
07/08/2025
তরুণ স্বেচ্ছাসেবী কর্মী মোহাম্মদ আল কাসিম ছিলেন, পবিত্র মসজিদ আল হারাম মক্কার একজন স্বেচ্ছাসেবক। আল কাসিম দীর্ঘদিন ধরে মসজিদ আল হারামে বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে আসছিলেন। উন্নত উজ্জল চরিত্রের জন্য তিনি প্রশংসিত ছিলেন। উচ্চতর পড়ালেখার জন্য তিনি বর্তমানে বৃটেনে অবস্থান করছিলেন। গত সপ্তাহে দুর্বৃত্তের ছুরিকা*ঘাতে আল কাসিম বৃটেনে শহীদ হন। ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।
এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে এবং অধিকতর তদন্ত কার্যক্রম চলছে। লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল (৮ আগষ্ট) জুমাবার, বাদ জুমা মক্কার মসজিদ আল হারামে আল কাসিমের জানাজা অনুষ্ঠিত হবে।
মহান আল্লাহ যেনো তাকে জান্নাতের আ’লা মাকাম দান করেন আমিন।
তথ্যসূত্র : Inside the Haramain