তুর্কি All সিরিজ

তুর্কি All সিরিজ যে নিজের দূর্বলতা আড়াল করতে গিয়ে নিজেকেই আড়াল করে ফেলে,সে ভীতু কাপুরুষ.!✔️
(1)

28/07/2025

এমন শব্দ তো একমাত্র হাসের ফার্মে ঢুকলে হয় 😂

 #একটা_ছোট_ভুল       #একটা_পরিবার_শেষরাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্...
28/07/2025

#একটা_ছোট_ভুল #একটা_পরিবার_শেষ
রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন। সবার মতো তারাও ক্লান্ত, একটু বিশ্রামের অপেক্ষায়।
ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল,
— “একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো? কেমন যেন গ্যাসের মতো…”
স্বামী মাথা নাড়িয়ে বললেন, “হ্যাঁ, আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা।”
সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে, অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো…
এক মুহূর্তেই সব শেষ।
একটা বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ২০০ মিটার দূরের বাসিন্দারাও জানালার কাঁচ কেঁপে উঠতে দেখেছে।
ঘরের দেয়াল ভেঙে পড়ল।
পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই।
স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারালেন। স্ত্রী কিছুদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন…

এই দুর্ঘটনার কারণ?
রান্নাঘরে জমে থাকা গ্যাস, আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা – যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকী (spark), আর সেটিই হয়ে উঠেছিল মৃত্যু-ফাঁদ।

গ্যাসের গন্ধ পেলে?
1. কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না।
কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
2. সব জানালা-দরজা খুলে দিন। যেন গ্যাস বের হয়ে যায়।
3. পারলে মেইন সুইচ অফ করে দিন।
4. সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।

আপনার একটি শেয়ার বাঁচাতে পারে কারো জীবন।।

13/07/2025

কুমিল্লায় কারো রক্ত লাগলে নির্দ্বিধায় জানাবেন ধন্যবাদ?'🙃
🩸Only For Cumilla🩸
★রক্তের গ্রুপ★ফোন নাম্বার★
A- Negative 01933892321
A- Negative 01844464155
A- Negative 01676335830
A- Negative 01883586717
A- Negative 01881438125
A+ 01706926694
A+ 01689223789
A+ 01703268335
A+ 01875024194
A+ 01710376348
A+ 01928275633
A+ 01890372558
A+ 01911303620
A+ 01910902996
A+ 01995362098
A+ 01715323084
A+ 01701833905
A+ 01877793861
A+ 01937906789
A+ 01882171341
A+ 01779538263
AB- Negative 01913545498
AB+ 01626804795
AB+ 01925582350
AB+ 01790059606
AB+ 01558448484
AB+ 01919888277
AB+ 01770412286
AB+ 01925582350
AB+ 01792208551
AB+ 01863181279
AB+ 01626804795
B- Negative 01870435259
B- Negative 01722414689
B+ 01967507147
B+ 0130479265
B+ 01748446523
B+ 01949315386
B+ 01703778563
B+ 01712258706
B+ 01683-418056
B+ 01631654154
B+ 01762167304
B+ 01631654154
O- Negative 01643105457
O- Negative 01406310948
O+ 01302900057
O+ 01634189232
O+ 01714501929
O+ 01571024605
O+ 01736582765
O+ 01812765772

O+ 01765606433
O+ 01521467763
O+ 01626822146
O+ 01841008718
O+ 01715826941
O+ 01834878727
O+ 01920869955
O+ 01921798307
O+ 01755700448
O+ 01300334793
O+ 01767400976
O+ 01949009438
O+ 01707990011
O+ 01896091949
O+ 01755397174
O+ 01741191666
O+ 01793949423
O+ 01982338053g
O+ 01771973881
দয়া করে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন, হতেও তো পারে আপনার উছিলায় কারো জীবন বাচলো?'

06/07/2025

(o+) ও পজেটিভ রক্ত প্রয়োজন ..
কারোর জানা মতে ও পজেটিভ রক্তের কেউ থাকলে অবশ্যই সাহায্য করুন।
01726300589

কুমিল্লা মিশন হসপিটালে,

গতকালকেও তার মার্কেট ভ্যালু ছিল ৪০ মিলিয়ন ইউরো।টাকার অঙ্কে কত জানেন? প্রায় ৫৭৫ কোটি টাকা! আর আজকে?শূণ্য।দুনিয়া কতটা ক্ষণ...
03/07/2025

গতকালকেও তার মার্কেট ভ্যালু ছিল ৪০ মিলিয়ন ইউরো।
টাকার অঙ্কে কত জানেন? প্রায় ৫৭৫ কোটি টাকা!

আর আজকে?
শূণ্য।

দুনিয়া কতটা ক্ষণস্থায়ী। মৃত্যু আমাদের কত সন্নিকটে। টাকা, খ্যাতি কোন কিছুই আমাদের মৃত্যু থেকে বাঁচাতে পারবে না।

ডিয়েগো জোটার বয়স মাত্র ২৮। খেলেছেন ইউরোপের সেরা সব ক্লাবে। রোনালদোর পর্তুগালের হয়েও নেমেছেন মাঠে। দিনকয়েক আগে সেরেছেন বিয়ে।

কিন্তু এখন সে শুধু মানুষের স্মৃতিতেই। অর্থ, খ্যাতির কোন মানে আর নেই।

"যিনি নিজের সম্মানের জন্য রাষ্ট্রপ্রধানের স্ত্রী হওয়াকেও ত্যাগ করেছিলেন..."লতিফা হানিম — তুরস্কের ইতিহাসে এক অসাধারণ নার...
25/05/2025

"যিনি নিজের সম্মানের জন্য রাষ্ট্রপ্রধানের স্ত্রী হওয়াকেও ত্যাগ করেছিলেন..."

লতিফা হানিম — তুরস্কের ইতিহাসে এক অসাধারণ নারী।
তিনি ছিলেন শিক্ষিত, সচেতন, ও সংস্কৃতিমনা মুসলিম নারী।
অত্যন্ত পর্দানশীন ও নীতিবান এই নারীর বিয়ে হয়েছিল সেই কামাল আতাতুর্কের সঙ্গে —
যিনি ছিলেন তুরস্কের প্রতিষ্ঠাতা, কিন্তু মুসলিম ঐতিহ্য ও ইসলামী চর্চার ঘোর বিরোধী।

কামাল পাশা চেয়েছিলেন তার স্ত্রী পাশ্চাত্য ধাঁচের জীবনযাপন করুন,
বেপর্দা পোশাক পরুন, ইসলামী অনুশাসন পরিহার করুন।
কিন্তু লতিফা হানিম দৃঢ়চেতা।
তিনি বলেন— ইজ্জতের চেয়ে বড় কিছু নয়।
তিনি এই দাম্পত্য সম্পর্ক ছিন্ন করেন, তালাক নেন,
এবং প্রমাণ করেন—
একজন নারী চাইলে নিজে থেকেই নিজের মর্যাদা রক্ষা করতে পারেন,
যদিও তার স্বামী হন দেশের সবচেয়ে ক্ষমতাধর মানুষ।

তুরস্কের ইতিহাসে লতিফা হানিম আজও পরিচিত
“সাহসী নারীর প্রতীক” হিসেবে।❣️✨
#সংগ্রহীত

কপি পেস্ট

29/04/2025

যার অপেক্ষায় সিজন 3,4 কাটাইলাম অবশেষে তার আগমন হইল।তুরগুত বে আসছে কুরুলুস উসমানে তাও আবার আগের কুঠার নিয়েই! বোজদাগ কাক্কু তো সত্যিই চমক দেখলো! কিন্তু একটু বেশি দেরি করে ফেলছে🫠🫠
fans

ফ্রান্স ১৯১৭ সালে চাদ দখলের সময় ৪০০ মুসলিম আলেমকে একত্র করে  গলা কে/টে হ/ত্যা করেছিল। ১৮৫২ সালে যখন তারা আলজেরিয়ার লগওয়...
28/04/2025

ফ্রান্স ১৯১৭ সালে চাদ দখলের সময় ৪০০ মুসলিম আলেমকে একত্র করে গলা কে/টে হ/ত্যা করেছিল। ১৮৫২ সালে যখন তারা আলজেরিয়ার লগওয়াত শহরে প্রবেশ করে, তখন একটি রাতেই শহরের দুই-তৃতীয়াংশ মানুষকে আগুনে পুড়িয়ে মে/রে ফেলেছিল।

১৯৬০ থেকে ১৯৬৬ সালের মধ্যে ফ্রান্স আলজেরিয়ায় ১৭টি পারমাণবিক পরীক্ষা চালায়, যার ফলে কত মানুষ মারা গেছে তার সঠিক হিসাব আজও অজানা। আনুমানিক ২৭,০০০ থেকে ১ লাখ মানুষের প্রাণহানি ঘটে বলে ধারণা করা হয়। আজও এর প্রভাব সেখানে অনুভূত হচ্ছে।

১৯৬২ সালে যখন ফ্রান্স আলজেরিয়া ত্যাগ করে, তখন তারা পেছনে রেখে যায় ধ্বংসের বীজ। পুরো আলজেরিয়ার জনগণের সংখ্যার (১ কোটি) চেয়েও বেশি ভূমিমাইন তারা সেখানে পুঁতে রাখে।

ফ্রান্স আলজেরিয়াকে ১৩২ বছর ধরে শাসন করেছে। প্রথম ৭ বছরে তারা ১০ লাখ মুসলমানকে হ/ত্যা করে, আর শেষ ৭ বছরে বিদায়ের আগে মেরে ফেলে আরও ১৫ লাখ মানুষকে।

ফরাসি ইতিহাসবিদ জ্যাক গোরকি হিসেব করে দেখিয়েছেন—১৮৩০ সালে আগমনের পর থেকে ১৯৬২ সালে বিদায় পর্যন্ত, আলজেরিয়ায় ফ্রান্সের হাতে মোট ১ কোটি মুসলমান শহীদ হয়েছেন।

তারা তিউনিসিয়াকে শাসন করেছে ৭৫ বছর, আলজেরিয়াকে ১৩২ বছর, মরক্কোকে ৪৪ বছর এবং মৌরিতানিয়াকে ৬০ বছর।

এছাড়া, বিখ্যাত মিশর অভিযানকালে ফরাসি সৈন্যরা মসজিদে ঘোড়া নিয়ে ঢুকেছিল। তারা নারীদের পরিবারের সামনেই ধ/র্ষণ করেছিল, মসজিদে বসে মদ পান করেছিল, এমনকি কিছু মসজিদকে ঘোড়ার আস্তাবল বানিয়ে ফেলেছিল।

তারপর আজ তারা বলে ইসলাম সন্ত্রা/সের ধর্ম, আর আমাদের প্রিয়নবী (সা.) নাকি সন্ত্রা/সের নেতা!

অথচ এই ইতিহাস জানার পরও কিছু মুসলিমকে দেখা যায় ‘ফ্রান্সের সভ্যতা’ নিয়ে গর্ব করতে, তাদের পক্ষ নিয়ে কথা বলতে!

নীল তিমির লিঙ্গের দৈর্ঘ্য ২.৮ মিটার। নীল তিমির অণ্ডকোষের ওজনই প্রায় ৫০ কেজি করে, যা ইঙ্গিত দেয় প্রচুর পরিমাণ বী*র্য উৎপা...
21/04/2025

নীল তিমির লিঙ্গের দৈর্ঘ্য ২.৮ মিটার। নীল তিমির অণ্ডকোষের ওজনই প্রায় ৫০ কেজি করে, যা ইঙ্গিত দেয় প্রচুর পরিমাণ বী*র্য উৎপাদন করতে পারে। বী*র্যপাতের সময় এটি প্রায় ২০-৩০ লিটার বীর্য নির্গত করে। এর মধ্যে মাত্র ১-২ লিটার প্রয়োজন হয় স্ত্রী তিমিকে সফলভাবে গর্ভধারণ করানোর জন্য। যখন আপনি সমুদ্রসৈকতে পানির স্বাদ নিচ্ছেন, তখন বাকি ২৯ লিটার এর কথা মনে রাখবেন।

Only For Fun🤣🤣

১৯৬৯ সালে যখন আল-আকসা মসজিদে আগুন লাগানো হল, তখন ইস—রায়েলের প্রধানমন্ত্রী ‘গোল্ডা মেয়ার’ কী বলেছিল‌ জানেন?বলেছিল, ‘সে ...
06/04/2025

১৯৬৯ সালে যখন আল-আকসা মসজিদে আগুন লাগানো হল, তখন ইস—রায়েলের প্রধানমন্ত্রী ‘গোল্ডা মেয়ার’ কী বলেছিল‌ জানেন?

বলেছিল, ‘সে রাতে আমি ঘুমাতে পারি নি, কারণ আমি কল্পনা করছিলাম যে আরবরা চারদিক থেকে দলবদ্ধ হয়ে ইসরায়েলে ঢুকে পড়বে।

কিন্তু যখন সকাল হল এবং কিছুই ঘটল না, তখন আমি বুঝতে পারলাম— আমরা যা চাই তা করতেই পারি, কারণ এ এক ঘুমন্ত জাতি।’

হায় দুর্ভোগ! শ্রেষ্ঠ জাতির উত্তরসূরী এ উম্মাহ আজ কতোটা উপহাস্য!
আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি। যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে। তারা পানীয় চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। এটি কত নিকৃষ্ট পানীয়। জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়। (সূরা কাহাফ, আয়াত : ২৯)।

03/01/2025

শীতকালের জমজমাট ওয়াজ ডাঃ আবুল কালাম আজাদ বাশার🫡
সাবেগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার পালানোর হাস্যকর কাহিনী🤭🤭
#ওয়াজমাফিল

Address

Riyadh
12211

Alerts

Be the first to know and let us send you an email when তুর্কি All সিরিজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category