Abu Sufian-أبو سفيان

  • Home
  • Abu Sufian-أبو سفيان

Abu Sufian-أبو سفيان দ্বীন প্রচার'ই জীবনের একমাত্র উদ্দেশ্য,,
প্রচার কর যদি একটি মাত্র আয়াত হয়, (বুখারী_৩৪৬১)

05/04/2024

আলহামদুলিল্লাহ আমাদের বাবাইর আজ জন্মদিন, আর জন্মদিনেই শিক্ষা জীবনের প্রথম সনদ। শিক্ষা শুরু হয়েছে মহান আল্লাহ তাআলার কালামে হাকিম দিয়ে। এবং কালামে হাকিম নাজিলের পবিত্র মাস রমাদ্বান কারিমে।
মহান আল্লাহ তাআলা-ও কালামে হাকিমে প্রথম আয়াত বা প্রথম আদেশ অহি নাজিল করেছিলেন *পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।
সুবহানাল্লাহ সেই শিক্ষা জীবনের শুরু কালামুল্লাহ শেখার মাধ্যমে, এবং কালামুল্লাহ নাজিলের মাসে, এবং সনদ প্রাপ্তিও কালামুল্লাহর কেরাত শেখার উপরে।
আল্লাহ তাআ'লা আমাদের বাবাইকে কবুল করুন।
বিশ্বব্যাপী কালামে হাকিমের দাওয়াত ও খেদমতের জন্য কবুল করুন।
শুধু নিজের আত্মীয় পরিজন গ্রাম জাতি দেশ নয় বরং গোটা দুনিয়ার উম্মাহর জন্য দ্বায়ী ও কাজ করনেওয়ালা হিসাবে কবুল করুন।

22/03/2024

বাবাই এখন জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল এর নুরানির ছাত্র। 🥰, বাবাইর জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা যেনো বাবাইকে একজন পরিপূর্ণ ঈমানদার তাক্বওয়াবান আলেমে দ্বীন হিসাবে কবুল করেন।
#দরগাহ #মাদ্রাসা #নুরানি #কোরআন #ইসলাম

01/11/2023

বায়তুল্লাহ শরীফের পবিত্র মুলতাজাম স্পর্শ করে প্রাণ ভরে প্রিয় দেশ এবং প্রিয় আল্লামা সাঈদীর(রাহিঃ) জন্য দোয়া।

আওয়ামী নাস্তিক জালিমের বা'চ্চারা চেয়েছিলো নানান অপবাদ অপদস্ত করে গ্রেফতার নির্যাতন করে আমাদের মাঝে থেকে আমাদের প্রিয় আল্লামা সাঈদী (রাহি:)কে বিচ্ছিন্ন করে দেবে কিন্তু আমরা তো সাঈদীকে দুনিয়ার কোন কিছুর জন্য ভালোবাসিনি আমরা আল্লাহর কোরআনের জন্যেই ভালোবাসি।

09/10/2023

বাবাইর আজকে প্রথম ক্লাস 🥰 আমরা যাচ্ছি দারুলউলুমে🥰, বাবাইর জন্য দোয়া করবেন সকালে।
আল্লাহ তাআলা যেনো বাবাইকে একজন পরিপূর্ণ ঈমানদার তাক্বওয়াবান আলেমে দ্বীন হিসাবে কবুল করেন।

19/07/2023
أصبحنا واصبح المُلك للهশুভ সকাল ❤️‍🩹💗 اللهُم إجعل هذا الصَباح حاملاً لنا من الخيرِ فوق ما نرجُو واجعلهُ صَباح خير لأمورِ...
07/07/2023

أصبحنا واصبح المُلك لله
শুভ সকাল ❤️‍🩹💗
اللهُم إجعل هذا الصَباح حاملاً لنا من الخيرِ فوق ما نرجُو واجعلهُ صَباح خير لأمورِنا كُلها

10/06/2023

সুমধুর আহ্বান "হাইয়্যাআলাস্বালাহ",
আমার সূর লহরী কিন্তু মধুর নয়, গোনাহের ভারে আমি ন্যুজ্ব!!সেজন্যে চাই কাফফারা হিসাবে সুমধুর আহ্বানেই নিজেকে বিলীন করে দিতে!! এ আহ্বানেই যে কালো কুচকুচে কৃষাঙ্গ গোলাম বেলাল [রাঃ] সম্মানিত হয়েছিলেন। আল্লাহ তাআ'লা যেনো আমার মতো অধমকেও তার নামেই কবুল করেন।
#আজান

08/06/2023

মসজিদে নববী ﷺ মদিনা আল মোনাওয়ারার ৮নং গেট হয়ে মসজিদে বেলাল রাঃ এর সামন দিয়ে আমরা প্রবেশ করবো এখন,আপনারা এখন দেখতে পাবেন রিয়াজুল জান্নাত এর পেছনের অংশ এবং সামনের গেট।
#মদিনা #মক্কা

04/06/2023

কি আছে মসজিদে নববী ﷺ মদিনা আল মোনাওয়ারার ছাদে? কেমন দেখতে? মসজিদে নববী ﷺ মদিনা আল মোনাওয়ারার ছাদ থেকে ভেতরের অংশ আজকে দেখবেন।
ধারাবাহিক ভাবে প্রতিদিন একেক অংশ করে আপলোড করা হবে ইনশাআল্লাহ, মসজিদে নববী ﷺ এর নানান ঐতিহাসিক স্থান সবাইকে দেখাতে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন।
#আমল #কুরআন #ঈমান #মদিনা #মক্কা #মসজিদ

03/06/2023

আজানের সুর পৃথিবীর সবচেয়ে সুমধুর, যদিও আমার কন্ঠ মধুর নয়,সাথে আবার গলা ব্যাথা এবং গলা বসে গেছে তবুও আল্লাহর জন্য স্বালাতের দিকে শ্রেষ্ঠ আহ্বান মনচাইলে একটা শেয়ার করে যাবেন ইনশাআল্লাহ।
#আজান

29/05/2023

হজ্জের ফাইনাল কর্মশালা, যাচ্ছি জামেয়া খাইরিয়া থেকে কিং সৌদ ইউনিভার্সিটি হয়ে মক্কা নগরীতে আলহামদুলিল্লাহ।

16/05/2023

ধনী হতে চান? সন্তানসন্ততি লাভ করতে চান? নদী নাহার সহ জান্নাতের বাগানের মালিক হতে চান?
তাহলে জেনে নিন কুরআন আল কারিমে আল্লাহর পক্ষ থেকে দেয়া স্পেশাল অফারটি!! #কুরআন
#ইস্তেগফার #আমল #জান্নাত #অফার #স্পেশাল
#ঈমান #লাতাহযান

 #তুরস্ক  বাংলাদেশসহ পশ্চিমা মিডিয়াগুলো তুরস্কের নির্বাচনকে ঘিরে ইসলামপন্থীদের নিয়ে ব্যাপক নেতিবাচক প্রচারণা চালাচ্ছে যে...
14/05/2023

#তুরস্ক
বাংলাদেশসহ পশ্চিমা মিডিয়াগুলো তুরস্কের নির্বাচনকে ঘিরে ইসলামপন্থীদের নিয়ে ব্যাপক নেতিবাচক প্রচারণা চালাচ্ছে যে তারা হেরে যাবার সম্ভাবনা প্রবল ইত্যাদি!!
দীর্ঘ দিনের তুর্কি বন্ধু Hamza Yılmaz এবং তুর্কী আর্মীর স্পেশ্যাল ফোর্সেস সদস্য বন্ধু Said Yılmaz দের সাথে কথা বললাম নির্বাচন প্রসঙ্গে এবং সকালে জিজ্ঞেস করলাম, এরদোয়ান কি জিততে পারবে? তাদের উত্তর এটাই জিতবে ইনশাআল্লাহ। অবস্থা ইসলামপন্থীদের অনুকূলেই আছে এখনো। লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, ২/৩% পার্থক্য হবে,এবং ইনশাআল্লাহ এরদোয়ান ই বিজয়ী হবেন। এই বছরের শুরু থেকেও সেক্যুলাররা বারবার পরাস্ত হয়েছে।
এছাড়া সারাদিন থেকে অনেকবার ভিডিও কলে এবং তাদের লাইভে খবর নিচ্ছি তুর্কিয়ের আজকে নির্বাচনের।
আমরা দুআ করি ইসলাম ও মুসলিমদের কল্যাণ হয় এমন লোকেরা তুরস্কের ক্ষমতায় আসুক ও থাকুক।
এরদোয়ানের জন্যে গোটা পৃথিবী দুআ করছে।
শুধু কিছু ঘোমটা এবং তাদের শাসকশ্রেণী ছাড়া!! আমরা তো ঘোমটা এবং তাদের কথিত (রাজতন্ত্রীয়) খলিফাদের ঘাঁটিতে আছি এবং এদের ভেতরের খবর সরাসরি দেখতেছি!!এরা শুধু বুঝে তাদের মুলুকিয়ত টিকিয়ে রাখা!! এজন্য এরা গোপনে-ও সম্পর্ক প্রকাশ্যেও সম্পর্ক করে আছে বিতাড়িত অভিশপ্ত বর্বর ই*%হু%দী ই%জ%রায়ে&লের সাথে!! তবে অধিকাংশ সাধারণ মানুষ ও আলেম উলামা সহ
ফেরকা, ঘরানা, মানহাজ নির্বিশেষে পৃথিবীর প্রায় সকল মুসলিম তার পক্ষে।
কারণ, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, এখানে ঈ*মা*ন ও কু*ফ*রের সংঘাত হচ্ছে। একসময়ের খেলাফতের ভূমিতে তিনি ইসলামের পক্ষে সর্বশেষ আশার আলো।
এজন্য দুআ করি, এবারও আল্লাহ তাঁকে জয়ী করুন। পৃথিবীর সকল প্রান্তে আহলে ঈমান বিজয় লাভ করুক। আমিন।
İnşallah, Allah Erdoğan'ı muzaffer kılacaktır
Recep Tayyip Erdoğan
হবে নাকি একটা বিজয় মিছিল?
ভাইয়ের বিজয়ে ভাইয়ের #তাকবীর?
সবাই তো আমরা ভাই
যে যেখানেই থাকি, অসুবিধা নাই
#বাংলাদেশ থেকে #তুরস্ক
কত আর দূর
পার্থক্য তো কেবল দুরত্বেই
নইলে ওই একই #কুরআন, একই নামায
একই #আযানের সুর।
#তুর্কী #তুরস্ক #নির্বাচন
#এরদোয়ান

আমার পক্ষ থেকে  কৃতজ্ঞতা,, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,আলহামদুলিল্লাহ, গুরুতর অসুস্থতা থেকে আল্লাহ তা'আলা  আমাকে সু...
30/04/2023

আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা,,

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,

আলহামদুলিল্লাহ, গুরুতর অসুস্থতা থেকে আল্লাহ তা'আলা আমাকে সুস্থ করে তুলেছেন।

আমি বিগত ২৬রমাদ্বান পবিত্র বায়তুল্লাহ জিয়ারত (উমরাহ হজ্জের) উদ্দেশ্যে সফর করেছিলাম।
উমরাহ করে মসজিদে নববী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করে দীর্ঘ পথের সফর শেষ করে বাসায় ফিরে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়!!
দেড় দিন অপেক্ষার পর আমার অসুস্থতা আরো বৃদ্ধি হলে হসপিটালাইজড হতে হয়,টেস্ট করে চতুর্থবারের মতো আমার কোভিড১৯ পজিটিভ আসে!! এবং প্রচণ্ড কাশী, শ্বাস এবং গলায় এলার্জি সমস্যা দেখা দেয়!! তখন সম্পূর্ণরুপে অনলাইন থেকে দূরে থাকি!!
কাউকে জানানোর মতো অবস্থাও তখন আমার ছিলোনা!!
শুধু কাছের কিছু প্রিয় মানুষদের জানাই। তাদের মাধ্যমে আমার অসুস্থতার খবর পেয়ে এবং
আমার অনলাইনে অনুপস্থিতির কারণে উদ্বেগ প্রকাশ করে আপনারা
আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য এতো ভালোবাসা,উদ্বেগ প্রকাশ করেছেন এবং কয়েক শত মেসেজ করেছেন ও দোয়া করেছেন তার জন্য আমি সত্যি অভিভূত,আবেগাপ্লুত ও চিরঋণী।

বিশেষ করে কিছু মানুষের কথা উল্লেখ না করলে নয় তারমধ্যে একনাম্বার
সৌদি আরবের বর্তমান সময়ের শ্রেষ্ঠ দায়ী, হারামাইন শরিফাইন এর মুদাররিস শায়েখ আব্দুর রহমান আল মুতলেক্ব হাফিজাহুল্লাহ,
বাদশাহ আব্দুল আজিজ ফাউন্ডেশন চেয়ারম্যান শায়েখ আব্দুল্লাহ আল রুহাইলী, জামেয়া খাইরিয়া,কিং সৌদ ইউনিভার্সিটি সহ অসংখ্য অগণিত উস্তায এবং শায়েখগন আমি যাদের ছাত্র হওয়ারও যোগ্যতা রাখিনা সকলের খবর নেয়া, উদ্বেগ প্রকাশ এবং দোয়া করা আসলেই অবিশ্বাস্য!! সেই সাথে আমাদের বাংলাদেশি উস্তাজ জামেয়া উম্মুল ক্বুরা মক্কা আল মোকাররম (মক্কা ইউনিভার্সিটির) ডক্টর #শায়েখ_বাসির_মাক্কী হাফিঃ আমার অসুস্থতা শুনে সরাসরি বারবার ফোন দিয়ে খবর নিয়েছেন, ওয়াটসআপে বাংলাদেশী শিক্ষক ইমাম মোয়াজ্জিন দের একটা গ্রুপ আছে সেই গ্রুপে নিজেই আমার অসুস্থতার কথা জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন,
এটি আমার জীবনের পরম পাওয়া।,
এছাড়াও শায়েখ হাফিজ #আবু_আব্দুল্লাহ_মোহাম্মাদ_ইউসুফ ভাই এর কথা না বললেই নয়!
#আবুল_কালাম_আজাদ ভাই, শায়েখ উস্তাজ #আব্দুল্লাহ_আল_কাফি_বিন_আব্দুল_জলিল
উনাদের মতো মানুষ আমার জন্য দোয়া ভালোবাসা জানাবেন এটাই আমার পরম পাওয়া।

তাছাড়া আরো বিশেষ ভাবে উল্লেখ করতে হয় প্রিয় মোহাম্মদ জোবায়ের ভাই এর কথা।আমার জন্য যে কষ্ট করেছেন এটা সত্যি অবাক করার মতো!!

এছাড়া ওয়াটসআপ,মেসেঞ্জার, টেলিগ্রাম সহ সব ইনবক্সে আপনাদের এতো এতো মেসেজ এটাই প্রমাণিত হয়েছে যে আপনি যদি আল্লাহর দ্বীনকে ভালোবাসেন তাহলে আল্লাহ মানুষের অন্তরে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন।
একদম সত্য কথা এটা।

যারা আমাকে দোয়া জানিয়েছেন,খবর নিয়েছেন সকলের প্রতি আমার হৃদয়ের গহীনতম স্থান থেকে জানাই শ্রদ্ধা,ভালোবাসা ও চির কৃতজ্ঞতা❤
আমার অগ্রজ অনুজ সকলের প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি ❤️❣️❤

সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
আল্লাহ ত'য়ালা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আপনাদের মর্যাদা বৃদ্ধি করুন, হায়াতের মধ্যে বারাকাহ দিন।

17/04/2023

মিক্বাত, কারান আল মানাজিল থেকে গোসল এবং ইহরাম পরে বায়তুল্লাহে যাত্রা

17/04/2023

মহান প্রভুর প্রথম সৃষ্টি বায়তুল মোহাররম,বায়তুল আ'তিক,বায়তুল আমান,বায়তুল হারাম, বায়তুল মোবারাকা,বাক্কাতাল মোবারাকা, আল বায়তুল্লাহিল হারাম আল মক্কাতাল মোকাররমার পথে এখন।

ইহরামের শুভ্রতা যেন জান্নাতের শুভ্রতা কে স্মরণ করিয়ে দিচ্ছে. আলহামদুলিল্লাহ ইহরাম গায়ে জড়িয়ে নিতে আবারো প্রিয় বায়তুল্লা...
16/04/2023

ইহরামের শুভ্রতা যেন জান্নাতের শুভ্রতা কে স্মরণ করিয়ে দিচ্ছে. আলহামদুলিল্লাহ
ইহরাম গায়ে জড়িয়ে নিতে আবারো প্রিয় বায়তুল্লাহর উদ্দেশ্যে যাত্রা [সকাল ৭টায়]।দোয়া করবেন সবাই। লাইভ সহ ভিডিও দেখতে পেইজটি ফলো করুন এবং অন্য ভাইবোন দের দেখার সুযোগ দিতে শেয়ার করুন।

11/04/2023

কিং খালেদ ফাউন্ডেশন পরিচালিত রমাদ্বান মাস ব্যাপী ইফতারি কার্যক্রম এর আওতায় আমার ইউনিট [কেএসইউ] এর ১২৯টি মসজিদের মধ্যে আজকে ৮৭নং মসজিদে ইফতারি বিতরন করার সময়ের ভিডিও। রওদা ৩ এরিয়ায় কোন বাংলাদেশী ভাইয়ের ইফতারি সাহায্য লাগলে আমার সাথে যোগাযোগ করবেন।
রমাদ্বান শেষ হওয়ার পথে।
কত দ্রুতই ২০ রমাদ্বান হয়ে গেলো!!
আল্লাহ আমার সকল কাজ গুলো কবুল করুন।

Address


Telephone

+966552643455

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Sufian-أبو سفيان posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abu Sufian-أبو سفيان:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share