Freelancer Jobayer

Freelancer Jobayer সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।

 #জবাবঃ🔴তাবলীগ অর্থ কি! তাবলীগ কিসের করতে হবে? #তাবলীগ এর অর্থঃ"তাবলীগ" অর্থ প্রচার করা, বার্তা পৌঁছে দেওয়া।তাবলীগ অর্থ ...
17/01/2023

#জবাবঃ
🔴তাবলীগ অর্থ কি! তাবলীগ কিসের করতে হবে?

#তাবলীগ এর অর্থঃ
"তাবলীগ" অর্থ প্রচার করা, বার্তা পৌঁছে দেওয়া।
তাবলীগ অর্থ কোন দল না, যদিও বর্তমানে একদল মানুষ মন করে তাবলীগ মানে একটা দল।
এটা তাদের সম্পর্ণ ভুল ধারণা।

#তাবলীগ কিসের করতে হবে?
তাবলিগ করতে হবে “কুরআন” ও “সুন্নাহর” (সহীহ হাদীস)।
আল্লাহ তাআ'লা বলেছেন.......
"ইয়া আয়্যুহার-রাসুলু বাল্লিগ মা উনযিলা ইলাইকা মির-রাব্বিকা"
#অর্থঃ হে নবী! আপনি আপনার রব্বের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা প্রচার করুন।
📚সুরা মায়িদাহঃ৬৭।

👉রাসূল সঃ বলেছেনঃ ❝নিশ্চয়ই সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব (কুর'আন) এবং সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মাদ সল্লাল্লহু আ’লাইহি ওয়াসাল্লাম-এর পথ (সুন্নাহ/সহীহ হাদীস)। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো (দ্বীনের মধ্যে মনগড়াভাবে) নব আবিষ্কৃত/উদ্ভাবিত কর্মসমূহ। আর প্রত্যেক নব আবিষ্কৃত কর্মসমূহ হলো বিদ’আত এবং প্রত্যেক বিদ’আত হলো ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম।❞
📚 [ সহীহ মুসলিম, হাদীস নং ১৫৩৫ ; সূনান নাসাঈ, হাদীস নং- ১৫৭৮/১৫৮১; হাদীসের মান: সহীহ ]

👉রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন...."বাল্লিগু আন্নি ওলাও আয়াহ"। অর্থঃ তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও প্রচার করে দাও।
রাসুলের উপর নাযিল করা হয়েছে –কুরআন ও সুন্নাহ। সুতরাং একজন মুসলিম শুধু কুরআন ও সুন্নাহর তাবলীগ করতে পারে্।

মহান আল্লাহ বলেন,
রাসুল (সা.)তোমাদের যা কিছু দেয় তা তোমরা গ্রহন করো এবং সে যা কিছু নিষেধ করে তা থেকে বিরত থাকো।📚(সূরা হাশর-৭)

#নোটঃ পীর-মুরিদীর ব্যবসা, নিজের তরীকা বা ফেরকা, বুজুর্গদের ভুয়া স্বপ্নের কিচ্ছা কাহিনী, ঈমান-আকীদা বিধ্বংসী কথা বার্তা ও জাল হাদীস, এইসব সে প্রচার করতে পারেনা। পীর সুফীবাদীদের লেখা ভেজাল স্বপ্নের আমলের কিতাবের তাবলীগ করতে পারেনা।

#তাবলীগ কিভাবে করতে হবে?
তাবলীগ করতে হলে নিজে জেনে-শুনেই করতে হবে, অজ্ঞতা নিয়ে দাওয়াত দিতে গেলে তাবলীগ হবে, কিন্তু দ্বীনের তাবলীগ হবেনা।

👉শির্ক-বিদআ’তের তাবলীগ হবে কি?
(হে নবী আপনি) বলে দিনঃ এটাই আমার পথ। আমি আল্লাহর দিকে জেনে বুঝে দাওয়াত দেই, আমি এবং আমার অনুসারীরা। আল্লাহ পবিত্র। আর আমি মুশরেকদের অন্তর্ভুক্ত নই।📚"সুরা ইউসুফঃ ১০৮।

এই নিয়ম না মানার কারণে অনেক লোক আছে যারা তাবলীগ করার দাবী করে কিন্তু সে আসলে নিজের মনগড়া কাহিনী, জাল হাদীস, ভুয়া আমল, বেদাতী চিন্তা-ভাবনা ও কাজকর্ম প্রচার করে নিজেদের পরকালের ক্ষতি করছে, অন্যদেরকেও পথভ্রষ্ট করছে।
এসব স্বপ্নের কিতাবের তাবলীগ থেকে দুরে থাকুন ঈমান,আমল,সম্পদ হেফাজত করুন।
কুরআন এবং সহী হাদিস বুঝে পড়ুন আমল করুন প্রচার করুন।

🔴🔴🔴চিল্লা প্রথা কী জেনে নিন🔴🔴🔴

●◆=======●◆●=======●◆

"চল্লিশ দিনের জন্য নিজস্ব খরচে তাবলীগে বের হওয়াকে ‘চিল্লা’ বলে। ‘ইসলাম আসার আগে ব্রাহ্মণ ও বৌদ্ধ ভিক্ষুরা ঘরবাড়ি ছেড়ে পায়ে হেটে বহু দূরে চলে যেত। বাধ্য না হলে তারা কোন কিছুতে সওয়ার হতো না। অতঃপর জঙ্গলে বা অন্য কোথাও নিরালায় বসে ক্ষুৎ-পিপাসায় কাতর হয়ে ঈশ্বর বন্দনায় লিপ্ত হতো।

‘'হে তাবলীগীরা তোমাদের এই ঘরবাড়ি ছেড়ে চিল্লায় যাওয়ার প্রথা যদি ব্রাহ্মণদের ধর্ম থেকে না নেওয়াও হয়, তথাপি এটি হ’ল নিকৃষ্টতম বিদ‘আত ও নিকৃষ্টতম ভ্রষ্টতা। যা ভারতীয় মূর্তিপূজারীদের হুবহু অনুকরণ, যা তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছ।

🔴"চিল্লায় গিয়ে মানুষকে ছয় উছূল (কালেমা, ছালাত, ইলম ও যিকর, ইকরামুল মুসলিমীন, তাছহীহে নিয়ত, তাবলীগ) শিখানো হয়।
এছাড়া নানা দায়েমী ফরয, দায়েমী সুন্নাত, খানাপিনা-পেশাব-পায়খানা সহ নানাবিধ আদব, ফরয-ওয়াজিব ও সুন্নাতের বিরাট তালিকা মুখস্ত করানো, গাশত-তা‘লীম, সফর-মোশাওয়ারা, অতঃপর ফাযায়েলের বায়ান ইত্যাদির মধ্যে একজন মানুষকে সর্বদা ব্যস্ত রাখা হয়।
অথচ তাদেরকে কুরআন ও হাদীছ শিখানো হয় না। তাওহীদ ও শির্ক, সুন্নাত ও বিদ'আত বুঝানো হয় না। যেগুলি ইসলামের মৌলিক বিষয়।

🔴"দলবদ্ধ চিল্লার প্রোগ্রাম বাস্তবায়নের মধ্যে তাদের মূল উদ্দেশ্য থাকে দেউবন্দী ভ্রান্ত তা‘লীম ও ছূফী আক্বীদা-বিশ্বাস লোকদের হৃদয়ে প্রোথিত করা। মাওলানা যাকারিয়ার তাবলীগী নেছাবের (ফাজায়েলে আমালের) মাধ্যমে যেটা সর্বত্র প্রচারিত হচ্ছে। সাথে সাথে এই জামা'আতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াসের ভ্রান্ত আক্বীদা তার নিজ যবানীতে নিম্নরূপ ‘স্বপ্নের মধ্যে বিশুদ্ধ জ্ঞান সমূহ প্রক্ষিপ্ত হয়।
যা নবুঅতের চল্লিশ ভাগের একভাগ।’
‘'আজকাল স্বপ্নের মাধ্যমে আমার মধ্যে বিশুদ্ধ ইলম সমূহ প্রক্ষিপ্ত হচ্ছে। এজন্য চেষ্টা করব যাতে আমার ঘুম বেশী হয়। ফলে মাথায় তেল মালিশ করায় তার ঘুম খুব বেশী হ’তে লাগল’।
অতঃপর তিনি (মাওলানা ইলিয়াস) বললেন, তাবলীগের এই তরীকাও আমার উপর স্বপ্নের মধ্যে বিকশিত হয়েছে’।[আব্দুর রহমান উমরী, তাবলীগী জামা‘আত আওর উসকা নিছাব (নয়াদিল্লী : দারুল কিতাব, ১৯৮৮ খৃঃ), পৃঃ ১৩; গৃহীত : মালফূযাতে মাওলানা ইলিয়াস পৃঃ ৫১।

"মুখে ‘রাসূলের (সাঃ) তরীকায় শান্তি’ বলে হর-হামেশা প্রচার চালালেও এটা মূলতঃ ইলিয়াসী তরীকার প্রচার, যা মানুষকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছমুখী না করে তাদের নিজেদের আবিষ্কৃত ভ্রান্ত তরীকামুখী করে।

♦এসব স্বপ্নের কিতাবের তাবলীগ থেকে দুরে থাকুন ঈমান,আমল,সম্পদ হেফাজত করুন।
কুরআন এবং সহী হাদিস বুঝে পড়ুন আমল করুন প্রচার করুন।

 #জাহেরী_নামাজে_উচ্চস্বরে_আমিন_বলার_হাদীস_সমূহ_এবং_হানাফী_মাযহাবের_কিতাবের_রেফারেন্স_সহঃ~০১) বুখারি ১ম খন্ড ১০৮ পৃষ্ঠা০২...
09/12/2022

#জাহেরী_নামাজে_উচ্চস্বরে_আমিন_বলার_হাদীস_সমূহ_এবং_হানাফী_মাযহাবের_কিতাবের_রেফারেন্স_সহঃ~

০১) বুখারি ১ম খন্ড ১০৮ পৃষ্ঠা
০২) মুসলিম শরীফ ১৭৬ পৃষ্ঠা
০৩) আবু দাউদ ১৩৪ পৃষ্ঠা
০৪) তিরমিজি ৫৭,৫৮ পৃষ্ঠা
০৫) নাসায়ী ১৪০ পৃষ্ঠা
০৬) ইবনে মাজাহ ৬২ পৃষ্ঠা
০৭) মুয়াত্তা মালেক ১০৮ পৃষ্ঠা
০৮) বায়হাকী ২য় খন্ড ৫৯ পৃষ্ঠা
০৯) দার কুৎনী ১২৭ পৃষ্ঠা
১০) মেশকাত ১ম খন্ড ৭৯,৮০ পৃষ্ঠা
১১) যাদুল মায়াদ ১ম খন্ড ১৩২ পৃষ্ঠা
১২) মাসনাদে ইমাম শাফী ২৩ পৃষ্ঠা
১৩) ইবনে আবি শায়বা ২৮ পৃষ্ঠা
১৪) ফাতহুল বারী ২য় খন্ড ২৬৭ পৃষ্ঠা
১৫) হিদায়া দিরায়াহ ১০৮ পৃষ্ঠা
১৬) আবকারুল মিনান ১৮৯ পৃষ্ঠা
১৭) ফাতহুল বায়ান ৩৪ পৃষ্ঠা
১৮) মুহাল্লা ২৬৩ পৃষ্ঠা
১৯) রাফউল ওজাজাহ ৩০০ পৃষ্ঠা
২০) তোহফাতুল আহয়াজি ১ম খন্ড ২০৮ পৃষ্ঠা
২১) তানভীরুল হায়ালেক ১০৮ পৃষ্ঠা
২২) মন্তাকা ৫৯ পৃষ্ঠা
২৩) নায়লুল আওতার ২য় খন্ড ২৪৪ পৃষ্ঠা
২৪) আহকাম ২০৭ পৃষ্ঠা
২৫) আততার গীব ২৩ পৃষ্ঠা
২৬) সবুলুস সালাম ২৪৩ পৃষ্ঠা
২৭) কানজুল ওম্মাল ৫৯ পৃষ্ঠা
২৮) জামেউল ফায়ায়েদ ৭৬ পৃষ্ঠা
২৯) তাল খিসুল হাবীর ৯০ পৃষ্ঠা
৩০) আউনুল মাবুদ ২৫২ পৃষ্ঠা
৩১) তায়সীরুল ওসুল ২১৭ পৃষ্ঠা

#হানাফী_মাযহাবের_কিতাব_গুলিতেও_উচ্চস্বরে_আমীন_বলার_দলিল_সমুহঃ~
১) আইনুল হেদায়া ১ম খন্ড ৩৬৫ পৃষ্ঠা
২) নুরুল হেদায়া ৯৭ পৃষ্ঠা
৩) ফতহুল কাদীর ৩৬৩ পৃষ্ঠা
৪) মাদারেজুন্নবুয়াত ৪০১ পৃষ্ঠা
৫) তানবীরুল আইনাইন ৪১ পৃষ্ঠা
৬) গুনিয়াতুত তালেবীন ১১ পৃষ্ঠা
৭) তাহকীকুল কালাম ১০ পৃষ্ঠা
৮) তালিকুল মুমাজ্জাদ ১০৫ পৃষ্ঠা (ভারতের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই লাক্ষ্ণৌভী হানাফী )
ইমাম আবু হানিফা (রহঃ) এর উস্তাদ আতা ইবনে আবি রাবাহ (রহঃ) বলেন- "আমি মসজিদুল হারাম কাবা শরীফে কমপক্ষে দুশ' জন সাহাবীকে আর বিভিন্ন দিনে হাজার হাজার সাহাবীকে এমন অবস্থায় পেয়েছি যে, যখন ইমাম "অলাদ্দৌলীন" বলতেন তখন আমি তাদের আমীনের প্রতিধ্বনি দীর্ঘ সময় পর্যন্ত শুনতাম"
(বায়হাকী ২য় খন্ড ৫৯ পৃষ্ঠা, আইনী ৬ষ্ঠ খন্ড ৪৮ পৃষ্ঠা, ফাতহুল বারী ২য় খন্ড ২৬৭ পৃষ্ঠা)

#বিঃ_দ্রঃ~ এখনও পুরো আরবের প্রতিটা মসজিদে উচ্চ স্বরে লম্বা করে আ-মি-ন বলে সবাই।

🔰বিদআত কি?ইবাদতের ক্ষেত্রে সওয়াব এর উদ্দেশ্যে এমন সব আমল করা যা রাসূলুল্লাহ (সাঃ) ও তাঁর সাহাবীরা করেনি, তা-ই হলো বিদআত...
06/12/2022

🔰বিদআত কি?
ইবাদতের ক্ষেত্রে সওয়াব এর উদ্দেশ্যে এমন সব আমল করা যা রাসূলুল্লাহ (সাঃ) ও তাঁর সাহাবীরা করেনি, তা-ই হলো বিদআত

🔰এই ক্ষেত্রে অনেকে উপাদান এবং ইবাদাতকে মিক্স করে ফেলে,
উপাদান এবং ইবাদত দুইটা আলাদা জিনিস:
🔹উপাদানে পরিবর্তন করলে গুনাহ হবে না।
উদাহরণস্বরূপ: আপনি বাটা কোম্পানির জুতাও পড়তে পারেন অথবা এপেক্স কোম্পানির জুতাও পড়তে পারেন, এতে কোন সমস্যা নেই।
🔹ইবাদতের মধ্যে সাওয়াবের উদ্দেশ্যে নতুন কিছু প্রবেশ করালে তা বিদআত হবে।
উদাহরণস্বরূপ: সিজদাহ করা ভালো তাই বলে আপনি নামাজে একসাথে তিনটা সিজদা করতে পারবেন না।
শরীয়তের নতুন কিছু ঢুকানোর ব্যাপারে হাদিস ⬇️

🔶 রাসূলুল্লাহ সাঃ বলেছেন:
যে ধর্মীয় কাজে এমন কিছুর অনুপ্রবেশ ঘটাবে যা তাতে নেই (অর্থাৎ দলিলবিহীন) তা পরিত্যাজ্য (অর্থাৎ তারা গ্রহণযোগ্য নয়)।
📜সহিহ বুখারী: ২৬৯৭
*** হাদিসের মান: সহিহ🟩

🔰 বিদআতের পরিণতি:
🔶বিদআতিকে আশ্রয়দানকারী ও বিদআত উদ্ভাবণকারীর উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের লানত। আল্লাহ তাঁর কোন নফল ও ফরয ইবাদত কবূল করেন না।
📜বুখারী: ৩১৭২
*** হাদিসের মান: সহীহ 🟩

🔶দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন সর্বাপেক্ষা নিকৃষ্ট কাজ। প্রতিটি বিদআতই ভ্রষ্টতা।
📜মুসলিম: ৮৬৭
*** হাদিসের মান: সহীহ🟩

🔶আল্লাহ বিদআতীর তওবা ততক্ষণ পর্যন্ত স্থগিত রাখেন (গ্রহণ করেন না), যতক্ষণ পর্যন্ত সে তার বিদআত বর্জন না করেছে।
📜 হাদিস সম্ভার: ১৪৬
*** হাদিসের মান: সহীহ🟩

🔶বিদআতিরা হাউজে কাউসারের পানি পান করতে গেলে রাসূলুল্লাহ (সাঃ) তাদেরকে বলবেন: “দূর হও, দূর হও।যারা আমার পরে (দ্বীনে) রদ-বদল করেছে।
📜মুসলিম (ইফা:): ৫৭৬৮
*** হাদিসের মান: সহীহ 🟩



04/12/2022

সালাফী বা আহলে হাদীস পরিচয় দেওয়া কি শরীয়ত-বিরোধী?
________________________________
উত্তরঃ ‼️
না, যখন ময়দানে রয়েছে শিয়া, খারেজী, মু'তাযেলী, জাহমী, আশআরী, মাতুরীদী, দেওবান্দী, বেরেলী, সূফী, ইখওয়ানী, জামাতে ইসলামী, তবলীগী প্রভৃতি নানা ফিরকা, আর তারা সকলেই দাবিতে মুসলিম, তখন সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত মুসলিমের একটা পৃথক পরিচয় হওয়া দরকার, যাতে তাকে সকলের মাঝে চেনা সহজ হয়।

অনেকে বলেন, পরিচয়ে বলা উচিত, 'আমি সাহাবাদের বুঝে কিতাব ও সুন্নাহর অনুসারী।

জী! কিন্তু পরিচয়টা কি লম্বা হয়ে যায় না? উক্ত কথাটিকে যদি একটি শব্দে বলতে চাই, তাহলে কী বলা বলা যাবে? এক কথায় সালাফী বললে কি দীর্ঘ কথাটি সংক্ষিপ্ত হয় না?

বলবেন, তাতে মুসলিম উম্মাহর মাঝে অনৈক্য ও বিচ্ছিন্নতা সৃষ্টি করা হচ্ছে।

বলব, না, মুসলিম উম্মাহর মাঝে অনৈক্য ও বিচ্ছিন্নতা তো সৃষ্টি হয়েই আছে। বলবেন, আপনাদের সে নামকরণের দলীল কী? বলব, দলীল অনেক দেখেছেন। অনেক পড়েছেন। আর এ নাম নিলে কেউ মুসলিম নাম থেকে বের হয়ে যায় না। যেমন এ ছাড়া। অন্য নাম নিলেও মুসলিম ইসলাম থেকে বের হয়ে যায় না।

কেউ যদি নিজেকে ‘মিসরী’ বলে, সে কি আল্লাহর দেওয়া নাম ‘মুসলিম’ থেকে বের হয়ে যায়?

কেউ যদি নিজেকে মুহাজির’ বলে, সে কি আল্লাহর দেওয়া নাম ‘মুসলিম’ থেকে বের হয়ে যায়?

কেউ যদি নিজেকে ‘আনসারী’ বলে, সে কি আল্লাহর দেওয়া নাম ‘মসলিম’ থেকে বের হয়ে যায়?

কেউ যদি নিজেকে ‘আহলে কুরআন’ বলে, সে কি আল্লাহর দেওয়া নাম মুসলিম থেকে বের হয়ে যায়?

তাহলে কেউ যদি নিজেকে সালাফী’ বা ‘আহলে হাদীস বলে, সে আল্লাহর দেওয়া নাম ‘মুসলিম’ থেকে বের হয়ে যাবে কেন? আমি একজন ভারতীয়। এ পরিচয় ভারতের বাইরে দিতে হয়। ভারতের ভিতরে অন্য রাজ্যে ‘বাঙ্গালী’ বলে পরিচয় দিই। তাতে কি আমি ভারতীয়দের অন্তর্ভুক্ত হওয়া থেকে বের হয়ে যাব?

রাজ্যের ভিতরে অন্য জেলায় বর্ধমানী’ বলে পরিচয় দিই। তাতে কি আমি ভারতীয়দের অন্তর্ভুক্ত হওয়া থেকে বের হয়ে যাব? জেলার ভিতরে অন্য শহর বা গ্রামে থানার বা গ্রামের নামের সাথে সম্পর্ক জুড়ে পরিচয় দিই। তাতে কি আমি ভারতীয়দের অন্তর্ভুক্ত হওয়া থেকে বের হয়ে যাব?

অনুরূপই আমি মুসলিম। কিন্তু মুসলিমরা যখন শীআহ (শিয়া) হয়ে গেল, তখন আমি আহলে সুন্নাহ। তখনও আমি মুসলিম থাকলাম। বরং আসল মুসলিম থাকলাম।

মুসলিমরা যখন খারেজী (খাওয়ারিজ) হয়ে গেল এবং আরো অনেক খেয়ালখুশির পূজারী ও বিদআতী দলে বিভক্ত হল, তখন আমি আহলে সুন্নাহ ওয়াল-জামাআহ। তার মানে আমি খেয়াল-খুশির পূজারী বা বিদআতী নই, আহলে সুন্নাহ। এবং খারেজী নই, আহলে জামাআহ, তখনও আমি মুসলিম থাকলাম বরং আসল মুসলিম থাকলাম।

আবার আহলে সুন্নাহ ওয়াল-জামাআহ যখন সহীহ হাদীস ও আষারের ফায়সালা ব্যতিরেকে রায় ও ফিকহের ফায়সালা গ্রহণ শুরু করল, তখন আমি আহলে হাদীস বা আহলে আষার হলাম। তখনও আমি মুসলিম থাকলাম। বরং আসল মুসলিম থাকলাম। অনেকে বলেন, 'তোমরা নিজেদেরকে আহলে হাদীস কেন বল? আমরা মুসলিম হওয়া সত্ত্বেও নিজেদেরকে ‘মুহাম্মাদী’ বা মহামেডান’ বলি অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্য থেকে নিজেদেরকে পৃথক করার জন্য। কিন্তু মহামেডানদের মধ্যে অনেক বিদআতীও আছে। তাই বিদআতী সম্প্রদায় থেকে নিজেদেরকে পৃথক করার জন্য বলে থাকি, ‘আহলে সুন্নাহ।

আর মহানবী (সা.)-এর ‘সুন্নাহ’ জানা যায় তাঁর হাদীস থেকে, তার সুন্নাহ গ্রহণ করে সহীহ হাদীস থেকে। তাই আহলে হাদীস নিজেদেরকে ‘আহলে হাদীস বলে।

আহলে হাদীস রায় ও কিয়াসের উপর সহীহ হাদীস’কে প্রাধান্য দেয়, তাই আহলে হাদীস নিজেদেরকে আহলে হাদীস বলে।

কোন ব্যক্তি বিশেষের অন্ধানুকরণ না করে তার কথার উপর সহীহ হাদীসকে প্রাধান্য দেয়, তাই আহলে হাদীস নিজেদেরকে আহলে হাদীস বলে।

হাদীসের কোন কথা আপাতদৃষ্টিতে জ্ঞানের বাইরে মনে হলেও জ্ঞানের উপর সহীহ হাদীসকে প্রাধান্য দেয়, তাই আহলে হাদীস নিজেদেরকে আহলে হাদীস বলে।

মতবিরোধপূর্ণ ফিক্বহী মাসায়েলে ফুকাহাদের মতামতের উপরে মুহাদ্দিসীনদের মতামতকে প্রাধান্য দেয়, তাই আহলে হাদীস নিজেদেরকে আহলে হাদীস বলে।

অনেকে বলে থাকেন, হাদীসে নবী (সা.)-এর সুন্নত অবলম্বন করতে বলা হয়েছে, হাদীস নয়। অতএব ‘আহলে সুন্নত না বলে আহলে হাদীস’ বলা সঠিক নয়।

আল্লাহর রসূল (সা.) বলেছেন, “তোমরা আমার সুন্নতকে মজবুত করে ধর।” (আবু দাউদ, তিরমিযী)

“যে আমার সুন্নত হতে মুখ ফিরিয়ে নেবে, সে আমার দলভুক্ত নয়।” (বুখারী-মুসলিম)

“আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যা অবলম্বন করলে তোমরা কখনই পথভ্রষ্ট হবে না। তা হল আল্লাহর কিতাব এবং আমার সুন্নত।” (হাকেম, সহীহ তারগীব ৩৬নং)

মহানবী (সা.)-এর বাণীকে হাদীস বলা হয়।

এ বাণী আবার দুই প্রকারঃ যে বাণী আল্লাহর অহী-ভিত্তিক, তার উপর আমল করা ওয়াজেব। আর যা অহী-ভিত্তিক নয় (সাংসারিক), তা মান্য করা জরুরী নয়।

তার কর্ম ও মৌন-সম্মতিকেও হাদীস বলা হয়। কিছু কিছু হাদীস আছে, যা উম্মতের জন্য পালন করা বৈধ নয়। সে আমলের হাদীস কেবল মহানবী ঐs-ই করে গেছেন। যেমন একই সাথে নয়টি স্ত্রী রাখার হাদীস। তা কোন উম্মতী করতে পারে না, তা হাদীসে থাকলেও উম্মতীর জন্য পালনীয় সুন্নত নয়। এই জন্য ‘হাদীস’ কথাটি আম। আর ‘সুন্নাহ’ কথাটি খাস। আর সুন্নাহর বিশেষ অর্থ হল তরীকা বা আদর্শ। তাই হাদীসে বলা হয়েছে, 'তোমরা আমার সুন্নাহ, সুন্নত, তরীকা বা আদর্শকে শক্তভাবে ধারণ কর।” “হাদীসকে ধারণ কর’ বলা হয়নি। যেহেতু তা বলা হলে সকল হাদীসের উপর আমল করা ওয়াজেব হয়ে যেত। আর তা সম্ভব ছিল না।

পক্ষান্তরে তার সুন্নত ও আদর্শ জানার মাধ্যম হল হাদীস। আর হাদীসই বলতে পারে, তার কোন বাণী ও কর্ম আমাদের জন্য সুন্নত বা আদর্শ। হাদীসই হল কুরআনের ব্যাখ্যা। তাই আহলে হাদীস’ বলা ভুল নয়। কোন সমস্যার সমাধানের সময় মযহাবী উলামাগণ নিজ নিজ ফিকাহ-গ্রন্থ থেকে সমাধান খোজেন, কিন্তু আহলে হাদীস উলামাগণ। সহীহ হাদীস থেকে তার সমাধান খোঁজেন। তাই আহলে ফিক্বহের মোকাবেলায় আহলে হাদীস’ নাম ভুল নয়। মযহাবীগণ নিজেদের ফিকহের মযহাব ও সমাধানকে বহাল রাখতে তার দলীল পেশ করেন হাদীস থেকে। সেটা যয়ীফ বা জাল হলেও মযহাব ও সমাধান পরিবর্তন করতে পারেন না। কিন্তু আহলে হাদীস কোন হাদীস যয়ীফ বা জাল হলে সমাধান পরিবর্তন করে এবং কেবল সহীহ হাদীসের উপর আমল করে। সকল আয়েম্মার নীতি ছিল অনুরূপ। তাই আহলে মযহাবের মোকাবেলায় আহলে হাদীস’ নাম। ভুল নয়। আহলে হাদীস মানে তারা কুরআন মানে না, তা নয়। কারণ হাদীসেই কুরআন মানতে বলা হয়েছে। আর কুরআনের বাণীও এক অর্থে হাদীস। সুতরাং যে হাদীস মানবে, সে কুরআন অবশ্যই মানবে। কুরআন ও সহীহ হাদীস মানতে গিয়ে আহলে হাদীস’ বলে পরিচয় দেওয়া ভুল নয়।

আহলে হাদীস এ কথা জানে যে, ফিক্বহের অধিকাংশ মাসায়েলে দলীল আছে। কিন্তু সে দলীল যয়ীফ হলে এবং তার মোকাবেলায় সহীহ হাদীস থাকলে, আহলে হাদীস সহীহ হাদীস গ্রহণ করে। দলীলে কোন সাহাবার উক্তি বা আমল থাকলে এবং তার মোকাবেলায় রসূল। ই-এর সরাসরি কোন উক্তি বা কর্ম থাকলে, আহলে হাদীস সাহাবার আষারের মোকাবেলায় রসূল ৫-এর হাদীসকে প্রাধান্য দেয়। এই হিসাবেও ‘আহলে হাদীস’ নাম ভুল নয়।

মহান আল্লাহ বলেছেন,

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ

অর্থাৎ, যে ব্যক্তি আল্লাহর প্রতি মানুষকে আহবান করে, সৎকাজ করে এবং বলে, 'আমি তো আত্মসমর্পণকারী (মুসলিম) তার অপেক্ষা কথায় উত্তম আর কোন ব্যক্তি? (হা-মীম সাজদাহঃ ৩৩)।

إِنَّمَا أُمِرْتُ أَنْ أَعْبُدَ رَبَّ هَٰذِهِ الْبَلْدَةِ الَّذِي حَرَّمَهَا وَلَهُ كُلُّ شَيْءٍ ۖ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ

অর্থাৎ, আমি তো এ নগরীর প্রতিপালকের উপাসনা করতে আদিষ্ট হয়েছি, যিনি একে সম্মানিত করেছেন। সমস্ত কিছু তারই। আমি আরও আদিষ্ট হয়েছি, যেন আমি আত্মসমর্পণকারী (মুসলিম)দের একজন হই। (নামলঃ ৯১)।

وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ ۚ هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ ۚ مِّلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ ۚ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِن قَبْلُ وَفِي هَٰذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ ۚ فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَاكُمْ ۖ فَنِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ

অর্থাৎ, সংগ্রাম কর আল্লাহর পথে যেভাবে সংগ্রাম করা উচিত; তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠিনতা আরোপ করেননি; এটা তোমাদের পিতা ইব্রাহীমের মিল্লাত (ধর্মাদর্শ); তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন ‘মুসলিম এবং এই গ্রন্থেও; যাতে রসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয় এবং তোমরা সাক্ষী স্বরূপ হও মানব জাতির জন্য। সুতরাং তোমরা নামায কায়েম কর, যাকাত আদায় কর এবং আল্লাহকে অবলম্বন কর; তিনিই তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি! (হাজ্জঃ ৭৮)

মহানবী (সা.) বলেছেন,

وأنا آمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله فإنه من خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الاسلام من عنقه الا ان يرجع ومن ومن دعا يدعوی الجاهلية فهو من جثاء جهنم

-(-২ “আমি তোমাদেরকে পাঁচটি কাজের আদেশ করছি, যা আল্লাহ আমাকে আদেশ করেছেন। রাষ্ট্রনেতার কথা শুনবে, তার আনুগত্য করবে, জিহাদ করবে, হিজরত করবে এবং একই রাষ্ট্রনেতার নেতৃত্বে) জামাআতবদ্ধভাবে বসবাস করবে। যেহেতু যে ব্যক্তি বিঘত পরিমাণ জামাআত থেকে দুরে সরে যায়, সে আসলে ফিরে না আসা পর্যন্ত ইসলামের রশিকে নিজ গলা থেকে খুলে ফেলে দেয়। আর যে ব্যক্তি জাহেলী যুগের ডাক ডাকে, সে আসলে জাহান্নামীদের দলভুক্ত।”

এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল! যদিও সে নামায পড়ে ও রোযা রাখে? তিনি বললেন,

وإن صام وإن صلى وزعم أنه مسلم فادعوا المسلمين بأسمائهم بما سماهم الله عز وجل المسلمين الممؤمنين عباد الله عز وجل

“যদিও সে নামায পড়ে ও রোযা রাখে। সুতরাং হে আল্লাহর বান্দারা! তোমরা আল্লাহর (নামে) ডাকে ডাকো, যিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম, মু’মিন।” (আহমাদ ১৭ ১৭০, তিরমিযী ২৮৬৩, ত্বাবারানী ৩৩৫০, আবু য়্যা’লা ১৫৭১, ইবনে হিব্বান ৬২৩৩নং) কিন্তু তিনি এ কথাও বলেছেন,

من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنی وستة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة

---তোমাদের মধ্যে যে আমার পরে জীবিত থাকবে, সে বহু মতভেদ দেখতে পাবে। অতএব তোমরা আমার সুন্নাহ (পথ ও আদর্শ) এবং আমার পরবর্তী সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশেদীনের সুন্নাহ অবলম্বন করো। তা দৃঢ়ভাবে ধারণ করো, দাতে কামড়ে ধরো। আর দ্বীনে। নবরচিত কর্ম থেকে সাবধান থেকো। কারণ প্রত্যেক নবরচিত (দ্বীনী) কর্মই হল 'বিদআত'। আর প্রত্যেক বিদআতই হল ভ্রষ্টতা।” (আহমাদ ১৭ ১৪৪, আবু দাউদ ৪৬০৭, তিরমিযী ২৮ ১৫ নং, ইবনে মাজাহ, মিশকাত ১৬৫নং)

افترقت اليهود على إحدى وسبعين فرقة وافترقت النصارى على اثنتين وسبعين فرقة وستفترق أمتي على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة قالوا من هي يا رسول الله؟ قال الجماعة وفى رواية ما أنا عليه واصحابى

“ইয়াহুদী একাত্তর দলে এবং খ্রিষ্টান বাহাত্তর দলে দ্বিধাবিভক্ত হয়েছে। আর এই উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে। যার মধ্যে একটি ছাড়া বাকী সব ক’টি জাহান্নামে যাবে।” অতঃপর ঐ একটি দল প্রসঙ্গে জিজ্ঞাসিত হলে তিনি বললেন, “তারা হল জামাআত।” অন্য এক বর্ণনায় আছে, “আমি ও আমার সাহাবা যে মতাদর্শের উপর আছি তার উপর প্রতিষ্ঠিত থাকবে।” (সুনান আরবাআহ মিশকাত ১৭১১৭২, সিলসিলাহ সহীহাহ ২০৩, ১৪৯২নং)

تفترق أمتي على بضع وسبعين فرقة أعظمها فتنة على أمتي قوم يقيسون الأمور برأيهم فيحلون الحرام ويحرمون الحلال

“আমার উম্মত সত্তরাধিক (তিয়াত্তর) ফিকায় বিভক্ত হবে। এদের মধ্যে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা (ও ক্ষতির কারণ হবে একটি এমন সম্প্রদায়, যারা নিজ রায় দ্বারা সকল ব্যাপারকে ‘কিয়াস’ (অনুমান) করবে; আর এর ফলে তারা হালালকে হারাম এবং হারামকে হালাল করবে।” (আল-ইবানাহ ইবনে বাত্ত্বাহ ১/৩৭৪ হাকেম ৪/৪৩০, মাজমাউয যাওয়াইদ ১১৭৯)

আর সে ভবিষ্যদ্বাণী সত্যরূপে প্রকাশও পেয়েছে। পরবর্তী যুগে ‘মুসলিম নাম নিয়ে জাতির মধ্যে অনেক অমুসলিম’ বা ‘নামধারী মুসলিম’-দের অনুপ্রবেশ ঘটেছে। কেবল মুসলিম’ বললে নকল ও ভেজালমার্কা মুসলিমদের মধ্য থেকে প্রকৃত মুসলিমকে পার্থক্য করা যেত না। পরবর্তীতে ফির্কাবন্দির জালে ইসলাম বন্দী হয়ে পড়লে মূল। ইসলামের অনুসারীদেরকে (শিয়া প্রভৃতি) আহলে বিদআর মোকাবেলায় আহলে সুন্নাহ’ নাম নিতে হয়েছে এবং ইসলামী রাষ্ট্র থেকে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী খাওয়ারিজদের মোকাবেলায় আহলে সুন্নাহ অল-জামাআহ’ বলে পরিচয় দিতে হয়েছে। তেমনি পরবর্তীতে হাদীসের উপর ব্যক্তির আক্কেল, রায়, কিয়াস, যুক্তি, জাল ও যয়ীফ হাদীস প্রাধান্য পাওয়ার যুগে সহীহ হাদীসের উপর আমলকারীদেরকে ‘আহলে হাদীস’ নাম নিতে হয়েছে।

অবশ্যই সালাফী বা আহলে হাদীস মানে প্রকৃত সালাফী ও আহলে হাদীস। যার আকীদা, আমল, কথা, দাওয়াত, চরিত্র, ব্যবহার ইত্যাদি জীবনের সকল ক্ষেত্রে সালাফী বা আহলে হাদীস। সকল ক্ষেত্রে সে কুরআন ও হাদীসকে সলফে সালেহীনের বুঝ অনুসারে বুঝে তাদের মতো সাধ্যমতো আমল করে।
🖤
ব্ই সালাফি আস সালাফিয়াত
লেখক।
শায়েখ আব্দুল হামিদ ফাইজী হাফিযাহুল্লাহ।

প্রিয় উস্তাদ শাইখ মতিউর রহমান মাদানী হাফিয্বাহুল্লাহ বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনার প্লে লিস্ট লিংক নিচে দাওয়া হলো আপনার...
04/12/2022

প্রিয় উস্তাদ শাইখ মতিউর রহমান মাদানী হাফিয্বাহুল্লাহ বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনার প্লে লিস্ট লিংক নিচে দাওয়া হলো আপনার সংগ্রহে রাখতে পারেন!

(১) আক্বীদা আল-ওয়াসেত্বীয়া। (১-৪০ পর্ব)
লিংকঃ- https://rb.gy/sxwacl
(২) কিতাবুত তাওহীদ ব্যাখ্যা! (১-৬৭ পর্ব)
লিংকঃ- https://rb.gy/enbxlv
(৩) মানহাজ সিরিজ। (কর্মপদ্ধতি) (১-৩০ পর্ব)
লিংকঃ- https://rb.gy/4oqsru
(৪) সহীহ বুখারীর তাফসীর। (চলতেছে)
লিংকঃ- https://rb.gy/562pg4
(৫) নবী (ﷺ) এর জীবনী। (চলতেছে)
লিংকঃ- https://rb.gy/oo4sm9
(৬) জামায়াতে ইসলামী ও মওদুদীর পরিচয়। (১-৭ পর্ব)
লিংকঃ- https://rb.gy/qu4jp9
(৭) তাবলীগ জামাত সম্পর্কে বিস্তারিত আলোচনা।
লিংকঃ- https://rb.gy/mjdap2
(৮) সহীহ নামাজ শিক্ষা বিস্তারিত আলোচনা।
লিংকঃ- https://rb.gy/t2mtdt
(৯) অসুস্থ ব্যক্তি ও যানবাহনে সফরের নামাজ।
লিংকঃ- https://rb.gy/jbr0rj
(১০) রমাজানের আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা।
লিংকঃ- https://rb.gy/dbow8l
(১১) যাকাতের বিধি-বিধান। (১-৯ পর্ব)
লিংকঃ- https://rb.gy/v1bgvk
(১২) সম্পত্তি ভাগবন্টনের বিধান। (১-২৫ পর্ব)
লিংকঃ- https://rb.gy/4c0mhu
(১৩) জানাযার বিধি বিধান। (১-৬ পর্ব)
লিংকঃ- https://rb.gy/qsbkol
(১৪) হজ্জ প্রশিক্ষণ & হজ্জ সম্পর্কিত বিস্তারিত আলোচনা।
লিংকঃ- https://rb.gy/k94wzd
(১৫) ঈদের নামাজ & ঈদ সম্পর্কিত বিস্তারিত আলোচনা।
লিংকঃ- https://rb.gy/hnmbnn
(১৬) আদব শিষ্টাচার সম্পর্কিত আলোচনা। (১-৪ পর্ব)
লিংকঃ- https://rb.gy/lpbczb
(১৭) মক্কার জুমার খুতবা বাংলায়। (চলবে)
লিংকঃ- https://rb.gy/gw3xam
(১৮) বালা মুসিবত থেকে বাচার উপায়। (১-৫ পর্ব)
লিংকঃ- https://rb.gy/r7sxuh
(১৯) কুরআনে বর্ণিত গুহায় ৩০৯ বছর ঘুমিয়ে থাকা যুবকদের কাহিনী। (১-৫ পর্ব)
লিংকঃ- https://rb.gy/hjpxn4
(২০) কুরআনে বর্ণিত ইউসুফ (আঃ) এর কাহিনী। (১-৫ পর্ব)
লিংকঃ- https://rb.gy/oeiit7
(২১) জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন ও উত্তর। (চলবে)
লিংকঃ- https://rb.gy/enksac
(২২) মিলাদুন্নবী পালন সম্পর্কে বিস্তারিত আলোচনা।
লিংকঃ- https://rb.gy/baz7sr
(২৩) সফরের নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা।
লিংকঃ- https://bit.ly/3EHhl9J
(২৪) চোর ও চোরের শাস্তি সম্পর্কে আলোচনা। (১-৩ পর্ব)
লিংকঃ- https://bit.ly/2Xwtvkh
(২৫) ইসলামের কিছু সত্য কাহিনী! & জান্নাত/জাহান্নাম।
লিংকঃ- https://bit.ly/3lGPPjE
(২৬) পবিত্র কুরআনের সবগুলো সূরার তাফসীর।
লিংকঃ- https://rb.gy/gvo1bb
(২৭) কিতাব শারহুস্ সুন্নাহ্ তাফসীর (১-২৬ পর্ব)
লিংকঃ- https://rb.gy/d9kha8
-
বিঃদ্রঃ- উক্ত পোস্টি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যারা এতো সুন্দর লিস্ট করেছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।

সহীহ আকীদার মাদ্রাসার নতুন লিস্টঃ▌বাংলাদেশে ২৬৫টি সহীহ আকিদার মাদ্রাসার নাম ও ঠিকানা ও ফোন নাম্বার নিচে দেওয়া হয়েছে। আলহ...
20/11/2022

সহীহ আকীদার মাদ্রাসার নতুন লিস্টঃ

▌বাংলাদেশে ২৬৫টি সহীহ আকিদার মাদ্রাসার নাম ও ঠিকানা ও ফোন নাম্বার নিচে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। 🌹🌹
▌আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিন। ডিসেম্বর ও জানুয়ারিতে অনেক মাদ্রাসার ভর্তির কার্যক্রম শুরু হবে। এছাড়াও যেকোন সময় ভর্তি নিতে পারেন। সন্তানকে আলেম ও হাফেজ বানানোর প্রস্তুতি নিন ইন শা আল্লাহ
▌অবশ্যই সহীহ আক্বিদা মাদ্রাসায় ভর্তি করাবেন যেন শিরিক বিদআত মুক্ত হয়ে বিশুদ্ধ জ্ঞানের আলেম ও হাফেজ তৈরি হতে পারে ইনশাআল্লাহ।
▌ঢাকা জেলা:
১। দারুল হুদা আল-জামি'আহ আল-ইসলামিয়াহ আমতলা রোড, বাহির টেংরা, সারুলিয়া, ডেমরা, ঢাকা। ফোনঃ +880 1689-194286
২। মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া
ঠিকানা – ৭৯/ক , উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোনঃ ০১৭৩২৬৭৫৩৮৫, ০১৭২০১১৩১৮০
৩। বিসাল ইসলামিয়া মহিলা মাদ্রাসা। পরিচালনায়ঃ মুহাম্মদীয়া আরবীয়া মাদ্রাসা কমিটি।
(হোল্ডিং নং-৭৯/গ/২) মহল্লাঃ ডেমরা রোড, বিবির বাগিচা(৩নং গেটের পুর্ব পাশ), ওয়ার্ড নং-৪৮, থানাঃ যাত্রাবাড়ী, ঢাকাঃ১২০৪, ফোনঃ01758789958
৪। দোলেশ্বর ইসলামিয়া ও হাফিজিয়া মাদরাসা।ফোনঃ +880 1761-558197
৫। মাদরাসা দারুস সুন্নাহ মিরপুর, ঢাকা। ফোনঃ 01795315440, 01962705452 (শাইখ আব্দুর নূর মাদানী)
৬। শরীফবাগ কামিল মাদ্রাসা, ধামরাই, সাভার, ঢাকা। ০১৮১৮৩৪০১২৩
৭। উম্মুল ক্ববুরা মাসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স। গোড়াবন, মুকসুদপুর, দোহার, ঢাকা- ১৩৩৩। 01711036980, 01914401493, 01302604654
৮। আসসাআদাত ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা, কাজীবাড়ী, উত্তরখান ঢাকা ১২৩০। ০১৭৮৭৬১১৪২২। (এটা শাইখ সাইফুউদ্দিন বেলাল মাদানী কর্তৃক পরিচালিত)
৯। মাদ্রাসাতুল হাদিস, ৯৪ কাজী আলাউদ্দিন রোড(নাজির বাজার), ঢাকা। ফোনঃ ০১৯৫৩৫৭০২৩৮, ০১৭২৬-৯৪২৮৫১, ০১৯২৪-৮৯৬৭৯০।
১০। দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসা। পূর্ব মাদারটেক শরিফবাগ রোড, ঢাকা ১২১৪। ০১৭১৮৭৫৫৩৫৫ (শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী মাদ্রাসার সভাপতি)
১১। দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসা ও ইয়াতীমখানা। ৭৯/এ বিবির বাগিচা ৪নং গেট উত্তর যাত্রাবাড়ী। ঢাকা ১২০৪। ফোনঃ 01819507854, 01947782403
১২। আমিরুন নেসা ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট। দক্ষিনখান, উত্তরা শাখা, ঢাকা। বালক/ বালিকা। আবাসিক/অনাবাসিক।
01915210309, 01780427232, 01707210309 (এটা শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানী কর্তৃক পরিচালিত)
১৩। আলহাজ রাহীমুল্লাহ মোল্লা মাদরাসা ও এতিমখানা। বারাইদ, বাড্ডা, ঢাকা ১২১২। 01799642919, 01728737166
১৪। দারুল হাদিস সালাফিয়্যাহ মাদরাসা। বিবির বাগিচা ৪নং গেইট, হাজী বাড়ি, রোড উত্তর যাত্রাবাড়ী। ঢাকা- ১২০৪। ০১৮১৯৫০৭৮৫৪, ০১৯৪৭৭৮২৪০৩
১৫। মারকাযুল উলূম সালাফিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা। শরীফবাগ উত্তর-পশ্চিমপাড়া ধামরাই, ঢাকা ১৩৫০। +880 1865-475513, 01624427965
১৬। আয়েশা দারুল হাদীস মাদরাসা। ১৩২, আয়েশা জামে মসজিদ (মসজিদ বাড়ী), পূর্ব কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬। 01951670843, 01770991336
১৭। মাদ্রাসা দারুস সুন্নাহ। পল্লবী, ব্লক= ধ, মিরপুর সাড়ে এগারো, মুসলিম বাজারের দক্ষিণ পশ্চিম পাশে। 01726828065
১৮। মারকাজুল উলুম আল ইসলামিয়া। পশ্চিম ভাষাটেক, (মিরপুর ১৪) 01999954154, 01676547968
১৯। দারুত তাওহীদ আইডিয়াল মাদরাসা। ৫৩/১, পুরান পল্টন লেন, ঢাকা। 01580799860, 01404311522, 01855525150
২০। আত তাওহীদ মহিলা মাদ্রাসা। বাসা ১৭, রোড১৭, ব্লক সি, সেকশন১২। পল্লবী, মিরপুর, ঢাকা। 01715205453
২১। দারুল হুসা আল-জামিআহ আল-ইসলামিয়া।
ডেমরা। ঢাকা।
আদর্শ রোড, বাহির টেংরা, সারুলিয়া, ডেমরা, ঢাকা।
01689194286, 01617722224, 01744662663 (পরিচালকঃ ড. মুযাফফর বিন মুহসিন)
২২। আস-সুন্নাহ তালীমুল কুরআন মাদ্রাসা কমপ্লেক্স। ঢুলিভিটা, ধামরাই, ঢাকা। আবদুস সোবহান মডেল এর বিপরীতে নুর আলম ভাইয়ের বাসা। 01572161224, 01956207420, 01580574323
২৩। মাশাইল সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানা। বালক/বালিকা। মাশাইল, নবাবগঞ্জ, ঢাকা। 01921090671
২৪। দারুস সুন্নাহ মাদ্রাসা। এয়ারপোর্ট এর পূর্ব পার্শে। আমতলা, আশকোনা। দক্ষিণখান। ঢাকা ১২৩০। আবাসিক/অনাবাসিক। 01706208180, 01988665106
২৫। মাদ্রাসাতুন নুর। ঢাকা বারিধারা- জে ব্লক। 01407070281, 01407070280
২৬। উসওয়াতুন হাসানাহ মাদরাসা। (64-নর্থ-সাউথ রোড (বংশাল), ঢাকা) 01714391920
২৭। মুহাম্মাদী মডেল মাদ্রাসা। প্লট-৪১-৪৩, নবীনগর হাউজিং, রোড-০৯, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ মোবাইলঃ 01946465866, 01712-060498
২৮। কুল্লিয়াতুল উলূমুল ক্বোর'আন মাদরাসা। আসলিমবাগ, বিলাসপুর, দোহার, ঢাকা।
মোবাইলঃ 01787410943
২৯। জামিআ মানারুত তাওহীদ। অফিস: হাউজ- ১৩, রোড- ৩/এফ, সেক্টর- ০৯, উত্তরা, ঢাকা-১২৩০ 2 ক্যাম্পাস: হাউজ- ৫২, রোড- ১৫, সেক্টর- ১৪, উত্তরা, ঢাকা ১২৩০। মোবাইলঃ 01750030027, 01750030091 (শাইখ শহীদুল্লাহ খান মাদানী কর্তৃক পরিচালিত)
৩০। সমনিয়া অ্যারাবিক মাদরাসা। (পোস্তগোলা ৩৪৬, আলমবাগ,নতুন জুরাইন,কদমতলী, ঢাকা।) আবাসিক/অনাবাসিক/ ডে-কেয়ার। যোগাযোগঃ 01317009917, 01759362168
🌿
▌ গাজীপুর জেলাঃ
১। উমর বিন খাত্তাব (রাঃ) মডেল মাদ্রাসা। গ্রেটওয়াল সিটি, চান্দনা চৌরাস্তা, গাজীপুর।
০১৭১২১৯৩৯৯২, ০১৯৩৩৫৫৮৮১৩
২। জামিআ দারুল হাদীস আল-আরাবিয়া। বাড়ী নং ৩১২, কাথোরা মাদরাসা মোড়, আইইউটি-ইছর রোড, বোর্ডবাজার, গাজীপুর মহানগর। (আবাসিক/অনাবাসিক) ০১৭৬১৮৯৭০৭৬, ০১৭৯৮৪৭৫০৭০ (শাইখ হারুন হুসাইন কর্তৃক পরিচালিত)
৩। দারুস সুন্নাহ মজিদীয়া মাদরাসা। মসজিদে আছিয়া ক্যামপাস, ব্লক আই ২২০, উত্তর বিলাশপুর, গাজীপুর মহানগর ১৭০০। জয়দেবপুর মাছবাজার সংলগ্ন উত্তর পশ্চিম পাশে)। গাজীপুর। 01933558813, 01711243636 (পৃথক বালক ও বালিকা শাখা)
৪। জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। টোক নগর আলিম মাদ্রাসার পশ্চিমে, টোক নগর মধ্যপাড়া, কাপাসিয়া, গাজীপুর। 01646778427, 01975917608
৫। কামারজুরী সালাফিয়্যাহ মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স। ৩৬নং ওয়ার্ড। মাষ্টারবাড়ী রোড। কামারজুরী, গাজীপুর, ঢাকা।
01712-854883
৬। চকপাড়া খানবাড়ি সালাফিয়্যাহ মাদ্রাসা ও এতিমখানা। চকপাড়া মাওনা, শ্রীপুর, গাজীপুর। ০১৭১৬-৫৩১২৯৪, ০১৬২৩-৭৫১৬৫২, ০১৭৩৭-১২১১৯২
🌿.
▌ময়মনসিংহ জেলাঃ
১। মাদ্রাসাতুত তাওহীদ আস-সালাফিয়্যাহ। সানাদিয়া, পরাগগঞ্জ, সদর ময়মনসিংহ।যোগাযোগঃ ০১৭৩৪৬৭০৬৬১, ০১৭১৯২২৯৩৯৮
২। ইমাম বুখারী (রহঃ) মাদ্রাসা। ময়মনসিংহ। (বালক/বালিকা) ০১৭২৭৯০৯৯০৯
৩। আল জামিয়া আর রহমানিয়া মাদ্রাসা। বাটাজোর, ভালুকা, ময়মনসিংহ। 01791923992, 01718800184
৪। মাদ্রাসা আল ফাহাদ আল ইসলামী। গোলপুকুরপাড, ময়মনসিংহ। 01751821434, 01967179041, 01719885884
৫। মধ্য আন্ধারিয়াপাড়া আয়েশা সিদ্দীকা (রাঃ) মডেল মহিলা মাদ্রাসা। ফুলবাড়িয়া, ময়মনসিংহ। 01941837735, 01930170255
৬। জোরাবাড়িয়া কোনাপাড়া, দারুস সুন্নাহ রহমানিয়া মাদরাসা। ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আবাসিক/অনাবাসিক। 01777647206, 01865444634, 01714712773, 01715669288
৭। আবু হুরাইরা (রা) মাদ্রাসা কমপ্লেক্স। ৮নং দাওগাও ইউনিয়ন, কাঁঠালিয়া,মুক্তাগাছা ময়মনসিংহ। (সার্বিক তত্বাবোধানে রফিকুল ইসলাম বিন সাঈদ) ০১৭১১১০৯৬৪১
৮। দারুল হাদিস সালাফিয়্যাহ মহিলা মাদরাসা। চরকামানিরপাড়, নকলা, শেরপুর, ময়মনসিংহ। 01782-191064
৯। বড়চালা তালেব আলী মাস্টার আস সালাফিয়া মহিলা মাদ্রাসা। বড়চালা মোড়, ডাকাতিয়া, ভালুকা, ময়মনসিংহ। ০১৭৩০-৯৭৪৯৩১, ০১৭৩০-৮৪৩২৪২, 01761-292603
১০। সালাফিয়া ক্যাডেট মাদরাসা। গুজিয়াম, কাঁঠালীবদ (মুন্সীবাড়ী) সাইনবোর্ড, ত্রিশাল, ময়মনসিংহ। 01568911183, 01401546848
🌿.
▌সিলেট বিভাগ ও আশে পাশের অন্যান্য জেলাঃ
১. কিউসেট ইন্সটিটিউট, ৭৫-অর্ণব, মিরের ময়দান, সিলেট। ফোনঃ ০১৯৭০৭০৭৫৮০
২। উম্মুল ক্বোরা মাদরাসা, বিআইডিসি, বহর, আল-বারাকা গ্রীন সিটি, খাদিম পাড়া, শাহপরান, সিলেট। 01712668345, 01712641683, 01768802846
৩। আল কাইয়ূম হাফিজিয়া মাদরাসা, বটেশ্বর, জালালাবাদ সেনানিবাস, সিলেট। ০১৬৭৩২৩৮৫২২, ০১৭৩০৪৭৭১২৭, ০১৭১২৬৬৮৩৪৫
৪। সেনগ্রাম মোহাম্মদীয়া সালাফিয়া দাখিল মাদরাসা, জৈন্তাপুর, সিলেট।
৫। ফাগু-বাশবাড়ী তাহেরিয়া সালাফিয়া দাখিল মাদরাসা, গাছবাড়ী, কানাইঘাট, সিলেট। 01309138136
৬। অলিভ ট্রি মাদরাসা, কাপাউড়া, রাধানগর, গোয়াইনঘাট, সিলেট।
৭। দারুল হুদা মাদরাসা, গোয়ালজুর, গাছবাড়ী, কানাইঘাট, সিলেট।
৮। অলিভ ট্রি হাফিজিয়া মাদরাসা, মোস্তফাপুর, মৌলভীবাজার।
৯। তালিমুল কুরআন একাডেমী, পশ্চিমভাগ আ/এ, চার মাইল, দক্ষিণ সুরমা, সিলেট।

বিঃদ্রঃ সিলেটের কোন সহীহ আক্বিদার মাদ্রাসা খোঁজ ও পরামর্শের জন্যঃ আব্দুস সবুর চৌধুরী। সিলেট। ফোনঃ +8801972-668345
🌿.
▌বরিশাল জেলাঃ
১। আল জামিয়া আস সালাফিয়্যাহ। গোরাচাঁদ দাস রোড (ওয়ার্ড - ২৬)। বরিশাল। ইংলিশ মিডিয়াম স্কুল। ০১৭২৩-০০৮৪৯১ (শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কর্তৃক পরিচালিত)
২। মাদরাসাতুল ইখলাস, বরিশাল। যোগাযোগঃ ০১৭৩৯০২৬৮৬২, ০১৭৪৪২২৩৬৬২, ০১৭২২১২৮৬৪৬
৩। আল-মাহাদ আদদ্বীনি সালাফী কওমী মাদরাসা। মাদারশী, উজিরপুর, বরিশাল। 01755050010, 01989152552
🌿..
▌পিরোজপুর জেলাঃ
১. আল মারকাজুল ইসলামি আস সালাফি, উত্তর পশ্চিম আদর্শ বয়া, রাজবাড়ী, নেসারাবাদ, পিরোজপুর। 01822819284, 01766349380.
🌿
▌ফেনীঃ
১। দারুত তাওহীদ ওয়াসসুন্নাহ। সুজাপুর,সোনাগাজি, ফেনী। ফোনঃ ০১৭১৫১৮৮১০৫, ০১৮১২২৬৩২৫১, ০১৮১৩২৮৮৪৯৬
২। মাদ্রাসাতুল বানাত আস সালাফিয়্যাহ, ফেনী। হাজারি রোড সংলগ্ম ফরায়েজি বাড়ি রোড, ফেনী। ফোনঃ ০১৯২৫১৪৭০৯৪, ০১৭৭৯৫৮০৪৯১, ০১৮২৫২১৫৪৫৯ (প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ মাদানী)
৩। রিসাতুল কুরআন মাদরাসা। লাকী ভিলা/ ২৫৭১, পাঠাবাড়ি রোড ফেনী। ০১৮৫৫৫৭৮০৬৩, ০১৮৬৬৭৭১৬৩০, ০১৭৫০১৬৪১৪৩, ০১৬১৮৫৮৫৮১১
৪। দারুত তাওহীদ আল-মাদানিয়্যাহ মাদরাসা ফেনী। গ্রীনভিউ ১৩০, নাজির রোড-১, ফেনী। (আবাসিক-অনাবাসিক - ডে কেয়ার) (ড. মোহাম্মাদ ইমাম হোসাইন কর্তৃক সরাসরি পরিচালিত) মোবাইল : 01816-271003, 1750-164143
৫। গ্রীন স্কুল ফেনী। আসলাম খান মেনশন, পাঠান বাড়ী, ফেনী। আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ার। 01630454591, 01869569717 (ইঞ্জিনিয়ার এনামুল হক চৌধুরী, চেয়ারম্যান)
৬। দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ফেনী। ইয়ার নুরুল্লাহপুর, দাগনভূঞা, ফেনী। 01874676824 , 01873041401
৭। মাদরাসা দারুল হুদা আস সালাফিয়্যাহ। রাজাপুর বাজার, দাগনভূঞা, ফেনী। ০১৮৪৩৯২০৪৮৩, ০১৮৮৭৫০০৮১৮
৮। মাদরাসা দারুল আরকাম আস সালাফিয়্যাহ। ছাগলনাইয়া, ফেনী। 01817027033, 01630943475
৯। মাদরাসাতুল ইত্তেহাদ, ফেনী। আর.কে.হাউস মোকছেদুর রহমান সড়ক (পাঠান বাড়ির পশ্চিমে) ফেনী। 01312511316, 01834911291
🌿
▌শরীয়তপুরঃ
১। হাফেজী আব্দুল হাই সালাফী মাদ্রাসা। ভেদরগঞ্জ, শরিয়তপুর। ঢাকা। 01918-176955
🌿
▌মাদারীপুরঃ
১। ইত্তিবাউস সুন্নাহ মাদ্রাসা। ছলেনামা বাজিতপুর, বাঁশকান্দি। শিবচর, মাদারীপুর, ঢাকা। 01780567266, 01623618128, 01747702399🌿
▌কুমিল্লাঃ
১। ইমাম বুখারী (রহঃ) সালাফিয়া মাদরাসা ।, নবীপুর, মুরাদনগর, কুমিল্লা ।, যোগাযোগ- 01727375724, 01310701650, 01744220886
২। বুরিচং সালাফিয়া মাদ্রাশা, বুরিচং বাজারের পশ্চিম পাসে, আরাগ রোড, কুলিল্লা।০১৭৮৩-৯৯৪৩৮৯, ০১৬১৭-৯৯৪৩৮৯
৩। খিরাইকান্দি আল হেরা মডেল মাদ্রাসা। খিরাইকান্দি, মাধাইয়া বাজার, কুমিল্লা। ০১৭৮৯৬৪৬৫১৭
৪। মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়্যাহ। গাবুরাকান্দি, জুরানপুর, দাউদকান্দি, কুমিল্লা। ফোনঃ 01757181265, 01302650508, 01988539772, 01402407114, 01612048074
৫। আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্স
মাস্টারপাড়া, শাসনগাছা, কুমিল্লা। (বালক ও বালিকা) (অনাবাসিক) ০১৭১৮-৮৫৪৯৬৯
৬। একলারামপুর মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া একলারামপুর, কড়িকান্দি, তিতাস, কুমিল্লা। (বালক ও বালিকা) (আবাসিক/অনাবাসিক) ০১৯২৩-৪৯৯০৭৫
৭। উমার উবনুল খাত্তাব (রা.) আইডিয়াল মাদ্রাসা পেন্নাই প্রধান বাড়ি, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা (বালক ও বালিকা) (আবাসিক/অনাবাসিক) ০১৮৬৫-২৫৩৭০৯
৮। মাদরাসা ওমর ইবনুল খাত্তাব (রাঃ) আরাবিয়া। যাত্রাপুর (পশ্চিম পাড়া) মুরাদ নগর, কুমিল্লা। 01918467219, 01747163599
৯। লাকসাম সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স। হোল্ডিং নং ১০৭৭, শাহ আলম কমিশনারের বাড়ি, পশ্চিমগাঁও, লাকসাম, কুমিল্লা।
01732461111, 01921803773
১০। বিলাল (রাঃ) মডেল মাদ্রাসা। কোটইশা, চাঁনগাঁও, লাকসাম। কুমিল্লা। আবাসিক/অনাবাসিক 01704242604
১১। দারুল ফুরকান হিফজ মাদ্রাসা। তেলিহাটি, ৫নং শুভপুর, চৌদ্দগ্রাম। কুমিল্লা। আবাসিক/অনাবাসিক। 01725492933, 01830810981
১২। আত- তাক্বওয়া মসজিদ এন্ড তালিমুল কুরআন নুরানী হাফেজিয়া মাদরাসা। উত্তর নিশ্চিন্তপুর নোয়াপাড়া। দক্ষিন ভূলইন। লালমাই, কুমিল্লা। 01766135186, 01766115592
১৩। দারুস সুন্নাহ আইডিয়াল। বড় গোয়ালী, দাউদকান্দি, কুমিল্লা।
+8801308727231, +8801308727232
১৪। আব্দুস সালাম আস সালাফিয়া মাদ্রাসা মোচাগড়া মুরাদনগর কুমিল্লা। 01758 233 153, 0188 264533, 01831050415, 01727-375724,🌿
▌ঠাকুরগাও
১। মাদরাসাতুল হুদা আল ইসলামিয়্যাহ আস সালাফিয়্যাহ। আব্দুল্লাহ পুর, লক্ষীপুর, রহিমানপুর। ঠাকুরগাঁও। ফোনঃ ০১৭২৮৩৭৮২০৯
২। বনগাঁও ইসলামিক একাডেমী
বনগাঁও, হরিপুর, ঠাকুরগাঁও। (বালক ও বালিকা) (আবাসিক/অনাবাসিক) ০১৭৩৩-৬৬৬৯৩৪
৩। মাদরাসা দারুস সুন্নাহ। রাউতনগর, রানীশংকৈল, ঠাকুরগাঁও। 01729346350, 01701284106 (শাইখ কাসেম বিন আব্বাস মাদানী কর্তৃক চালিত)
৪। চৌরঙ্গী দারুল হাদীস সালাফিয়্যাহ মাদরাসা ও এতিমখানা। দামোল, চৌরঙ্গী বাজার, হরিপুর, ঠাকুরগাঁও। ০১৭০৬-১৯৪৭৫৬, ০১৭৯৪-৮০২০২০, ০১৭৯৩-৯৮৭৪৮৫🌿
▌নেত্রকোনাঃ
১। দারুল হাদিস আস সালাফিয়া মাদ্রাসা। সিংহেরগাও, ক্লাবঘর, কেন্দুয়া। নেত্রকোনা। 01764414000, 01718414424, 01760826935🌿
▌টাঙ্গাইল জেলা
১। ইসলাহুননীসা মহিলা মাদরাসা, নরিল্যা, ধনবাড়ী, টাঙ্গাইল। ০১৭৩২১০২৮৬৫; ০১৭৭০৬৮৩০৬০।
২। আত-তাওহীদ আসসুন্নাহ বালক মাদ্রাসা, নরিল্যা, ধনবাড়ী, টাংগাইল। ০১৭৩২১০২৮৬৫, ০১৭৭০৬৮৩০৬০, ০১৭২৯৮৬৪৫৪০
৩। দারুসুন্নাহ হাফিযিয়া মাদ্রাসা হেরন্দাপারা লাউহাটি ডেলদুয়ার টাঙ্গাইল। 01786021199
৪। আবেদা খাতুন দারুসুন্নাহ মাদ্রাসা, বেরাদমা, টাঙ্গাইল সদর, 01856471537
৫। টেংগুরিয়া পাড়া আব্দুল হাই হাফেজিয়া মাদরাসা ও ইয়াতিম খানা এবং আল্লামা আব্দুল্লাহিল কাফি আল-কোরাইশী (রহ) দারুল হাদিস একাডেমি। টাংগাইল। 01743076841
৬। মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদীয়া বল্লা, কালিহাতী টাংগাইল। ফোনঃ +880 1719-806555
৭। আবদুল্লাহিল কাফি কোরাইশি মডেল মাদ্রাসা। বাইপাল, কাইচবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা। ফোনঃ ০১৭১৬১০২৬৬৩, ০১৮১৮৩৪০১২৩, ০১৭৪৩৫৫৩৮৬৫
৮। ডক্টর এম. এ বারী সালাফিয়া মাদরাসা। বিশ্বাস বেতকা, সুপারি বাগান, টাংগাইল। 01715591957, 01721897747, 01724834605
৯। বল্লা তাফীযুল কুরআন ইসলামীয়া মাদ্রাসা। ডাকঘর করা বাজার, উপজেলা কালিহাতী, জেলা টাঙ্গাইল। 01712908124🌿
▌নারায়ণগঞ্জ জেলা:
১। আল জামিয়াহ আস সালাফিয়াহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ০১৯৪৭-৯০৫৫৭০, ০১৭২৬-৫৯৭৬৪৬
01738560698, 01763144524, 01717088967, (০১৪০৭০২১৮২৫,১৪০৭০২১৮২৬) (এটা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কর্তৃক পরিচালিত)
২। মাদ্রাসা দারুল হাদীস সালাফিইয়াহ পাঁচরুখী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, ০১৬৭৮৫১১৫৩৫, ০১৯৩৭৬৯৬৪১০, ০১৭০৮৮০৩৮৯৩, ০১৯১৬৩৫১৭৬৪, ০১৯২৫০৬২০৫০
৩। মাদ্রাসা দারুল হাদিস একাডেমী, বাংলাবাজার, ইব্রাহিমব্রিজ, ফাতুল্লা, নারায়ণগঞ্জ। ফোনঃ +880 1818-597009,
01827283767, 01717833652, 01623864288
৪। জামি'আহ দারুল ইহসান আল-আরাবিয়্যাহ। কালনী, গোবিন্দপুর, রূপগঞ্জ। নারায়ণগঞ্জ। 01726597646, 01310330555
৫। কাঞ্চন মৌলভী সোলায়মান দারুদ হাদীস সালাফিয়া মাদরাসা। কাঞ্চন, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ। (আবাসিক/অনাবাসিক/ডে কেয়ার)। 01719066204
৬। মারকাযুস সুন্নাহ আস সালাফিয়্যাহ। শাহ সাহেব বাড়ি, দরিগুতিয়াব পূর্বাচল নতুন শহর, রুপগঞ্জ, নারায়নগঞ্জ, সেক্টর #৫, রোড # ৪০৫, হাউজ #৪৫। 01865293004, 01319321201
৭। বান্টি দারুস সালাম ক্যাডেট মাদরাসা। বান্টি, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। 01818338126, 01858247161🌿
▌নওগাঁ জেলা:
১। কদমডাঙ্গা দাওরায়ে হাদীস সালাফিয়া মাদ্রাসা।নওগাঁ। (মদীনা ভার্সিটিতে পড়ার লাইন আছে) ০১৭৬৭৬৫০০৪২, ০১৭১০৮৭৪১০৮,
০১৭১৪৪৬০৮৬৮
২। মাদরাসা দারুল উলুম কলমুডাঙ্গা, সাপাহার, নওগাঁ। +880 1315-406291
৩। আল-মাদ্রাসাতুর রহমানিইয়াহ আস-সালাফিইয়াহ ও সোনামাসনা ইয়াতীমখানা
বিষ্ণপুর, কালাইবাড়ী, পোরশা, নওগাঁ। (বালক) (আবাসিক) ০১৭৫০-৮৬৭২৯৪
৪। দারুল হাদীছ একাডেমী বাগডোব বাগডোব, মহাদেবপুর, নওগাঁ। (বালক ও বালিকা) (আবাসিক/অনাবাসিক) ০১৭২৪-৯৯৬৬৮৩
৫। দারুল হাদীছ সালাফিয়াহ মাদ্রাসা
অনন্তপুর, দরিয়াপুর, মহাদেবপুর, নওগাঁ। (বালক ও বালিকা) (আবাসিক/অনাবাসিক) ০১৭৪৮-৭৭৩৯১২
৬। দারুল হাদীস সালাফিয়্যাহ মাদরাসা। মহাদেবপুর, নঁওগা। ০১৭৮৬৭৯৮৯৪৪
৭। উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) মহিলা মাদরাসা। দিঘীরহাট বাজার, সাপাহার নাওগাঁ। ০১৭১৪৪৬০৮৬৮, ০১৭৩৩৪০৪২৫২
৮। আলাদীপুর দারুল হুদা সালাফিয়্যাহ মাদ্রাসাহ। সাপাহার৷ নওগা। +880 1718-614351
৯। গাংজোয়ার সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স। গাংজোয়ার, চন্ডিপুর, নওগাঁ। 01741111664, 01770025297, 01818878602
১০। তাহফীযুল কুরআন ইসলামী সালাফী। নওগাঁ পৌর এলাকা ৪নং ওয়ার্ড ( আনন্দ নগর), খেলার মাঠ সংলগ্ন দক্ষিনপার্শে,হাঁসাইগাড়ী পাড়া, নওগাঁ । আরাজী, নওগাঁ। 01738-209659
🌿.
▌চাপাইনবাগঞ্জ জেলা:
১। আল-মাদ্রাসাতুস সালাফিয়্যাহ দেবীনগর। চাঁপাইনবাবগঞ্জ। ফোনঃ ০১৭৪১৬৫৬৪১৩, ০১৭৪৬০২৯৬০১, ০১৭২১২১৬২৫৫
২। আল মাদরাসাহ আল আরাবিয়্যাহ। শ্যামপুর ও ভাবানীপুর, মাদ্রাসা রোড, সাপাহার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। ০১৭৪৭২৫৭২৭৪, ০১৭৩৪৯১৯৯৪৫, ০১৭৬৪৩৭৯৪৩৫
৩। আয়েশা খাতুন জালীবাগান হাফিযিয়া ইসলামিইয়াহ মাদরাসা রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ (বালক ও বালিকা) (আবাসিক/অনাবাসিক) ০১৭১২-৪০৬৮২১
৪। আল-মারকাযুল ইসলামী কানসাট বিশ্বনাথপুর, কানসাট, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ
(অনাবাসিক) ০১৭৬১-২৩৪৭১২
৫। সেরাজুল হোদা লতিফিয়া নুরিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদরাসা। চরবাগডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ সদর। (বালিকা হেফজ বিভাগ/আবাসিক) ০১৭৪৭৫৬৬৯৮৭, ০১৭৮৪৯২৯৬৭২,
+880 1713-746501
৬। মাদরাসা দারুস সুন্নাহ ও ইয়াতিমখানা। চাপাইনবাবগঞ্জ, রাজশাহী।
উত্তর রহনপুর জামে মসজিদ সংলগ্ন, নাটু হাজির বাড়ির নিচতলা। 01741071305, 01737682194
৭। তোফাজ্জক হক মহিলা সালাফয়্যাহ মাদরাসা। (আবাসিক/অনাবাসিক/ডেকেয়ার)। খয়রাবাদ, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ। 01747340438, 01756365815, 01629199709🌿
▌রাজশাহী জেলা:
১। আল জামিয়াহ আস সালাফিয়াহ, ডাঙ্গিপারা, রাজশাহী, ০১৪০৭-০২১৮২২, ০১৪০৭-০২১৮০৭
01717088967 (০১৪০৭০২১৮০৫) (এটা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কর্তৃক পরিচালিত)
২। উম্মুল ক্বুরা সালাফিইয়াহ মাদ্রাসা শাগ্রাম মোড়, পানিহার, গোদাগাড়ী, রাজশাহী (বালক) (আবাসিক/অনাবাসিক) ০১৭২৮-১৬৬৩৭২
৩। আল-হেরা আহলেহাদীছ মাদ্রাসা খিরশিন টিকর, শাহ মখদুম, রাজশাহী (বালক ও বালিকা) (অনাবাসিক) ০১৭৩১-৫২০০৪০
৪। মাদরাসা দারুল উলুম আস সালাফীয়্যাহ। উত্তর নওদাপাড়া, সপুরা, শাহমখদুম, রাজশাহী। ০১৯১৬৮৪৯৯৯৮, ০১৮১১৭২৮৬১২
৫। সালমান ফারেসী (রাঃ) মাদ্রাসা খড়খড়ি, চন্দ্রিমা, রাজশাহী মাওলানা আনোয়ারুল ইমলাম (বালক ও বালিকা) (আবাসিক/অনাবাসিক)
০১৭৩৯-৮৯৯০৯৩
৬। আল মাদরাসাহ আস সালাফিয়া। রামনগড়, গোদাগাড়ি, রাজশাহী। ০১৩০৩৩১১৯৭৯, ০১৭৩৪৬০৯৮৩১
৭। আল-মারকাযুল ইসলামী আস-সালাফী
বালক ও বালিকা শাখা (আবাসিক/অনাবাসিক)
নওদাপাড়া (আমচত্বর), পোঃ সপুরা, থানা : শাহমখদুম, রাজশাহী। ফোনঃ ০১৭১৭-৮৬৫২১৯, ০১৭১১-৫৭৮০৫৭, ০১৭৩৫৯৫৯০২৯
৯। পূর্ব মেরামতপুর হাফিজিয়া আস সালাফিয়া মাদ্রাসা চারঘাট, রাজশাহী।
১০। দারুল হুদা ইসলামী কমপ্লেক্স। বাউসা হেদাতীপাড়া, তেঁথুলিয়া, বাঘা, রাজশাহী। ০১৭২২৬৮৪৪৯০, ০১৭২০২৭৫৫৮৮ (এটা শাইখ মুযাফফর বিন মুহসিন এর পরিচালিত মাদ্রাসা)
১১। দারুস সুন্নাহ সালাফিয়্যাহ মাদ্রাসা। উত্তর নওদাপাড়া, হাজীপাড়া, পোঃ সপুরা রাজশাহী। ০১৭৫১৫৪৮০৭২, ০১৯৯৭৭৩১০১৪, 01733190301, 01762180501, 01704737680 (এটা শাইখ মোখলেছ বিন আরশাদ মাদানী দ্বারা পরিচালিত)
১২। মাদরাসা ইশাআতুল ইসলাম আস-সালাফিয়্যাহ। রানীবাজার, রাজশাহী। ফোনঃ ০১৭৪৫৭৭৩৪৪২, ০১৭৫২২৮৪৮৭৯, ০১৭১৫৫৮৭৩৪৬
১৩। ইয়াসিন আলী সালাফী মাদ্রাসা। দামকুড়া হাট, রাজশাহী। 01706362657, 01779013692 (শায়খ ডঃ ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর কর্তৃক পরিচালিত)
১৪। দেবীপুর রহমানিয়া মাদ্রাসা তানোর রাজশাহী। 01711483975
১৫। মাদরাসাতুল আঞ্জুম রাজশাহী। টিকাপাড়া জামে মসজিদের দক্ষিণে (আফতাব কমিশনারের বাড়ী) হোল্ডিং নং-৩৬৫, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
(আবাসিক অনাবাসিক ডে-কেয়ার) বালক ও বালিকা শাখা মোবাইল: ০১৭৬৭-০৯৭৭৬২, ০১৯৫৮-৪৬৪৪৮৬
১৬। আল মাদ্রাসাতু হিফজুল কোরআন আস সালাফিয়্যাহ। বেজোরা, দরশা, রাজশাহী। 01746453076🌿
▌চট্রগ্রামঃ
১। আবু বকর (রাঃ) মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স চট্টগ্রাম। ৩নং পকেটে গেইট নারিকেল বাগান ধুমপাড়া সাগর পাড় মধ্যম হালিশহর চট্টগ্রাম। ফোনঃ+৮৮০১৮৩৬৯০৩২০০/ +৮৮০১৬৩৪৯০৩২০০/+৮৮০১৮৮৬২৯৪২৮১
২। আর- মারকাযুল ইসলামী আস-সালাফী। স্টীল মিল, উত্তর পতেংগা, চট্রগ্রাম। ফোনঃ ০১৮৪৪৬৬৯১৮৯, ০১৯৪৩১০৬৬৭৬, ০১৯৪৩১০৬৬৭৬, ০১৭১৫৮৮০৮৬৬
৩। মাদ্রাসা খাইরুল উম্মাহ। দক্ষিণ খুলশী, ঝাউতলা, চট্রগ্রাম। ০১৭১৯৫২৩২১৫, ০১৭৪৮১৩৭৭৩২
৪। বাইতুল হিকমাহ মাদরাসা চট্রগ্রাম। দক্ষিণ হালিশহর আকমল আলী রোড (মোঃ কালী বাড়ি) ইপিজেড, চট্টগ্রাম। ০১৭১৫২৫৩৪২৪, 01874-191419, 01759-594899
৫। সন্দ্বীপ ফরিদা রশিদ দারুল ক্বোরআন মাদরাসা। মুছাপুর, ওয়ার্ড নং ৫, সন্দীপ, চট্টগ্রাম। 01789643296, 01815804513, 01712084201, 01765120170
৬। দারুস সালাম মাদ্রাসা। আজিমপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম। 01874441333, 01814080650
৭। মাদরাসাতুস সুন্নাহ। জালাল খান চৌধুরী রোড, পুরাতন চান্দগাও, চট্রগ্রাম। 01847447007, 01673914261
🌿
▌কুড়িগ্রামঃ
১। দারুস সুন্নাহ রহমানিইয়াহ একাডেমী
আমভরীঝাড়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম। (বালক ও বালিকা) (আবাসিক/অনাবাসিক)
০১৭২৫-৬৭২৯৪৬
২। দারুল আরকাম ইসলামী মাদ্রাসা। দিয়ারার চর, মোহণগঞ্জ, রাজিবপুর, কুড়িগ্রাম। 01749304563🌿
▌বগুড়া জেলা:
১। বৃ কুষ্টিয়া দারুল হাদিস সালাফিয়া হাফেজী মাদ্রাসা, শাজাহানপুর, বগুড়া। ০১৭৬৭৩৩৫৫৮৯,০১৭৩৬৭৫৩৭৪০
২। আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা ও ইয়াতীমখানা
বেড়েরবাড়ী, ধুনট, বগুড়া (বালক ও বালিকা) (আবাসিক/অনাবাসিক) ০১৭৩৯-৫৫৫৭৪২
৩। কুড়াহার দারুস সুন্নাহ সালাফিইয়াহ মাদ্রাসা
কুড়াহার, ভায়ের পুকুর, শিবগঞ্জ, বগুড়া (বালক ও বালিকা) (আবাসিক/অনাবাসিক) ০১৭৩৩-২১২০০৪, 01713773465, 01726118106
৪। মাদ্রাসাতুল হাদীছ আস-সালাফিইয়াহ ও ইয়াতীমখানা বাড়ইপাড়া, সারিয়াকান্দি, বগুড়া (বালক) (আবাসিক/অনাবাসিক) ০১৭৮৬-৮১৫৯৯৩
৫। সালাফিইয়াহ হাফেযিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানা মেন্দিপুর-চাকলা, গাবতলী, বগুড়া (আবাসিক) ০১৭৩৭-৮৪২৯৬১, 01945992261, 01319720220
৬. বাগবাড়ী তা‘লীমুল কুরআন মহিলা
মাদ্রাসা ও ইয়াতীমখানা বাগবাড়ী, বগুড়া (বালিকা) (আবাসিক) ০১৭২১-৪১৮৪৯১
৭। বড়পাথার বালিয়াদীঘি মাদরাসাতুল হাদীছ ও ইয়াতীমখানা বড়পাথার, কামারপাড়া, শাজাহানপুর, বগুড়া (বালক) (আবাসিক/অনাবাসিক) ০১৭২৩-০৯২৬৭৮
৮। ছাতিয়ান পাড়া সালাফিয়া বালিকা মাদ্রাসা। স্থান ছাতিয়ান পাড়া, কিচক, শিবগঞ্জ, বগুড়া। ০১৭৩৮২০২৭২০। (মাদ্রাসার সভাপতি শাইখ সাইফুল্লাহ মাদানী)
৯। মাদরাসাতুল হাদীছ আস-সালাফিয়া (এমএইচএস) আকাশতারা, সাবগ্রাম, বগুড়া।
মোবাইলঃ 01710146999, 01732420262, 01749060373
১০। মাদরাসাতুল ঈমান, কালের পাড়া, ধুনট,বগুড়া। মোবাইলঃ 01763673592
১১। হেরিটেজ আইডিয়াল একাডেমী। বাংড়া, আর ডি এ, শেরপুর, বগুড়া। 01316254383, 01304151339, 01304156073 (অধ্যক্ষঃ ডক্টর আব্দুল্লাহিল কাফি ইবনে লুৎফর রহমান। পি, এইচ, ডি মদীনা বিশ্ববিদ্যালয়। সৌদি আরব।)
১২। মেন্দীপুর সালাফিইয়াহ মাদরাসা, চাকলা,গাবতলী, বগুড়া। মোবাইলঃ 01737842961
১৩। কোরআন সুন্নাহ সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রতিবন্ধী ও এতিমখানা বগুড়া। 01956207420
১৪। বাংড়া আল-মাহাদুল উলুম ইসলামী আস-সালাফী মাদ্রাসা ও ইয়াতীমখানা বাংড়া.গাড়ীদহ.আর.ডি.এ শেরপুর.বগুড়া। মোবাইলঃ 01718199817
১৫। বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা বাগবাড়ী, গাবতলী, বগুড়া (বালক ও বালিকা) (আবাসিক/অনাবাসিক) ০১৭১৬-৭০৭৫৮৭
১৬। নিমগাছী দারুল উলুম রাহমানিয়া মাদরাসা। নিমগাছী, ধূনট, বগুড়া। 01773804492, ০১৭৩১৫৯৬৬৮০
১৭। মাদরাসাতুল হাদিস আস সালাফিয়্যাহ ও এতিমখানা। সারিয়াকান্দি, বগুড়া। 01718826785
১৮। দারুল কুরআন সালাফিয়া মাদরাসা। বেজোড়া, বগুড়া। ০১৭৪০২৬২৬২৮, ০১৭২৫২৬৯৭৬৩, ০১৭৩৪১৪০২৯৭। (শাইখ মুহাম্মদ সাইফুল ইসলাম খান মাদানী প্রতিষ্ঠাতা)
১৯। আল- মাদরাসাতুল ইসলামিয়াহ (মহিলা মাদরাসা)। আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ার। ডাঃ আঃ হাকিম মার্কেট (২য় তলা) সোনাহাটা বাজার, নিমগাছী, ধুনট, বগুড়া। ০১৭৬৬৯০০৫৭৮
২০। সীরাতুন্নবী কমপ্লেক্স। নন্দীগ্রাম, বগুড়া। 01777856295
২১। আল ফুরকান বালিকা মাদরাসা ও এতিমখানা। ঈশরঘাট, কাজীবাড়ি সংলগ্ন। কান্তনগর, ধুনট। বগুড়া। 01728572717
২২। দারুল হাদিস সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। রামেশ্বরপুর, গাবতলী, বগুড়া। 01724797024, 01732304508
২৩। জয়ভোগা দারুল হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানা। জয়ভোগা, গাবতলী, বগুড়া। 01712623192, 01751891151
২৪। আল-আরাবিয়াতুস সালাফিয়া ওয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা। (চন্দনবাইশা রোড, কৈ-পাড়া, বগুড়া) ০১৭২৫-২৬৯৭৬৩, ০১৭১১-১৭২৫৯২, ০১৭১১-১৭২৫১২
২৫। তানযীমুল আবরার মডেল মাদরাসা। সৈয়দ দামগাড়া (শাহ্জাহান নগর) বুড়িগঞ্জ, শিবগঞ্জ, বগুড়া। ০১৭৩৪৯৮৯৬৩৯, ০১৮৫৭৩১৩৯৮৯🌿
▌রংপুর জেলা:
১। ইসলামী আস-সালাফী বালিকা একাডেমী
শঠিবাড়ী, মিঠাপুকুর, রংপুর (বালক ও বালিকা) (অনাবাসিক) ০১৩১৯-১৩৮৩৮৯
২। দারুস সালাম মহিলা মাদ্রাসা জলাইডাংঙ্গা, পীরগঞ্জ, রংপুর (বালিকা) ০১৭৩৩-৮২৭১৮৮
৩। দারুল হাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা। ঘৃলাই, বিঞ্চুপুর, বদরগঞ্জ, রংপুর (বালিকা) (অনাবাসিক)
০১৭২১-৪৫৮২২৮
৪। দারুস সালাম সালাফিইয়াহ হাফেযিয়াহ মাদ্রাসা। প্রতাব জয়সেন, সাতদরগা বাজার, পীরগাছা, রংপুর। (বালক) (আবাসিক/অনাবাসিক) ০১৭৮৫-২৮৮৮৮৯ ০১৭২৫-৪৪০৯৭৮
৫। আল জামেয়া আস সালাফিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং। সেন্ট্রাল রোড, রংপুর। ০১৭৪০৪৫৫৯৬৯, ০১৭১৫৭৯১৪০৭
৬। ছফুরা ক্যাডেট বালিকা মাদ্রাসা। রংপুর সদর। (বালক/বালিকা) 01718838161
৭। বখশীগঞ্জ জামিলা খাতুন হাফিজিয়া মাদ্রাসা। বখশীগঞ্জ, বদরগঞ্জ, রংপুর। 01310197879, 01314203341
৮। দারুসসুন্নাহ ক্যাডেট মহিলা মাদ্রাসা। উত্তম বানিয়াপাড়া, মহানগর, রংপুর। 01712593683
৯। মাদারগঞ্জ সালাফিয়াহ মাদ্রাসা। একবারপুর দক্ষিণপাড়া, কলেজ রোড, পীরগঞ্জ, রংপুর। মদিনা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের আলোকে পাঠদান। নূরানী, হিফজ ও পর্যায়ক্রমে কিতাব বিভাগ। মোবাইলঃ ০১৭৩৭-923455, 01717-621767
🌿
▌পটুয়াখালীঃ
১। আস-সুন্নাহ কমপ্লেক্স। নতুন বাস স্ট্যান্ড এর দক্ষিণ পার্শ্বে, পটুয়াখালী সদর পটুয়াখালী। 01778359956, 01714906460, 01753739461, 01758939437🌿
▌জয়পুরহাটঃ
১। পশ্চিম কুজাইল সালাফীয়া মাদরাসা। মোলামগাড়ী বাজার হইতে ৪ কি.মি. পশ্চিমে, ইটাখোলা বাজার হইতে ১ কি.মি. পূর্বে পশ্চিমে কুজাইল, (চক নয়াপাড়া) কালাই, জয়পুরহাট। (বালক/বালিকা শাখা) 01767767541, 01763260422
🌿
▌লালমনিরহাটঃ
১। মহিষখোচা চৌরাহা ইশায়াতুল কিতাব ও সুন্নাহ হাফিজিয়া মাদরাসা। আদিতমারি, লালমনিরহাট। 01715636848, 01774640523, 01763673323
🌿
▌পাবনা জেলা:
১। মাদরাসা দারুল হাদীস। পুরাতন বাঁশ বাজার, শিবরামপুর, পাবনা। ফোনঃ ০১৭৮১৩৫২০৪০, ০১৭১৭০৭৪০২৮
২। দারুল হাদীস মডেল মাদরাসা। খলিলপুর, আমিনপুর, পাবনা। 01301713035, 01301713036 (শাইখ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানী সার্বিক পরিচালনায়)
৩। চাকলা বাজার। (মুন্সী বাড়ি সংলগ্ন), চাকলা, বেড়া, পাবনা। 01677160766, 01715845277🌿
▌খুলনা জেলা:
১। মাদ্রাসা আল মা'হাদ আস সালাফিয়া। নিজ খামার, খুলনা। 01760-990046, 01744711963
২। বামনডাঙ্গা সালাফিয়া মাদ্রাসা। ঘাটভোগ, রুপসা, খুলনা। ০১৭১৭৫২৮১৮৯, ০১৯১৪৫৩৬৩৩৯, ০১৭৩৮৬২৩২৫৩
৩। উসমান ইবনে আফ্ফান রাঃ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স। ৭৩০০ ঝিনাইদহ, খুলনা।
01734-829111, 01849288024
🌿
▌বাগেরহাটঃ
১। আহলেহাদীছ মাদ্রাসা ইয়াতীমখান
চিতলমারী, বাগেরহাট। (বালক) (আবাসিক/অনাবাসিক) ০১৭৯৬৪০১৫৪০
২। আল-মারকাযুল ইসলামী কালদিয়া, বাগেরহাট। (বালক) (আবাসিক/অনাবাসিক) ০১৭১৬-৯৫৪১৫৯
৩। দারুল হাদিস সালাফিইয়াহ্ মাদরাসা ও এতিমখানা। উদয়পুর উত্তর কান্দি, মোল্লাহাট, বাগেরহাট | ০১৭৩৬-৯২৮৪৭৩, 01934249483, ০১৯৩৮১৫২৬২৮, 01323-863247, 01795-617724
🌿
▌সাতক্ষীরাঃ
১। দারুলহাদীছ আহমাদিয়াহ সালাফিইয়াহ ও ইয়াতীমখানা। বাঁকাল, সাতক্ষীরা। ০১৭১৬১৫০৯৫৩, ০১৩০৯১১৮৮৬১, ০১৭১০৬১৯১৯১
২। আল ইসলাহ মহিলা মাদরাসা। সুলতানপুর বড় বাজার, সাতক্ষীরা। 01739132595
৩। দারুলহাদীছ সালাফিয়্যাহ মাদরাসা ও হিফযখানা। বাঁশদহা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। 01325370042, 01311410320🌿
▌জামালপুর জেলা:
১। মির্জাপুর বীরপাকের দহ দারুল উলূম কওমী মাদ্রাসা মাদারগঞ্জ, জামালপুর (বালক ও বালিকা) (আবাসিক/অনাবাসিক) ০১৭৪৩-৭৭২৯১৩
২। আইডিয়াল ইসলামিক একাডেমি। (বালক-বালিকা) আবাসিক/অনাবাসিক। নিউ কলেজ রোড। সরদারপাড়া, জামালপুর শহর। জামালপুর। 01863682470, 01782113842
৩। দারুল তাওহীদ লি তালিমিল কুরআন ও সুন্নাহ। জামালপুর, সদর ঘোড়াধাপ উত্তরপাড়া। 01740252576🌿
▌কক্সবাজার জেলাঃ
১. দারুল হিকমাহ আল ইসলামিয়া মাদ্রাসা, চাকবইঠা, করইনিয়া।, কক্সবাজার।০১৭৬৪১২২৪৪৪, ০১৮৫৫২৩৩৭৭৭🌿
▌চাঁদপুর জেলাঃ
১. মিসবাহুল উলুম মাদ্রাসা। পূর্ব চরকৃষ্ণপুর (বর্ডারপুল রোড) আলগী বাজার, হাইমচড়, চাঁদপুর। আবাসিক/ অনাবাসিক /ডে কেয়ার। 01737-918383, 01925-566538, 01994475352, 01308711827, 01716938540
২। চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমী
চাঁদপুর সদর, চাঁদপুর। 01966118899,01820099416
৩। কাঁঠালী দারুল হাদিস মাদ্রাসা। কাঁঠালী, হাজীগঞ্জ, চাঁদপুর। 01791514959, 01624743891
৪। ইত্তেবায়ে সুন্নাহ মাদ্রাসা কমপ্লেক্স। বিটি রোড, মধ্যতরপুরচন্ডী, ষোলঘর, চাঁদপুর। 01641704110, 01788562964
৫। দারুস সালাম জামে মসজিদ ও সালদহ জামিয়াতুসসুন্নাহ কমপ্লেক্স। সালদহ তালুকদার বাড়ী, শোল্লা পাড়া বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর।
01300722124, 01891962500, 01313666182, 01817561628
🌿
▌লক্ষীপুর জেলাঃ
১। আস-সালাফিয়া দারুল কুরআন মাদরাসা। ৩ নং দক্ষিন চরমোহনা, তুলাতলি, রায়পুর, লক্ষ্মীপুর। ০১৭৩৩৫১২৩৫৪।
২। হাবরুল-উম্মাহ মডেল মাদ্রাসা।লক্ষীপুর যোগাযোগ: ০১৭২৭৭১৭১৭০, ০১৮৭৬৬৭২৬২২ (শাইখ মুস্তাফিজুর রাহমান মাদানী)
৩। দারুল হাদীস একাডেমী। (আবাসিক/ অনাবাসিক /ডে কেয়ার) পীর ফয়েজ উল্যাহ রোড, চানমিয়া পাটোয়ারী বাড়ি, রায়পুর, লক্ষ্মীপুর। 01715842057, 01715852087
৪। আসমা বিনতে আবু বকর মহিলা মাদ্রাসা। লক্ষীপুর সদর, সিটি কলেজ রোড। আয়কর ভবনের সামনে। 01727717170, 01707638886, 01312672622 (শাইখ মোস্তাফিজুর রাহমান মাদানী কর্তৃক পরিচালিত)
🌿
▌মুন্সীগঞ্জঃ
১। মুহাম্মাদিয়া আইডিয়াল মাদ্রাসা। দশকানী, পঞ্চসার, মুন্সীগঞ্জ। ০১৯১৪২২৬৫৬২, ০১৯১১৩২৯৮১৫, 01310-457999, 01717-809512
২। মাদরাসাতুল ফালাহ। (দড়িবাউশিয়া বাস স্ট্যান্ড) মধ্য বাউশিয়া, উত্তরপাড়া, গজারিয়া, মুন্সিগঞ্জ। 01304426192
৩। মাদরাসাতুত তাওহীদ। রসুলপুর রামানন্দ, লতব্দী, সিরাজদিখান, মুন্সীগঞ্জ। 01710519549, 01927807760, 01630383110
৪। সালাফিয়্যাহ আইডিয়াল মাদরাসা। গাদিঘাট, শ্রীনগর, মুন্সীগঞ্জ। 01718011289, 01945377359
🌿
▌ব্রাক্ষণবাড়িয়াঃ
১। ইক্বরা ইসলামিয়া মডেল মাদ্রাসা। সলিমগঞ্জ, নবীনগর ব্রাক্ষণবাড়িয়া। +880 1752-801111, 01731377945, 01740902777, 01755684622
২। জহিরুল ইসলাম মডেল মাদরাসা। লালপুর দঃ পাড়া, আশুগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া। ০১৩১০৮৫৫২৯৯, 01310855299, 01771816251, 01972535581
৩। কসবা আত-তাওহীদ আল ইসলামিয়া মাদ্রাসা। কসবা সদর দক্ষিণ। কসবা, ব্রাক্ষণবাড়িয়া। +880 1814-737487
৪। আত-তাক্বওয়া ইসলামিক এডুকেশন সেন্টার। বাড়ী নং ২৭৪, মরিয়ম প্লাজা (২য় তলা) কসবা নতুন বাজার, কসবা, ব্রাক্ষণবাড়িয়া। 01743733817
৫। দারুল উলুম আইডিয়াল মাদ্রাসা। পদ্মপাড়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আবাসিক/অনাবাসিক/ডে কেয়ার। 01301618941, 01924941731, 01867221060
৬। ধরখার কোরআন ও সুন্নাহ মডেল মাদ্রাসা। (আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ার)। ধরখার বাসস্ট্যান্ড এর পূর্ব পাশে। মীমপল্লী, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। 01703326489, 01405974679, 01584084618
🌿
▌গাইবান্ধাঃ
১। রহমানিয়া মাদরাসা। রামচন্দ্রপুর, গাইবান্ধা। ফোনঃ +880 1726-193225, 01719495387, 01773922488
২। বোনার পাড়া সালাফিয়্যাহ মাদরাসা। বোনারপাড়া, সাঘাটা, গাইবান্ধা। 01716205290, 01719639370
৩। উলুমুল কুরআন মহিলা সালাফিয়্যাহ মাদরাসা। বোনার পাড়া,

Address

Riyadh

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Jobayer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category