09/06/2025
বর্তমান পৃথিবীর অনেকগুলো সিংহাসন দখল করে আছে এই ধরনের র্যাপ্টাইলিয়ান্সরা। ধারণা করা হয় রানী এলিজাবেথ একজন র্যাপ্টাইলিয়ান্স ছিল।
র্যাপ্টাইলিয়ান্স মানে হচ্ছে মানুষের চামড়া পড়া বা মানুষের রূপ ধারণ করে থাকা জিন শয়তান। এদেরকে শেপ সিপটারও বলা হয়।
রেপ্টাইলিয়ান্স (সরিসৃপ) বা জিন ও মানুষের সংমিশ্রণঃ
David bekham, lady gaga, madona, eminem, Justin biber, সহ আরো অনেক আছে। যারা হঠাৎ করে সুপারস্টার হয়ে যায়। আর সারা দুনিয়া এদের life style follow করে। এদের বলা হয় blue blooded..
আমরা জানি, জ্বীন কে তৈরি করা হয়েছে ধোয়া হীন অগ্নি থেকে। যা হচ্ছে blue flame.. আগুনের উপরে অংশ হলুদ আর নিচের অংশ নীল এই নীল শিখা থেকে জ্বীনদের সৃস্টি করা হয়েছে। মানুষ আর জ্বীনদের মিলনে যে মানব শিশু জন্ম নেয় তাদেরকে বলা হয় blue blooded / রেপ্টাইলিয়ান্স (সরিসৃপ)...
((blue blooded / blue eyes (ব্লু আইস) মানুষদের সম্পর্কে জানতে রূহ মাহমুদের গগ ম্যাগগ (ইয়াজুজ মাজুজ) বইটি পড়তে পারেন।))
জ্বীনরা এদের বংশকে চিনতে পারে, আমরা পারবো না। এবং এরা এদের বংশধরদের অনেক হাইলাইট করে। এদের মাধ্যমে শয়তীন এবং জ্বীনরা মানব জাতিকে আল্লাহর অপছন্দনীয় কাজ করাতে উৎসাহিত করে এবং জাহান্নামের দিকে নিয়ে যায়।
............. চলুন এবার কিছু দলিল দেখে নেয়া যাক।
রাসূল (সাঃ) বলেছেনঃ
"নিশ্চই তোমাদের মধ্যে 'মুগরবীন' আছে। রাসূল (সাঃ) কে জিজ্ঞাস করা হলো মুগরবীন কারা? রাসূল (সাঃ) বললেনঃ যেসব মানুষের মধ্যে জ্বীনেরা মিশে থাকে"
হাকীম, তিরমিযী, কানযুল উম্মাল ১৬:৪৫৪ হাদীস-৪৪৯০০
বদর যুদ্ধে শয়তান কাফিরদের বিভ্রান্ত করেছে
৪৮. স্মরণ করো, যখন শয়তান কাফিরদের কার্যকলাপ তাদের দৃষ্টিতে সুশোভিত করে দিয়েছে এবং বলেছে, 'আজ কোনো মানুষ তোমাদের ওপর বিজয়ী হতে পারবে না। আমি তোমাদের পাশেই আছি।' এরপর যখন উভয় দল সম্মুখসমরে ঝাঁপিয়ে পড়ল, তখন সে পেছন থেকে কেটে পড়ল এবং বলল, 'তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি এমন কিছু দেখতে পাচ্ছি, যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহকে ভয় করি। আর আল্লাহ কঠিন শাস্তিদাতা।'
তাফসির : আলোচ্য আয়াতে বদর যুদ্ধে শয়তানের কিছু কার্যকলাপের প্রসঙ্গ এসেছে। শয়তান মক্কার কোরাইশদের প্রতারিত করে মুসলমানদের মোকাবিলায় নামিয়েছে এবং বিভিন্নভাবে তাদের ধোঁকায় ফেলেছে।
তাফসিরে মা'আরেফুল কোরআনে উল্লেখ করা হয়েছে : শয়তানের এই প্রতারণা ছিল কোরাইশদের মনে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিয়ে কিংবা মানুষের আকৃতি ধারণ করে সরাসরি কথাবার্তা বলার মাধ্যমে। এখানে উভয় সম্ভাবনাই বিদ্যমান।
আল্লামা ইবনে কাছির (রহ.) এ আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, শয়তান কাফিরদের কাজকর্ম, ইচ্ছা-উদ্দেশ্য মোহনীয় করে দেখায়। তাদের এই বলে লালায়িত করে যে আজ কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। সে কুরাইশদের মন থেকে তাদের পুরনো শত্রু বনু বকরের আক্রমণের ব্যাপারে ভয়ভীতি দূর করে দিয়েছে। বনু বকরের সরদার সুরাকা ইবনে মালিকের আকৃতি ধারণ করে তাদের অভয় দিয়েছে। সাহায্যের মিথ্যা আশ্বাস দিয়েছে। কিন্তু বদর যুদ্ধে ফেরেশতাদের উপস্থিতি দেখে সে পলায়ন করেছে। পরে জানা গেছে যে সুরাকা সেখানে আসেনি।
,....,...... আরো কিছু দলিল:
আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘শয়তান তাদের বশীভূত করে নিয়েছে। অতঃপর আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল। সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত।’ (সুরা মুজাদালা, আয়াত : ১৯)
মহানবী (সা.) বলেন, ‘অবশ্যই শয়তান মানুষের শিরা-উপশিরায় বিচরণ করে।’ (সহিহ বুখারি, হাদিস : ১২৮৮)
কোরআনে ইরশাদ হয়েছে, ‘সে (ইবলিস) বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আপনার মনোনীত বান্দারা ছাড়া (তাদের কোনো ক্ষতি আমি করতে পারব না)।’ (সুরা হিজর, আয়াত : ৩৯-৪০)
মহানবী (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে এমন কেউ নেই, যার সঙ্গে জিন এবং ফেরেশতাদের মধ্য থেকে কাউকে সঙ্গী নিযুক্ত করা হয়নি।’
সাহাবারা বললেন, ‘হে আল্লাহর রাসুল! আপনার সঙ্গেও কি জিন সঙ্গী নিযুক্ত আছে? রাসুলুল্লাহ (সা.) বললেন, হ্যাঁ, আমার সঙ্গেও আছে। তবে আল্লাহ তাআলা তার ওপর আমাকে বিজয়ী করেছেন, ফলে সে আমার অনুগত হয়ে গেছে। সে আমাকে কল্যাণকর কাজ ছাড়া অন্য কোনো কাজের পরামর্শ দেয় না।’ (সহিহ মুসলিম)
আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘শয়তান তাদের বশীভূত করে নিয়েছে। অতঃপর আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল। সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত।’ (সুরা মুজাদালা, আয়াত : ১৯)
উল্লেখ্যঃ এদেরকে সেপ শিফটার বা আকৃতি পরিবর্তনকারিও বলা হয়। আর এই আকৃতি পরিবর্তন করতে ওদের অনেক এনার্জির দরকার।
゚viralfbreelsfypシ゚viral