/2025

কিছু প্রবাসী আছেন — দেশে তিনতলা বিল্ডিং, গেটের পাশে ঝকঝকে গাড়ি 🚗
কিন্তু বিদেশে এসে দেখুন! এক ছোট্ট রুমে ৪টা বেড! একটার সঙ্গে আরেকটা গা ঘেঁষে রাখা।
সেই রুমেই রান্না হচ্ছে চায়ের কেটলি দিয়ে ☕🍳 — না আছে নিরাপত্তা, না আছে পরিষ্কার-পরিচ্ছন্নতা।
যেকোনো সময় শক খাওয়ার ভয়, ঘটতে পারে বড় দুর্ঘটনা! ⚡😔

প্রিয় প্রবাসী ভাই,
বুকে হাত রেখে বলুন — আপনার পরিবার কি এমন অবস্থায় থাকে?
তাহলে আপনি একা এতটা কষ্ট করছেন কেন? 🥺

জীবন মানে শুধু কষ্ট নয়, কিছুটা আনন্দও।
নূন্যতম নিজের ঘুমের জায়গাটা ঠিক রাখুন, নিজের জন্য একটু স্বস্তির পরিবেশ তৈরি করুন।
ভাবছেন, এখন কষ্ট করবো — পরে ইনজয় করবো?
না ভাই, স্বভাব একবার তৈরি হয়ে গেলে বদলানো কঠিন।
আর কে জানে, কাল আমরা আদৌ থাকবো কি না…

তাই নিজের জীবনটাকে একটু হলেও উপভোগ করুন,
কারণ আপনি শুধু পরিবারের উপার্জনকারী নন — আপনি পরিবারের অমূল্য সম্পদ 💖

🕊️ জীবন একটাই, একে সুন্দরভাবে বাঁচুন।

বন্ধুত্ব আর সংসার  জীবনে বেশির ভাগ সময়  অশান্তি সৃষ্টি হয় তৃতীয় ব্যাক্তির আগমনে।
07/10/2025

বন্ধুত্ব আর সংসার জীবনে বেশির ভাগ সময় অশান্তি সৃষ্টি হয় তৃতীয় ব্যাক্তির আগমনে।

পবিত্র আরাফাতে ময়দানে রহমতের পাহাড় এই পাহাড়ে আদম হাওয়া একত্রিত হয়েছিলো সর্বপ্রথম। আলহামদুলিল্লাহ
28/09/2025

পবিত্র আরাফাতে ময়দানে রহমতের পাহাড়
এই পাহাড়ে আদম হাওয়া একত্রিত হয়েছিলো সর্বপ্রথম।
আলহামদুলিল্লাহ

18/09/2025

এইযে এত্ত বেস্টফ্রেন্ড, ক্লোজফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, জামাই, বউ বানায় রাখসো! ইন দ্য মিনটাইম, জীবনে এস্টাবলিশড না হইতে পারলে নো ওয়ান উইল গিভ ইউ "এক পয়সার দাম"। সব কেয়ার সব ভালোবাসা তখন আলোর বেগের চেয়েও দ্বিগুণ বেগে পালাবে। গট ইট! 🖤

09/09/2025

ডাকসু’তে ভোট দেওয়া ছাত্র-ছাত্রীদের বলতে শোনা গেছে যে, কে কোন দলের তারা এটা দেখে নয় বরং ব‍্যক্তিত্ব এবং যোগ্যতায় সেরা প্রার্থীকে ভোট দিয়েছে।

Address

Al Taquwq
Makkah
2141

Telephone

+966500856769

Website

https://about.me/mohammad.ullah, https://amaderlaksam.com/author/M

Alerts

Be the first to know and let us send you an email when RANA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RANA:

Share

Category