Mubarak Sylhet

Mubarak Sylhet সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই, আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সহিত জীবন যাপন করার তৌফিক দান করুন।

-মোঃ মোবারক হোসাইন-.....সিলেট বাংলাদেশ.....

31/01/2025
30/01/2025

"-থাকুক না সে কল্পনাতে‚ কিসের এত কষ্ট..??
"-ভালোবাসলে কি পেতেই হবে, অনুভবই
যথেষ্ট....!! 🌹🌹🌿🌿

বিয়ে মানে শুধুমাত্র একটা ঘর, দু'টো হাঁড়ি-পাতিল আর কিছু আসবাবপত্রের সমাহার নয়! বিয়ে হচ্ছে, দু'জন মানুষের মনের মিল আর সুখে...
30/01/2025

বিয়ে মানে শুধুমাত্র একটা ঘর, দু'টো হাঁড়ি-পাতিল আর কিছু আসবাবপত্রের সমাহার নয়! বিয়ে হচ্ছে, দু'জন মানুষের মনের মিল আর সুখেদুঃখে চিরদিন একসাথে পথচলার অঙ্গিকার।

আপনি আপনার স্ত্রীকে কতো বড় বাড়ি, কতো ভরি গয়না দিতে পারবেন তার চেয়েও বেশি জরুরি হলো, আপনি তাকে কতোটা ভালোবাসা দিতে পারবেন, তার সাথে কতোটা সময় কাটাতে পারবেন।

স্ত্রী হিসেবে আপনি কতোটা যোগ্য কিংবা কতোটা নজরকাঁড়া তার চেয়ে বেশি জরুরি হচ্ছে, আপনি নিজের স্বামীর প্রতি কতোটা আন্তরিক, কতোটা খেয়াল রাখতে পারবেন তার সেইসব বিষয়গুলো।

ভাতের অভাবে কিংবা রূপের অভাবের চেয়ে কয়েকগুণ বেশি সংসার ভেঙেছে, আন্তরিকতা আর ভালোবাসার অভাবে। ভাতের অভাব আর রূপের অভাব পুষিয়ে নেয়া গেলেও, ভালোবাসা কিংবা আন্তরিকতার অভাব পোষাবার মতো নয়।

দিনশেষে একটা সুন্দর সম্পর্কের জন্য দু'জনকে ছাড় দিতে হয়, দুইজনেরই দু'জনের প্রতি আন্তরিক থাকতে হয়। ভালোবাসা, ভালোলাগাটুকু একতরফা চললেও, সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই দুজনকে গুরুত্ব দিতে হয়।
নাহলে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।

29/01/2025

ছায়া কখনো ছেড়ে যায় না... 😥🤍
আর মায়া ?
কখনো শান্তিতে ঘুমাতে দেয় না....!😅💔

28/01/2025

সংক্ষিপ্ত এই জীবনে বহুবার প্রেমে পড়েছি..!! আর ভালোবেসেছি যে ভালোবাসেনি..!! যাকে পাওয়ার'ও থাকেনা আসা..!! ওই আর কি এক-তরফা ভালোবাসা..!! কি বিস্ময়কর তোমার রুপ....!! তুমি সূর্যের চেয়েও তীব্র..!! অন্য কাউকে ভালোবাসো...!! আমার দুর্ভাগ্য..!! তবে তোমায় আমি ভালোবাসি.!! তুমি ভালোবাসার যোগ্য..!! মায়াবতী তুমি ফুল..! তোমায় দেখিবার ইচ্ছায় এমন মস্তিষ্ক..হয়ে থাকে ব্যাকুল..!! আমি তোমাতেই অনুকূল..!! জানি পূর্ণজন্ম হবে না..!! তবুও এমন হাজার কোটি বার জন্মাতে চায়..!! তোমার ভালোবাসা পাওয়ার আসায়..!! যদি-ও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসা..!! তাতে কি বা আসে যায়..!! তোমাকে না পাওয়ার আক্ষেপে ভালোবাসতে ভুলিনি..!! প্রতি নিঃশ্বাসে ভালোবাসি তোমায়..!! মায়াবতী তুমি বুঝোনি..!! ভালোবাসোনি আমায়..!! জীবনের অপূর্ণতাতে এই ভালোবাসাটা সবচেয়ে গভীর..!! তোমাকে না পাওয়ার আক্ষেপ'টা আমার সারা জীবনের..!! তবে তোমাকে পাওয়ার আশা টা যদি ছেড়ি'ই দেই..!! তাহলে তোমাকে ভালোবাসলাম আর কই..!! আমি তোমাকে ভালোবেসে ছিলাম" ভালোবাসি" আর মৃত্যু ব্যতীত ভালোবাসবো..!,
😅💔💔🫡☺️👍

So sad
27/01/2025

So sad

26/01/2025

Watch, follow, and discover more trending content.

পৃথিবীর মানুষগুলো এমন কেন শুধু নিজের ভালোটাই দেখে অন্যের ভালো কিছু দেখেনা, নিজের স্বার্থে সব ভুলগুলোও সঠিক আর অন্যের বেল...
23/01/2025

পৃথিবীর মানুষগুলো এমন কেন শুধু নিজের ভালোটাই দেখে অন্যের ভালো কিছু দেখেনা, নিজের স্বার্থে সব ভুলগুলোও সঠিক আর অন্যের বেলায় তিল থেকে তাল বানিয়ে দেয়, যেনো কিছুই ছাড় নয়,..😪😪

22/01/2025

Address

Saudi Arabia Riyadh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mubarak Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share