SB Sagor

SB Sagor ''পাপী বান্দা''
success is a decision...😎
🇧🇩🇸🇦🇪🇹🇿🇲🇿🇦
Ab+

30/06/2025

অনেক দিন পরে সবাই কেমন আছেন।

06/06/2025

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, আগে মনের পশুরে করো জবাই..!

জীবন আসলে ভয়াবহ রকমের সুন্দর।আমরা নানা পরিকল্পনা করি।আর তা ঠিকঠাক না হলেই ভাবি, ইস্ এটা কোনো জীবন হলো?আসল কথা হলো, জীবন ...
20/05/2025

জীবন আসলে ভয়াবহ রকমের সুন্দর।

আমরা নানা পরিকল্পনা করি।

আর তা ঠিকঠাক না হলেই ভাবি, ইস্ এটা কোনো জীবন হলো?

আসল কথা হলো, জীবন আমাদের জন্য এর থেকেও অন্যরকম কিছু ভেবে রাখে।

তাই জীবন নিয়ে খুব বেশি ভাবতে নেই।

ওকে ছেড়ে দিতে হয়।

জীবনের আপন গতিতেই সুখের শ্রাবণ নেমে আসে আমাদের জীবনে।

আমাদের শুধু একটু ধৈর্য ধরতে হয়, একটু অপেক্ষা করতে হয়, আর অনেকটা আশাবাদী হতে হয়।

ব্যস্...!

আমি সূর্যের ঠোঁটে জ্বলন্ত সিগারেট,জীবনের ক্লান্তিতে টান দেয় যে প্রতিক্ষণে।ধোঁয়ার মেঘে হারায় ব্যথার ব্যাখ্যা,আমি ক্ষণিক উ...
12/05/2025

আমি সূর্যের ঠোঁটে জ্বলন্ত সিগারেট,
জীবনের ক্লান্তিতে টান দেয় যে প্রতিক্ষণে।
ধোঁয়ার মেঘে হারায় ব্যথার ব্যাখ্যা,
আমি ক্ষণিক উষ্ণতা, নীল বিষণ্নতার।

নিভে যেতে যেতে বলি— "আরও একবার",
আমার ছাই ছড়িয়ে পড়ে আকাশের দ্বারে।
প্রতিদিনের আলোয় আমি শুধু ছায়া,
অস্ত সময়ের গানে নিঃশব্দ হাহাকার।

তবুও আমি আগুন, আমি বিদ্রোহ,
আমি নিশ্বাসে লুকানো একান্ত প্রশ্ন।
আমি শেষ নই, আমি একটা ক্ষণ,
যেখানে আমি আর সূর্য, দুজনেই ক্লান্ত আগুন...!

বাংলার মুখ আমি দেখিয়াছি তাই, পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর 🤍
04/05/2025

বাংলার মুখ আমি দেখিয়াছি তাই, পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর 🤍

28/04/2025

শুভ সকাল সবাইকে।

অর্থ কম থাকুক! যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা,আপনার ব্যবহার,আচরণ,মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়! কারণ একজন...
27/04/2025

অর্থ কম থাকুক! যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা,আপনার ব্যবহার,আচরণ,মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়! কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন !
আল্লাহ হুম্মা বারিক লাহা🌸🌸

25/04/2025

দুনিয়া 🤔
এখানে হাসির কারন নাকি মৃত্যু..!

23/04/2025

#হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল"
- অর্থাৎ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট! '

শুভ সন্ধ্যা!

Address

Medina

Telephone

+966508852633

Website

Alerts

Be the first to know and let us send you an email when SB Sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SB Sagor:

Share