Al Madina TV Bangla

Al Madina TV Bangla আমি মুহাম্মদ (সা.) এর উম্মত। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে Block না, search করে। Al Madina TV Bangla 🤲🤲🇸🇦🇸🇦🤲🤲🇧🇩🇧🇩🌍🕋
(2)

তরুণ স্বেচ্ছাসেবী কর্মী মোহাম্মদ আল কাসিম ছিলেন, পবিত্র মসজিদ আল হারাম মক্কার একজন স্বেচ্ছাসেবক।  আল কাসিম দীর্ঘদিন ধরে ...
07/08/2025

তরুণ স্বেচ্ছাসেবী কর্মী মোহাম্মদ আল কাসিম ছিলেন, পবিত্র মসজিদ আল হারাম মক্কার একজন স্বেচ্ছাসেবক। আল কাসিম দীর্ঘদিন ধরে মসজিদ আল হারামে বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে আসছিলেন। উন্নত উজ্জল চরিত্রের জন্য তিনি প্রশংসিত ছিলেন। উচ্চতর পড়ালেখার জন্য তিনি বর্তমানে বৃটেনে অবস্থান করছিলেন। গত সপ্তাহে দুর্বৃত্তের ছুরিকা*ঘাতে আল কাসিম বৃটেনে শহীদ হন। ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।

এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে এবং অধিকতর তদন্ত কার্যক্রম চলছে। লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল (৮ আগষ্ট) জুমাবার, বাদ জুমা মক্কার মসজিদ আল হারামে আল কাসিমের জানাজা অনুষ্ঠিত হবে।
মহান আল্লাহ যেনো তাকে জান্নাতের আ’লা মাকাম দান করেন আমিন।

তথ্যসূত্র : Inside the Haramain

এই পাহাড়টির নাম হলো এলিফ্যান্ট রক (Elephant Rock), যা আরবিতে জাবাল আল-ফিল (Jabal Al-Fil) নামেও পরিচিত।এটি সৌদি আরবের আল-...
06/08/2025

এই পাহাড়টির নাম হলো এলিফ্যান্ট রক (Elephant Rock), যা আরবিতে জাবাল আল-ফিল (Jabal Al-Fil) নামেও পরিচিত।
এটি সৌদি আরবের আল-উলা শহরে অবস্থিত। পাহাড়টির আকৃতি হাতির মতো হওয়ায় এর এমন নামকরণ করা হয়েছে। এটি আল-উলার একটি বিখ্যাত প্রাকৃতিক ল্যান্ডমার্ক এবং পর্যটন কেন্দ্র।

আল্লাহ্ আমাদের সবাইকে এই প্রিয় শহর প্রিয় জায়গা মদিনা আল মনোয়ারা যাওয়ার তাওফিক দান করো আমীন।
05/08/2025

আল্লাহ্ আমাদের সবাইকে এই প্রিয় শহর প্রিয় জায়গা মদিনা আল মনোয়ারা যাওয়ার তাওফিক দান করো আমীন।

পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মদিনা আল-মুনাওয়ারা, মসজিদ আল-নববী।
04/08/2025

পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মদিনা আল-মুনাওয়ারা, মসজিদ আল-নববী।

সৌদি আরবের অন্যতম বৃহৎ এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় পবিত্রতম শহর মদীনাকে ‘স্বাস্থ্যকর’ শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্...
02/08/2025

সৌদি আরবের অন্যতম বৃহৎ এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় পবিত্রতম শহর মদীনাকে ‘স্বাস্থ্যকর’ শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Dhaka Metro
02/08/2025

Dhaka Metro

02/08/2025

Makkah Al haram sorif Azan

এই পবিত্র স্থানটিতে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) সালাত আদায় করতেন। এটি 'মেহরাবে রাসূল' নামে পরিচিত। এই স...
01/08/2025

এই পবিত্র স্থানটিতে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) সালাত আদায় করতেন। এটি 'মেহরাবে রাসূল' নামে পরিচিত। এই স্থানে দাঁড়িয়ে ইবাদত করা এক অসাধারণ অনুভূতি।"

30/07/2025

মসজিদে নববীর কার্পেটকে Masjid Al Nabawi Carpet

🫶Day and night view of the Royal Clock Tower 🌙
29/07/2025

🫶

Day and night view of the Royal Clock Tower 🌙

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে।তীব্র জ্বর আসবে, ১০৩°/১০৪° এর মতো শরীরের তাপমাত্রা উঠে যাবে। সাথে শরীরের ব...
28/07/2025

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে।

তীব্র জ্বর আসবে, ১০৩°/১০৪° এর মতো শরীরের তাপমাত্রা উঠে যাবে।
সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে।
শরীরে ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে।

প্রেসার লো করবে। ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু ও না, চিকনগুনিয়া ও না। কিন্তু ভয়াবহ এক জ্বর। হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে।

আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না। সকলেই সাবধানে থাকুন। শরীরের ইমিউনিটি বাড়ান, সকালে তুলসী, আদা, লবঙ্গ, দারুচীনি ছেচে ( পারলে এক চামচ মধু দিয়ে) রং চা পান করুন, ভাল ফল পাবেন।

Alhamdulillah
27/07/2025

Alhamdulillah

Address

Dhaka Bangladesh
Medina

Alerts

Be the first to know and let us send you an email when Al Madina TV Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Madina TV Bangla:

Share