আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী

  • Home
  • Saudi Arabia
  • Riyadh
  • আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী

আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী Welcome To page
আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী

🚫⛔ইলিয়াস ভাই আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি : আপনার নামে অ'ভি'যো'গ আসা কোনোভাবেই বন্ধ হচ্ছে না,প্রবাসীদের সঠিক তথ্য দ...
16/08/2025

🚫⛔ইলিয়াস ভাই আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি : আপনার নামে অ'ভি'যো'গ আসা কোনোভাবেই বন্ধ হচ্ছে না,প্রবাসীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতার ক্ষেত্রে আপনার অবদান আছে,সেই অবদানে প্রতি সম্মান রেখে আপনাকে এতদিন কোন কিছুই বলিনি।
কিন্তু আজ আপনাকে স্পষ্টভাবে বলতে চাই: চাকরি দেওয়া কাফালা করা বা অন্যান্য কাজের বিনিময়ে টাকা নিয়ে তাদের কাজগুলো আপনি করেন নাই,দয়া করে তাদের প্রত্যেকের সাথে যোগাযোগ করে টাকা গুলো ফেরত দিয়ে দেন,আপনার কর্মী এই সেই করছে বলে তাকে কাছ থেকে অব্যাহতি দিয়ে দিলে তো সমাধান হলো না।
ওই কর্মীদের মাধ্যমে যে টাকা আপনার কাছে গেছে সেই টাকাগুলোতে পরিশোধ করতে হবে।
আপনি বা আপনারা সঠিকভাবে ব্যবসা বানিজ্য করেন এতে আমাদের তো কোন সমস্যা নাই,সমস্যা হলো অ'ভি'যো'গ আসবে কেন।
আশা করি আপনি এই অসহায় প্রবাসীর সাথে যোগাযোগ করে তাদের টাকাগুলো ফেরত দিবেন।
অন্যথায় : সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে আমি যদি আপনার বি'রু'দ্ধে কোন প্রতিবেদন করি বা কোথাও কোন অ'ভি'যো'গ করি তখন আমাকে দায় দিতে পারবেন না।
বিঃদ্র : আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোথাও কোন মেসেজ সেন্ড হয় না বলেই ফেসবুকে পোস্ট করতে বাধ্য হলাম।

08/08/2025

🌅জুম্মা মোবারক শুভ সকাল সবাইকে 🌅🤲

যারা কথায় কথায় বলেন সৌদি পুলিশ কি করে, সৌদি পুলিশ কি করে, তাদের জন্য আজকের এই ছবি।  ভাইরে পুলিশ জিজ্ঞেস করে করবে?  আমরা ...
20/07/2025

যারা কথায় কথায় বলেন সৌদি পুলিশ কি করে, সৌদি পুলিশ কি করে, তাদের জন্য আজকের এই ছবি।
ভাইরে পুলিশ জিজ্ঞেস করে করবে?
আমরা যেমন ৩২ লক্ষ প্রবাসী এই দেশে, তেমনি ভাবে প্রত্যেক দেশের প্রবাসীরা রয়েছেন। কিন্তু একটা সময় বাংলাদেশ নিয়ে ভালো একটা মনোভাব থাকলেও, এখন আমাদের দৈনন্দিন নিত্য নতুন কর্মকাণ্ডে পুরো সিস্টেম হতাশ।

বিঃদ্রঃ এই অভিযানে গ্রে/ফ/তারের মধ্যে কয়েকজন ছাড়া পেয়েছেন। যাদের কোন মামলা নেই,যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
আর বাকি যারা গ্রে/ফ/তার তাদের বিরুদ্ধে ছি/ন/তাই,অ/প/হ/রণ, মাদক, সহ অনৈতিক কাজের অভিযোগ রয়েছে।

আর যারা কপি করে নিজের নামিয়ে চালিয়ে দেন তাদের বলছি সাবধান। যদি সকল তথ্য প্রমান আপনাদের কাছে থাকে তাহলে চুরি করে৷ নিজের বলে চালিয়ে দেন। না হলে এগুলো কঠিন ইস্যু। পরবর্তী এর দায়ভার নিতে পারবেন কিনা ভালো করে দেখবেন।

thanks To saudi police

নাম : নুর মোহাম্মদ মিয়া।  বয়স: ৩৪+ কাল রাত বাথা থেকে যাত্রী সেজে তাকে অ/প/হ/রণ করা হয়েছে।  আজ  সকাল থেকে  তাকে বি★বস্ত্র...
20/07/2025

নাম : নুর মোহাম্মদ মিয়া। বয়স: ৩৪+
কাল রাত বাথা থেকে যাত্রী সেজে তাকে অ/প/হ/রণ করা হয়েছে। আজ সকাল থেকে তাকে
বি★বস্ত্র এবং মারধর করে পরিবারের কাছে ৬ লক্ষ টাকা মুক্তি/পণ দাবী করা হচ্ছে। দেশের বাড়ি ফেনী।

দেশে ফিরছে চট্টগ্রামের প্রবাসী রুবেলের নিথর দেহ। চট্টগ্রাম ফটিকছড়ির ৪নং ভূজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড তালুকদার পাড়ার বাসিন...
07/07/2025

দেশে ফিরছে চট্টগ্রামের প্রবাসী রুবেলের নিথর দেহ।

চট্টগ্রাম ফটিকছড়ির ৪নং ভূজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড তালুকদার পাড়ার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ রুবেল। ১ বছর আগে পরিবারের স্বপ্ন পূরণে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে।
কিন্তু আজ তিনি ফিরছেন—একটি কফিনে বন্দী হয়ে। দীর্ঘ এক বছর আইনি প্রক্রিয়া শেষে, আগামীকাল দেশে আসছে সৌদি আরবে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ।

এক বছর আগে সৌদি আরবে গেলেও প্রবাসে তার দিনগুলো সুখের ছিল না। ক্ষুধার্ত অবস্থায় একদিন তিনি তার মালিকের দোকান থেকে অনুমতি ছাড়াই একটি বার্গার খেয়ে ফেলেন। এতটুকুই ছিল তার "অপরাধ। এর জেরে শুরু হয় নির্মম নির্যাতন, মারধর।
নির্যাতনে গুরুতর আহত হলে তাকে মদিনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই ২০২৪ সালে পৃথিবী থেকে চির বিদায় নেন রুবেল। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই—মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবার ছুটে বেড়ায় এক দুয়ার থেকে আরেক দুয়ারে।

অবশেষে দীর্ঘ এক বছরের আইনি জটিলতা শেষে, রুবেলের নিথর দেহ দেশে ফেরত আসছে আগামীকাল।
সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভাইটাকে জান্নাত দান করে।

নাম সাইফুল ইসলাম রাফি। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর । বৃহস্পতিবার থেকে নিখোঁজ। তাকে এবং তার গাড়ির কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা এ...
07/07/2025

নাম সাইফুল ইসলাম রাফি।
বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর ।
বৃহস্পতিবার থেকে নিখোঁজ।
তাকে এবং তার গাড়ির কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা এমনকি হাতের মোবাইল ফোন টাও বন্ধ। কেউ যদি কোন খবর জেনে থাকেন 0576584638 আব্দুলাহ ভাই এর নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে।

#রিয়াদ #নিখোঁজ
#ইনবক্স_থেকে

সাবধান সাবধান সাবধান। সৌদি আরব সকল ভাইদের উদ্দেশ্যে অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই ফেসবুক গ্রুপ জয়েন থেকে সাবধানে থাকব...
06/07/2025

সাবধান সাবধান সাবধান। সৌদি আরব সকল ভাইদের উদ্দেশ্যে অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই ফেসবুক গ্রুপ জয়েন থেকে সাবধানে থাকবেন এরা সব প্রতারক চক্র কাজ করতেছে সস্তার মাধ্যমে গাড়ির বিজ্ঞাপন দিয়ে এডভান্স টাকা নিয়ে আপনাকে হয়রানি করবে সবাই সাবধান ধন্যবাদ

জেদ্দা কনস্যুলার টিম নাজরান অবস্থান করবে আগামী ৪ ও ৫ জুলাই। পাসপোর্ট, এক্সিট ইত্যদি যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন।
02/07/2025

জেদ্দা কনস্যুলার টিম নাজরান অবস্থান করবে আগামী ৪ ও ৫ জুলাই। পাসপোর্ট, এক্সিট ইত্যদি যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন।


❌এই প্রতারক হইতে সাবধান ⛔❌মোঃ যুবায়ের আহমেদ জুয়েল বাড়ি সিলেট, বর্তমানে সৌদি-আরবে অবস্থান করছে যার ওয়ার্কপারমিট বা আকামা ...
02/07/2025

❌এই প্রতারক হইতে সাবধান ⛔❌মোঃ যুবায়ের আহমেদ জুয়েল বাড়ি সিলেট, বর্তমানে সৌদি-আরবে অবস্থান করছে যার ওয়ার্কপারমিট বা আকামা তে নাম দেওয়া জুয়েল মিয়া আবদুল মোসোব্বির (আকামা নং- 2152053878)। এই লোক বড় ধরনের প্রতারক সে নিরীহ বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি দের থেকে টাকা নিয়ে বিভিন্ন প্রজেক্ট এবং ব্যাবসায়িক প্রলোভন দেখিয়ে তাদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেয়। সে সৌদি নাগরিকদের থেকেও বিভিন্ন অজুহাতে টাকা লেনদেন করে আর যোগাযোগ করেনা.. তার নামে সৌদি আরবের আদালতে অভিযোগ ফাইল করা হয়েছে যার কেইস নাম্বার 4670698030। সকলের কাছে অনুরোধ এই লোকটা কে যেখানেই দেখেন দয়া করে নিকটস্থ থানায় খবর দিবেন অথবা যারা তাকে খুজছে তাদেরকে খবর দিবেন পাশাপাশি সকলকে সাবধান করছি এই জুয়েল বাংলাদেশের সুনামধন্য রাজনৈতিক দলের নাম ব্যাবহার করে এবং সৌদিয়া বি,এন,পি নেতা মুকিত পন্থি বলে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন করে। এর সাথে কোনরকম লেনদেন না করার এবং একে ধরিয়ে দিতে সাহায্য করতে অনুরোধ করছি।
এই পোস্ট করার উদ্দেশ্য যাতে আর অন্য কারো সাথে এমন প্রতারণা না করতে পারে।
এই প্রতারক এর ছবি পোস্ট এ দেওয়া হইল...
ইনবক্স থেকে নেওয়া আমরা সৌদি প্রবাসী বাংলাদেশী Amra Saudi Probasi Bangladeshi ASP Panda بنده #সৌদি_আরব #ইনবক্স_থেকে

আসসালামু আলাইকুমআমি মোঃ মহিন উদ্দিন রিয়াদ মানফুয়া সালমান ইশারার সামনে থেকে আমার গাড়িটি ২৬ তারিখ গত বৃহস্পতিবার দুপুর ১২...
29/06/2025

আসসালামু আলাইকুম
আমি মোঃ মহিন উদ্দিন রিয়াদ মানফুয়া সালমান ইশারার সামনে থেকে আমার গাড়িটি ২৬ তারিখ গত বৃহস্পতিবার দুপুর ১২.২৫ মিনিটে চুরি হয়ে গেছে,গাড়িতে ১৩ হাজার রিয়ালের বোরকা ছিলো ২৬ ডজন,

গাড়ির মডেল 2017, Elantra
গাড়ির নাম্বার : 5580,GDR
থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী পেইজের ফলোয়ারদের সাহায্য প্রার্থনা করছি। সবাই পোস্ট শেয়ার করলে হয়তো গাড়িটি সহজে পেয়ে যাবো। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক।

বিনীত নিবেদক
মোঃমহিন উদ্দিন
0571761650.

#ইনবক্স_থেকে
#রিয়াদ
#সৌদি_আরব

17/06/2025

শুভ সকাল সবাই কেমন আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং কি ভালোবাসা

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী:

Share