Jowel Miah

Jowel Miah "❝প্রিয় " তুমি তো তুমিই"ツ࿐ �

━━━━━━ ⊙ ━━━━━━
৷ ৷৷ যার মধ্যে �

���ツপ্রতি সেকেন্ডে হারিয়ে যাই আমি ࿐

চরতারাকান্দী গন সংযোগে নারীদের মিলন মেলায় পরিনত হয়। মনোহরদী বেলাবরের প্রান পুরুষ, উন্নয়নের রুপকার, নরসিংদী জেলা বিএনপির ...
19/07/2025

চরতারাকান্দী গন সংযোগে নারীদের মিলন মেলায় পরিনত হয়। মনোহরদী বেলাবরের প্রান পুরুষ, উন্নয়নের রুপকার, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তিন বারের সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেব কে এক নজর দেখার জন্য ঘর থেকে বেরিয়ে আসেন সম্মানিত মা বোনেরা। মানুষেরর মনের ভালোবাসা পাওয়া এটাও উপর ওয়ালার এক বড় নিয়ামত। মা বোনের ভালোবাসা পেয়ে প্রিয় নেতা আবেগে অশ্রুশিক্ত হয়ে, মা বোনদের কথা দিয়েছেন আসন্ন আগামি জাতীয় সংসদ নির্বাচনে, নির্বাচিত হয়ে মা বোনদের জন্য কাজ করবেন। সমাজে যেন মাথা উচু করে বাঁচতে পারে, সেই লক্ষে কাজ করবেন।

18/07/2025
গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানিয়েছেন বিএ...
16/07/2025

গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গুজব ঠাডা হয়ে পড়ছে, গুজব ছড়ানো ব্যাক্তিদের উপর। বিশ্বাস না হলে আজ কনক সারওয়ার ভাই এর ভিডিওটা দেখেন। ইলিয়াস ভাই এর ভিডিওট...
13/07/2025

গুজব ঠাডা হয়ে পড়ছে, গুজব ছড়ানো ব্যাক্তিদের উপর। বিশ্বাস না হলে আজ কনক সারওয়ার ভাই এর ভিডিওটা দেখেন। ইলিয়াস ভাই এর ভিডিওটাও দেখেন।

শুধু দরকার ছিল, বিস্তারিত পরিচয়।
আমার কাছে আজব লাগছে, খুনী মাহিনকে কেন বহিষ্কার করল, সে তো বিএনপির কেউ না। তাহলে গুজব হতে বাঁচতেই কি আতংকে তরিঘরি করে বহিষ্কার করল। চিন্তা করতে পারেন, একটা দল কি পরিমান প্যানিক হয়ে, তার দলের কেউ না হওয়া শর্তেও তাকে তরিঘরি করে বহিষ্কার করল।

“ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন ইতোমধ্যেই গনমাধ্যমকে জানিয়েছেন আসামী মহিন ও রবিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মহিনের দাবি, সোহানা মেটাল নামের দোকানটি তিনিই সোহাগকে চালাতে দেন। তবে কথা অনুযায়ী টাকা না পাওয়ায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ঘটনার দুই-তিন দিন আগে দোকানে তালা ঝুলিয়ে দেন মহিন। গত বুধবার সোহাগ তালা ভেঙে দোকান খোলেন। এতে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক মহিন ও তাঁর সহযোগীরা হত্যাকাণ্ড ঘটান। তবে হত্যার পর ঘটনা অন্যদিকে নেওয়ার একটা চেষ্টা চালান তারা। তারা রাস্তায় লাশ ফেলে রেখে চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দেন। এর মাধ্যমে ঘটনাকে তারা গণপিটুনিতে চাঁদাবাজ নিহত হিসেবে দেখানোর চেষ্টা চালান।
উপকমিশনার জসিম আরও বলেন, নিহত সোহাগের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো প্রমাণ এখনও পুলিশ পায়নি।”
অথচ চাঁদাবাজির কারণে বিএনপি মানুষ পিটিয়ে মারলো অপবাদ দিয়ে মাঠ ঘোলা করতে গিয়ে দেখা গেলো প্রকৃত হত্যাকারী ছাত্রলীগ নেতা হলেও সে নুতন রাজনৈতিক দলের ঘনিষ্ট।
মিডফোর্ডের এই হত্যাকাণ্ডে জড়িত মাহির নুতন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে খুবই ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে । এ কারণেই ধরাছোঁয়ার বাইরে মাহির।

ভোলার থানা-চরফ্যাশন, ইউনিয়ন- ওমরপুর,৭ নং ওয়ার্ডের মাহিরের বাড়ি ।মহিউদ্দিন মাহি ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ।
মাহির বাবার নাম আব্দুল হাই মেম্বার।
মাহির বাবা আব্দুল হাই ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার চাচা নূরনবী শিপু ওমরপুর ইউনিয়ন সাবেক ছাএলীগের সভাপতি, তাদের অত্যাচারে অনেকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে। তারা বিগত ১৫ বছর ওমরপুরে ত্রাসের রাজত্ব কায়েম করে ছিলো।

 #এনসিপির কেন্দ্রীয় নেতার চাঁদা গ্রহণের অভিযোগ...@
13/07/2025

#এনসিপির কেন্দ্রীয় নেতার চাঁদা গ্রহণের অভিযোগ...@

29/11/2024

ইলিয়াস হোসাইন এর অনুসন্ধানী প্রতিবেদন আসিফ নজরুলের বিষয় আমাদের চোখ খুলে দিয়েছে,,
লিং কমেন্টে

Address

Mecca
24215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jowel Miah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share