As-Sunnah International Madrasah

As-Sunnah International Madrasah ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। Morur Bahon360 Owner is a YouTuber, He is a Graphics Designer and Driving Trainer.

লিখাটা পড়ে কান্না আর ধরে রাখতে পারলাম না...!ইয়া রব এমন জালেম সরকার যেনো আর কখনোই ফিরে না আসে..! 😭🤲😥তোমরা তো শুধু মামলা দ...
08/07/2025

লিখাটা পড়ে কান্না আর ধরে রাখতে পারলাম না...!
ইয়া রব এমন জালেম সরকার যেনো আর কখনোই ফিরে না আসে..! 😭🤲😥

তোমরা তো শুধু মামলা দেখেছো—
কাগজে টাইপ করা অভিযোগ, কালো কালি, সিলমোহর আর স্বাক্ষর।
কিন্তু জানো না, তার পেছনে কত ভাঙা রাত...!
কত নিঃশব্দ কান্না, কত চাপা দীর্ঘশ্বাস লুকানো ছিল…!

প্রতিটি মিথ্যা অভিযোগ বিঁধে যেত বুকে,
লোহার গরম শলাকার মতো...!
আমরা দাঁড়িয়ে থাকতাম কাঠগড়ায়—
অপরাধহীন হয়ে, অথচ অপরাধীর মতো...!

রিমান্ড থেকে রিমান্ড, থানা থেকে থানা
এ সফর যেন শেষ হবার নয়—

মুঠোফোনে বারবার শুনেছি মায়ের কান্না,
শুধু একটাই প্রশ্ন করত, কবে ছাড়া পাবি বাবা?
আমি কোনো উত্তর দিতাম না—
কারণ, বললেই গলা কেঁপে উঠতো, চোখ বেয়ে নামতো অশ্রু...!
মা'কে কাঁদাতে ইচ্ছে করতো না, শুধু সান্তনা দিতাম...!

বাবা—
একদিন থানার গারদে জীর্ণশীর্ণ অবস্থায় আমাকে দেখে
এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল তাঁর নিঃশ্বাস,
তিনি কিছু বলেননি...!
শুধু চোখ ফিরিয়ে নিয়েছিলেন,
লজ্জায় নয়, বরং শোকে পাথর হয়ে...!

বাবা বড় অভিমানী ছিলেন...!
কোনদিন আমাকে বুঝতে দেননি, তিনি আমাকে কতটা ভালবাসেন,
কিন্তু সেদিন গারদের সামনে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন...!

সেই বাবার সঙ্গেই দেখা করতে গিয়েছিলাম কিছুদিন পর, হাতে লোহার চুড়ি পরে...!
তখন তিনি সফেদ কাপড়ে মোড়ানো, নিশ্চুপ,
আমার দিকে তাকাননি, কথা বলেননি...!

পায়ে ঠান্ডাবেড়ি, মাথায় হেলমেট,
বুকে বুলেটপ্রুফ জ্যাকেট...!
এই দৃশ্য দেখে কেঁদেছে অনেক হৃদয়...!

সবই নীরবে সয়ে গেছে পরিবার
এ পথের যাত্রীদের এটা নতুন কি আবার...!

স্বার্থপরেরা একে একে সরে গেছে,
কত আত্মীয়রা চুপ থেকেছে...!
আর কিছু মানুষ মুখে হাসি রেখে
পেছনে ছড়িয়েছে আগুন...!

ওরা বদনাম করে বেড়িয়েছে, ইচ্ছেমতো,
কারণ মিথ্যে ছড়াতে মুহূর্ত লাগে...!
আর সত্য প্রমাণ করতে চলে যায় একেকটা জীবন...!

তবুও আমরা চুপ ছিলাম,
কারণ আমরা বিশ্বাস করতাম,
মালিকের দরবারে কেউ ফাঁকি দিতে পারবে না...!

আজ, যখন একে একে সেই মিথ্যা মামলাগুলো বাতিল হচ্ছে...!
চোখে পানি জমে,
কিন্তু এই পানি লজ্জার নয়,
এটা সেই সব সিজদার উত্তর,
যেগুলোতে আমরা বলেছি—
“হে আল্লাহ, তুমি আমাদের সহায়...!”

হয়তো আমরা খুব সাধারণ
আমাদের পাশে ছিল না কোনো প্রভাবশালী,
না কোনো দলের সাহারা,
কিন্তু ছিল একটাই জিনিস—
ভাঙা হৃদয়ে করা রক্তমাখা দোয়া...!
আর সেই দোআই হয়তো পৌঁছে গিয়েছ

04/07/2025

ছাত্রদের আম খাওয়া 💗

03/07/2025

সাপ্তাহিক জলসার আয়োজন।
ছাত্র. মুহাম্মদ উল্লাহ

29/06/2025

কথিত করোনার টিকা গ্রহণকারীদের এলার্জি বা চর্মরোগ হলো সবচেয়ে কম পার্শ্বপ্রতিক্রিয়া। এদের কেউ কেউ হঠাৎ কারণ ছাড়াই অক্কা পাবেন! অনেকে ক্যান্সারে আক্রান্ত হবেন। অনেকের হঠাৎ হার্ট অ্যাটাক/স্ট্রোক হবে। বিশেষ করে তরুণ-তরুণীরা ভবিষ্যতে তাঁদের দাম্পত্য জীবনে সন্তান জন্মদানের সক্ষমতা হারাবেন!

22/06/2025

🙏🌹

আলহামদুলিল্লাহ,  আস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই ৫ জন ছাত্র কুরআন শরীফ নিয়েছে।সবাই ওদের জন্য দোয়া করবেন,  যাতে কর...
21/06/2025

আলহামদুলিল্লাহ,
আস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়
এই ৫ জন ছাত্র কুরআন শরীফ নিয়েছে।
সবাই ওদের জন্য দোয়া করবেন, যাতে করে তারা সবাই হক্কানি হাফেজ হতে পারে।

Right
19/06/2025

Right

আলহামদুলিল্লাহ আস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঈদ পরবর্তী আজকে থেকে খোলা হয়েছে।
14/06/2025

আলহামদুলিল্লাহ
আস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঈদ পরবর্তী আজকে থেকে খোলা হয়েছে।

তাদের সবার মোবাইল ফোনের মাধ্যমে ট্র্যাক করা হয়েছে!হোয়াটসঅ্যাপ, টুইটার এমনকি মোবাইল গেমও তারা ট্রাক করেছে। কান্দাহারে স...
14/06/2025

তাদের সবার মোবাইল ফোনের মাধ্যমে ট্র্যাক করা হয়েছে!
হোয়াটসঅ্যাপ, টুইটার এমনকি মোবাইল গেমও তারা ট্রাক করেছে।
কান্দাহারে সৈন্যদের জন্য মোবাইল ফোন নিষিদ্ধ করার কারণ এখন বুঝলেন?!

— একজন তা*লি*বান সদস্যের লেখা (অনুবাদ: সংগৃহীত)

কোন টা গ্রহণ করবেন ❓
09/06/2025

কোন টা গ্রহণ করবেন ❓

আস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসার পক্ষ থেকে দেশ-বিদেশ সবাইকে ঈদ মোবারক।
06/06/2025

আস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসার পক্ষ থেকে দেশ-বিদেশ সবাইকে ঈদ মোবারক।

*📢@আস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা র একাডেমির  ঈদুল আজহার ছুটি ঘোষণা*আসন্ন *পবিত্র ঈদুল আজহা* উপলক্ষে আমাদের প্রিয় প...
02/06/2025

*📢@আস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা র একাডেমির ঈদুল আজহার ছুটি ঘোষণা*

আসন্ন *পবিত্র ঈদুল আজহা* উপলক্ষে আমাদের প্রিয় প্রতিষ্ঠান *আল-মাদীনাহ্ হিফজুল কোরআন একাডেমি* এর ছুটির সময়সূচি নিম্নরূপ:

🗓️ *০২ জুন ২০২৫ ইং (সোমবার)*
⏰ *সকাল ১০ ঘটিকা থেকে*
🗓️ *১৩ জুন ২০২৫ ইং (শুক্রবার)*
⏰ *দুপুর ৩টা পর্যন্ত*

👉 উক্ত সময়ের মধ্যে একাডেমির *সকল কার্যক্রম বন্ধ* থাকবে ইনশাআল্লাহ।

*📌 বিশেষ দ্রষ্টব্য:*
ছুটিকালীন যেকোনো প্রয়োজনে *অনলাইনে যোগাযোগ* করা যাবে।
📞 *মোবাইল:* 01842453152

Address

Vucci Dukkhin Bazar, Near Thana, Lalmai, Cumilla
Mecca

Alerts

Be the first to know and let us send you an email when As-Sunnah International Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to As-Sunnah International Madrasah:

Share