16/10/2025
এবার যারা পাশ করছেন,
আপনারা নিঃসন্দেহে ভালো স্টুডেন্ট!
কেউ মন খারাপ করবেন না।
অভিভাবক হিসেবে সন্তানকে প্রেশার দিয়েন না।
আমার এক ছোটো ভাই, এসএসিতে B আর এইচএসসিতে A- নিয়ে এবার ৭ টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে!
আরেক স্টুডেন্ট ডাবল জিপিএ ৫ নিয়ে কোথাও চান্স পায়নি, ন্যাশনালে পড়ছে।
মেধা থাকলে জিপিয়ে আটকায় না।
আর মেধা না থাকলে A+ ভাত দেয় না!
শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জিপিএ ৫ এর কুপ্রথা ভেঙে দেয়ার জন্য । ভার্সিটিতে জিপিএ মার্ক ওঠাই দেন।
*বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ১৬ বছর বয়সে জাতীয় পরীক্ষায় ফেল মারছিলো। কিন্তু সেই ব্যর্থতা তাকে থামাতে পারে নাই।
পরবর্তীতে এমন এক থিউরি (আপেক্ষিকতাবাদ)
আবিস্কার করছে ।
এখন পুরো পৃথিবী সেই থিউরি ছাড়া চলেই না ,এমনকি এই থিউরি নোবেল এনে দিছে।
*থমাস আলভা এডিসনকে সবাই ‘বোকার রাজা’ বলে ডাকতো।
বার বার পরীক্ষায় ফেল মারতো, তবে তাকে কেউ থামাতে পারে নাই,
আবিষ্কার করে বসলো বৈদ্যুতিক বাতি, গ্রামোফোন,ক্যামেরাসহ হাজারো যন্ত্র।
এডিসন বলেছিলো, ‘আমি ব্যর্থ হইনি। আমি এমন ১০ হাজার উপায় খুঁজে পেয়েছি যেগুলোতে সফল হওয়া যায়।’
*এবার আসেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি যাকে বলা হয় ‘মিসাইল ম্যান’ এ.পি.জে. আবদুল কালাম।
ফেইল মারতে মারতে সফল হয়ে গেলো ,এখন পুরো পৃথিবী আবদুল কালামের জীবনী পড়ে।
*বাংলাদেশের সোহরাওয়ার্দী, কাজী নজরুল ইসলাম দু‘জনই প্রথম পরীক্ষায় ব্যর্থ হইছিলো নজরুলকে পুরো পৃথিবী চিনে।
*অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস,
বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট ,কিন্তু মাগার ব্যর্থ হয়নি , ঐই বিল গেটস আজকের বিশ্বের অন্যতম ধনী এবং দাতা।
*তারপর ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সেও বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করতে পারে নাই।
সারকথা !!
আজ যারা ফেল করছেন, আপনারা এই কথাটা ভুলে যায়েন না।
"মানুষের সফলতা শুধু পরীক্ষার নম্বর আর সনদ দিয়ে বিবেচিত হয় না"
জীবনটা অনেক বড় ,বিস্তৃত, একদিকে ব্যর্থ হলে আরো বহু রকম সুযোগ খোলা আছে।
প্লিজ, এই ক্ষণিকের এই তুচ্ছ ব্যর্থতা আপনার পরিচয় নয়,চেষ্টা করো ঘুরে দাঁড়াবার।
আর হ্যাঁ পরিবার ,পাশের বাড়ির আন্টি ,প্লিজ......!,
ফেল করা কাউকে সাহস কিংবা ভরসা না দিতে পারলেও অন্তত তিরস্কার কইরেন না।
আমার বিশ্বাস পরিবার, সমাজ এবং রাষ্ট্র যদি এই দুর্বল মুহূর্তে কোমলমতি শিক্ষার্থীদের পাশে থাকে, তবে তারাই একদিন অন্যদের পাশে দাঁড়ানোর সাহস পাবে।
একবার নয়, বারবার বলছি- এইচএসসিতো ফেল করেছ, তাতে কী? জীবন তো এখনও শুরুই হয়নি!
সব কিছুই তো তোমাদের দেখার বাকি রয়ে গেছে। আজ তুমি ফেল করলে, কিন্তু কাল তোমার পায়ের নিচে পৃথিবী থাকবে।
ড. আবদুল কালাম বলতেন
‘ব্যর্থতা কোনো শেষ কথা নয়, বরং এটি আমাদের শেখার সুযোগ। যখন আপনি পড়ে যাবেন, তখন উঠে দাঁড়ানোর আগেই একধাপ এগিয়ে থাকবেন"
হ্যারি পটারের লেখক 'রাওলিং' বলছে,"ব্যর্থতা হলো প্রথম পদক্ষেপ, যেখানে তোমার নিজের সুপ্ত শক্তির সঙ্গে তোমার পরিচয় হবে"।
বিল গেটস বলছে, "যারা ব্যর্থতা সহ্য করতে পারে, তারাই সফল হতে পারে। যদি তুমি তোমার স্বপ্নের পিছনে ছুটতে থাকো, একদিন তুমি নিজেই সেই স্বপ্ন হয়ে উঠবে"!!!
Copied