03/01/2025
বন্ধু মহলে শখ করে প্রথম সিগারেট টান দিয়ে কাশি দেওয়া ছেলেটা 'একদিন সিগারেটের সাথে বাড়াবাড়ি রকমের সখ্যতা তৈরী করে।
আকাশ দেখে মুগ্ধ হওয়া ছেলেটা একদিন চিরকুট লিখে আকাশে উড়িয়ে দেয়।
আমাদের ভালো লাগা জিনিস একদিন অপছন্দের লিস্টে চলে যায়। রোজ নিয়ম করে ছাদে যাওয়া ছেলেটা একটা সময়, অন্ধকার রুমে নিজেকে পাখির মতো বন্দি করে রাখে।
বন্ধুদের আড্ডায় জোকার ছেলেটা একদিন হাসতে ভুলে যায়। প্রতি মাসে শপিং করা ছেলেটা একটা সময় এসে, ঈদে পর্যন্ত শপিং করেনা। রেস্টুরেন্টে কাচ্চি খাওয়া ছেলেটা একটা সময়, বাসার ভাত ছাড়া কিছু খায় না।
মানুষের পরিবর্তন আজকাল মানুষকে ভাবিয়ে তুলে না। যাকে ছাড়া বন্ধু মহলে আড্ডা জমে না, সেই বন্ধুকে একটা সময় পর আর আড্ডায় পাওয়া যায় না। মানুষ খুব পরিপাটি হয়ে মানুষের থেকে দূরে সরে যায়। আয়নার চুল আচড়াতে আচড়াতে মানুষ পরিবর্তন হয়। কান্না করতে করতে পরিবর্তন হয়। হাসতে হাসতে পরিবর্তন হয়।
এই পৃথিবীতে যত মানুষ পরিবর্তন হয়েছে তাদের পরিবর্তন হওয়ার পিছনে, তিল পরিমাণ হলেও আঘাত আছে। আজ আপনি বদলে যাচ্ছেন, কাল আমি বদলে যাবো। পৃথিবীর প্রতিটা মানুষই একটা সময় পর না চাইলেও পরিবর্তন হয়ে যায়।
® M R Rashed 🖤