23/05/2025
আপনারা যে যাই বলেন ভাই দিন শেষে প্রবাসীরা সর্ব উর্ধে দেশ প্রেমিক তাঁদের তুলনা নাই। প্রবাসী মানে শুধু দেশের শক্তি নয় দায়িত্ব ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা যা যুগ যুগ ধরে দিয়ে যাচ্ছে শুধু বিনিময়ে মাতৃভূমি ও প্রিয়জনরা ভালো থাকুক এর বেশি নেই চাওয়া। প্রবাসী নিজের স্বপ্ন বেমালুম ভুলে গেছেন শুধু পরিবার ও দেশের শান্তি রক্ষার্থে। প্রবাসী মানে এক বিরতিহীন যোদ্ধার নাম যারা কোন কিছুতেই হার মানে না। প্রতিনিয়ত হার ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছেন ৪৭* তাপমাত্রায় তবু ও থামে না। এমন নিঃস্বার্থ ভালোবাসার অপর নাম একমাত্র প্রবাসী।আপনারা যে যাই বলেন ভাই দিন শেষে প্রবাসীরা সর্ব উর্ধে দেশ প্রেমিক তাঁদের তুলনা নাই। প্রবাসী মানে শুধু দেশের শক্তি নয় দায়িত্ব ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা যা যুগ যুগ ধরে দিয়ে যাচ্ছে শুধু বিনিময়ে মাতৃভূমি ও প্রিয়জনরা ভালো থাকুক এর বেশি নেই চাওয়া। প্রবাসী নিজের স্বপ্ন বেমালুম ভুলে গেছেন শুধু পরিবার ও দেশের শান্তি রক্ষার্থে। প্রবাসী মানে এক বিরতিহীন যোদ্ধার নাম যারা কোন কিছুতেই হার মানে না। প্রতিনিয়ত হার ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছেন ৪৭* তাপমাত্রায় তবু ও থামে না। এমন নিঃস্বার্থ ভালোবাসার অপর নাম একমাত্র প্রবাসী।