Gulf News 24

Gulf News 24 গালফ নিউজ ২৪ - প্রবাসীদের জন্য নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। সঠিক তথ্য, দ্রুত আপডেট। আপনার খবর, আপনার কণ্ঠস্বর।

🚨| ব্রেকিং নিউজ |🚨🇮🇱⚔️🇮🇷  আয়াতুল্লাহ খামেনি: 'যুদ্ধের জবাব যুদ্ধ দিয়ে, বোমা হামলার জবাব বোমা হামলা দিয়ে এবং আঘাতের জবা...
18/06/2025

🚨| ব্রেকিং নিউজ |🚨

🇮🇱⚔️🇮🇷 আয়াতুল্লাহ খামেনি: 'যুদ্ধের জবাব যুদ্ধ দিয়ে, বোমা হামলার জবাব বোমা হামলা দিয়ে এবং আঘাতের জবাব আঘাত দিয়ে দিয়েই দেওয়া হবে। ইরান কোনও দাবি বা নির্দেশের কাছে নতি স্বীকার করবে না।'

সুত্র: মিডল ইস্ট স্পেকটেটর

আল-বাহা অঞ্চলে একজন বাংলাদেশী উভয় দেশের একজন মহিলাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
18/06/2025

আল-বাহা অঞ্চলে একজন বাংলাদেশী উভয় দেশের একজন মহিলাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

18/06/2025

খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

25/05/2025
11/05/2025

সৌদি আরবে হাউজ ড্রাইভার,আমেল মাঞ্জিল ও ডোমেস্টিক কর্মীদের পুরাতন কপিলের অনুমতি ছাড়া হুরুব কাটার সুযোগ-

শ্রম মন্ত্রনালয় এক বিবৃতিতে জানায়, ১১ মে২০২৫ইং আরবি ১৩ জ্বিলকদ আজ থেকে সরকারিভাবে আগামী ৬ মাস পর্যন্ত ডোমেস্টিক কর্মীদের হুরুব কাটার সুযোগ প্রধান করেছে।
যা ১১ই নবেম্বর ২০২৫ পর্যন্ত এই সুযোগ চলমান থাকবে।

হুরুব কাটার পক্রিয়ায় পুরাতন কফিলের কোন প্রয়োজন নেই শুধুমাত্র নতুন কফিল তার মোসানেদ থেকে কাফালার কাজ সম্পুর্ন করতে পারবে।।।

সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎঢাকা, ০৮ মে ২০২৫ (বৃহস্পতিবার): আজ বাংলাদে...
10/05/2025

সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ০৮ মে ২০২৫ (বৃহস্পতিবার): আজ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারী অ্যাটাশে Brigadier General Badr Obaid Alosaimi.

সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি, সেনাপ্রধান সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম যৌথ কমিটির সভা আয়োজনের জন্য সৌদি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। একইসাথে, উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও বিস্তৃত ও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

Courtesy Call of the Newly Appointed Military Attaché of the Saudi Embassy with the Chief of Army Staff

Dhaka, 8 May 2025 (Thursday): Newly Appointed Military Attaché of Saudi Embassy Brigadier General Badr Obaid Alosaimi paid a courtesy call on with the Chief of Army Staff General Waker-Uz-Zaman, SBP, OSP, SGP, psc.

In addition to exchanging mutual greetings, the Army Chief expressed sincere gratitude for the arrangement of the first meeting of the joint committee of defence cooperation between the two countries. Discussions were also held on further strengthening and expanding the existing military cooperation between Bangladesh and Saudi Arabia.

09/05/2025

আঃ হামিদ কে বিদেশ পাঠানো ধামাচাপা করতেই কি সেলিনা হায়াত আইভি কে গ্রেফতার ?

গোপন মামলায় সৌদি নারী ও দুই বাংলাদেশিকে দণ্ডিত করা হয়েছে।রিয়াদ — মক্কা শহরের পরিবহন ও সরবরাহ খাতে বাণিজ্যিক গোপন (তাসাত...
09/05/2025

গোপন মামলায় সৌদি নারী ও দুই বাংলাদেশিকে দণ্ডিত করা হয়েছে।

রিয়াদ — মক্কা শহরের পরিবহন ও সরবরাহ খাতে বাণিজ্যিক গোপন (তাসাত্তুর) অপরাধের জন্য আদালতের চূড়ান্ত রায় জারির পর বাণিজ্য মন্ত্রণালয় এক সৌদি মহিলা এবং দুই বাংলাদেশী নাগরিককে শাস্তি দিয়েছে। মন্ত্রণালয় তাদের নিজস্ব খরচে স্থানীয় গণমাধ্যমে দোষীদের নাম এবং তাদের অপরাধ প্রকাশ করেছে।

মন্ত্রণালয় মক্কার ফৌজদারি আদালত কর্তৃক জারি করা রায় প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে ১৫০,০০০ রিয়াল জরিমানা, বাণিজ্যিক নিবন্ধন বাতিল, লাইসেন্স বাতিল, প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল এবং যাকাত, ফি এবং কর আদায়। আসামীদের যেকোনো বাণিজ্যিক কার্যকলাপে জড়িত হতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদালত বাংলাদেশীদের নির্বাসনের নির্দেশও দিয়েছে এবং কাজের জন্য সৌদি আরবে ফিরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তদন্তে দেখা গেছে যে মহিলা বিদেশী বিনিয়োগ লাইসেন্স না পেয়ে পরিবহন খাতে বাণিজ্যিক কার্যকলাপে জড়িত হতে বাংলাদেশীদের সহায়তা করেছিলেন। বাংলাদেশীদের তাদের নিজস্ব অ্যাকাউন্টে কাজ করার পাশাপাশি অবৈধ কার্যকলাপ থেকে রাজস্ব আয় করতে এবং রাজ্যের বাইরে তহবিল স্থানান্তর করার অনুমতি দেওয়া হয়েছিল।

আরও দেখা গেছে যে, সৌদি মহিলা বিদেশী বাসিন্দাদের পরিবহন কার্যক্রমে সহায়তা করার জন্য তার নামে ঋণের মাধ্যমে ট্যাঙ্কার কিনেছিলেন। প্রমাণিত হয়েছে যে বাংলাদেশিরা এই সুবিধাটি এর মালিক হিসেবে ব্যবহার করেছেন, এটি পরিচালনা ও পরিচালনা করেছেন এবং চুক্তি ও চুক্তি স্বাক্ষর করেছেন। উল্লেখযোগ্য যে, বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনে জড়িতদের বিরুদ্ধে চূড়ান্ত আদালতের রায় জারির পর অবৈধ তহবিল বাজেয়াপ্ত এবং জব্দ করার পাশাপাশি পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।

বিদেশ থেকে কয়টি মোবাইল আনা যাবে?জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী: • একজন যাত্রী দুইটি ব্যবহৃত মোবাইল ফোন শুল্ক ও কর ছাড়...
09/05/2025

বিদেশ থেকে কয়টি মোবাইল আনা যাবে?

জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী:
• একজন যাত্রী দুইটি ব্যবহৃত মোবাইল ফোন শুল্ক ও কর ছাড়া আনতে পারবেন।
• শুল্ক পরিশোধ করে আরও একটি নতুন মোবাইল আনার সুযোগ আছে।

শুল্ক হার:
• ফোনের মূল্য ১টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত হলে শুল্ক ৫,০০০ টাকা।
• ৩০,০০০ থেকে ৬০,০০০ টাকার মধ্যে হলে শুল্ক ১০,০০০ টাকা।
• ৬০,০০০ টাকার বেশি হলে শুল্ক ২৫,০০০ টাকা।

গুরুত্বপূর্ণ তথ্য:
• শুল্ক নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড।
• বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ারলাইনসের শুল্ক নির্ধারণে কোনো ভূমিকা নেই।
• শুল্ক আদায় করে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বিভাগ।

08/05/2025

কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে যুবলীগ নেতা আটক।
বিস্তারিত কমেন্ট!

পাকিস্তানের প্রতিশোধের ভয়ে বন্ধ ভারতের ২১ বিমানবন্দরজম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস...
08/05/2025

পাকিস্তানের প্রতিশোধের ভয়ে বন্ধ ভারতের ২১ বিমানবন্দর

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে ইতোমধ্যে। দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। এ হামলার কঠিন জবাব দিতে উঠেপড়ে লেগেছে পাকিস্তানও।

ভারতের হামলার পরপরই দেশটির ৫টি অত্যাধুনিক বিমানসহ একটি সেনা সদরদপ্তর গুড়িয়ে দিয়েছে তাদের সেনারা। এমনকি ভারতকে কঠিন জবাব দিতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণের অনুমতিও পেয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতকে তার হামলার চরম মূল্য দিতে হবে বলে হুঙ্কার ছেড়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এমন অবস্থায় উত্তরাঞ্চলের কমপক্ষে ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত সরকার।

বুধবার (৭ মে) রাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের অন্তত ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত সরকার। পাকিস্তান সীমান্তের কাছে সামরিক অভিযান শুরুর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এসব বিমানবন্দর ১০ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।

বন্ধ রাখা এসব বিমানবন্দরগুলো কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মির ও লেহ-এর পাশাপাশি পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান ও গুজরাটের মতো রাজ্যগুলোতে অবস্থিত। ফলে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে অভ্যন্তরীণ ফ্লাইটের বড় একটি অংশ বাতিল হয়েছে।

এছাড়া ভারত থেকে আন্তর্জাতিক কিছু ফ্লাইটও বাধাগ্রস্ত হয়েছে, কারণ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না পারায় অনেক ফ্লাইট ঘুরিয়ে দিতে হয়েছে।

দ্য হিন্দু বলছে, বন্ধ থাকা উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের প্রধান বিমানবন্দরগুলো হলো: জম্মু ও কাশ্মিরের জম্মু, শ্রীনগর ও লেহ, পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, পাতিয়ালা, হালওয়ারা, হিমাচল প্রদেশের শিমলা, ধর্মশালা, রাজস্থানের জোধপুর, বিকানের, জয়সালমের, কিশনগড়, গুজরাটের ভুজ, জামনগর, রাজকোট, মুন্দরা, পোরবন্দর, কান্ডলা এবং কেশোদ।

এছাড়া গোয়ালিয়র ও হিন্ডন বিমানবন্দরও এই তালিকায় রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এই বিমানবন্দরগুলোর অনেকগুলোই বেসামরিক ও সামরিক উভয় ধরনের ফ্লাইট পরিচালনা করে।

ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইনস জানিয়েছে, তারা ১১টি বিমানবন্দর থেকে ১৬৫টির বেশি ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে এয়ার ইন্ডিয়া ৯টি বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করেছে। আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অমৃতসর, গোয়ালিয়র, জম্মু, শ্রীনগর ও হিন্ডন থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে।

পাশাপাশি আরেক বাজেট এয়ারলাইন্স স্পাইসজেট লেহ, শ্রীনগর, জম্মু, ধর্মশালা, কান্ডলা ও অমৃতসরের ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে আকাশ এয়ার শ্রীনগরের সব ফ্লাইট ৯ মে পর্যন্ত বাতিল করেছে।

দ্য হিন্দু বলছে, বুধবার সকাল থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এ দেখা গেছে, নয়া দিল্লির উত্তরাংশে বাণিজ্যিক কোনো ফ্লাইট চলছিল না, একমাত্র দেহরাদুন ছাড়া।

সামাজিক মাধ্যমে যাত্রীদের সতর্ক করার পাশাপাশি ফ্লাইট স্ট্যাটাস দেখে ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছে বিভিন্ন এয়ারলাইনস। বাতিল হওয়া ফ্লাইটগুলোর জন্য বিনামূল্যে রিশিডিউল বা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

অন্যদিকে মার্কিন বিমান সংস্থা আমেরিকান ও ইউনাইটেড এয়ারলাইনস তাদের দিল্লিগামী ফ্লাইট বাতিল করেছে। এছাড়া পশ্চিম এশিয়া ও ইউরোপ থেকে আসা কিছু ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে।

ইউনাইটেড এয়ারলাইনস জানিয়েছে, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি বিবেচনা করে আমরা দিল্লির ফ্লাইট বাতিল করেছি। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যও।

এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি, রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করেছে যা এখন।

গত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে বলে দাবি করছে পাকিস্তান।

ভারতের এ হামলার পর বুধবার (৭ মে) সারাদিন যুদ্ধের উত্তাপ লক্ষ্য করা গেছে দুদেশের মধ্যে। সকাল থেকে কয়েক দফা পাল্টাপাল্টি হামলার পর নিজেদের সামরিক বাহিনীকে হামলা জোরদারের অনুমোদন দিয়েছে ইসলামাবাদ। ভারতের হামলায় ঝরা প্রতি ফোঁটা রক্তের চরম বদলা নেওয়া হবে বলে ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Gulf News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share