30/04/2023
আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা,,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
আলহামদুলিল্লাহ, গুরুতর অসুস্থতা থেকে আল্লাহ তা'আলা আমাকে সুস্থ করে তুলেছেন।
আমি বিগত ২৬রমাদ্বান পবিত্র বায়তুল্লাহ জিয়ারত (উমরাহ হজ্জের) উদ্দেশ্যে সফর করেছিলাম।
উমরাহ করে মসজিদে নববী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করে দীর্ঘ পথের সফর শেষ করে বাসায় ফিরে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়!!
দেড় দিন অপেক্ষার পর আমার অসুস্থতা আরো বৃদ্ধি হলে হসপিটালাইজড হতে হয়,টেস্ট করে চতুর্থবারের মতো আমার কোভিড১৯ পজিটিভ আসে!! এবং প্রচণ্ড কাশী, শ্বাস এবং গলায় এলার্জি সমস্যা দেখা দেয়!! তখন সম্পূর্ণরুপে অনলাইন থেকে দূরে থাকি!!
কাউকে জানানোর মতো অবস্থাও তখন আমার ছিলোনা!!
শুধু কাছের কিছু প্রিয় মানুষদের জানাই। তাদের মাধ্যমে আমার অসুস্থতার খবর পেয়ে এবং
আমার অনলাইনে অনুপস্থিতির কারণে উদ্বেগ প্রকাশ করে আপনারা
আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য এতো ভালোবাসা,উদ্বেগ প্রকাশ করেছেন এবং কয়েক শত মেসেজ করেছেন ও দোয়া করেছেন তার জন্য আমি সত্যি অভিভূত,আবেগাপ্লুত ও চিরঋণী।
বিশেষ করে কিছু মানুষের কথা উল্লেখ না করলে নয় তারমধ্যে একনাম্বার
সৌদি আরবের বর্তমান সময়ের শ্রেষ্ঠ দায়ী, হারামাইন শরিফাইন এর মুদাররিস শায়েখ আব্দুর রহমান আল মুতলেক্ব হাফিজাহুল্লাহ,
বাদশাহ আব্দুল আজিজ ফাউন্ডেশন চেয়ারম্যান শায়েখ আব্দুল্লাহ আল রুহাইলী, জামেয়া খাইরিয়া,কিং সৌদ ইউনিভার্সিটি সহ অসংখ্য অগণিত উস্তায এবং শায়েখগন আমি যাদের ছাত্র হওয়ারও যোগ্যতা রাখিনা সকলের খবর নেয়া, উদ্বেগ প্রকাশ এবং দোয়া করা আসলেই অবিশ্বাস্য!! সেই সাথে আমাদের বাংলাদেশি উস্তাজ জামেয়া উম্মুল ক্বুরা মক্কা আল মোকাররম (মক্কা ইউনিভার্সিটির) ডক্টর #শায়েখ_বাসির_মাক্কী হাফিঃ আমার অসুস্থতা শুনে সরাসরি বারবার ফোন দিয়ে খবর নিয়েছেন, ওয়াটসআপে বাংলাদেশী শিক্ষক ইমাম মোয়াজ্জিন দের একটা গ্রুপ আছে সেই গ্রুপে নিজেই আমার অসুস্থতার কথা জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন,
এটি আমার জীবনের পরম পাওয়া।,
এছাড়াও শায়েখ হাফিজ #আবু_আব্দুল্লাহ_মোহাম্মাদ_ইউসুফ ভাই এর কথা না বললেই নয়!
#আবুল_কালাম_আজাদ ভাই, শায়েখ উস্তাজ #আব্দুল্লাহ_আল_কাফি_বিন_আব্দুল_জলিল
উনাদের মতো মানুষ আমার জন্য দোয়া ভালোবাসা জানাবেন এটাই আমার পরম পাওয়া।
তাছাড়া আরো বিশেষ ভাবে উল্লেখ করতে হয় প্রিয় মোহাম্মদ জোবায়ের ভাই এর কথা।আমার জন্য যে কষ্ট করেছেন এটা সত্যি অবাক করার মতো!!
এছাড়া ওয়াটসআপ,মেসেঞ্জার, টেলিগ্রাম সহ সব ইনবক্সে আপনাদের এতো এতো মেসেজ এটাই প্রমাণিত হয়েছে যে আপনি যদি আল্লাহর দ্বীনকে ভালোবাসেন তাহলে আল্লাহ মানুষের অন্তরে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন।
একদম সত্য কথা এটা।
যারা আমাকে দোয়া জানিয়েছেন,খবর নিয়েছেন সকলের প্রতি আমার হৃদয়ের গহীনতম স্থান থেকে জানাই শ্রদ্ধা,ভালোবাসা ও চির কৃতজ্ঞতা❤
আমার অগ্রজ অনুজ সকলের প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি ❤️❣️❤
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
আল্লাহ ত'য়ালা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আপনাদের মর্যাদা বৃদ্ধি করুন, হায়াতের মধ্যে বারাকাহ দিন।