21/10/2025
আজকের বেকিং নিউজে🔥🔥
হাউজ কর্মী,হাউজ ড্রাইভার, রান্নার লোক, খাদ্দামা, হারেছ , এককথায় বলতে গেলে যারা ড্রমিস্ট্রিক কর্মী, তাদের জন্য নতুন আইন তৈরী করেছে সৌদি সরকার🔥
১/ গৃহকর্মীদের কমপক্ষে ৮ ঘন্টা একটানা বিশ্রামের সুযোগ দেয়া।
২/ চুক্তিমতে সাপ্তাহিক ছুটি।
৩/ ২ বছর পর ছুটি এবং টিকেট।
৪/ ২ বছরের চুক্তি শেষ হলে কেউ কাজ করতে না চাইলে অন্যত্র ট্রান্সফারের সুযোগ।
৫/ ট্রান্সফারের বিনিময়ে আলাদা কোন ফি গ্রহণ নাা করা।
৬/ এবং গৃহকর্মীদের পেশা পরিবর্তন বা যে কোন প্রয়োজনে গৃহকর্মী থেকে কোন ধরনের ফি আদায় না করা বিষয়ে নীতিমালাতে বিশেষ জোর দেয়া হয়েছে।
সরকারী ফি- ছাড়া কর্মীর কাজ থেকে কোন ধরনের টাকা খেয়ে থাকে ।
তাহলে ২০ হাজার রিয়াল জরিমানা এবং ৩ বছর পর্যন্ত সে আর কোন কর্মী নিয়োগ দিতে পারবে না 🔥