Daily Madina

Daily Madina Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Madina, News & Media Website, Medina.

The purpose of Daily Madina is to disseminate objective, truthful news, including historical events from Medina and the entire world.
দৈনিক মদিনার উদ্দেশ্য হল মদিনা এবং সমগ্র বিশ্বের ঐতিহাসিক ঘটনাবলী সহ বস্তুনিষ্ঠ, সত্য সংবাদ প্রচার করা। The purpose of Daily Madina is to disseminate objective, truthful news, including historical events from Medina and the entire world.

দৈনিক মদিনার উদ্দেশ্য হল মদিনা এবং সমগ্র বিশ্বের ঐতিহাসিক ঘটনাবলী সহ বস্তুনিষ্ঠ, সত্য সংবাদ প্রচার করা।

মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে সারসাং ফিল্ডে তাদের একটি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ...
15/07/2025

মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে সারসাং ফিল্ডে তাদের একটি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণটি ঘটে। স্থানটি সুরক্ষিত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত সুবিধার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর চাপ সৃষ্টির জন্য কিয়েভকে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে হামলা চালানোর আ...
15/07/2025

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর চাপ সৃষ্টির জন্য কিয়েভকে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস এমনটাই দাবি করেছে।

The attacks come amid a worsening hunger crisis as Israel severely restricts entry of food, fuel, water and medical supp...
15/07/2025

The attacks come amid a worsening hunger crisis as Israel severely restricts entry of food, fuel, water and medical supplies.

ব্রিটিশ শিল্পী এলাইজা বেনেট ২০১১ সালে তিনি “A Woman's Work is Never Done” (নারীর কাজ কখনো শেষ হয় না) শিরোনামে এক বিস্ময়ক...
14/07/2025

ব্রিটিশ শিল্পী এলাইজা বেনেট ২০১১ সালে তিনি
“A Woman's Work is Never Done” (নারীর কাজ কখনো শেষ হয় না) শিরোনামে এক বিস্ময়কর পারফরম্যান্স আর্ট করেন।

নিজের হাতের তালুতে তিনি সুই-সুতা দিয়ে ফোঁড় তোলেন, সেলাই করে ফুটিয়ে তোলেন কায়িক শ্রমের ছাপ। হঠাৎ দেখলে মনে হবে, এই হাত যেন কোনো শ্রমজীবী মানুষের, যার চামড়া কাজ করতে করতে শক্ত ও কড়া পড়ে গেছে।

এলাইজা বেনেট এখানে মানব ত্বককে (specifically the epidermis, যা ত্বকের উপরিভাগের স্তর) শিল্পের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন।

সাধারণত, এমব্রয়ডারি বা সেলাইকে আমরা মেয়েলি, কোমল ও ঘরোয়া শিল্প হিসেবেই জানি।

কিন্তু বেনেট এই ধারণাকে পুরোপুরি উল্টে দিয়েছেন। তিনি এই কোমল শিল্পকে এক তীব্র যন্ত্রণাদায়ক ও কষ্টসহিষ্ণু কাজে পরিণত করেছেন।

তার এই শিল্পকর্মটি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে আমাদের সামনে নিয়ে আসেঃ

১. সমাজে নারীদের কাজ, বিশেষ করে ঘরের কাজ বা সেবাযত্নের মতো কাজগুলোকে প্রায়ই “হালকা বা অগুরুত্বপূর্ণ” বলে ধরে নেওয়া হয়। এই কাজগুলো যে কতটা শ্রমসাধ্য এবং এর পেছনের শারীরিক ও মানসিক ক্লান্তি যে কতটা গভীর, তা আমরা দেখি না। বেনেট নিজের শরীরে যন্ত্রণা দিয়ে সেই অদৃশ্য শ্রমকে আমাদের চোখের সামনে রক্ত-মাংসে দৃশ্যমান করে তুলেছেন।

২. এই কাজটি করার জন্য যে পরিমাণ শারীরিক ও মানসিক শক্তির প্রয়োজন, তা নারীর সহনশীলতারই প্রতীক। এটি একাধারে কোমল, আবার একই সাথে অস্বস্তিকর—যা নারীর কাজের দ্বৈত চরিত্রকে তুলে ধরে।

৩. কে বলেছে শিল্প শুধু ক্যানভাস বা কাগজে সীমাবদ্ধ থাকবে? নিজের শরীরকে ব্যবহার করে বেনেট শিল্পের সীমানাকে প্রসারিত করেছেন। এটি বায়ো-আর্ট এবং পারফরম্যান্স আর্টের এক শক্তিশালী উদাহরণ। এটি সমস্ত শ্রমজীবী মানুষের প্রতি এক গভীর সম্মান, যাদের শ্রম প্রায়ই মূল্যায়নহীন থেকে যায়। এ যেন এক নীরব অথচ তীব্র চিৎকার!

সোর্স (Sources):
১. Eliza Bennett's Official Website: new gallery

২. Creative Boom Article: artist stitches her own skin with thread to create embroidered human hands

এপি জানিয়েছে, পেন্টাগনের উদ্যোগে কিছুক্ষণ বিরতির পর যুক্তরাষ্ট্র ইউক্রেনে অ'স্ত্র সরবরাহ পুনরায় শুরু করেছে...
10/07/2025

এপি জানিয়েছে, পেন্টাগনের উদ্যোগে কিছুক্ষণ বিরতির পর যুক্তরাষ্ট্র ইউক্রেনে অ'স্ত্র সরবরাহ পুনরায় শুরু করেছে...

1920 jaffa Palestine -before arrival of Land snatchers 🇵🇸
08/07/2025

1920 jaffa Palestine -
before arrival of Land snatchers 🇵🇸

🚨 BreakingYemen:We targeted the ship "Magic Seas" in the Red Sea, and it is now sinking.
07/07/2025

🚨 Breaking

Yemen:
We targeted the ship "Magic Seas" in the Red Sea, and it is now sinking.

সোমবার (০৭ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে- ইরাকে ভয়বাহ বিপর্যয়ের মুখে পড়েছে তুরস্ক। দেশটিতে এক অভিযানে তুরস্ক...
07/07/2025

সোমবার (০৭ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে- ইরাকে ভয়বাহ বিপর্যয়ের মুখে পড়েছে তুরস্ক। দেশটিতে এক অভিযানে তুরস্কের এক ডজন সেনা নিহত হয়েছেন। বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ইরাকের একটি গুহায় তল্লাশি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের সময় ১৯ সেনা গুরুতর অসুস্থ হন। সেখানে মিথেন গ্যাসের কারণে অন্তত ১২ সেনা নিহত হয়েছেন। রোববার তারা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

রাশিয়ার বাইরে থেকেও রুশ সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দিয়ে আইনে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন..
07/07/2025

রাশিয়ার বাইরে থেকেও রুশ সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দিয়ে আইনে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন..

07/07/2025
07/07/2025

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার)।

এগারো মহরম - যে দিন আমরা ভুলে যাইদশ মহরম যত সামনে আসছে, কারবালার ময়দানের স্মৃতি সারা বিশ্বে সতেজ হয়ে উঠছে। ইমাম হুসাইন...
07/07/2025

এগারো মহরম - যে দিন আমরা ভুলে যাই

দশ মহরম যত সামনে আসছে, কারবালার ময়দানের স্মৃতি সারা বিশ্বে সতেজ হয়ে উঠছে। ইমাম হুসাইনের শাহাদাত, সাহাবিদের ত্যাগ, আলী আসগর এর লাশ, আব্বাস এর বাহু, আকবরের যুবক, সবকিছুই যেন চোখের সামনে নড়ছে। রাস্তায় রাস্তায় শোক, শোক, সমাবেশ ও মিছিল। মহরমের প্রতিধ্বনি শোনা যাচ্ছে।

অথচ দশ মহরমের সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে মনে হয় সব দুঃখ,সব স্মৃতি,সব কিছু বাক্সে বন্দী। এগারো মহরমের দিন এলো... কিন্তু আমরা ভুলে যাই।

আমরা ভুলে যাই যে আসল সমস্যা এখন শুরু হয়।

দশ মহরম এ আহল বাইত তাদের প্রিয়জনদের লাশ পর্যন্ত কবর দেয়নি যে ইয়াজিদি সেনাবাহিনী তাদের তাঁবু পুড়িয়ে দিয়েছে। আগুনের আলিঙ্গন, শিশুদের আর্তনাদ, নারীদের আর্তনাদ, আর অত্যাচারী বর্বরতা।

ইমাম সাজ্জাদ অসুস্থতায় শিকলে বন্ধি ছিলেন, যার হাতে হাতকড়া, পায়ে বেড়ি, আর হৃদয়ে ছিল পাহাড় সমান শোক।

আলী কন্যা জয়নব, যিনি গতকাল পর্যন্ত মনের শান্তি নিয়ে তার ভাইয়ের তাঁবুতে বসে ছিলেন, তিনি আজ কাফেলার প্রধান ছিলেন।

কার চরিত্র কারবালার পর নতুন কারবালা হয়ে গেল। যাদের পর্দা কেড়ে নেওয়া হয়েছে, যারা বেহারামের আগে আনা হয়েছে, আর যারা ইয়াজিদ বলেছে। আদালতে বয়ান দিলেন অত্যাচারের ভিত্তি কাঁপিয়ে দিল।

এগারো মহরম সেই দিন যেদিন আহলে বাইতদের বন্দী করা হয়েছিল এই অবস্থায় যে তাদের গায়ে ক্ষত, অন্তরে দাগ, চোখে শহীদ ছবি।

এই কাফেলা কারবালা থেকে কোফা এবং তারপর সিরিয়া থেকে রওয়ানা হয়েছে। পথিমধ্যে গালাগালি, পাথর, আর দর্শক। রাস্তায় তাকিয়ে থাকা, এবং অপমান। কিন্তু আমরা কজন এই মুহূর্ত গুলো মনে রাখি?

ভাবতে হবে আমাদের কষ্ট কি দশ মহরমের মধ্যে সীমাবদ্ধ? আমরা কি মহরমের একাদশ ভুলে গেছি? কারবালা কি শুধু একদিনের ঘটনা নাকি ধারাবাহিক বার্তা? কেননা আমরা যদি এগারো মহরম ভুলে যাই, তাহলে বুঝে নিও আমরা কারবালার মূল বার্তা হারিয়ে ফেলেছি।

কারবালা আমাদের শুধু কাঁদতে বলে না, বরং বুঝতে, শিখতে, এবং দাঁড়াতে বলে। এগারো মহরম মনে করিয়ে দেয় জুলুমের পর ধৈর্য, আর ধৈর্য ধরে থাকা অপরিহার্য। এই দিনটি জয়নব এর সাহস, ইমাম সাজ্জাদ এর ধৈর্য এবং আহল বায়তের মর্যাদা। আজকের দিনটা।

আসুন, এ বছর দশ মহরম পর্যন্ত শুধু থেমে না থাকি,একাদশ মহরমের দুর্দশার কথা স্মরণ করি।

আপনার সন্তানদের বলুন যে কারবালার পরে কারবালা ছিল। এবং কুদসিয়ার মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই যারা শুধুমাত্র যুদ্ধের ময়দানে যুদ্ধ করেনি, কিন্তু কারাগারেও ছিল। আল্লাহর দ্বীনের জন্য কষ্ট সহ্য করলাম।

মনে রেখো, কারবালা শেষ হয়নি... সে মহরমের প্রতি একাদশেই আবার শুরু হয়।

Address

Medina

Alerts

Be the first to know and let us send you an email when Daily Madina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share