আরাবিয়ান প্রবাসী বাংলাদেশী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আরাবিয়ান প্রবাসী বাংলাদেশী

আরাবিয়ান প্রবাসী বাংলাদেশী বুঝলি বন্ধু, শখের বিদেশ বিমানে উঠার আগেই সুন্দর

01/07/2025

#সতর্কবার্তা
সৌদি প্রবাসীদের মধ্যে রিয়াদ, জেদ্দা ও দাম্মামে যারা অবস্থান করছেন ডিউটি শেষে বাহিরে আড্ডা হতে আপাতত বিরত থাকুন, আর যারা ড্রাইভিং করেন রাতের বেলা অপরিচিত মিশুয়ার এড়িয়ে চলুন। ইদানিং রিয়াদে একাধিক অপহরণের ঘটনা ঘটেছে। অপরাধী চক্রের মধ্যে বাংলাদেশি ছাড়াও আরো অন্যান্য দেশীরাও বাংলাদেশীদের টার্গেট করে হাতিয়ে নিচ্ছে গাড়ি মোবাইল সহ গুরুত্বপূর্ণ মালামাল!

23/06/2025

সকালে যায় রাতে আসি আমি এখন প্রবাসী
সকালে যায় রাতে আসি আমি এখন প্রবাসী
প্রবাসীর জীবন
সকালে যায় রাতে আসি আমি এখন প্রবাসী দিন রাত এভাবেই যায় এর ই নাম প্রবাস ভাই। কত সুখে আছি আমি জানে না তো দেশ বাসি সবাই জানে ভাল আছি টাকার বিছানায় ঘুমাচ্ছি।
ঘর সংসার ছেড়ে দিয়ে প্রবাসী হয়েছে যারা তারাই বুঝে দেশের জন্য কত যে লাগে মায়া। মা অসুস্থ বাবার কাছে নাইযে টাকা পয়সা মাস শেষে সুদের জন্য দরজায় নাড়ে কড়া।
ভাই বলে এটা লাগবে ছোট বোন বলে সেটা সব চাহিদাই মেটাতে হয় প্রবাসে আছেন যারা। কিছু কিছু কষ্ট আছে কারো কাছে বলা যায় না কিছু কিছু ভুল আছে যা কখনো শোধরানো যায় না।
জীবন নামের রেল গাড়িটা চালিয়ে যাচ্ছি আমি জানিনা কখন দেশে ফিরে দেখবো সবার হাসি। প্রবাস মানে পরাধীনতা পরের হাতে বন্দি প্রতিদিন আমি কাজের সাথে করে যাচ্ছি সন্ধি।
প্রবাসে এসে এখন চোখের জলে ভাসি। জন্ম নিলাম বাংলাদেশে ছিলাম কত খুশি এসব চিন্তা করে এখন কল্পনাতে ডুবি।
সুখে হাসি দুঃখে হাসি ইচ্ছা গুলোকে পুড়িয়ে মারি এসব ভেবে কি আর হবে আমি যে এখন দুর প্রবাসী। প্রবাস মানে টাকার সাগর যেটা সবার জানা সেই সাগরে ডুবে মরে হাজার মানিক সোনা।
দেশে আসার ইচ্ছা হলে ধরি কত বায়না কি করিবো দেশে গিয়ে চিন্তা করে পায় না। কত আশা করি আমি আশার নাইতো শেষ কাজে কাজে সময় গেল জীবন আমার শেষ।
প্রবাসী না হয়েও আমি প্রবাসীর গান গাই তাদের জন্য দেশে আসে অফুরান ধনবান। তারা হলো সোনার ছেলে তাদের কাছে চির ঋণী তাদের কথা স্মরণ করে লিখলাম কয়েকটা বাণী।
ক্যাপশন #আবেগ #স্ট্যাটাস
#প্রবাসীজীবন #আরাবিয়ানপ্রবাসীবাংলাদেশী

19/06/2025

সৌদিতে আসার জন্য যে টাকা খরচ হয়!সেই টাকা উঠাইতে লাইগা যায় কয়েকবছর।
সোজা বাংলা বললে নিজের টাকা দিয়ে অন্যের জন্য গায়ে খাটা আর কি?
টাকা দিলাম কষ্টও করলাম,তাও আবার কয়েকবছর!
এটাই প্রবাস ব্রো!
আচ্ছা আপনার ভিসার টাকা উঠাতে কত বছর লেগেছে?

05/06/2025

"মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক"
পৃথিবীর সবচেয়ে বড় সম্মেলন পবিত্র হজ্জ আজ।
লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। ❤️💞

"আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। আমি হাজির, তোমার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই সব প্রশংসা ও নেআমত তোমারই জন্য এবং রাজত্বও তোমারই, তোমার কোনো শরিক নেই।"

আপনার প্রবাস জীবন কত দিন হলো আর কত দিন প্রবাসে থাকার ইচ্ছা আছে
03/06/2025

আপনার প্রবাস জীবন কত দিন হলো আর কত দিন প্রবাসে থাকার ইচ্ছা আছে

03/06/2025

সৌদি আরবে বিশেষ করে রিয়াদে ভয়াবহভাবে বাড়ছে অপহরণ ও নির্যাতনের ঘটনা।
গত ৩ মাসে আমাদের কাছে ৩০ জনেরও বেশি প্রবাসী অভিযোগ করেছেন অপহরণ ও নৃশংস নির্যাতনের কথা!

😱 ঘটনা কীভাবে ঘটছে?

🔹 প্রথমে বিভিন্ন কৌশলে নির্দিষ্ট প্রবাসীকে ফাঁদে ফেলা হয়
🔹 এরপর একটি বাসায় আটকে রেখে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়
🔹 পরিবারকে ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে মোটা অংকের মুক্তিপণ দাবি করা হয়
🔹 টাকা পেলে ভুক্তভোগীকে কোনো নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারী চক্র

🧤 টার্গেট কারা?
🔸 প্রাইভেট কার চালক
🔸 উবার/ট্যাক্সি ড্রাইভার
🔸 যারা একা নির্জনে হাঁটছেন

👉 মূল টার্গেট – যারা আর্থিকভাবে দুর্বল, একা চলাফেরা করেন এবং সহজে ফাঁদে পড়তে পারেন।

🛡️ আপনার করণীয়:
✅ অচেনা কাউকে গাড়িতে উঠতে দেবেন না
✅ নির্জন রাস্তায় একা চলাফেরা এড়িয়ে চলুন
✅ কারো প্রলোভনে পড়ে অচেনা এলাকায় যাবেন না
✅ সন্দেহ হলে সঙ্গে সঙ্গেই নিকটস্থ থানায় বা দূতাবাসে যোগাযোগ করুন
✅ নিজের অবস্থান পরিবারের সঙ্গে শেয়ার রাখুন

📣 প্রবাসে জীবনের নিরাপত্তা সবার আগে!
আপনার সামান্য সচেতনতাই আপনাকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করতে পারে।

📢 শেয়ার করে আপনার বন্ধুদেরও সতর্ক করুন।

সবাই বলেন।
31/05/2025

সবাই বলেন।

সৌদি আরব টাকা কে আরবিতে বলে ফুলুস, ব্যাংকে আরবতে কি বলে.....?
28/05/2025

সৌদি আরব টাকা কে আরবিতে বলে ফুলুস, ব্যাংকে আরবতে কি বলে.....?

সৌদি আরব মাসে ইন্টারনেট বিল কত যায়। 🇸🇦
25/05/2025

সৌদি আরব মাসে ইন্টারনেট বিল কত যায়। 🇸🇦

অনেকের মনে প্রশ্ন স্বপ্ন আমার বাড়ি যাবে,কিন্তু কথা হচ্ছে আগামী মাসে যাবো মোবাইল ফোন কয়টা নিতে পারব,৪ টা নাকি ২টা  আছে।
25/05/2025

অনেকের মনে প্রশ্ন স্বপ্ন আমার বাড়ি যাবে,কিন্তু কথা হচ্ছে আগামী মাসে যাবো মোবাইল ফোন কয়টা নিতে পারব,৪ টা নাকি ২টা আছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আরাবিয়ান প্রবাসী বাংলাদেশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share