kanu da official

kanu da official Motivated Page

29/08/2024
22/05/2023

অন্তরে অনিষ্ট চিন্তা,মুখে আত্মীয়তা এর চেয়ে ঢের ভালো প্রকাশ্যে শত্রুতা।

19/05/2023

গভীর অনুরাগ বা প্রেম, মানুষকে শুদ্ধ করে দেয়। ক্ষতিকর হলো, চোখের নেশার প্রেম বারবার হাবুডুবু খায়।

09/05/2023

আগে নিজের মনকে নিয়ন্ত্রণ করোন,আর নিজের প্রতি বিশ্বাস রাখুন। তা না হলে এই গল্প থেকে শিক্ষা নেন💪।

❤️ভাল লাগবে❤️
এক সময় সীতারাম নামে এক ব্রাহ্মণ বাস করতেন। মানুষের বাড়িতে পূজা-অর্চনা করে তিনি জীবিকা নির্বাহ করতেন। একদিন, তিনি অন্য গ্রামে বসবাসকারী এক ধনী ব্যক্তির বাড়িতে পূজা করার সুযোগ পান।

সীতারাম সেখানে গিয়ে স্বয়ংসম্পূর্ণ ভাবে পূজা পালন করলেন, ধনী লোকটি তার সেবায় এতটাই মুগ্ধ হলেন যে, বিনিময়ে তিনি তাকে একটি সুস্থ ছাগল উপহার দিলেন। ছাগল পেয়ে সীতারাম খুব খুশি হলেন। সে ছাগলটিকে কাঁধে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। সে তার বাড়ির দিকে একটি জঙ্গলের মধ্য দিয়ে যেতে লাগলেন।

জঙ্গলে, তিন জন ব্যাক্তি লুকিয়ে ছিল যখন তারা সীতারামের কাঁধে ছাগল দেখে, তারা তাকে ফাঁকি দিয়ে ছাগলটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে একজন ব্যাক্তি একটি পরিকল্পনা তৈরি করলেন এবং এটিকে ফিসফিস করে বলল অন্য দুই ব্যাক্তিকে আর তারাও পরিকল্পনাটি পছন্দ করলো। পরিকল্পনা অনুযায়ী তারা সবাই ভিন্ন দিকে চলে গেল।
প্রথম ব্যাক্তি :
প্রথম ব্যাক্তি : সীতারামের কাছে গিয়ে বলল, "পবিত্র ব্রাহ্মণ, এই কুকুরটিকে কাঁধে নিয়ে যাচ্ছেন কেন? আপনি পবিত্র পথ থেকে সরে যাচ্ছেন। আমার মনে হয় একজন ব্রাহ্মণের এভাবে কুকুর বহন করা উচিত নয়।"
সীতারাম:কি? চেঁচিয়ে উঠল!একটা কুকুর! তুমি কি পাগল হয়ে গেছ? এটি একটি ছাগল এবং এটি কুকুর নয়। আমি মনে করি তুমি অন্ধ। যাও তোমার পথে তুৃমি যাও।
প্রথম ব্যাক্তি বলল, "মাফ করবেন স্যার। কিন্তু শুধু আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম। আমি যা দেখেছি তা বলেছি। বাকিটা আপনার উপর নির্ভর করে।" এই বলে সে তার পথে চলে গেল।
দ্বিতীয় ব্যাক্তি
কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যাক্তি এগিয়ে এসে
সীতারামকে বললেন, “স্যার, আপনি এটা নিয়ে যাচ্ছেন কেন?
আপনার কাঁধে মৃত বাছুর? এটা ব্রাহ্মণের কাজ নয়। এটা আমাকে দিয়ে দেন,আমি এটা আপনার জন্য নিয়ে যাব।
সীতারাম অবাক হল। সে আবার চিৎকার করে বলল, "তুমি কি অন্ধ হয়ে গেছো? এটা ছাগল,মৃত বাছুর না। মনোযোগ দিয়ে দেখ?
মহাশয়:দয়া করে রাগ করবেন না। আমি যা দেখেছি তা আপনাকে বলেছি। আমি আপনাকে উপদেশ দেবার কেউ নই। তবে আপনি নিজেই দেখুন এটি মৃত বাছুর কি-না? আপনি যদি এই মৃত বাছুরটিকে বহন করতে চান, আমি এটা সম্পর্কে কিছু বলার কেউ না?" এই বলে দ্বিতীয় ব্যাক্তিও চলে গেল।
তৃতীয় ব্যাক্তি
কিছুক্ষণ পর তৃতীয় ব্যাক্তি সীতারামের কাছে এল। তিনি ভদ্র সুরে বললেন, "স্যার, আপনার মতো শ্রদ্ধেয় মানুষের কাঁধে ঘোড়ার বাচ্ছা বহন করা শোভনীয় নয়। আমার মনে হয় অন্য কেউ আপনাকে দেখার আগেই এটি ফেলে দেওয়া উচিত।"
সীতারাম: এখন মহা বিভ্রান্তিতে পড়ে গেলেন। তিনজন ভিন্ন ব্যক্তি তাকে বলেছিল যে সে যে পশুটি বহন করছে তা ছাগল নয়। তিনি ভাবলেন, "হয়তো এটা ছাগল নয়, রাক্ষস। এই কারণে একে একে ভিন্ন রকম দেখা দিচ্ছে।"
সিতারাম তৎক্ষণাৎ ছাগলটিকে ছুঁড়ে ফেলে নিজের পায়ের জুতা জোড়া হাতে নিয়ে চলে গেলেন। তিনজন ব্যাক্তি তাকে এটাই করতে চেয়েছিলেন। ছাগল পেয়ে তারা খুব খুশি হলো। সেই রাতে তারা ছাগলটিকে মেরে ভোজ করে নিল।

17/04/2023

কথা দিয়ে কথা না রাখা মানুষগুলোর মনে কখনো মানসিক শান্তি আসেনা।

04/04/2023

চোখের সামনেই তো দেখেছি ভদ্র মুখোশের আড়ালে কুৎসিত রূপ।

01/04/2023

বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে।

যাকে সবচেয়ে ভালো বন্ধু মনে করবেন দেখবেন সেই বন্ধুটাই একসময় সবচেয়ে দূরে চলে যাবে। অনেক দিন পেরিয়ে যাবে সেই বন্ধুটার সাথে কথাও হবে না।
যাকে খুব আপন ভেবে নিজকে খুব ভাগ্যবান মনে করবেন একসময় এসে মনে হবে সেই মানুষটার সাথে দেখা হওয়াটাই ছিলো আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য।
কোন একটা প্রোগ্রাম কিংবা কোথাও ঘুরতে যাওয়ার জন্য যখন আপনি খুব আশায় থাকবেন দেখবেন কোন কারণে আপনার সেই প্রোগ্রামটাতেই যাওয়া হবে না। আর যাওয়া হলেও এমন কিছু একটা ঘটবে যে আপনার সব আশাই মাটি।
সবচেয়ে পছন্দের জিনিসগুলোই আমাদের জীবন থেকে সবার আগে হারায়। এই জন্যই হয়ত কোনকিছু নিয়ে খুব বেশি আশা করতে নেই। খুব বেশি আগ্রহ নিয়ে কোনকিছু চাইতে নেই। তাইলে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যায়। এটাই কিন্তু সত্যি!
ভুল, এই ভুলটাকে যে সঠিক ভেবে ফেঁসেছে তার জীবন পিছিয়ে গেছে , আবেগ দিয়ে জীবন চলে নারে ভাই আর বোন, বিবেক নাড়া দিলে জীবনের মানে বুঝে যাবা,উপরওয়ালা সবাইকে সঠিক বুঝতে সহায়ক হউন।
অনেক কিছু ই হারিয়েছি,, 🙂
আবার অনেক কিছু পেয়েছিও, সব কিছুর জন্য উপরওয়ালার প্রতি কৃতজ্ঞ ‌🥰
যা চেয়েছি তা পায়নি হয়তো সেটা আমার জন্য কল্যাণ করছিল না । উপরওয়ালা উত্তম পরিকল্পনাকারী 🥰উপরওয়ালার প্রতি বিশ্বাস সময় মতন সব কিছু পেয়ে যাবো thanks universe 🥰

দীর্ঘদিন পর প্রিয় খুদঢালা সাথে কাচা বত্তা,সেই হয়ছে❤️ ধন্যবাদ প্রিয় মানুষগুলোকে❤️
29/03/2023

দীর্ঘদিন পর প্রিয় খুদঢালা সাথে কাচা বত্তা,সেই হয়ছে❤️ ধন্যবাদ প্রিয় মানুষগুলোকে❤️

28/03/2023

সব কিছুর প্রতি চেষ্টা রাখতে হয়। বার বার হেরে গেলেও উঠে দাঁড়াতে হয়। জীবন আছে যতদিন, জীবনের যুদ্ধ আছে ততদিন। পৃথিবীতে কেউই সুখী না। কারো না কারো কোনো না কোনো কষ্ট আছে। তা নিয়েই তো মানুষ বেচেঁ থাকে,থাকতে হয়।উপরে যিনি আছেন, আমাকে বা আপনাকে যে ভাবেই রেখেছেন ভাল রেখেছেন,উনার প্রতি কৃতজ্ঞ। এর মধ্যে অনেকে অনেক খারাপ অবস্থায় আছেন, তারা কিন্তু হেরে যায় নাই। তারাও বেচেঁ থাকার জন্য লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত।লড়াইয়ের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে তবেই তো আসল জিনিস বেরিয়ে আসবে।পিঁপড়াও দিনরাত প্ররিশ্রম করে হার না মানার জন্য,আর আমরাতো মানুষ। হতাশা নয় নিজেকে নতুন করে গুছিয়ে নিয়ে পথ চলুন, দেখবেন একদিন সব ঠিক হয়ে গেছে❤️শুভকামনা রইলো নতুন দিনের নতুন আশায়❤️

Address

Olaya Street
Riyadh
11564

Alerts

Be the first to know and let us send you an email when kanu da official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category