03/09/2025
জানাযার নামাজ আদায়ের পদ্ধতি
👉🏻প্রথম তাকবীর
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা,
ওয়া তাআলা ঝাদ্দুকা ওয়া ঝাল্লা ছানাউকা ওয়া লা ইলাহা গাঁইরুক'
অর্থ : হে আল্লাহ! সকল প্রশংসা আপনার| আপনি সব ধরনের ক্রুটি-বিচ্যুতি হতে পবিত্রা
আপনার নাম মঙ্গল ও বরকতপূর্ণ, আপনার মহত্ত্ব অতি বিরাট, আপনার প্রশংসা অতি মহন্ত্পূর্
এবং একমাত্র আপনি ছাড়া আর কোনো প্ৰভু নেই|
👉🏻২ তাকবীর
"আল্লাহুম্মা সাল্লি আ'লা মুহাম্মাদিওঁ ওয়া আ'লা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আ'লা ইবরাহীমা ওয়া আ'লা আলি ইব্রাহীম
ইন্নাকা হামীদুম মাজীদ,
আল্লাহৃম্মা বারিক আ'লা মুহাম্মাদিওঁ ওয় আ'লা আলি মুহাম্মাদ
কামা বারাকৃতা আ'লা ইব্ৰাহীমা ওয়া আ'লা আলি ইব্রাহীম
ইন্নাকা হামীদুম্ মাজীদ"
অর্থঃ হে আাল্লাহা আপনি আমাদের নবী মহাস্মাদ সাল্লাল্লাভ তাআলা আলাইহি ওয়াসাম্লাম ও তাঁর পরিজানেৱ প্ৰতি বহমত বর্ষণি করুন,
যেভাবে বর্ষণ করেছেন ইত্রাহীম আঃ) 3 তাঁর এর পবিজূনর প্রতি. নিশ্চই আগানি গ্রশংসিত ও সম্মানিত|
হে আল্লাহ আপনি বরকত নাযিল করন, আমাদের নবী মুহাম্মাদ সাল্লালাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ওতাঁর পরিজনের প্রতি যেভাবে আপনি বরকত নাযিল করেছেন ইব্রাহীম (আঃ)
ও তাঁর এর পরিজানের প্রতি, নিশ্চই আগনি প্ৰশংসিত ও সম্মানিত|
👉🏻৩য় তাকবীর
"আল্লাহুম্মাগ ফিরলি হায়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা
ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনছানা
আল্লাহুম্মা মান আহইয়াহতাহু মিন্না, ফাআহয়িহী আলাল ইসলাম
ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহ আলাল ঈমান"
অর্থ: 'হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত,
ছোট ও বড় এবং পুরুষ ও নারী সবাইকে ক্ষমা করে দিন|
হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাদের জীবিত রেখেছেন ইসলামের ওপর জীবিত রাখেন
আর যাদের মৃত্যুদান করেছেন তাদের ইমানের সঙ্গেই মৃত্যুদান করেন|'
👉🏻চতুর্থ তাকবীরে
সালাম ফিরানো