07/12/2023
জেনারেল পড়ুয়া অনেক মেয়ে আছে যারা দ্বীন মানার পথে বহুত বাধার সম্মুখীন হয়েও দ্বীন মানতে সর্বোচ্চ চেষ্টা করে !
আবার মাদ্রাসা পড়ুয়া কিছু মেয়ে আছে যারা পরিপূর্ণ দ্বীন মানার সুযোগ পেয়েও দ্বীনকে অবহেলা করে!
মাদ্রাসার শিক্ষার্থী মানেই দ্বীনদার আর জেনারেল শিক্ষার্থী মানেই যে দ্বীনহীন হবে এমন নয় ।
আল্লাহ যখন যাকে ইচ্ছা হিদায়াত দান করতে পারেন। যে হিদায়াতকে গ্রহন করবে, দ্বীন মানবে ,সেই দ্বীনদার হবে।
প্রতিষ্ঠানের সাথে দ্বীনদারিতা সম্পর্কযুক্ত নয় ।
©