Farhana akter Ayeshaa

Farhana akter Ayeshaa Mixed videos For Fun �

নারী তুমি কালো হও বা সুন্দরী,যে পুরুষ তোমার মায়ায় পড়বে, তার কাছে তুমি মহারানী। 💙🌼
13/10/2024

নারী তুমি কালো হও বা সুন্দরী,
যে পুরুষ তোমার মায়ায় পড়বে, তার কাছে তুমি মহারানী। 💙🌼

অন্যের কাছে আমি মানুষটা কেমন সেটা জানার কখনোই আমার খুব বেশি আগ্রহ জন্মায় নি সবার মন রেখে চলতে গেলে পুতুল হয়ে বাঁচতে হয়। ...
12/10/2024

অন্যের কাছে আমি মানুষটা কেমন সেটা জানার কখনোই আমার খুব বেশি আগ্রহ জন্মায় নি সবার মন রেখে চলতে গেলে পুতুল হয়ে বাঁচতে হয়। মানুষ হয়ে বাঁচতে গেলে সবার মন মতো হওয়া যায় না। যে সবার পছন্দের কবিতা লিখে দিনশেষে তার কবিতাটা আর লিখা হয় না। সবার মন রাখতে গিয়ে যে মানুষটা নিজের চাওয়া পাওয়াগুলো বিসর্জন দিয়েছে দিনশেষে তার কাছে কেউ জানতে চায় না সে কতটা ভালো আছে! সবার আড়ালে তার ইচ্ছের রঙ ধূসর হয়ে গেলেও অন্য কারও তাতে কিছুই আসে যায় না।
অন্যের কাছে ইন্টারেস্টিং মানুষ হয়ে থাকতে হলে নিজের ইন্টারেস্টিং পার্টটা বাদ দিতে হয়।

বোন মানে❣️মায়ের পরে দ্বিতীয় ছায়া🙂
07/10/2024

বোন মানে❣️
মায়ের পরে দ্বিতীয় ছায়া🙂

✅সিন্ধান্ত সমূহঃ-(1). সাপ্তাহে ৭ দিন-ই [ সকাল ৬:০০টা থেকে রাত ১২ টা পর্যন্ত] স্টুডেন্টদের হাফ ভাড়া। (2). হাফ পাশের জন্য,...
23/09/2024

✅সিন্ধান্ত সমূহঃ-

(1). সাপ্তাহে ৭ দিন-ই [ সকাল ৬:০০টা থেকে রাত ১২ টা পর্যন্ত] স্টুডেন্টদের হাফ ভাড়া।

(2). হাফ পাশের জন্য, অবশ্য-ই শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিহিত, অথবা শিক্ষার্থীর আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

(3). এই সিদ্ধান্ত শুধুমাত্র মেট্রো এলাকায় কার্য্যকর থাকবে।

🔴এই সিদ্ধান্তটি, 24 September 2024 থেকে, কার্য্যকর হবে।

21/09/2024
আব্বা ৮ বছর আগে' আম্মু ৫ বছর আগে' বড় ভাই গত বছরে! শেষে তোফাজ্জল ভাত খাওয়ার পরে!😭
20/09/2024

আব্বা ৮ বছর আগে' আম্মু ৫ বছর আগে' বড় ভাই গত বছরে! শেষে তোফাজ্জল ভাত খাওয়ার পরে!😭

06/09/2024

"রসূলুল্লাহ সাঃ আঃ বলেছেনঃ সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমুআর দিন সর্বোত্তম। এ দিন আদাম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছে, এ দিন তাকে জান্নাতে দাখিল করা হয়েছে এবং এ দিন তাঁকে জান্নাত থেকে বের করে দেয়া হয়"।
[সহীহ মুসলিম -১৮৬১]

 #স্বাধীন_বাংলাদেশ ঠিক ১ মাস আগে এই পতাকা টাকে স্বাধীন করতে সকলে এত লড়াই করেছে,কেউ রাজ পথে,কেউ ফেসবুক নিজের কলমের মধ্যে,...
05/09/2024

#স্বাধীন_বাংলাদেশ
ঠিক ১ মাস আগে এই পতাকা টাকে স্বাধীন করতে সকলে এত লড়াই করেছে,কেউ রাজ পথে,কেউ ফেসবুক নিজের কলমের মধ্যে, কেউ সাহস দিয়ে,কেউ পানি দিয়ে এই স্বাধীনতা অর্জন করিছি আমরা আর ছিলো মহান আল্লাহ রহমত।।এই অর্জন এ আছে অনেক শহীদ এর আত্মত্যাগ।।। কেউ হারিয়েছে ছেলে,কেউ স্বামী,কেউ বাবা,কেউ ভাই,কেউ মেয়ে,কেউ বোন এই দেশে টা স্বাধীন & স্বৈরাচার মুক্ত করেতে।।এই আন্দোলন কিন্তু আমাদের দেশের জনগণকে ঐক্যবদ্ধ শিখিয়েছে, একসাথে সকলে সকলের পাশে ডাল হয়ে থাকলে মুক্তি নিশ্চিত বুজিয়েছে।।।তাই দেশটা স্বাধীন করতে আমরা যেমন সবাই একতাবদ্ধ ছিলাম, এখন ও আমাদের একতাবদ্ধ হয়ে চলতে হবে অনেক পথ।।।স্বাধীনতা অর্জন করা যেমন কষ্ট তার থেকে ও বড় কষ্ট স্বাধীনতা রক্ষা করা।এখন ও কিন্তু স্বৈরাচার এর কিছু দালালরা আছে আমাদের একতাবদ্ধ কে ভাংগার জন্য দংগ করতেছে।।তাই আমাদের সকলকে সচেতন হয়ে এক সাথে সকল বিপদের মোকাবেলা করা না কি নিজেদের মধ্যে ঝামেলা করে স্বৈরাচারদের সুযোগ করে দেওয়া।।এটা মনে রাখতে হবে দেশটা আমার না, দেশটা আমাদের সকলেক 🙂🙂🙂🇧🇩🇧🇩।।দেশটা মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিষ্টান সকলের।।।আমরা সবাই বাঙালি ❤️❤️এটা আমাদের সকলের স্বাধীন বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩 #স্বাধীন বাংলাদেশের আকাশে উড়ছে #স্বাধীন_পতাকা🙂🙂

  সম্পর্কে দশটি অজানা তথ্য1. প্রতিষ্ঠা ও ইতিহাস: BMW, Bayerische Motoren Werke AG, 1916 সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠ...
04/09/2024

সম্পর্কে দশটি অজানা তথ্য

1. প্রতিষ্ঠা ও ইতিহাস: BMW, Bayerische Motoren Werke AG, 1916 সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রাথমিকভাবে বিমানের ইঞ্জিন তৈরি করেছিল। কোম্পানিটি 1920-এর দশকে মোটরসাইকেল উৎপাদনে এবং শেষ পর্যন্ত 1930-এর দশকে অটোমোবাইলে রূপান্তরিত হয়।

2আইকনিক লোগো: BMW লোগো, প্রায়ই "রাউন্ডেল" হিসাবে উল্লেখ করা হয়, একটি কালো রিং থাকে যা নীল এবং সাদার চারটি চতুর্ভুজকে ছেদ করে। এটি বিমান চালনায় কোম্পানির উৎপত্তিকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি পরিষ্কার নীল আকাশের বিপরীতে একটি ঘূর্ণায়মান প্রপেলারের প্রতীক।

3প্রযুক্তিতে উদ্ভাবন: BMW স্বয়ংচালিত প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি 2013 সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, BMW i3 প্রবর্তন করে এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (ADAS) এবং হাইব্রিড পাওয়ারট্রেন তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে।

4পারফরম্যান্স এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে BMW এর একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে, বিশেষ করে ট্যুরিং কার এবং ফর্মুলা 1 রেসিংয়ে। ব্র্যান্ডের এম বিভাগ তাদের নিয়মিত মডেলের উচ্চ-পারফরম্যান্স ভেরিয়েন্ট তৈরি করে, যা তাদের নির্ভুল প্রকৌশল এবং আনন্দদায়ক ড্রাইভিং গতিবিদ্যার জন্য পরিচিত।

5বিশ্বব্যাপী উপস্থিতি: BMW একটি বিশ্বব্যাপী স্বয়ংচালিত কোম্পানি

6. বিলাসিতা এবং ডিজাইন: বিএমডব্লিউ হল বিলাসবহুল এবং স্বতন্ত্র ডিজাইনের সমার্থক, অত্যাধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে এমন যানবাহন তৈরি করে।

7টেকসই অভ্যাস: BMW তার যানবাহনে পরিবেশ-বান্ধব উপকরণ এবং উত্পাদন প্রক্রিয়াগুলিকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি BMW i4 এবং iX-এর মতো মডেলগুলির সাথে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তিকে উন্নত করার জন্য স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

8গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশে সহ বিশ্বব্যাপী অসংখ্য উত্পাদন সুবিধা পরিচালনা করে, বিশ্বব্যাপী নাগাল এবং স্থানীয় উত্পাদন নিশ্চিত করে।

9ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত BMW ব্র্যান্ডের পাশাপাশি, কোম্পানিটি MINI এবং Rolls-Royce-এর মালিক, যা স্বয়ংচালিত রুচি এবং বিলাসবহুল সেগমেন্টের বিভিন্ন পরিসরে সরবরাহ করে।

10. সাংস্কৃতিক প্রভাব: BMW-এর যানবাহনগুলি প্রায়শই সাংস্কৃতিক আইকন হয়ে ওঠে, ফাই-তে বৈশিষ্ট্যযুক্ত

Address

Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhana akter Ayeshaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farhana akter Ayeshaa:

Share