Jahid hasan probasi 12

Jahid hasan probasi 12 এতো তাড়া কিসের
আমার পেইজে আসচেন
বসেন। ভালোবাসা নিয়ে যাইয়েন
আমি খালি হাতে ফিরাইনা❤️
(3)

🥰সুখে থাকার জন্য কোটি টাকার প্রয়োজন হয় না লাইফে মনের মতো একটা মানুষ হলেই যথেষ্ট ❤️☺️
09/06/2025

🥰সুখে থাকার জন্য কোটি টাকার প্রয়োজন হয় না লাইফে মনের মতো একটা মানুষ হলেই যথেষ্ট ❤️☺️

09/06/2025

ইনশাআল্লাহ কাল থেকে আবার ভিডিও আসবে
বাংলাদেশ টাইম
সকাল ৯ টা
দুপুর ৩টা
রাত ৮টা

29/05/2025

ইনশাআল্লাহ আবার আজ থেকে সবাইকে সাপোর্ট করবো

29/05/2025

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই

খলিফা হারুনুর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বাহলুল (রহঃ) বললেন- ‘আমিরুল মুমিনীন!...
13/05/2025

খলিফা হারুনুর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বাহলুল (রহঃ) বললেন- ‘আমিরুল মুমিনীন! একটু থামুন, পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন’।

খলিফা বললেন- ‘বলো কি জানতে চাও’? বাহলুল (রহঃ) বললেন- ‘মনে করুন, আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নেই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতোটা মূল্য ব্যয় করবেন’?

খলিফা বললেন- ‘যেহেতু পানি না পেলে আমার প্রাণ যাবে, তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো’। হযরত বাহলুল (রহঃ) বললেন- ‘ঠিক আছে, এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন’। খলিফা পানি পান করলেন। এবার হযরত বাহলুল (রহঃ) বললেন- ‘আমার আরও একটি প্রশ্ন আছে’। খলিফা বললেন- ‘বলো’।

বাহলুল (রহঃ) বললেন- ‘এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটে-ই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করার জন্য কতো টাকা ব্যয় করবেন’?

খলিফা বললেন- ‘প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না, মা*রা যাবো। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতো চান ততোটাই দিবো। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো’।

হযরত বাহলুল (রহঃ) বললেন- তাহলে বোঝা গেলো আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান। তাহলে কতো গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু

ভাবুন আর এই নেয়ামত যিনি দিয়েছেন তাঁর শুকরিয়া আদায় করুন’ মহান আল্লাহ্‌ আমাদের বেশি বেশি তাঁর শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুন, আমিন...

08/05/2025

ইনশাআল্লাহ আবার সবাইকে সাপোর্ট করবো
নতুন ভিডিও নিয়ে আসবো

08/05/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল
সবাই কেমন আছেন

জাবের বিন সামুরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে জিজ্ঞেস করা হল, আমরা কি ছাগলের মাং...
02/05/2025

জাবের বিন সামুরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে জিজ্ঞেস করা হল, আমরা কি ছাগলের মাংস খেয়ে ওযু করব? তিনি বললেন, যদি চাও তো করতে পার। বলা হল, আমরা উটের মাংস খেয়ে কি ওযু করব? তিনি বললেন, “হ্যাঁ। (সহীহ মুসলিম)

তিনি আরও বলেন, “উটের গোশত খেলে তোমরা ওযু করো।(মুসনাদ আহমদ, সুনান আবূদাঊদ, সুনান তিরমিযী, সুনান ইবনে মাজাহ্‌, সহীহুল জামে ৩০০৬ নং)

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন ছাগলের মাংস খেয়ে ওযু করার বিষয়টি মানুষের ইচ্ছাধীন রেখেছেন, তখন বুঝা যায় উটের গোস্ত খেয়ে ওযুর ব্যাপারে মানুষের কোন ইচ্ছা স্বাধীনতা নেই। অবশ্যই ওযু করতে হবে।

অতএব উটের গোস্ত কাঁচা হোক বা পাকানো হোক কোন পার্থক্য নেই, গোস্ত লাল বর্ণ হোক বা অন্য বর্ণ খেলেই ওযু ভঙ্গ হবে। উটের নাড়ী-ভুঁড়ি, কলিজা, হৃতপিণ্ড, চর্বি, মোটকথা উটের যে কোন অংশ ভক্ষণ করলে ওযু ভঙ্গ হবে। কেননা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এ ক্ষেত্রে কোন পার্থক্য বর্ণনা করেন নি। অথচ তিনি জানতেন মানুষ উটের সব অংশ থেকেই খেয়ে থাকে।

অজু ভঙ্গ হয়ে যাবার পক্ষে মত ব্যক্ত করেছেন ইমাম আহমাদ বিন হাম্বল রহঃ, হযরত ইসহাক বিন রাহাওয়াই রহঃ, হযরত ইয়াহইয়া বিন ইয়াহইয়া,, আবু বকর বিন মুনজির, ইবনে খুজাইমা,ইমাম বায়হাকী প্রমুখ। এবং মুহাদ্দিসগণ থেকেও আমভাবে বর্ণিত। একদল সাহাবা রাজিআল্লাহু আনহুম আজমাঈন থেকেও তা বর্ণিত। [ সহীহ মুসলিম, ইমাম নববীকৃত-৪/৪৮-৪৯]

যেসব হাদীসে উটের গোস্ত খেলে অজু করার কথা এসেছে। এর জবাব দু’টি। যথা-

১. এসব হাদীস ইসলামে প্রথম যুগের। পরবর্তীতে এ বিধান রহিত হয়ে গেছে। [ সহীহ মুসলিম, ইমাম নববীকৃত-৪/৪৩,ইলাউস সুনান-১/১৭২,]

২. দ্বিতীয় জবাব হল,অজু করার দ্বারা উদ্দেশ্য হল,মুখ ও উভয় হাত ধৌত করা। [ সহীহ মুসলিম, ইমাম নববীকৃত-৪/৪৩,ইলাউস সুনান-১/১৭২]

উটের বা অন্যান্য হালাল প্রাণীর গোস্ত খাবার পর অজু করার নির্দেশের দ্বারা উদ্দেশ্য কী? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদীস দ্বারা পরিস্কার হয়ে যায়।

হযরত ইকরাশ রাঃ থেকে একটি লম্বা হাদীস বর্ণিত হয়েছে। যার শেষের দিকে এসেছেঃ

উটের গোশত খাওয়ার পর ওযুর কারণঃ

রাসূল (সাঃ) বলেছেনঃ

'উট শয়তান থেকে সৃষ্টি হয়েছে'।

[ইবনু মাজাহঃ ৭৬৯]

অন্যত্র তিনি বলেছেনঃ

'প্রত্যেক উটের পৃষ্ঠে শয়তান থাকে। সুতরাং তোমরা তাতে আরোহণের সময় বিসমিল্লাহ বল'।

[আহমাদঃ ছহীহা

01/05/2025
মায়বতীর হাসি মুখ রাখতে চেস্টা করলামআর মায়াবতী অন্য কারোর জন্য আমার হাসিটা এ কেড়ে নিলো
13/04/2025

মায়বতীর হাসি মুখ রাখতে চেস্টা করলাম
আর মায়াবতী অন্য কারোর জন্য আমার হাসিটা এ কেড়ে নিলো

13/04/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল সবাই কেমন আছেন

আমার স্টার সেটাপ রিভিউ তে এটার জন্য কি বাকি সেটাপ গুলো পাবো
12/04/2025

আমার স্টার সেটাপ রিভিউ তে
এটার জন্য কি বাকি সেটাপ গুলো পাবো

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when Jahid hasan probasi 12 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category