09/08/2025
সুন্নাতের আলো 🌙
সুন্নাতের পথে চলি আমরা, সুখের হবে জীবন,
রাসূল ﷺ-এর আদর্শ মেনে মিলবে শান্তি-প্রশান্ত মন।
খাবারের আগে “বিসমিল্লাহ”, পরে “আলহামদুলিল্লাহ” বলি,
ডান হাত দিয়ে খাই সবসময়, এ পথেই চলি।
সালাম দিয়ে শুরু করি, হাসি দিয়ে কথা,
দরিদ্রকে দেই দান, মুছে দেই ব্যথা।
রাগ হলে করি নীরব, ক্ষমা করি প্রাণে,
এভাবেই নবী শিখিয়েছেন, আছি তাঁর টানে।
দুনিয়া আখিরাত জুড়ে রহমতের সাজ,
সুন্নাত মানলে হবে সবার হৃদয় আজ রাজ।