28/06/2023
#প্রবাসি
-ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ,এই কথা সবাই মানলেও প্রবাসীদের জীবনে, এই কথার বাস্তবতা খুঁজে পাওয়া মুশকিল।
-প্রবাসীদের ঈদটা একটু অন্য রকম। প্রবাসে অনেকেই আছেন যাদের জন্য ঈদের দিনটা অত্যান্ত কষ্টের,
-আজকে অনেক বাবার বয়সী লোককে দেখলাম ডিউটির পোশাক পড়ে ঈদে নামাজে আসতে । যে বয়সে আপনজন নাতি নাতনি নিয়ে হাসি খুশি থাকার কথা সে সময় এত কষ্ট মানিয়ে নিচ্ছে তার নাম প্রবাস। একজন চাচাকে জিগ্যেস করলাম কষ্ট হয় না। হাসি মুখে উত্তর দিলো পরিবার সুখে থাকলেই হয়।😭
-ঈদ আসলে মন খারাপ হতে শুরু করে প্রবাসীদের। রাত পোহালেই সকাল বেলা ঘুম ভেঙে,আশপাশে যখন কাউকে খুঁজে পাওয়া যায় না, তখন নিজের অজান্তেই চোখে পানি চলে আসে।
-মনে পড়ে যায় প্রিয় মাতৃভূমির ঈদ উদযাপনের স্মৃতিগুলো। প্রিয়জন ছাড়া ঈদ সত্যিই খুবই কষ্টের ভুক্তভুগীরাই বেশি বুঝেন এটাই স্বাভাবিক,
-এখানে ঈদ মানে শুন্যতা, ঈদ মানে না পাওয়ার কষ্ট। পবিবার পরিজন ছাড়া ঈদ যে কত কষ্ট তা একমাত্র প্রবাসীরাই বুঝে সকাল হলেই ঈদ।
-পৃথিবীতে প্রবাসের কষ্টটা একটু অন্য ধরনেরই। সব আছে তবু যেন কিছুই নেই। তবে কেউ প্রবাসী না হওয়া পর্যন্ত প্রবাসীদের কষ্ট অনুভব করা সম্ভব হয় না।
-দেশে বসে সুন্দর সুন্দর গল্পের ইতি টানা যায়, দেশে বসে প্রবাসের অনুভূতি নেয়া যায় না। কষ্টের হৃদয় দহন অনুভব করা যায় না প্রত্যেক প্রবাসীর রয়েছে অব্যক্ত নীল কষ্ট। এ যেন সংগ্রামী জীবনযুদ্ধের এক একটি উপাখ্যান।কষ্টগুলো হৃদয়ে পুঁতে দেন। ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করার আশায় নিজের জীবনের ছন্দময় বর্ণময় আনন্দময় দিনগুলোকে কবর দিতে হয় ।
-প্রবাসীদের কষ্টে বাড়তি মাত্রা যোগ করে ঈদ এবং বিশেষ উৎসবের দিনগুলো।
আহারে ঈদ,কোথায় গেল ঈদের শপিং?কোথায় গেল ঈদের সেমাই? ঈদের আমেজ,?
- প্রবাসিরা জানে না এভাবে প্রিয়জন হারা জীবন থেকে আরও কত ঈদ চলে যাবে? তবে ভাল থাকুক আমার মত প্রিয়জনবিহীন সারা বিশ্বের সকল প্রবাসীরা ভালো কাটুক দেশের সকল প্রিয়জনদের ঈদ এই প্রত্যাশাই রইল সবার প্রতি।
-যাইহোক আশাকরি সবাই সুন্দর ভাবে ঈদ উদযাপন করবে, তাই সবাইকে ঈদ মোবারক...❤️
-এই হলো একজন প্রবাসীর ঈদ।
তারই মধ্যেই খুঁজে নিতে হয় সুখ।🥀❤️