Zakir Hossain Shawon

Zakir Hossain Shawon Iam Zakir Hossain Shawon . iam a professional digital marketer

ফ্রিল্যান্সিংয়ে   সফল ক্যারিয়ার গড়তে সঠিক সিদ্ধান্ত নিন 🔸🧑‍🤝‍🧑ফ্রিল্যান্সিং বর্তমান যুগে একটি জনপ্রিয় ও সম্ভাবনাময় কর...
01/08/2024

ফ্রিল্যান্সিংয়ে সফল ক্যারিয়ার গড়তে সঠিক সিদ্ধান্ত নিন 🔸

🧑‍🤝‍🧑ফ্রিল্যান্সিং বর্তমান যুগে একটি জনপ্রিয় ও সম্ভাবনাময় কর্মক্ষেত্র হয়ে উঠেছে। 🌐 ইন্টারনেটের সহজলভ্যতা এবং বৈশ্বিক বাজারে কাজের সুযোগের কারণে অনেকেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে সফল ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন। তবে এই যাত্রায় সফল হতে হলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

👭প্রথমে, নিজের দক্ষতা ও আগ্রহ চিহ্নিত করুন এবং মার্কেট রিসার্চ করে বুঝে নিন কোন ধরনের কাজের চাহিদা বেশি।

🤼‍♀️ এরপর একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করুন এবং সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করে সেখানে নিবন্ধন করুন।

🤹‍♀️ নেটওয়ার্কিং ও মার্কেটিংয়ের মাধ্যমে নিজের পরিচিতি বাড়ান এবং ⏰ সময় ব্যবস্থাপনা ও সুশৃঙ্খলতা বজায় রেখে কাজ করুন।

👨‍❤️‍👨 ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক রক্ষা করুন এবং 📚 ক্রমাগত শেখার আগ্রহ রাখুন।

✅ সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা মাফিক কাজ করলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি সফল ক্যারিয়ার গড়তে পারবেন।

মীর ভাই তুমি ফ্রিল্যান্সার কমিউনিটির গর্ব।আমি গর্বিত আমি ফ্রিল্যান্সার
31/07/2024

মীর ভাই তুমি ফ্রিল্যান্সার কমিউনিটির গর্ব।
আমি গর্বিত আমি ফ্রিল্যান্সার

ডিজিটাল মার্কেটার এবং এসিও(SEO) স্পেশালিষ্ট এর কাজের মাধ্যমে ফ্রিল্যান্সিং -★ একটি ফেইজবুক পেইজকে সঠিক ভাবে এবং     অর্গ...
21/03/2024

ডিজিটাল মার্কেটার এবং এসিও(SEO) স্পেশালিষ্ট এর কাজের মাধ্যমে ফ্রিল্যান্সিং -

★ একটি ফেইজবুক পেইজকে সঠিক ভাবে এবং অর্গানিক ভাবে গ্রো করা,মনিটাইজেশন অন করে দেয়ার সাথে সাথে পেইজ এর যে কোনো ইস্যু ঠিক করে সেটিকে সচল করা।( শুধু লোকাল মার্কেটপ্লেসে নয় ফাইবার, আপওয়ার্ক এর মত প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি বায়ার/গ্রাহকরা দক্ষ ডিজিটাল মার্কেটার নিয়োগ দিয়ে থাকে) - যাকে ফ্রিল্যান্সিং বলা হয়।

★ যেকোনো সনামধন্য কোম্পানির হয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের পন্য বা সেবা প্রচার করা।( বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি থেকে ডিজিটাল মার্কেটারদের নিয়োগ করা হয়ে থাকে তাদের পন্য বা সেবা অনলাইনে মার্কেটিং করে দেশে বিদেশে জনগণের নিকট প্রচার করার জন্য)

★ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান বা সংক্ষেপে এসইও (SEO) হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপৃষ্ঠাকে অনুসন্ধান বা সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা বা সর্বোচ্চকরন করা। এসইও করা হয় যেনো কোনো ওয়েবসাইট বা এর আর্টিকেল অনুসন্ধান করলে ফলাফলের প্রথম পৃষ্ঠায় দেখা যায় - এটি একজন এসইও স্পেশালিষ্ট এর কাজ।
এককথায় বলা যায়, যতদিন সোশ্যাল সাইড থাকবে ততদিন ডিজিটাল মার্কেটারদের প্রয়োজন ক্রমাগত বেড়েই যাবে।
তাই ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হয়ে গড়ে তুলুন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার 🤘🌸

Address

Raipur
Najran
3713

Telephone

+966533258806

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zakir Hossain Shawon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share