সৌদি প্রবাসী S A Taj

সৌদি প্রবাসী S A Taj সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।
(1)

ধর্ম মন্ত্রণালয়ের তত্বাবধানে ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষিত হয়েছে!  হজের জন্য মন্ত্রণালয় ৩ টি প্যাকেজ ঘোষণা করেছে। এবছর বিম...
28/09/2025

ধর্ম মন্ত্রণালয়ের তত্বাবধানে ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষিত হয়েছে! হজের জন্য মন্ত্রণালয় ৩ টি প্যাকেজ ঘোষণা করেছে। এবছর বিমান ভাড়া বাবদ ১২, ৯৯০ টাকা কমানো হয়েছে।

এছাড়া ঘোষিত প্যাকেজে কুরবানি বাবদ ৭২০ রিয়াল বা
২৩,৬৫২ টাকা প্যাকেজের সঙ্গে যুক্ত আছে। তবে, খাবারের খরচ প্যাকেজে যুক্ত হয়নি। হাজী সাহেবদের নিজস্ব তত্বাবধানে থাকবে খাবারের খরচ।

★প্যাকেজ-১ (স্পেশাল)
৬,৯০,৫৯৭ টাকা।
• মক্কাতে হারাম শরীফের ১০০০ মিটারের মধ্যে আবাসন থাকবে।
• মদিনাতেও সবচে সন্নিকটের হোটেলগুলোতে এই প্যাকেজের হাজী সাহেবরা থাকবেন।

★প্যাকেজ-২:
৫,৫৮,৮৮১ টাকা।
• মক্কাতে হারাম শরীফ থেকে দেড়- দুই কিমি দূরে থাকবে হোটেল।
• মদিনায় তূলনামূলক কাছের হোটেলগুলোতে থাকা হবে।

★প্যাকেজ-৩
৪,৬৭,১৬৭ টাকা
• হোটেল মক্কার আজিজিয়া এলাকাতে হবে।
• মদিনায় তূলনামূলক সেন্ট্রাল এরিয়ার বাইরে হবে।
• হারামে যাতায়াতের জন্য বাস সার্ভিস থাকবে।

★২৭ জুলাই থেকে সরকারি নিবন্ধন শুরু হয়েছে। শেষ হবে ১২ অক্টোবর ২০২৫।

★চাঁদের হিসাব ঠিক থাকলে, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে, ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে।

৯৫তম সৌদি জাতীয় দিবস উদযাপনের সময় আল খোবারে বিমান প্রদর্শনীর কিছু একাংশ.... ✈️🇸🇦🤲
28/09/2025

৯৫তম সৌদি জাতীয় দিবস উদযাপনের সময় আল খোবারে বিমান প্রদর্শনীর কিছু একাংশ.... ✈️🇸🇦🤲

টাকা দিতে না পারলে,অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে পোস্ট টা শেয়ার করবেন? আপনার একটি শেয়ারে হইতো কারো নজরে পরলে কেও না...
28/09/2025

টাকা দিতে না পারলে,অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে পোস্ট টা শেয়ার করবেন? আপনার একটি শেয়ারে হইতো কারো নজরে পরলে কেও না কেও সহযোগিতার হাত বাড়াতে পারে।

রিয়াদের যে কোন ধরনের দোকান বা বাড়ি ভাড়া, অর্থাৎ বাণিজ্যিক বা আবাসিক সব ধরনের ভাড়া অন্তত ৫ বছর পর্যন্ত আর বৃদ্ধি না করার ...
26/09/2025

রিয়াদের যে কোন ধরনের দোকান বা বাড়ি ভাড়া, অর্থাৎ বাণিজ্যিক বা আবাসিক সব ধরনের ভাড়া অন্তত ৫ বছর পর্যন্ত আর বৃদ্ধি না করার যুগান্তকারী ঘোষণা দিয়েছেন আজ ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। রিয়াদে ক্রমবর্ধমান অতিরিক্ত ভাড়ার ফলে নেয়া এই সিদ্ধান্ত অবশ্যই জনসাধারণের উপকারে আসবে।

🔥সৌদি প্রবাসীর সালমান হোসেন  কাজের সন্ধানে এই গাড়ি করে রিয়াদ থেকে দাম্মাম যাচ্ছিলেন,মাঝপথে গাড়ি চালকসহ আরেকজন তাকে অ'পহ...
24/09/2025

🔥সৌদি প্রবাসীর সালমান হোসেন কাজের সন্ধানে এই গাড়ি করে রিয়াদ থেকে দাম্মাম যাচ্ছিলেন,মাঝপথে গাড়ি চালকসহ আরেকজন তাকে অ'পহ'র'ণের চেষ্টা করে,এক পর্যায়ে সালমান গাড়ির পিছনে গ্লাস ভে'ঙ্গে পালিয়ে যান,গুরুতর আ'হত অবস্থায় তিনি একটি মসজিদে আশ্রয় নেন,মসজিদের ইমামের সহায়তায় সৌদি পুলিশ তাকে উ'দ্ধা'র করে নিয়ে যান,পরিবারের সূত্রে জানা যায় সালমান হোসেন মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলেছেন,তিনি বর্তমানে সৌদি আরবের একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রবাসের সাতকাহন - সাইফুল রাজীব

টাকার মেশিন ফেরত আসছে😥সবাই ভাইটার জন্য একটু দোয়া করবেন, আমিন।
21/09/2025

টাকার মেশিন ফেরত আসছে😥
সবাই ভাইটার জন্য একটু দোয়া করবেন, আমিন।

নাম আব্দুস সালাম ভুইয়া সজিব।  শনিবার রাত সৌদি সময় অনুমানিক  ১:২০ মিনিটে  #রিয়াদের জেদিদ  সানাইয়া কোম্পানির বাসার সামনে থ...
21/09/2025

নাম আব্দুস সালাম ভুইয়া সজিব। শনিবার রাত সৌদি সময় অনুমানিক ১:২০ মিনিটে #রিয়াদের জেদিদ সানাইয়া কোম্পানির বাসার সামনে থেকে ৪জনের এক দুর্বৃত্ত দল তাকে তুলে নিয়ে যায়। আজ সকালে তার বাড়িতে কল করিয়ে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে😥😥😥

৬ বছর ধরে  #নিখোঁজ  একটা পরিবারের উপর কি যাচ্ছে বুঝতে পারছেন?  ছেলেটার নাম মো:কামরুল  ইসলাম পিতা:মো: নাসির উদদীন ফুলদী, ...
14/09/2025

৬ বছর ধরে #নিখোঁজ একটা পরিবারের উপর কি যাচ্ছে বুঝতে পারছেন? ছেলেটার নাম মো:কামরুল ইসলাম পিতা:মো: নাসির উদদীন
ফুলদী, কালীগন্জ,গাজীপুর। আজ প্রায় ৬ বছর যাবত শুনা গেছে সৌদি আরবের রিয়াদে শালিনী Shalini company তে কাজ করতো। প্রথম প্রথম তার সাথে বাড়ির সাথে যোগাযোগ হলেও এই ৬ বছরে কোন যোগাযোগ নেই। অসহায় পরিবার অনেক খোঁজ করেছে কোন সন্ধান পায়নি। যদি কোন ব্যাক্তি তার খোঁজ খবর জানেন দয়া করে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।

হোয়াটসআ্যাপ 0505456552

আমার বন্ধু মো:রাব্বি হোসেন। সৌদি প্রবাসী। ,রিয়াদ মানফুহা থাকে। মনফুহাতে সে ১ মাস ধরে আছে। সে নতুন রুম নিয়ে এই বাইক দিয়ে ...
14/09/2025

আমার বন্ধু মো:রাব্বি হোসেন।
সৌদি প্রবাসী। ,রিয়াদ মানফুহা থাকে। মনফুহাতে সে ১ মাস ধরে আছে। সে নতুন রুম নিয়ে এই বাইক দিয়ে ডেলিভারির কাজ করতো। এই এরিয়ায় আমি থাকি এখানে অনেক খারাপ লোক বসবাস করে, অনেক ধরনের।
৪-৫ দিন ধরে আমার বন্ধুটির কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তার চিন্তাই তার ফ্যামিলি অনেক অস্থির হয়ে আছে। আমারাও ভীষণ চিন্তিত, কিন্তু কিছুই করতে পারছিনা।প্রিয় প্রবাসী ভাইরা কেউ যদি কোনভাবে তার সন্ধান দিতে পারেন, একজন মায়ের অনেক দোয়া পাবেন।

বিনীত
মাহমুদ হাসান

Address

Riyadh

Telephone

+966533184616

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৌদি প্রবাসী S A Taj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সৌদি প্রবাসী S A Taj:

Share

Category