
28/09/2025
ধর্ম মন্ত্রণালয়ের তত্বাবধানে ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষিত হয়েছে! হজের জন্য মন্ত্রণালয় ৩ টি প্যাকেজ ঘোষণা করেছে। এবছর বিমান ভাড়া বাবদ ১২, ৯৯০ টাকা কমানো হয়েছে।
এছাড়া ঘোষিত প্যাকেজে কুরবানি বাবদ ৭২০ রিয়াল বা
২৩,৬৫২ টাকা প্যাকেজের সঙ্গে যুক্ত আছে। তবে, খাবারের খরচ প্যাকেজে যুক্ত হয়নি। হাজী সাহেবদের নিজস্ব তত্বাবধানে থাকবে খাবারের খরচ।
★প্যাকেজ-১ (স্পেশাল)
৬,৯০,৫৯৭ টাকা।
• মক্কাতে হারাম শরীফের ১০০০ মিটারের মধ্যে আবাসন থাকবে।
• মদিনাতেও সবচে সন্নিকটের হোটেলগুলোতে এই প্যাকেজের হাজী সাহেবরা থাকবেন।
★প্যাকেজ-২:
৫,৫৮,৮৮১ টাকা।
• মক্কাতে হারাম শরীফ থেকে দেড়- দুই কিমি দূরে থাকবে হোটেল।
• মদিনায় তূলনামূলক কাছের হোটেলগুলোতে থাকা হবে।
★প্যাকেজ-৩
৪,৬৭,১৬৭ টাকা
• হোটেল মক্কার আজিজিয়া এলাকাতে হবে।
• মদিনায় তূলনামূলক সেন্ট্রাল এরিয়ার বাইরে হবে।
• হারামে যাতায়াতের জন্য বাস সার্ভিস থাকবে।
★২৭ জুলাই থেকে সরকারি নিবন্ধন শুরু হয়েছে। শেষ হবে ১২ অক্টোবর ২০২৫।
★চাঁদের হিসাব ঠিক থাকলে, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে, ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে।