
20/07/2025
যারা কথায় কথায় বলেন সৌদি পুলিশ কি করে, সৌদি পুলিশ কি করে, তাদের জন্য আজকের এই ছবি।
ভাইরে পুলিশ জিজ্ঞেস করে করবে?
আমরা যেমন ৩২ লক্ষ প্রবাসী এই দেশে, তেমনি ভাবে প্রত্যেক দেশের প্রবাসীরা রয়েছেন। কিন্তু একটা সময় বাংলাদেশ নিয়ে ভালো একটা মনোভাব থাকলেও, এখন আমাদের দৈনন্দিন নিত্য নতুন কর্মকাণ্ডে পুরো সিস্টেম হতাশ।
বিঃদ্রঃ এই অভিযানে গ্রে/ফ/তারের মধ্যে কয়েকজন ছাড়া পেয়েছেন। যাদের কোন মামলা নেই,যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
আর বাকি যারা গ্রে/ফ/তার তাদের বিরুদ্ধে ছি/ন/তাই,অ/প/হ/রণ, মাদক, সহ অনৈতিক কাজের অভিযোগ রয়েছে।
আর যারা কপি করে নিজের নামিয়ে চালিয়ে দেন তাদের বলছি সাবধান। যদি সকল তথ্য প্রমান আপনাদের কাছে থাকে তাহলে চুরি করে৷ নিজের বলে চালিয়ে দেন। না হলে এগুলো কঠিন ইস্যু। পরবর্তী এর দায়ভার নিতে পারবেন কিনা ভালো করে দেখবেন।
thanks To saudi police