Nearby to Death

Nearby to Death "অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে..!!

12/10/2025

“নিশ্চয়ই আল্লাহ এবং তাঁর ফেরেশতাগণ নবী (মুহাম্মাদ ﷺ)-এর প্রতি দরূদ পাঠান। হে ঈমানদারগণ! তোমরাও তাঁর প্রতি দরূদ ও সালাম পাঠাও।”

[সূরা আহযাব, আয়াত ৫৬]

12/10/2025

শাইখ বিন বায (রাহিমাহুল্লাহ) কাঁদছেন!

26/09/2025

১৯৯৯ সালে মসজিদে নববীর কোন এক তারাবীর সালাতে শাইখ আব্দুল্লাহ আওয়াদ আল জুহানী (হাফি.)-এর তিলাওয়াত।

তখন তার বয়স সম্ভবত ২২-২৩ হবে। এখন তিনি পবিত্র কাবার একজন সম্মানিত ইমাম। এজন্যই মানুষ বলে Old Is Gold!

26/09/2025

নিশ্চয় মুত্তাকীগণ থাকবে জান্নাত ও ঝর্ণাধারাসমূহে।

26/09/2025

তোমার জন্য তোমার দ্বীন ছাড়া আর কিছুই বাকি থাকবে না, তাই এটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো।

— শাইখ সালিহ আল-ফাওযান (হাফি.)

26/09/2025

এই ব্যাপারে আমি এইরকম একটা আলোচনাই খুঁজতেছিলাম, এই ব্যাপারে আলোচনা করে এমন আলেম বা বক্তার সংখ্যা অনেক কম।

কিন্তু বর্তমান যুগে এই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে নজর রাখা ও নিজেদের লজ্জাশীলতা ঠিক রাখা অতীব জরুরি।

24/09/2025

সে নিজেই ছিলো এক টুকরো ভালোবাসা❤️

24/09/2025

পৃথিবীর ইতিহাসে গন*ত*ন্ত্র কখনো সমাধান ছিলো না।
🎙️আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক হাফিঃ

24/09/2025

এক সেকেন্ড এটি নিয়ে ভাবুন!

23/09/2025

কুরআন সংরক্ষিত আছে। এর মতো আর কোন গ্রন্থ নেই।

the Quran is preserved. there is no other book like it

29/04/2025

চার অবস্থায় জি°হ|দ ফরজে আইন হয়!

— মুফতি জসীমউদ্দিন রহমানী (হাফি.)

29/04/2025

আমাদের প্রতি ফোঁটা রক্ত, প্রতিটি সেকেন্ড আল্লাহর (ﷻ) দেওয়া আমানত!

— আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক (হাফি.)

মূল ভিডিও : Iqra Insaan

Address

Al Awaly
Riyadh
14924

Alerts

Be the first to know and let us send you an email when Nearby to Death posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nearby to Death:

Share