
25/05/2025
"যিনি নিজের সম্মানের জন্য রাষ্ট্রপ্রধানের স্ত্রী হওয়াকেও ত্যাগ করেছিলেন..."
লতিফা হানিম — তুরস্কের ইতিহাসে এক অসাধারণ নারী।
তিনি ছিলেন শিক্ষিত, সচেতন, ও সংস্কৃতিমনা মুসলিম নারী।
অত্যন্ত পর্দানশীন ও নীতিবান এই নারীর বিয়ে হয়েছিল সেই কামাল আতাতুর্কের সঙ্গে —
যিনি ছিলেন তুরস্কের প্রতিষ্ঠাতা, কিন্তু মুসলিম ঐতিহ্য ও ইসলামী চর্চার ঘোর বিরোধী।
কামাল পাশা চেয়েছিলেন তার স্ত্রী পাশ্চাত্য ধাঁচের জীবনযাপন করুন,
বেপর্দা পোশাক পরুন, ইসলামী অনুশাসন পরিহার করুন।
কিন্তু লতিফা হানিম দৃঢ়চেতা।
তিনি বলেন— ইজ্জতের চেয়ে বড় কিছু নয়।
তিনি এই দাম্পত্য সম্পর্ক ছিন্ন করেন, তালাক নেন,
এবং প্রমাণ করেন—
একজন নারী চাইলে নিজে থেকেই নিজের মর্যাদা রক্ষা করতে পারেন,
যদিও তার স্বামী হন দেশের সবচেয়ে ক্ষমতাধর মানুষ।
তুরস্কের ইতিহাসে লতিফা হানিম আজও পরিচিত
“সাহসী নারীর প্রতীক” হিসেবে।❣️✨
#সংগ্রহীত
কপি পেস্ট