Sunni Jamat

Sunni Jamat This is an Islamic internationlal page based on a target of preaching the right path of Sunniyat around all over the world.

12/05/2025

আলহামদুলিল্লাহ্ বাংলাদেশের এই কঠিন মুহূর্তে সুন্নিদের আন্দোলন, সভা, সমাবেশে প্রমাণিত হয়েছে।
এ দেশে একমাত্র শান্তির দল হচ্ছে সুফিবাদি আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জনতা একমাত্র শান্তিতে বিশ্বাসী।

-বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট ফজলুর রহমান।

09/05/2025

রিজিক নির্ধারিত,যা আপনার জন্য নির্ধারন করেছেন,তাই এ পাবেন,আর বরকত অনেক বড় নিয়ামত,কোটি টাকা ইনকাম করলেও যদি বরকত না থাকে,তাহলে কি লাভ?বহুত মানুষ আছে লাখ টাকা ইনকাম করে,মাস শেষ হতে না হতে অভাব শুরু হয়ে যায়,মানে ইনকাম আছে বরকত নাই,তাই আল্লাহর কাছে বেশিবেশি দু'আ করুন,আল্লাহ যেন রিজিকে বরকত দান করে,আমীন।

05/05/2025

পূবাইল থানার ওসি আমিরুল ইতিমধ্যে ধরপাকড় শুরু করছে। তবে আসামিদের নয়, রইস হত্যার প্রত্যাশীদের! তাহলে উপদেষ্টার উপদেশ ছিল কি?

02/05/2025

ঢাকা প্রেস ক্লাব
বিকেল ৩ টাই
কর্মসূচি সফল করুন।
প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতার সাথে।

02/05/2025

28/04/2025

ছাত্রসেনা নেতা রইস উদ্দীন হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার পক্ষ থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আগামীকাল সারাদেশে প্রত্যেক জেলায় জেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

11/03/2025

আয় আল্লাহ, মা খাদিজাতুল কোবরা রাদিআল্লাহু আনহার উসিলায় আমাদের ক্ষমা করুন, আমাদের সিয়াম সাধনা কবুল করুন আমীন।

14/02/2025

আজ ‘লাইলাতুল বরাতের‘ রাতে সিদ্ধান্ত হয়ে যাবে আগামী এক বছর কাদের জান কবজ করা হবে। সুতরাং, যারা পাওনাদারের ফোন ধরেন না,আজকেই পাওনাদারের টাকা ফেরত দিতে না পারলেও ,অন্তত পাওনাদারদের সাথে কথা বলুন ,দোয়া চান , নতুন সময় দিন ,ক্ষমা চান।

10/02/2025

আম্মাজান আয়েশা সিদ্দীকা বলেছেন,আমার নবীজি যখন মুচকি হাসি দিতেন তখন নবীজির দাতের ফাঁক দিয়ে নুর চমকাতো সুবাহানাল্লাহ.!💖

হালুয়া রুটি চলবে,,,মিলাদ কিয়াম চলবে,,শবে বরাত আমরা পালন করছি ও করবোইনশাআল্লাহ।
09/02/2025

হালুয়া রুটি চলবে,,,
মিলাদ কিয়াম চলবে,,
শবে বরাত আমরা পালন করছি ও করবো
ইনশাআল্লাহ।

18/01/2025

মে'রাজে যায় খোদার হাবীব নবী কামলিওয়ালা,
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ﷺ

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when Sunni Jamat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share