
16/08/2025
🚫⛔ইলিয়াস ভাই আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি : আপনার নামে অ'ভি'যো'গ আসা কোনোভাবেই বন্ধ হচ্ছে না,প্রবাসীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতার ক্ষেত্রে আপনার অবদান আছে,সেই অবদানে প্রতি সম্মান রেখে আপনাকে এতদিন কোন কিছুই বলিনি।
কিন্তু আজ আপনাকে স্পষ্টভাবে বলতে চাই: চাকরি দেওয়া কাফালা করা বা অন্যান্য কাজের বিনিময়ে টাকা নিয়ে তাদের কাজগুলো আপনি করেন নাই,দয়া করে তাদের প্রত্যেকের সাথে যোগাযোগ করে টাকা গুলো ফেরত দিয়ে দেন,আপনার কর্মী এই সেই করছে বলে তাকে কাছ থেকে অব্যাহতি দিয়ে দিলে তো সমাধান হলো না।
ওই কর্মীদের মাধ্যমে যে টাকা আপনার কাছে গেছে সেই টাকাগুলোতে পরিশোধ করতে হবে।
আপনি বা আপনারা সঠিকভাবে ব্যবসা বানিজ্য করেন এতে আমাদের তো কোন সমস্যা নাই,সমস্যা হলো অ'ভি'যো'গ আসবে কেন।
আশা করি আপনি এই অসহায় প্রবাসীর সাথে যোগাযোগ করে তাদের টাকাগুলো ফেরত দিবেন।
অন্যথায় : সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে আমি যদি আপনার বি'রু'দ্ধে কোন প্রতিবেদন করি বা কোথাও কোন অ'ভি'যো'গ করি তখন আমাকে দায় দিতে পারবেন না।
বিঃদ্র : আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোথাও কোন মেসেজ সেন্ড হয় না বলেই ফেসবুকে পোস্ট করতে বাধ্য হলাম।