23/09/2025
🌿 গ্রাম মানেই শান্তি 🌿
সবুজ মাঠের ডাকে, নদীর ঢেউয়ের সুরে আর পাখির কূজনের মধুরতায় ভরে থাকে গ্রামীণ জীবন। সহজ-সরল মানুষ, আন্তরিকতা আর নির্ভেজাল প্রকৃতিই গ্রামের আসল সৌন্দর্য। শহরের কোলাহল পেরিয়ে গ্রাম যেন হৃদয়ের প্রশান্তির ঠিকানা।